ক্রীড়া ডেস্ক
ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) সর্বোচ্চ শিরোপার রেকর্ডটা আগে থেকেই ছিল ত্রিনবাগো নাইট রাইডার্সের। আজ সেই রেকর্ডটা আরও একটু সমৃদ্ধ করল নাইট রাইডার্স। সিপিএলের এই শিরোপার জন্য তাদের অপেক্ষা করতে হয়েছে পাঁচ বছর।
২০২০ সালে চতুর্থবারের মতো সিপিএলের শিরোপা জিতেছিল নাইট রাইডার্স। পরবর্তীতে ২০২১ থেকে ২০২৪ পর্যন্ত মাত্র একবার ফাইনাল খেলতে পেরেছিল দলটি। তবে ২০২৩ সালে নাইট রাইডার্সের পুড়তে হয়েছিল স্বপ্নভঙ্গের বেদনায়। বাংলাদেশ সময় আজ সকালে গায়ানার প্রভিডেন্স পার্কে অনুষ্ঠিত ফাইনালে সেই ক্ষতে প্রলেপ লাগাতে পেরেছে তারা। গায়ানা আমাজন ওয়ারিয়র্সকে ৩ উইকেটে হারিয়ে ২০২৫ সিপিএলে চ্যাম্পিয়ন নাইট রাইডার্স। টুর্নামেন্টের ইতিহাসে এটা নাইট রাইডার্সের পঞ্চম শিরোপা।
শিরোপা নির্ধারণী ম্যাচে আজ ১৩১ রানের লক্ষ্যে নেমে বিস্ফোরক শুরু করে নাইট রাইডার্স। ২.৩ ওভারে বিনা উইকেটে ৩৩ রান তুলে ফেলে দলটি। তৃতীয় ওভারের চতুর্থ বলে নাইট রাইডার্স ওপেনার কলিন মুনরোকে ফিরিয়ে জুটি ভাঙেন গায়ানা পেসার ডোয়াইন প্রিটোরিয়াস। ১৫ বলে ৩ চার ও ১ ছক্কায় ২৩ রান করেন মুনরো। মুহূর্তেই নাইট রাইডার্স ৭.৫ ওভারে ৩ উইকেটে ৫৪ রানে পরিণত হয়েছে। চতুর্থ উইকেটে ৩০ বলে ৩৫ রানের জুটি গড়েন সুনীল নারাইন ও অ্যালেক্স হেলস। ১৩তম ওভারের পঞ্চম বলে নারাইনকে ফিরিয়ে জুটি ভাঙেন শামার জোসেফ।
১৭ বলে ২ ছক্কায় ২২ রান করে আউট হয়েছেন নারাইন। তাতে নাইট রাইডার্সের স্কোর হয়ে যায় ১২.৫ ওভারে ৪ উইকেটে ৮৯ রান। রানরেট নিয়ে সমস্যায় না পড়লেও নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে দলটি। একপর্যায়ে ১৬.২ ওভারে ৭ উইকেটে ১১৬ রানে পরিণত হয় দলটি। ওপেনার হেলস দলের সপ্তম ব্যাটার হিসেবে যখন আউট হয়েছেন, তখন তাঁর স্কোর ৩৪ বলে ২৬ রান। এমন অবস্থায় অষ্টম উইকেটে ১০ বলে ১৭ রানের অবিচ্ছেদ্য জুটি গড়ে মাঠ ছাড়েন কিসি কার্টি ও আকিল হোসেন। ১৮তম ওভারের পঞ্চম ও ষষ্ঠ বলে গুড়াকেশ মোতিকে ছক্কা ও চার মেরে দলকে শিরোপার স্বাদ পাইয়ে দেন আকিল হোসেন।
২ ওভার হাতে রেখে ৩ উইকেটে জিতে পঞ্চমবারের মতো সিপিএলে চ্যাম্পিয়ন হয়েছে ত্রিনবাগো নাইট রাইডার্স। অলরাউন্ড পারফরম্যান্সে ফাইনালসেরা হয়েছেন আকিল। ৭ বলে একটি করে চার ও ছক্কায় ১৬ রান করে অপরাজিত থাকেন তিনি। বোলিংয়ে ৪ ওভারে ২৬ রানে ২ উইকেট নেন এই বাঁহাতি স্পিনার। টুর্নামেন্ট সেরার পুরস্কার পেয়েছেন নাইট রাইডার্স অলরাউন্ডার কাইরন পোলার্ড। ৫৪.৭১ গড় ও ১৭৪.০৯ গড়ে করেছেন ৩৮৩ রান। তিনটি ফিফটি রয়েছে এই টুর্নামেন্টে। পেয়েছেন ১ উইকেট।
