অ্যাডিলেডে আজ অস্ট্রেলিয়ার বিপক্ষে সুপার টুয়েলভে নিজেদের শেষ ম্যাচে ৪ রানে হেরেছে আফগানিস্তান। এই হারের পরপরই আফগানদের টি-টোয়েন্টি দলের নেতৃত্ব ছাড়ার ঘোষণা দিয়েছেন মোহাম্মদ নবী। শুক্রবার সামাজিক মাধ্যমে এই ঘোষণা দেন তিনি।
মূলত টিম ম্যানেজমেন্ট ও নির্বাচক কমিটির সঙ্গে মতের অমিলের কারণে অধিনায়কত্ব ছাড়লেন নবী। নিজের অফিশিয়াল টুইটার পেজে তিনি লেখেন, ‘আমাদের টি-টোয়েন্টি বিশ্বকাপ যাত্রা শেষ হয়েছে এমন ফল আমাদের সমর্থকেরা আশা করেনি। ম্যাচগুলোর ফল নিয়ে আপনারা যেমন হতাশ, তেমনি আমরাও।
গত এক বছর ধরে আমাদের দলের প্রস্তুতি এমন পর্যায়ে ছিল না যা একজন অধিনায়ক চায় বা এক বড় টুর্নামেন্টের জন্য জরুরি। এর সঙ্গে আমাদের গত হওয়া কিছু সফরে টিম ম্যানেজমেন্ট, নির্বাচক কমিটি ও আমি একভাবে ভাবিনি যা দলের ভারসাম্যে প্রভাব ফেলেছে।
এই কারণে, সবার প্রতি সম্মান রেখেই আমি অনতিবিলম্বে দলের নেতৃত্ব ছেড়ে দিচ্ছি। আমি খেলোয়াড় হয়ে দেশের জন্য খেলে যাব যখন ম্যানেজমেন্ট ও দলের আমার প্রয়োজন পড়বে।
আমি সবাইকে অন্তরের অন্তস্তল থেকে ধন্যবাদ জানাতে চাই যারা বৃষ্টিতে ম্যাচ বাধাগ্রস্ত হওয়ার পরেও মাঠে এসেছিলেন, যারা আমাদের বিশ্বজুড়ে সমর্থন করেছেন। আপনাদের ভালোবাসা আমাদের জন্য অনেক কিছু, আফগানিস্তান দীর্ঘজীবী হোক।
শুভকামনার সঙ্গে,
মোহাম্মদ নবী’
গত আমিরাত বিশ্বকাপের আগে রশিদ খান আকস্মিক নেতৃত্ব ছাড়ার পর দায়িত্ব দেওয়া হয় নবীকে। এই মেয়াদে তাঁর নেতৃত্বে ২৩ ম্যাচের ১০ টিতে জয় পেয়েছে আফগানিস্তান। এই বিশ্বকাপে অবশ্য হাসেনি নবীর ব্যাট। যে তিন ম্যাচে ব্যাটিংয়ের সুযোগ পেয়েছেন তার মধ্যে কেবল একবার দুই অঙ্কের রানের দেখা পেয়েছেন তিনি। ব্রিসবেনে শ্রীলঙ্কার বিপক্ষে করেন ১৩ রান।
অ্যাডিলেডে আজ অস্ট্রেলিয়ার বিপক্ষে সুপার টুয়েলভে নিজেদের শেষ ম্যাচে ৪ রানে হেরেছে আফগানিস্তান। এই হারের পরপরই আফগানদের টি-টোয়েন্টি দলের নেতৃত্ব ছাড়ার ঘোষণা দিয়েছেন মোহাম্মদ নবী। শুক্রবার সামাজিক মাধ্যমে এই ঘোষণা দেন তিনি।
মূলত টিম ম্যানেজমেন্ট ও নির্বাচক কমিটির সঙ্গে মতের অমিলের কারণে অধিনায়কত্ব ছাড়লেন নবী। নিজের অফিশিয়াল টুইটার পেজে তিনি লেখেন, ‘আমাদের টি-টোয়েন্টি বিশ্বকাপ যাত্রা শেষ হয়েছে এমন ফল আমাদের সমর্থকেরা আশা করেনি। ম্যাচগুলোর ফল নিয়ে আপনারা যেমন হতাশ, তেমনি আমরাও।
