২০২৪ কোপা আমেরিকায় লিওনেল মেসি যেন বড্ড অচেনা। গোলরক্ষককে একা পেয়েও গোল করতে পারছেন না। গোলপোস্ট, গোলবারে আটকে যাচ্ছে আর্জেন্টিনার বিশ্বজয়ী ফুটবলারের। অসুস্থতার কারণে যে এসব হচ্ছে, সেটা স্বীকার করেছেন মেসি।
নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে বাংলাদেশ সময় আজ সকালে কোপা আমেরিকায় ‘এ’ গ্রুপের ম্যাচে মুখোমুখি হয়েছে আর্জেন্টিনা-চিলি। মেসি ছিলেন শুরুর একাদশে, খেলেছেন পুরো ৯০ মিনিটও। তবে সেটা ‘মেসিসুলভ’ ছিল না। আর্জেন্টিনার বিশ্বজয়ী ফুটবলারের আগামীকাল চিকিৎসা করা হবে বলে দেশটির সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে। হঠাৎ কেন এমন ছন্দহীন হয়ে পড়লেন, ম্যাচ শেষে মিক্সড জোনে সেটা শিকার করেছেন স্বয়ং মেসি। আর্জেন্টিনার বিশ্বজয়ী ফুটবলার বলেন, ‘ম্যাচের শুরুতে ছিল এমনটা (অসুস্থতা)। অসুস্থতার কারণে ঠিকমতো দৌড়াতে পারছিলাম না। দেখি আগামীকাল কী হয়। গত কয়েক দিন ধরে গলা ব্যথা, জ্বরে ভুগছি। হয়তোবা সেটা আজ ভুগিয়েছে। তবে খেলাটা শেষ করতে পেরেছি। আশা করি, জটিল কিছু না।’
২৪ মিনিটের সময় চিকিৎসক লা পুলগার থেকে চিকিৎসা নিতে দেখা গেছে মেসিকে। আর্জেন্টিনার তারকা ফুটবলারের কী অবস্থা, সে ব্যাপারে জিজ্ঞেস করা হয় কোচ লিওনেল স্কালোনিকে। সংবাদ সম্মেলনে স্কালোনি বলেন, ‘এখনো মেসির সঙ্গে আমি কথা বলি নি। সে কেমন আছে তা জানি না।’ চিলির বিপক্ষে আজ ১-০ গোলের জয় পেয়েছে আর্জেন্টিনা। ৮৮ মিনিটে ম্যাচের একমাত্র গোলটি যে লাওতারো মার্তিনেজ, সেটার উৎস মেসির কর্নার। কানাডা, চিলির বিপক্ষে টানা দুই ম্যাচ জিতে কোপার কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে আর্জেন্টিনা। আলবিসেলেস্তেরা দুই ম্যাচে দিয়েছে ৩ গোল, তবে কোনো গোল হজম করেনি। ৩০ জুন মায়ামির হার্ড রক স্টেডিয়ামে গ্রুপ পর্বের শেষ ম্যাচে আর্জেন্টিনার প্রতিপক্ষ পেরু। আর্জেন্টিনা-পেরু ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল ৬টায়।
আরও পড়ুন:
২০২৪ কোপা আমেরিকায় লিওনেল মেসি যেন বড্ড অচেনা। গোলরক্ষককে একা পেয়েও গোল করতে পারছেন না। গোলপোস্ট, গোলবারে আটকে যাচ্ছে আর্জেন্টিনার বিশ্বজয়ী ফুটবলারের। অসুস্থতার কারণে যে এসব হচ্ছে, সেটা স্বীকার করেছেন মেসি।
নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে বাংলাদেশ সময় আজ সকালে কোপা আমেরিকায় ‘এ’ গ্রুপের ম্যাচে মুখোমুখি হয়েছে আর্জেন্টিনা-চিলি। মেসি ছিলেন শুরুর একাদশে, খেলেছেন পুরো ৯০ মিনিটও। তবে সেটা ‘মেসিসুলভ’ ছিল না। আর্জেন্টিনার বিশ্বজয়ী ফুটবলারের আগামীকাল চিকিৎসা করা হবে বলে দেশটির সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে। হঠাৎ কেন এমন ছন্দহীন হয়ে পড়লেন, ম্যাচ শেষে মিক্সড জোনে সেটা শিকার করেছেন স্বয়ং মেসি। আর্জেন্টিনার বিশ্বজয়ী ফুটবলার বলেন, ‘ম্যাচের শুরুতে ছিল এমনটা (অসুস্থতা)। অসুস্থতার কারণে ঠিকমতো দৌড়াতে পারছিলাম না। দেখি আগামীকাল কী হয়। গত কয়েক দিন ধরে গলা ব্যথা, জ্বরে ভুগছি। হয়তোবা সেটা আজ ভুগিয়েছে। তবে খেলাটা শেষ করতে পেরেছি। আশা করি, জটিল কিছু না।’
