প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে মেরিলিবোন ক্রিকেট ক্লাবের (এমসিসি) আজীবন সম্মানিত সদস্য হয়েছেন মাশরাফি বিন মর্তুজা। বাংলাদেশের সাবেক অধিনায়কের কাছে তা সবচেয়ে বড় প্রাপ্তি।
পুরুষ ও নারী ক্রিকেট মিলিয়ে এমসিসি নতুন করে টেস্ট খেলুড়ে ৮ দেশের ১৭ ক্রিকেটারকে আজীবন সম্মানিত সদস্য করেছে এমসিসি। এছাড়া ক্রিকেটার নন এমন দুইজনকেও এই সম্মানে ভূষিত করেছে ক্রিকেটের আইন প্রণেতা। মাশরাফির সঙ্গে এই তালিকায় আছেন মহেন্দ্র সিং ধোনি, এউইন মরগান, কেভিন পিটারসেন, ডেল স্টেইনের মতো তারকা ক্রিকেটাররা। এমসিসির সদস্য হয়ে নিজের ফেসবুক পেজে বাংলাদেশের সাবেক অধিনায়ক লিখেছেন, ‘এমসিসির সম্মানসূচক আজীবন সদস্যপদ পাওয়া আমার ক্রিকেট জীবনের অন্যতম বড় প্রাপ্তি। মহেন্দ্র সিং ধোনি, কেভিন পিটারসেন, যুবরাজ সিং, ডেল স্টেইন, রস টেইলর, এউইন মরগানের মতো কিংবদন্তিদের সঙ্গে এই তালিকায় থাকতে পারা আনন্দের। বাংলাদেশের ক্রিকেটের জন্যও এটি স্বীকৃতি। সবার কাছে দোয়াপ্রার্থী, যেন সামনেও বাংলাদেশ ক্রিকেটের সম্মান ও মর্যাদা ধরে রাখতে পারি।’
এছাড়াও এমসিসির নতুন সম্মানসূচক আজীবন সদস্যপদ পাওয়া ক্রিকেটাররা হলেন—সুরেশ রায়না, যুবরাজ সিং, মোহাম্মদ হাফিজ, ভারতের নারী ক্রিকেটার মিতালি রাজ, ঝুলন গোস্বামী, নিউজিল্যান্ডের অ্যামি সাটারওয়েট, ইংল্যান্ডের অ্যানিয়া স্রাবসোল, জেনি গান, লরা মার্শ, অস্ট্রেলিয়ার র্যাচেল হেইন্স, ওয়েস্ট ইন্ডিজের মেরিসা আগুইলেইরা। তৃতীয় বাংলাদেশি হিসেবে এমসিসির সম্মানসূচক আজীবন সদস্যপদ পেলেন মাশরাফি। এর আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক সাধারণ সম্পাদক মরহুম রাইসউদ্দিন আহমেদ প্রথম বাংলাদেশী হিসেবে পেয়েছিলেন এমসিসির আজীবন সদস্যপদ। এরপর এই সম্মানে ভূষিত হয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক সভাপতি সাবের হোসেন চৌধুরী।
প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে মেরিলিবোন ক্রিকেট ক্লাবের (এমসিসি) আজীবন সম্মানিত সদস্য হয়েছেন মাশরাফি বিন মর্তুজা। বাংলাদেশের সাবেক অধিনায়কের কাছে তা সবচেয়ে বড় প্রাপ্তি।
পুরুষ ও নারী ক্রিকেট মিলিয়ে এমসিসি নতুন করে টেস্ট খেলুড়ে ৮ দেশের ১৭ ক্রিকেটারকে আজীবন সম্মানিত সদস্য করেছে এমসিসি। এছাড়া ক্রিকেটার নন এমন দুইজনকেও এই সম্মানে ভূষিত করেছে ক্রিকেটের আইন প্রণেতা। মাশরাফির সঙ্গে এই তালিকায় আছেন মহেন্দ্র সিং ধোনি, এউইন মরগান, কেভিন পিটারসেন, ডেল স্টেইনের মতো তারকা ক্রিকেটাররা। এমসিসির সদস্য হয়ে নিজের ফেসবুক পেজে বাংলাদেশের সাবেক অধিনায়ক লিখেছেন, ‘এমসিসির সম্মানসূচক আজীবন সদস্যপদ পাওয়া আমার ক্রিকেট জীবনের অন্যতম বড় প্রাপ্তি। মহেন্দ্র সিং ধোনি, কেভিন পিটারসেন, যুবরাজ সিং, ডেল স্টেইন, রস টেইলর, এউইন মরগানের মতো কিংবদন্তিদের সঙ্গে এই তালিকায় থাকতে পারা আনন্দের। বাংলাদেশের ক্রিকেটের জন্যও এটি স্বীকৃতি। সবার কাছে দোয়াপ্রার্থী, যেন সামনেও বাংলাদেশ ক্রিকেটের সম্মান ও মর্যাদা ধরে রাখতে পারি।’
এছাড়াও এমসিসির নতুন সম্মানসূচক আজীবন সদস্যপদ পাওয়া ক্রিকেটাররা হলেন—সুরেশ রায়না, যুবরাজ সিং, মোহাম্মদ হাফিজ, ভারতের নারী ক্রিকেটার মিতালি রাজ, ঝুলন গোস্বামী, নিউজিল্যান্ডের অ্যামি সাটারওয়েট, ইংল্যান্ডের অ্যানিয়া স্রাবসোল, জেনি গান, লরা মার্শ, অস্ট্রেলিয়ার র্যাচেল হেইন্স, ওয়েস্ট ইন্ডিজের মেরিসা আগুইলেইরা। তৃতীয় বাংলাদেশি হিসেবে এমসিসির সম্মানসূচক আজীবন সদস্যপদ পেলেন মাশরাফি। এর আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক সাধারণ সম্পাদক মরহুম রাইসউদ্দিন আহমেদ প্রথম বাংলাদেশী হিসেবে পেয়েছিলেন এমসিসির আজীবন সদস্যপদ। এরপর এই সম্মানে ভূষিত হয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক সভাপতি সাবের হোসেন চৌধুরী।
পাকিস্তানের বিপক্ষে অলিখিত সেমিফাইনালটা লিটন দাসকে দেখতে হয়েছে ডাগ আউটে বসে। দুবাইয়ে তাওহীদ হৃদয়, পারভেজ হোসেন ইমন, জাকের আলী অনিকদের একের পর এক আত্মাহুতি দেখে লিটনের মুখটা বেশ ফ্যাকাশে দেখিয়েছে। ওয়াসিম আকরামের মতে লিটন থাকলে ম্যাচের ফল অন্য কিছু হতেও পারত।
২৩ মিনিট আগেজিতলেই ফাইনাল—দুবাইয়ে গত রাতে সুপার ফোরের বাংলাদেশ-পাকিস্তান ম্যাচটা ছিল এমনই। অলিখিত সেমিফাইনালে প্রথম ইনিংস শেষে বাংলাদেশের ফাইনাল খেলা মনে হচ্ছিল সময়ের ব্যাপার মাত্র। কিন্তু ‘আনপ্রেডিক্টেবল’ পাকিস্তান কখন যে পাশার দান উল্টে দেবে, সেটা বোঝা মুশকিল।
১ ঘণ্টা আগেদুবাইয়ে গত রাতে বাংলাদেশ-পাকিস্তান সুপার ফোরের ম্যাচে ছিল না কোনো জটিল সমীকরণের খেলা। অলিখিত সেমিফাইনালের বাধা যে টপকতে পারবে, সেই দল কাটবে ফাইনালের টিকিট। বাংলাদেশ সেখানে নিজেদের হাতে থাকা ম্যাচ ফস্কেছে বলে মনে করেন ওয়াসিম আকরাম।
১ ঘণ্টা আগেজয়ের জন্য ১৩৬ রানের লক্ষ্যটা কি খুব বড় ছিল? মোটেও না। কিন্তু মাঝারি মানের এই লক্ষ্যতাড়ায় শুরু থেকেই বাংলাদেশের ব্যাটাররা যে অস্থিরতা দেখালেন, স্ট্যাম্পের বাইরের বল চেজ করে খেলতে গিয়ে আত্মাহুতি দিলেন নিজেদের, তাতে ম্যাচটি যাঁরা দেখেছেন তাঁদের উপলব্ধি এটাই—এই দলের শেখার এখনো অনেক বাকি!
১১ ঘণ্টা আগে