ক্রীড়া ডেস্ক
আন্তর্জাতিক ক্রিকেট থেকে মহেন্দ্র সিং ধোনি অবসর নিয়েছেন পাঁচ বছর আগে। প্রতিযোগিতামূলক ক্রিকেটে তাঁকে শুধু দেখা যায় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগেই (আইপিএল)। খেলোয়াড়ি জীবনে শিরোপা, রেকর্ড—কোনো কিছুরই তো অভাব নেই তাঁর। ভারতীয় এই ব্যাটিং কিংবদন্তির এবার একটি রেকর্ড ভাঙলেন কুইন্টন ডি কক।
বাংলাদেশ সময় আজ ভোরে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) মুখোমুখি হয়েছে অ্যান্টিগা এন্ড বারবুডা ফ্যালকনস-বার্বাডোজ রয়্যালস। ডি কক খেলছেন বার্বাডোজের হয়ে। অ্যান্টিগা ওপেনার রাহকিম কর্নওয়ালের ক্যাচ ধরে স্বীকৃত টি-টোয়েন্টিতে সর্বোচ্চ ডিসমিসালের রেকর্ড নিজের করে নিলেন কুইন্টন ডি কক। ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণে ডি ককের ডিসমিসাল ৩১৮। এর মধ্যে ২৬১ ক্যাচ ধরেন। স্টাম্পিংয়ের সংখ্যা ৫৭। দুইয়ে থাকা ধোনির টি-টোয়েন্টিতে ডিসমিসাল ৩১৭। দ্রুত গতিতে স্টাম্পিংয়ে বিখ্যাত ধোনি এই সংস্করণে করেছেন ৯২ স্টাম্পিং। বাকি ২২৫টি ধরেছেন ক্যাচ।
স্বীকৃত টি-টোয়েন্টিতে ডিসমিসালের ক্ষেত্রে এখন ধোনির সঙ্গেই প্রতিযোগিতা বেশি হবে ডি ককের। কারণ, এই তালিকায় তিন ও চারে দিনেশ কার্তিক ও কামরান আকমলের ডিসমিসাল ২৮৮ ও ২৭৪। কার্তিক-আকমল দুজনেই প্রতিযোগিতামূলক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। আইপিএল, আন্তর্জাতিক ক্রিকেটে এখন নিয়মিত ধারাভাষ্যকার হিসেবে কাজ করেন কার্তিক।
বার্বাডোজের দেওয়া ১৫২ রানের লক্ষ্যে নেমে ১৮ রানেই ভেঙে যায় অ্যান্টিগা এন্ড বারবুডা ফ্যালকনসের উদ্বোধনী জুটি। তৃতীয় ওভারের দ্বিতীয় বলে অ্যান্টিগা ওপেনার রাহকিম কর্নওয়ালের বিপক্ষে কট বিহাইন্ডের আবেদন করেন ড্যানিয়েল স্যামসসহ বার্বাডোজের অন্যান্য ক্রিকেটাররাও। আম্পায়ার সাড়া না দেওয়ায় বার্বাডোজ অধিনায়ক রভমান পাওয়েল রিভিউয়ের সিদ্ধান্ত নিয়েছেন। রিভিউতে দেখা যায়, ইনসাইড এজ হয়ে বল চলে যায় ডি ককের গ্লাভসে।
১৫২ রানের লক্ষ্য হলেও অ্যান্টিগার জিততে ঘাম ছুটে গেছে। ১৩.৪ ওভারে ৩ উইকেটে ৯০ রানে পরিণত হয় দলটি। সাকিব ১৩ বলে ১ চারে করেছেন ১৩ রান। তিন নম্বরে নামা করিমা গোরে ৫৩ বলে ৬৪ রানের ইনিংস খেলে দলকে জিতিয়ে মাঠ ছেড়েছেন। ৩ চার ও ২ ছক্কা মেরেছেন। তাঁর হাতেই উঠেছে ম্যাচসেরার পুরস্কার। তৃতীয় ও চতুর্থ উইকেটে ইমাদ ও ফ্যাবিয়ান অ্যালেনের সঙ্গে ৩২ ও ৩০ রানের জুটি গড়তে অবদান রাখেন গোরে। অ্যান্টিগা ২ বল হাতে রেখে ৬ উইকেটে জিতেছে।