২৪ মিনিটের সময় চিকিৎসক লা পুলগার থেকে চিকিৎসা নিতে দেখা গেছে মেসিকে। আর্জেন্টিনার তারকা ফুটবলারের কী অবস্থা, সে ব্যাপারে জিজ্ঞেস করা হয় কোচ লিওনেল স্কালোনিকে। সংবাদ সম্মেলনে স্কালোনি বলেন, ‘এখনো মেসির সঙ্গে আমি কথা বলি নি। সে কেমন আছে তা জানি না।’ চিলির বিপক্ষে আজ ১-০ গোলের জয় পেয়েছে আর্জেন্টিনা। ৮৮ মিনিটে ম্যাচের একমাত্র গোলটি যে লাওতারো মার্তিনেজ, সেটার উৎস মেসির কর্নার। কানাডা, চিলির বিপক্ষে টানা দুই ম্যাচ জিতে কোপার কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে আর্জেন্টিনা। আলবিসেলেস্তেরা দুই ম্যাচে দিয়েছে ৩ গোল, তবে কোনো গোল হজম করেনি। ৩০ জুন মায়ামির হার্ড রক স্টেডিয়ামে গ্রুপ পর্বের শেষ ম্যাচে আর্জেন্টিনার প্রতিপক্ষ পেরু। আর্জেন্টিনা-পেরু ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল ৬টায়।
আরও পড়ুন:
কারও খেলা যদি ভালো লেগে যায় রিয়াল সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজের, আর তাঁর দলে সেই খেলোয়াড়ের ভালো সম্ভাবনা থাকে, তাহলে টাকা কোনো ব্যাপার নয়। তাঁকে কিনেই ছাড়বে রিয়াল। ২০১৪ ব্রাজিল বিশ্বকাপে দারুণ খেলা হামেস রদ্রিগেজকে বিশ্বকাপ শেষে দলে ভিড়িয়েছিল রিয়াল।
১১ ঘণ্টা আগেরাজনৈতিক পরিস্থিতির কারণে বাংলাদেশ আসতে পারছেন না সাকিব আল হাসান। বিদেশের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে খেলে সময় কাটছে তাঁর। যুক্তরাষ্ট্রে যাওয়ার পর নিউইয়র্কের স্থানীয় কিছু ম্যাচে তাঁকে দেখা গেছে অপেশাদার ক্রিকেটারদের সঙ্গে খেলতে। আন্তর্জাতিক অঙ্গনে তিনি এখনো পুরোদস্তুর পেশাদার ক্রিকেটার।
১১ ঘণ্টা আগেনেপাল সফরের জন্য গত পরশু শুরু হয়েছে জাতীয় দলের ক্যাম্প। সে জন্য ২৪ জনের দলও সাজিয়েছেন কোচ হাভিয়ের কাবরেরা। কিন্তু মাঠের অনুশীলন এখনো পুরোদমে শুরু হয়নি। এর মধ্যে নতুন খবর, ক্যাম্পের জন্য আপাতত নিজেদের খেলোয়াড়দের ছাড়ছে না বসুন্ধরা কিংস। আজ এক চিঠির মাধ্যমে বিষয়টি বাফুফেকে জানিয়েছে তারা।
১৬ ঘণ্টা আগেলিওনেল মেসির সঙ্গে ধারেকাছে কেউ এলেই হতো। দেহরক্ষী ইয়াসিন চেউকো দ্রুত তাঁকে ধরে ফেলেন। বিমানের চেয়ে যেন ক্ষিপ্রগতিতে ছুটতে পারেন চেউকো। তাঁর কারণে তাই ভক্ত-সমর্থকেরা সেলফি তোলা তো দূরে থাক, অটোগ্রাফ পর্যন্ত নিতে পারেন না।
১৬ ঘণ্টা আগে