Ajker Patrika

‘পার্পল ক্যাপ’ নিয়ে খেলার অনুভূতি ভাষায় প্রকাশ করতে পারছেন না মোস্তাফিজ

আপডেট : ২৯ মার্চ ২০২৪, ২১: ৫৫
‘পার্পল ক্যাপ’ নিয়ে খেলার অনুভূতি ভাষায় প্রকাশ করতে পারছেন না মোস্তাফিজ

এবারের আইপিএলে দুর্দান্ত ছন্দে আছেন মোস্তাফিজুর রহমান। দুই ম্যাচে ৬ উইকেট নিয়ে উইকেটশিকারির তালিকায় শীর্ষে আছেন বাংলাদেশি পেসার। দুর্দান্ত পারফরম্যান্সের স্বীকৃতিস্বরূপ তাই ‘পার্পল ক্যাপ’ উঠেছে তাঁর মাথায়। 

আইপিএলের মতো টুর্নামেন্টে বিশেষ এই ক্যাপ পরে খেলতে নামার অনুভূতি যে দারুণ আজ সেটা জানিয়েছেন মোস্তাফিজ। নিজের সামাজিক মাধ্যমে চেন্নাই সুপার কিংসের পেসার লিখেছেন, ‘পার্পল ক্যাপ পরে খেলতে নামার অনুভূতিটা সত্যি অন্যরকম। সতীর্থ এবং সমর্থকদের ভালোবাসায় আমি অভিভূত। এটা এমন এক বিশেষ অনুভূতি যা ভাষায় প্রকাশ করতে পারছি না।’ 

পার্পল ক্যাপটি পরে আরও দীর্ঘদিন খেলার ইচ্ছাও প্রকাশ করেছেন মোস্তাফিজ। ২৮ বছর বয়সী বাঁহাতি পেসার বলেছেন, ‘আমি চেষ্টা করব আরও দীর্ঘদিন এটা (পার্পল ক্যাপ) ধরে রাখার। আমাকে সমর্থন ও ভালোবাসার জন্য সকলকে ধন্যবাদ। চির কৃতজ্ঞ।’

সাম্প্রতিক সময়ে বাংলাদেশের হয়ে পারফরম্যান্সটা ভালো না হলেও এবারের আইপিএলে নতুন দলের হয়ে খেলতে নেমে দারুণ ছন্দে আছেন মোস্তাফিজ। চেন্নাইয়ের হয়ে অভিষেক ম্যাচেই বাজিমাত করেছেন তিনি। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে হারিয়ে দেওয়ার ম্যাচে ৪ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছেন বাংলাদেশি পেসার। 

বেঙ্গালুরুর ব্যাটিং অর্ডার ধসিয়ে দেওয়ার দিন একটা মাইলফলকও ছুঁয়েছেন মোস্তাফিজ। সাকিব আল হাসানের পর আইপিএলে ৫০ কিংবা তার বেশি উইকেট নেওয়া দ্বিতীয় বাংলাদেশি তিনি। দুর্দান্ত ছন্দটা দ্বিতীয় ম্যাচেও ধরে রেখেছিলেন মোস্তাফিজ। গুজরাট টাইটানসের বিপক্ষে দলের টানা দ্বিতীয় জয়ের ম্যাচেও ২ উইকেট নেন ‘ফিজ’। সব মিলিয়ে ৬ উইকেটে ‘পার্পল ক্যাপ’ এখন তাঁর দখলে। ৫ উইকেট নিয়ে তাঁর পরেই আছেন কলকাতা নাইট রাইডার্সের পেসার হারষিত রানা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত