ক্রিকেটে বহুবার ৫০ পেরিয়েছেন শচীন টেন্ডুলকার। তবে আজকের ৫০ ভারতীয় কিংবদন্তির জন্য বিশেষ। আজ বয়সেও যে ফিফটি করলেন তিনি। জীবনের বিশেষ দিনেই আবার সিডনি ক্রিকেট গ্রাউন্ড (এসসিজি) থেকে সম্মানিত হয়েছেন আন্তর্জাতিক ক্রিকেটে সেঞ্চুরির সেঞ্চুরি করা একমাত্র ক্রিকেটার।
শচীনের সঙ্গে সম্মানিত হয়েছেন ব্রায়ান লারাও। খেলোয়াড়ি জীবনে দুজন একে অপরের প্রবল প্রতিদ্বন্দ্বী ছিলেন। তবে এসসিজিতে প্রতিদ্বন্দ্বী নন, সঙ্গী হয়ে থাকবেন। দুজনের নামে আজ গেট উন্মোচন হয়েছে এসসিজিতে। শচীনের কাজে যেমন দিনটি বিশেষ, তেমনি লারার কাছে বছর। ত্রিনিদাদ কিংবদন্তির প্রথম টেস্ট সেঞ্চুরির ৩০তম বার্ষিকী। এ মাঠে ১৯৯৩ সালের জানুয়ারিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ২৭৭ রানের ইনিংস খেলেছিলেন ক্রিকেটের বরপুত্র।
দুই কিংবদন্তিকে স্মরণীয় করে রাখতে দুর্দান্ত এক সময়ই বেছে নিয়েছে এসসিজি। এমন সম্মানে ভূষিত হয়ে লারা-টেন্ডুলকার দুজনই খুশি। আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ রান সংগ্রাহকারী শচীন বলেছেন, ‘ভারতের বাইরে আমার সবচেয়ে প্রিয় মাঠ হচ্ছে সিডনি ক্রিকেট গ্রাউন্ড। ১৯৯১-৯২ সালে আমার প্রথম অস্ট্রেলিয়া সফরে এসসিজিতে অনেক দুর্দান্ত স্মৃতি রয়েছে। এটি অত্যন্ত সম্মানের বিষয় যে আমার এবং বন্ধু ব্রায়ানের নামের গেট দিয়ে ক্রিকেটাররা প্রবেশ করবে।’
অন্যদিকে আন্তর্জাতিক ক্রিকেটে একমাত্র খেলোয়াড় হিসেবে কোয়াড্রপল সেঞ্চুরি করা লারা বলেছেন, ‘সিডনি ক্রিকেট গ্রাউন্ডে স্বীকৃতি পেয়ে নিজেকে সম্মানিতবোধ করছি। আমি নিশ্চিত শচীনের ক্ষেত্রেও এমনটি। মাঠটি আমার এবং আমার পরিবারের জন্য বিশেষ স্মৃতি বহন করে। যখনই অস্ট্রেলিয়া সফরে আসি, তখনই মাঠটিকে দেখার জন্য আসি।’
এসসিজিতে ৪ টেস্টে ৩৮৪ রান করেছেন লারা। ২৭৭ রানের ইনিংসটিই এ মাঠে ওয়েস্ট ইন্ডিজ ব্যাটারের সর্বোচ্চ। অন্যদিকে ৫ টেস্টে ৭৮৫ রান করেছেন শচীন। তিনটি সেঞ্চুরিও করেছেন তিনি। সঙ্গে টেস্ট ক্যারিয়ারের দ্বিতীয় সর্বোচ্চ অপরাজিত ২৪১ রানের ইনিংসটি ২০০৪ সালে এসসিজিতেই খেলেছেন আজ জীবনের ফিফটি পূর্ণ করা ব্যাটার।
