Ajker Patrika

হরভজনের কাছে পাকিস্তান ‘গড়পড়তা মানের’ দল

হরভজনের কাছে পাকিস্তান ‘গড়পড়তা মানের’ দল

ফেবারিট হলেও এশিয়া কাপের ফাইনাল খেলা হয়নি। তার মধ্যে সুপার ফোরে ভারতের কাছে অসহায় আত্মসমর্পণ—ভরাডুবির জন্য পাকিস্তানকে কম সমালোচনা সইতে হচ্ছে না। এবার বাবর আজমদের সেই ‘কাটা গায়ে নুনের ছিটা’ দিলেন চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের সাবেক স্পিনার হরভজন সিং।

আগামী মাসে ভারতের মাটিতে ওয়ানডে বিশ্বকাপ। ইতিমধ্যে জোরকদমে প্রস্তুতি শুরু করেছে দলগুলো। সাবেকদের অনেকে ‘ভবিষ্যদ্বাণী’ করাও শুরু করেছেন। উপমহাদেশে বিশ্বকাপ হওয়ায় অনেকের তালিকায় পাকিস্তান থাকলেও হরভজনের কাছে বাবররা নেই। তাঁর কাছে পাকিস্তান ‘গড়পড়তা মানের’ দল। ফেবারিট হিসেবে তিনি রেখেছেন চার দল—স্বাগতিক ভারত, চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে, সঙ্গে আছে গত দুইবারের ফাইনালিস্ট নিউজিল্যান্ড ও সর্বোচ্চ পাঁচবারের শিরোপাজয়ী অস্ট্রেলিয়া। ‘ভাজ্জি’ মনে করেন রবিন রাউন্ড পেরিয়ে এই চার দলকে দেখা যেতে পারে শেষ চারে।

পাকিস্তানকে ফেবারিটের তালিকায় না রাখার প্রসঙ্গে হরভজন জানান, পাকিস্তান র্যাঙ্কিংয়ে শীর্ষ দল হলেও ৫০ ওভারের ক্রিকেটে তেমন পারফর্ম করতে পারে না। ইউটিউব চ্যানেলে তিনি বলেন, ‘শীর্ষস্থানে থাকায়, সবাই বলবে পাকিস্তান সেমিফাইনালে যেতে পারে। তবে ৫০ ওভারের সংস্করণে তারা গড়পড়তা মানের। তারা টি-টোয়েন্টি ক্রিকেট ভালো খেলে। তবে আমার চতুর্থ দল নিউজিল্যান্ড। (ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড) তারা আমার বিশ্বকাপের চার সেমিফাইনালিস্ট।’

হরভজন আরও জানান, রবিন রাউন্ডে ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে দুর্দান্ত লড়াই হবে এবং যে জিতবে তার ফাইনালে খেলার সম্ভাবনা রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জুলাই-আগস্টে ‘ম্যাস কিলিং’ হয়েছে, ‘জেনোসাইড’ নয়: চিফ প্রসিকিউটর

আন্দালিব রহমান পার্থর স্ত্রীকে বিদেশ যেতে বাধা

‘মেয়েরা যেন আমার মরা মুখ না দেখে’, চিরকুট লিখে ঠিকাদারের ‘আত্মহত্যা’

মধ্যরাতে বিলুপ্ত এনবিআর, জন্ম নিল দুই বিভাগ

আ.লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন যেসব ক্ষেত্রে প্রযোজ্য হবে না, জানাল অন্তর্বর্তী সরকার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত