ক্রীড়া ডেস্ক
মেজর কোনো টুর্নামেন্ট এলে জসপ্রীত বুমরার চোট নিয়ে খবরের শিরোনাম হয় প্রায়ই। ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফিও বাদ যায়নি। আইসিসির এই ইভেন্টে খেলা নিয়ে রয়েছে ‘যদি কিন্তু’। এমন পরিস্থিতিতে প্রকাশিত এক সংবাদকে মিথ্যা দাবি করেছেন ভারতীয় এই পেসার।
টাইমস অব ইন্ডিয়া গতকাল বুমরার চোট নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে। ভারতীয় সংবাদমাধ্যমের সেই প্রতিবেদন জানানো হয়েছে, বুমরাকে পূর্ণ বিশ্রামের পরামর্শ দেওয়া হয়েছে। তাঁর চ্যাম্পিয়নস ট্রফিতে খেলা নিয়ে রয়েছে সংশয়। বেঙ্গালুরুতে বিসিসিআইয়ের সেন্টার অব এক্সিলেন্সে (সিওই) তাঁকে অবশ্যই যোগাযোগ করতে হবে। সূত্রের বরাতে প্রকাশিত টাইমস অব ইন্ডিয়ার খবরকে পাত্তাই দিলেন না বুমরা। উল্টো এই সংবাদ নিয়ে বিদ্রুপ করেছেন ভারতীয় এই পেসার। নিজের অফিশিয়াল এক্স হ্যান্ডলে বুমরা লিখেছেন, ‘আমি জানি ভুয়া খবর ছড়ানো খুবই সহজ। তবে এতে আমি খুব মজা পেয়েছি। সূত্র অনির্ভরযোগ্য।’ এখানে দুইটা হাসির ইমোজি দিয়েছেন ভারতীয় তারকা পেসার।
I know fake news is easy to spread but this made me laugh 😂. Sources unreliable 😂 https://t.co/nEizLdES2h
— Jasprit Bumrah (@Jaspritbumrah93) January 15, 2025
৫ জানুয়ারি সিডনিতে শেষ হয়েছে অস্ট্রেলিয়া-ভারত সিরিজের পঞ্চম টেস্ট। বোর্ডার-গাভাস্কার ট্রফির শেষ ম্যাচ চলার সময়ই পিঠের চোটে পড়েছিলেন বুমরা। ম্যাচের মাঝপথে যেতে হয়েছিল হাসপাতালে। এমনকি দ্বিতীয় ইনিংসে বোলিংও করতে পারেননি তিনি। চোটে জর্জর বুমরাকে ভারত নিজেদের মাঠে হতে যাওয়া ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দলে নেয়নি। ২২ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে ভারত-ইংল্যান্ড পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।
চ্যাম্পিয়নস ট্রফির জন্যই যে টি-টোয়েন্টি সিরিজে বুমরাকে রাখা হয়নি, সেটা না বললেও চলছে। কারণ, ১৯ ফেব্রুয়ারি করাচিতে পাকিস্তান-নিউজিল্যান্ড ম্যাচ দিয়ে শুরু হচ্ছে চ্যাম্পিয়নস ট্রফি। আর ২০ ফেব্রুয়ারি বাংলাদেশের বিপক্ষে ম্যাচ দিয়ে টুর্নামেন্ট শুরু হবে ভারতের। ভারত তাদের ম্যাচগুলো এবার দুবাইয়ে খেলবে। এরই মধ্যে ভারত-পাকিস্তান ছাড়া টুর্নামেন্টের বাকি ৬ দল ১৫ সদস্যের দল ঘোষণা করেছে। ভারত দল ঘোষণা করতে পারে ১৮ বা ১৯ জানুয়ারি।
আরও পড়ুন:
মেজর কোনো টুর্নামেন্ট এলে জসপ্রীত বুমরার চোট নিয়ে খবরের শিরোনাম হয় প্রায়ই। ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফিও বাদ যায়নি। আইসিসির এই ইভেন্টে খেলা নিয়ে রয়েছে ‘যদি কিন্তু’। এমন পরিস্থিতিতে প্রকাশিত এক সংবাদকে মিথ্যা দাবি করেছেন ভারতীয় এই পেসার।
টাইমস অব ইন্ডিয়া গতকাল বুমরার চোট নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে। ভারতীয় সংবাদমাধ্যমের সেই প্রতিবেদন জানানো হয়েছে, বুমরাকে পূর্ণ বিশ্রামের পরামর্শ দেওয়া হয়েছে। তাঁর চ্যাম্পিয়নস ট্রফিতে খেলা নিয়ে রয়েছে সংশয়। বেঙ্গালুরুতে বিসিসিআইয়ের সেন্টার অব এক্সিলেন্সে (সিওই) তাঁকে অবশ্যই যোগাযোগ করতে হবে। সূত্রের বরাতে প্রকাশিত টাইমস অব ইন্ডিয়ার খবরকে পাত্তাই দিলেন না বুমরা। উল্টো এই সংবাদ নিয়ে বিদ্রুপ করেছেন ভারতীয় এই পেসার। নিজের অফিশিয়াল এক্স হ্যান্ডলে বুমরা লিখেছেন, ‘আমি জানি ভুয়া খবর ছড়ানো খুবই সহজ। তবে এতে আমি খুব মজা পেয়েছি। সূত্র অনির্ভরযোগ্য।’ এখানে দুইটা হাসির ইমোজি দিয়েছেন ভারতীয় তারকা পেসার।