গত এক বছর ধরে আমাদের দলের প্রস্তুতি এমন পর্যায়ে ছিল না যা একজন অধিনায়ক চায় বা এক বড় টুর্নামেন্টের জন্য জরুরি। এর সঙ্গে আমাদের গত হওয়া কিছু সফরে টিম ম্যানেজমেন্ট, নির্বাচক কমিটি ও আমি একভাবে ভাবিনি যা দলের ভারসাম্যে প্রভাব ফেলেছে।
এই কারণে, সবার প্রতি সম্মান রেখেই আমি অনতিবিলম্বে দলের নেতৃত্ব ছেড়ে দিচ্ছি। আমি খেলোয়াড় হয়ে দেশের জন্য খেলে যাব যখন ম্যানেজমেন্ট ও দলের আমার প্রয়োজন পড়বে।
আমি সবাইকে অন্তরের অন্তস্তল থেকে ধন্যবাদ জানাতে চাই যারা বৃষ্টিতে ম্যাচ বাধাগ্রস্ত হওয়ার পরেও মাঠে এসেছিলেন, যারা আমাদের বিশ্বজুড়ে সমর্থন করেছেন। আপনাদের ভালোবাসা আমাদের জন্য অনেক কিছু, আফগানিস্তান দীর্ঘজীবী হোক।
শুভকামনার সঙ্গে,
মোহাম্মদ নবী’
গত আমিরাত বিশ্বকাপের আগে রশিদ খান আকস্মিক নেতৃত্ব ছাড়ার পর দায়িত্ব দেওয়া হয় নবীকে। এই মেয়াদে তাঁর নেতৃত্বে ২৩ ম্যাচের ১০ টিতে জয় পেয়েছে আফগানিস্তান। এই বিশ্বকাপে অবশ্য হাসেনি নবীর ব্যাট। যে তিন ম্যাচে ব্যাটিংয়ের সুযোগ পেয়েছেন তার মধ্যে কেবল একবার দুই অঙ্কের রানের দেখা পেয়েছেন তিনি। ব্রিসবেনে শ্রীলঙ্কার বিপক্ষে করেন ১৩ রান।
বসুন্ধরা কিংসের শুরুর একাদশে ছিলেন না কিউবা মিচেল। যা দেখে বিস্মিত হন অনেকেই। শেষ পর্যন্ত ম্যাচের ৬৫ মিনিটে বদলি হিসেবে মাঠে নামেন ইংল্যান্ড প্রবাসী এই মিডফিল্ডার। তাঁর অভিষেক জয়ে রাঙাল বসুন্ধরা কিংস। সিরিয়ার ক্লাব আল কারামাহকে ১-০ গোলে হারিয়ে এএফসি চ্যালেঞ্জ লিগের মূলপর্বে জায়গা করে নিয়েছে তারা।
২ ঘণ্টা আগেপ্রথমবারের মতো আইএল টি-টোয়েন্টিতে খেলার সুযোগ পেয়েছেন মোস্তাফিজুর রহমান। ২ ডিসেম্বর শুরু হতে যাওয়া সংযুক্ত আরব আমিরাতের এই টি-টোয়েন্টি লিগে বাংলাদেশের কাটার মাস্টার খেলবেন দুবাই ক্যাপিটালসের হয়ে।
৭ ঘণ্টা আগেহাতের ব্যাটকে তলোয়ার বানালেন ডেওয়াল্ড ব্রেভিস। কচু কাটা করলেন অস্ট্রেলিয়ার বোলারদের। ৪১ বলে সেঞ্চুরি ছুঁয়ে খেললেন রেকর্ড ১২৫ রানের ইনিংস। আন্তর্জাতিক টি-টোয়েন্টি দক্ষিণ আফ্রিকার পক্ষে সর্বোচ্চ এই ইনিংসই অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি ব্যবধান গড়ে দিয়েছে। ৫৩ রানে জিতেছে দক্ষিণ আফ্রিকা।
৮ ঘণ্টা আগেএকেকটা পাসের পর হতাশা ঝাড়ছিলেন সুলেমান দিয়াবাতে। প্রতিপক্ষে দীর্ঘদেহী ফুটবলারদের সামনে কোনোভাবেই পেরে উঠছিলেন না বাকিরা। যা লড়াই করার তা দেখা গেছে শুধু দিয়াবাতের মধ্যে। দিন শেষে বিফলেই যায় তা। আবাহনী লিমিটেডকে ২-০ গোলে হারিয়ে এএফসি চ্যালেঞ্জ লিগের মূল পর্বে নাম লিখিয়েছে কিরগিজস্তানের ক্লাব মুরাস ইউন
৯ ঘণ্টা আগে