বার্বাডোজ রয়্যালসের ড্যানিয়েল স্যামস, জোমেল ওয়ারিকান ও মুজিব উর রহমান একটি করে উইকেট নিয়েছেন। অ্যান্টিগা অধিনায়ক ইমাদ ১২ বলে ১৬ রান করে রানআউটের শিকার হয়েছেন। এর আগে টস হেরে ব্যাটিং পাওয়া বার্বাডোজ ২০ ওভারে ৬ উইকেটে ১৫১ রান করেছে। ইনিংস সর্বোচ্চ ৫৭ রান করেন কুইন্টন ডি কক। ৪৫ বলের ইনিংসে মেরেছেন ৫ চার ও ১ ছক্কা। তবে বার্বাডোজের স্কোর ১৫০ ছাড়িয়েছে অধিনায়ক রভম্যান পাওয়েলের ঝোড়ো ফিফটিতে। পাঁচ নম্বরে নেমে ২৪ বলে ৩ চার ও ৫ ছক্কায় ৫১ রান করে অপরাজিত থাকেন পাওয়েল। অ্যান্টিগার জেইডেন সিলস ও ওবেদ ম্যাকয় নিয়েছেন দুটি করে উইকেট। সাকিব ১ ওভার বোলিং করে ১৪ রান খরচ করেও কোনো উইকেট পাননি।
স্বীকৃত টি-টোয়েন্টিতে সর্বোচ্চ পাঁচ ডিসমিসালের রেকর্ড
কুইন্টন ডি কক ৩১৮
মহেন্দ্র সিং ধোনি ৩১৭
দিনেশ কার্তিক ২৮৮
কামরান আকমল ২৭৪
জস বাটলার ২৪২
আন্তর্জাতিক ক্রিকেট থেকে মহেন্দ্র সিং ধোনি অবসর নিয়েছেন পাঁচ বছর আগে। প্রতিযোগিতামূলক ক্রিকেটে তাঁকে শুধু দেখা যায় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগেই (আইপিএল)। খেলোয়াড়ি জীবনে শিরোপা, রেকর্ড—কোনো কিছুরই তো অভাব নেই তাঁর। ভারতীয় এই ব্যাটিং কিংবদন্তির এবার একটি রেকর্ড ভাঙলেন কুইন্টন ডি কক।
বাংলাদেশ সময় আজ ভোরে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) মুখোমুখি হয়েছে অ্যান্টিগা এন্ড বারবুডা ফ্যালকনস-বার্বাডোজ রয়্যালস। ডি কক খেলছেন বার্বাডোজের হয়ে। অ্যান্টিগা ওপেনার রাহকিম কর্নওয়ালের ক্যাচ ধরে স্বীকৃত টি-টোয়েন্টিতে সর্বোচ্চ ডিসমিসালের রেকর্ড নিজের করে নিলেন কুইন্টন ডি কক। ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণে ডি ককের ডিসমিসাল ৩১৮। এর মধ্যে ২৬১ ক্যাচ ধরেন। স্টাম্পিংয়ের সংখ্যা ৫৭। দুইয়ে থাকা ধোনির টি-টোয়েন্টিতে ডিসমিসাল ৩১৭। দ্রুত গতিতে স্টাম্পিংয়ে বিখ্যাত ধোনি এই সংস্করণে করেছেন ৯২ স্টাম্পিং। বাকি ২২৫টি ধরেছেন ক্যাচ।
স্বীকৃত টি-টোয়েন্টিতে ডিসমিসালের ক্ষেত্রে এখন ধোনির সঙ্গেই প্রতিযোগিতা বেশি হবে ডি ককের। কারণ, এই তালিকায় তিন ও চারে দিনেশ কার্তিক ও কামরান আকমলের ডিসমিসাল ২৮৮ ও ২৭৪। কার্তিক-আকমল দুজনেই প্রতিযোগিতামূলক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। আইপিএল, আন্তর্জাতিক ক্রিকেটে এখন নিয়মিত ধারাভাষ্যকার হিসেবে কাজ করেন কার্তিক।
বার্বাডোজের দেওয়া ১৫২ রানের লক্ষ্যে নেমে ১৮ রানেই ভেঙে যায় অ্যান্টিগা এন্ড বারবুডা ফ্যালকনসের উদ্বোধনী জুটি। তৃতীয় ওভারের দ্বিতীয় বলে অ্যান্টিগা ওপেনার রাহকিম কর্নওয়ালের বিপক্ষে কট বিহাইন্ডের আবেদন করেন ড্যানিয়েল স্যামসসহ বার্বাডোজের অন্যান্য ক্রিকেটাররাও। আম্পায়ার সাড়া না দেওয়ায় বার্বাডোজ অধিনায়ক রভমান পাওয়েল রিভিউয়ের সিদ্ধান্ত নিয়েছেন। রিভিউতে দেখা যায়, ইনসাইড এজ হয়ে বল চলে যায় ডি ককের গ্লাভসে।
১৫২ রানের লক্ষ্য হলেও অ্যান্টিগার জিততে ঘাম ছুটে গেছে। ১৩.৪ ওভারে ৩ উইকেটে ৯০ রানে পরিণত হয় দলটি। সাকিব ১৩ বলে ১ চারে করেছেন ১৩ রান। তিন নম্বরে নামা করিমা গোরে ৫৩ বলে ৬৪ রানের ইনিংস খেলে দলকে জিতিয়ে মাঠ ছেড়েছেন। ৩ চার ও ২ ছক্কা মেরেছেন। তাঁর হাতেই উঠেছে ম্যাচসেরার পুরস্কার। তৃতীয় ও চতুর্থ উইকেটে ইমাদ ও ফ্যাবিয়ান অ্যালেনের সঙ্গে ৩২ ও ৩০ রানের জুটি গড়তে অবদান রাখেন গোরে। অ্যান্টিগা ২ বল হাতে রেখে ৬ উইকেটে জিতেছে।
বার্বাডোজ রয়্যালসের ড্যানিয়েল স্যামস, জোমেল ওয়ারিকান ও মুজিব উর রহমান একটি করে উইকেট নিয়েছেন। অ্যান্টিগা অধিনায়ক ইমাদ ১২ বলে ১৬ রান করে রানআউটের শিকার হয়েছেন। এর আগে টস হেরে ব্যাটিং পাওয়া বার্বাডোজ ২০ ওভারে ৬ উইকেটে ১৫১ রান করেছে। ইনিংস সর্বোচ্চ ৫৭ রান করেন কুইন্টন ডি কক। ৪৫ বলের ইনিংসে মেরেছেন ৫ চার ও ১ ছক্কা। তবে বার্বাডোজের স্কোর ১৫০ ছাড়িয়েছে অধিনায়ক রভম্যান পাওয়েলের ঝোড়ো ফিফটিতে। পাঁচ নম্বরে নেমে ২৪ বলে ৩ চার ও ৫ ছক্কায় ৫১ রান করে অপরাজিত থাকেন পাওয়েল। অ্যান্টিগার জেইডেন সিলস ও ওবেদ ম্যাকয় নিয়েছেন দুটি করে উইকেট। সাকিব ১ ওভার বোলিং করে ১৪ রান খরচ করেও কোনো উইকেট পাননি।
স্বীকৃত টি-টোয়েন্টিতে সর্বোচ্চ পাঁচ ডিসমিসালের রেকর্ড
কুইন্টন ডি কক ৩১৮
মহেন্দ্র সিং ধোনি ৩১৭
দিনেশ কার্তিক ২৮৮
কামরান আকমল ২৭৪
জস বাটলার ২৪২
নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে হকি এশিয়া কাপ থেকে নাম প্রত্যাহার করেছে পাকিস্তান। আজ এক বিবৃতিতে নিশ্চিত করেছে তারা। পাকিস্তানের জায়গায় এশিয়া কাপে খেলার অপেক্ষায় রয়েছে বাংলাদেশ।
১ ঘণ্টা আগেইংল্যান্ডের ‘দ্য হান্ড্রেডে’ চলছে রেকর্ডের বন্যা। বোলারদের চেয়েও ব্যাটাররা রেকর্ড গড়ছেন মুড়ি-মুড়কির মতো। এবার ইংল্যান্ডের এই ১০০ বলের টুর্নামেন্টে ভেঙে গেল তিন বছরের পুরোনো রেকর্ড। এই ম্যাচে হয়েছে ছক্কার বন্যা।
২ ঘণ্টা আগেনারীদের বয়সভিত্তিক বিশ্বকাপে আম্পায়ারিংয়ের অভিজ্ঞতা রয়েছে সাথিরা জাকির জেসির। এশিয়া কাপ, আইসিসি ইভেন্টে সবশেষ দুই বছর আম্পায়ারিং করেছেন। এবার তিনি আম্পায়ার হিসেবে কাজ করবেন আইসিসির মূল ইভেন্টেও।
৫ ঘণ্টা আগেপাকিস্তানের জার্সিতে টি-টোয়েন্টি খেলার অপেক্ষা বেড়েই চলেছে মোহাম্মদ রিজওয়ান ও বাবর আজমের। দুজনেই সবশেষ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে গত বছরের ডিসেম্বরে টি-টোয়েন্টিতে খেলেছিলেন তাঁরা (বাবর-রিজওয়ান)।
৬ ঘণ্টা আগে