I know fake news is easy to spread but this made me laugh 😂. Sources unreliable 😂 https://t.co/nEizLdES2h
— Jasprit Bumrah (@Jaspritbumrah93) January 15, 2025
৫ জানুয়ারি সিডনিতে শেষ হয়েছে অস্ট্রেলিয়া-ভারত সিরিজের পঞ্চম টেস্ট। বোর্ডার-গাভাস্কার ট্রফির শেষ ম্যাচ চলার সময়ই পিঠের চোটে পড়েছিলেন বুমরা। ম্যাচের মাঝপথে যেতে হয়েছিল হাসপাতালে। এমনকি দ্বিতীয় ইনিংসে বোলিংও করতে পারেননি তিনি। চোটে জর্জর বুমরাকে ভারত নিজেদের মাঠে হতে যাওয়া ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দলে নেয়নি। ২২ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে ভারত-ইংল্যান্ড পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।
চ্যাম্পিয়নস ট্রফির জন্যই যে টি-টোয়েন্টি সিরিজে বুমরাকে রাখা হয়নি, সেটা না বললেও চলছে। কারণ, ১৯ ফেব্রুয়ারি করাচিতে পাকিস্তান-নিউজিল্যান্ড ম্যাচ দিয়ে শুরু হচ্ছে চ্যাম্পিয়নস ট্রফি। আর ২০ ফেব্রুয়ারি বাংলাদেশের বিপক্ষে ম্যাচ দিয়ে টুর্নামেন্ট শুরু হবে ভারতের। ভারত তাদের ম্যাচগুলো এবার দুবাইয়ে খেলবে। এরই মধ্যে ভারত-পাকিস্তান ছাড়া টুর্নামেন্টের বাকি ৬ দল ১৫ সদস্যের দল ঘোষণা করেছে। ভারত দল ঘোষণা করতে পারে ১৮ বা ১৯ জানুয়ারি।
আরও পড়ুন:
নেপাল সফরের জন্য গত পরশু শুরু হয়েছে জাতীয় দলের ক্যাম্প। সে জন্য ২৪ জনের দলও সাজিয়েছেন কোচ হাভিয়ের কাবরেরা। কিন্তু মাঠের অনুশীলন এখনো পুরোদমে শুরু হয়নি। এর মধ্যে নতুন খবর, ক্যাম্পের জন্য আপাতত নিজেদের খেলোয়াড়দের ছাড়ছে না বসুন্ধরা কিংস। আজ এক চিঠির মাধ্যমে বিষয়টি বাফুফেকে জানিয়েছে তারা।
৩ ঘণ্টা আগেলিওনেল মেসির সঙ্গে ধারেকাছে কেউ এলেই হতো। দেহরক্ষী ইয়াসিন চেউকো দ্রুত তাঁকে ধরে ফেলেন। বিমানের চেয়ে যেন ক্ষিপ্রগতিতে ছুটতে পারেন চেউকো। তাঁর কারণে তাই ভক্ত-সমর্থকেরা সেলফি তোলা তো দূরে থাক, অটোগ্রাফ পর্যন্ত নিতে পারেন না।
৪ ঘণ্টা আগেভুটানের ক্লাব রয়্যাল থিম্পু কলেজ ফুটবল ক্লাবে (আরটিসি) খেলবেন বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক আফঈদা খন্দকার। একই ক্লাবের হয়ে খেলতে আজ তাঁর সঙ্গে ভুটানে গিয়েছেন স্বপ্না রানী। এএফসি চ্যাম্পিয়নস লিগের প্রাথমিক পর্বে ‘ডি’ গ্রুপে খেলবে আরটিসি। মূলত এই টুর্নামেন্টের জন্য আফঈদা-স্বপ্নাকে নিয়েছে।
৪ ঘণ্টা আগেলিওনেল মেসি তাঁর ক্যারিয়ারে কত শিরোপা জিতেছেন, সেটা তিনি যে নিজেও গুণে শেষ করতে পারবেন না। বার্সেলোনা, প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি), আর্জেন্টিনা—যে দলের হয়েই খেলেছেন, জিতেছেন শিরোপা। পরম আরাধ্য বিশ্বকাপ জিতেছেন ২০২২ সালে। একের পর এক রেকর্ড গড়েছেন বলে ‘রেকর্ডের বরপুত্র’ উপাধিও পেয়েছেন তিনি।
৫ ঘণ্টা আগে