শিরোপা নির্ধারণী ম্যাচে আজ টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের অধিনায়ক ইমরান তাহির। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৩০ রান করে দলটি। ইনিংস সর্বোচ্চ ৩০ রান করেন ইফতিখার আহমেদ। নাইট রাইডার্সের সৌরভ নেত্রাভালকার ৪ ওভারে ২৫ রানে নিয়েছেন ৩ উইকেট। সিপিএলে এখন পর্যন্ত ১৩ বারের মধ্যে সর্বোচ্চ পাঁচবার চ্যাম্পিয়ন হয়েছে নাইট রাইডার্স। তিনবার শিরোপা জিতেছে জ্যামাইকা তালাওয়াস। বার্বাডোজ রয়্যালস চ্যাম্পিয়ন হয়েছে দুইবার। একবার করে শিরোপার স্বাদ পেয়েছে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স, সেন্ট কিটস এন্ড নেভিস প্যাট্রিয়টস ও সেন্ট লুসিয়া কিংস।
ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) সর্বোচ্চ শিরোপার রেকর্ডটা আগে থেকেই ছিল ত্রিনবাগো নাইট রাইডার্সের। আজ সেই রেকর্ডটা আরও একটু সমৃদ্ধ করল নাইট রাইডার্স। সিপিএলের এই শিরোপার জন্য তাদের অপেক্ষা করতে হয়েছে পাঁচ বছর।
২০২০ সালে চতুর্থবারের মতো সিপিএলের শিরোপা জিতেছিল নাইট রাইডার্স। পরবর্তীতে ২০২১ থেকে ২০২৪ পর্যন্ত মাত্র একবার ফাইনাল খেলতে পেরেছিল দলটি। তবে ২০২৩ সালে নাইট রাইডার্সের পুড়তে হয়েছিল স্বপ্নভঙ্গের বেদনায়। বাংলাদেশ সময় আজ সকালে গায়ানার প্রভিডেন্স পার্কে অনুষ্ঠিত ফাইনালে সেই ক্ষতে প্রলেপ লাগাতে পেরেছে তারা। গায়ানা আমাজন ওয়ারিয়র্সকে ৩ উইকেটে হারিয়ে ২০২৫ সিপিএলে চ্যাম্পিয়ন নাইট রাইডার্স। টুর্নামেন্টের ইতিহাসে এটা নাইট রাইডার্সের পঞ্চম শিরোপা।
শিরোপা নির্ধারণী ম্যাচে আজ ১৩১ রানের লক্ষ্যে নেমে বিস্ফোরক শুরু করে নাইট রাইডার্স। ২.৩ ওভারে বিনা উইকেটে ৩৩ রান তুলে ফেলে দলটি। তৃতীয় ওভারের চতুর্থ বলে নাইট রাইডার্স ওপেনার কলিন মুনরোকে ফিরিয়ে জুটি ভাঙেন গায়ানা পেসার ডোয়াইন প্রিটোরিয়াস। ১৫ বলে ৩ চার ও ১ ছক্কায় ২৩ রান করেন মুনরো। মুহূর্তেই নাইট রাইডার্স ৭.৫ ওভারে ৩ উইকেটে ৫৪ রানে পরিণত হয়েছে। চতুর্থ উইকেটে ৩০ বলে ৩৫ রানের জুটি গড়েন সুনীল নারাইন ও অ্যালেক্স হেলস। ১৩তম ওভারের পঞ্চম বলে নারাইনকে ফিরিয়ে জুটি ভাঙেন শামার জোসেফ।
১৭ বলে ২ ছক্কায় ২২ রান করে আউট হয়েছেন নারাইন। তাতে নাইট রাইডার্সের স্কোর হয়ে যায় ১২.৫ ওভারে ৪ উইকেটে ৮৯ রান। রানরেট নিয়ে সমস্যায় না পড়লেও নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে দলটি। একপর্যায়ে ১৬.২ ওভারে ৭ উইকেটে ১১৬ রানে পরিণত হয় দলটি। ওপেনার হেলস দলের সপ্তম ব্যাটার হিসেবে যখন আউট হয়েছেন, তখন তাঁর স্কোর ৩৪ বলে ২৬ রান। এমন অবস্থায় অষ্টম উইকেটে ১০ বলে ১৭ রানের অবিচ্ছেদ্য জুটি গড়ে মাঠ ছাড়েন কিসি কার্টি ও আকিল হোসেন। ১৮তম ওভারের পঞ্চম ও ষষ্ঠ বলে গুড়াকেশ মোতিকে ছক্কা ও চার মেরে দলকে শিরোপার স্বাদ পাইয়ে দেন আকিল হোসেন।
২ ওভার হাতে রেখে ৩ উইকেটে জিতে পঞ্চমবারের মতো সিপিএলে চ্যাম্পিয়ন হয়েছে ত্রিনবাগো নাইট রাইডার্স। অলরাউন্ড পারফরম্যান্সে ফাইনালসেরা হয়েছেন আকিল। ৭ বলে একটি করে চার ও ছক্কায় ১৬ রান করে অপরাজিত থাকেন তিনি। বোলিংয়ে ৪ ওভারে ২৬ রানে ২ উইকেট নেন এই বাঁহাতি স্পিনার। টুর্নামেন্ট সেরার পুরস্কার পেয়েছেন নাইট রাইডার্স অলরাউন্ডার কাইরন পোলার্ড। ৫৪.৭১ গড় ও ১৭৪.০৯ গড়ে করেছেন ৩৮৩ রান। তিনটি ফিফটি রয়েছে এই টুর্নামেন্টে। পেয়েছেন ১ উইকেট।
শিরোপা নির্ধারণী ম্যাচে আজ টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের অধিনায়ক ইমরান তাহির। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৩০ রান করে দলটি। ইনিংস সর্বোচ্চ ৩০ রান করেন ইফতিখার আহমেদ। নাইট রাইডার্সের সৌরভ নেত্রাভালকার ৪ ওভারে ২৫ রানে নিয়েছেন ৩ উইকেট। সিপিএলে এখন পর্যন্ত ১৩ বারের মধ্যে সর্বোচ্চ পাঁচবার চ্যাম্পিয়ন হয়েছে নাইট রাইডার্স। তিনবার শিরোপা জিতেছে জ্যামাইকা তালাওয়াস। বার্বাডোজ রয়্যালস চ্যাম্পিয়ন হয়েছে দুইবার। একবার করে শিরোপার স্বাদ পেয়েছে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স, সেন্ট কিটস এন্ড নেভিস প্যাট্রিয়টস ও সেন্ট লুসিয়া কিংস।
ভারত–পাকিস্তান ম্যাচে উত্তেজনা থাকবে না সেটা যেন হতেই পারে না। অলিখিত এই নিয়মের ব্যতিক্রম কিছু হয়নি এশিয়া কাপের সুপার ফোরে দুই দলের মধ্যকার ম্যাচে। ম্যাচে বেশ কয়েকবার কথার লড়াইয়ে জড়িয়ে পড়েন দুই দলের ক্রিকেটাররা। ঝগড়া থামাতে এগিয় এসেছেন বাংলাদেশি আম্পায়ার গাজী সোহেল।
২৯ মিনিট আগেনারী ওয়ানডে বিশ্বকাপ শুরু হচ্ছে আগামী সপ্তাহেই। হাইব্রিড মডেলে ভারত ও শ্রীলঙ্কায় হবে আইসিসির এই ইভেন্ট। কিন্তু টুর্নামেন্ট শুরুর আগেই নিজের ভবিষ্যৎ চিন্তাভাবনা জানিয়ে দিয়েছেন নিগার সুলতানা জ্যোতি। বিশ্বকাপ শেষে ছুটিতে যাওয়ার চিন্তা বাংলাদেশ অধিনায়কের।
১ ঘণ্টা আগে১৯৫৬ সাল থেকে ফরাসি সাময়িকী ফ্রান্স ফুটবল দিয়ে আসছে ব্যালন ডি’অর পুরস্কার। প্যারিসে আজ রাতে ঘোষণা করা হবে নতুন ব্যালন ডি’অর জয়ীর নাম। বাংলাদেশ সময় রাত ১২টায় শুরু হবে এই অনুষ্ঠান। টিএনটি স্পোর্টস, লেকিপ ইউটিউব, ডিসকভারি প্লাস, প্যারামাউন্ট প্লাস, সিবিএস গোলাজো নেটওয়ার্ক—তারা সরাসরি সম্প্রচার করবে এ
২ ঘণ্টা আগেএশিয়া কাপের মঞ্চে মাসুদুর রহমান মুকুল আগেও দুবার আম্পায়ারিং করেছেন। দুবাইয়েই যেমন ২০২২ এশিয়া কাপে ভারত-পাকিস্তানের মতো বিগ ম্যাচে আম্পায়ারিং করেছেন। ছিলেন সেবার ফাইনালেও। গত তিন বছরে আম্পায়ারিংয়ে বাংলাদেশের একটা বিপ্লবই যেন ঘটে যাচ্ছে।
৩ ঘণ্টা আগে