লারা-শচীনের নামে যে প্রথমবার গেট উন্মোচন করলেন এসসিজি এমনটা নয়। এই দুই সুপারস্টারের আগে আরও অনেক কিংবদন্তি ক্রিকেটারের নামে গেট চালু করেছে এসসিজি কর্তৃপক্ষ। স্যার ডন ব্র্যাডম্যান, অ্যালান ডেভিডসন এবং আর্থুর মরিসরা এর আগে এই সম্মানে ভূষিত হয়েছেন। এবার তাঁদের সঙ্গী হয়েছেন ভ্রাতৃপ্রতিম বন্ধু লারা-শচীন।
ক্রিকেটে বহুবার ৫০ পেরিয়েছেন শচীন টেন্ডুলকার। তবে আজকের ৫০ ভারতীয় কিংবদন্তির জন্য বিশেষ। আজ বয়সেও যে ফিফটি করলেন তিনি। জীবনের বিশেষ দিনেই আবার সিডনি ক্রিকেট গ্রাউন্ড (এসসিজি) থেকে সম্মানিত হয়েছেন আন্তর্জাতিক ক্রিকেটে সেঞ্চুরির সেঞ্চুরি করা একমাত্র ক্রিকেটার।
শচীনের সঙ্গে সম্মানিত হয়েছেন ব্রায়ান লারাও। খেলোয়াড়ি জীবনে দুজন একে অপরের প্রবল প্রতিদ্বন্দ্বী ছিলেন। তবে এসসিজিতে প্রতিদ্বন্দ্বী নন, সঙ্গী হয়ে থাকবেন। দুজনের নামে আজ গেট উন্মোচন হয়েছে এসসিজিতে। শচীনের কাজে যেমন দিনটি বিশেষ, তেমনি লারার কাছে বছর। ত্রিনিদাদ কিংবদন্তির প্রথম টেস্ট সেঞ্চুরির ৩০তম বার্ষিকী। এ মাঠে ১৯৯৩ সালের জানুয়ারিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ২৭৭ রানের ইনিংস খেলেছিলেন ক্রিকেটের বরপুত্র।
দুই কিংবদন্তিকে স্মরণীয় করে রাখতে দুর্দান্ত এক সময়ই বেছে নিয়েছে এসসিজি। এমন সম্মানে ভূষিত হয়ে লারা-টেন্ডুলকার দুজনই খুশি। আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ রান সংগ্রাহকারী শচীন বলেছেন, ‘ভারতের বাইরে আমার সবচেয়ে প্রিয় মাঠ হচ্ছে সিডনি ক্রিকেট গ্রাউন্ড। ১৯৯১-৯২ সালে আমার প্রথম অস্ট্রেলিয়া সফরে এসসিজিতে অনেক দুর্দান্ত স্মৃতি রয়েছে। এটি অত্যন্ত সম্মানের বিষয় যে আমার এবং বন্ধু ব্রায়ানের নামের গেট দিয়ে ক্রিকেটাররা প্রবেশ করবে।’
অন্যদিকে আন্তর্জাতিক ক্রিকেটে একমাত্র খেলোয়াড় হিসেবে কোয়াড্রপল সেঞ্চুরি করা লারা বলেছেন, ‘সিডনি ক্রিকেট গ্রাউন্ডে স্বীকৃতি পেয়ে নিজেকে সম্মানিতবোধ করছি। আমি নিশ্চিত শচীনের ক্ষেত্রেও এমনটি। মাঠটি আমার এবং আমার পরিবারের জন্য বিশেষ স্মৃতি বহন করে। যখনই অস্ট্রেলিয়া সফরে আসি, তখনই মাঠটিকে দেখার জন্য আসি।’
এসসিজিতে ৪ টেস্টে ৩৮৪ রান করেছেন লারা। ২৭৭ রানের ইনিংসটিই এ মাঠে ওয়েস্ট ইন্ডিজ ব্যাটারের সর্বোচ্চ। অন্যদিকে ৫ টেস্টে ৭৮৫ রান করেছেন শচীন। তিনটি সেঞ্চুরিও করেছেন তিনি। সঙ্গে টেস্ট ক্যারিয়ারের দ্বিতীয় সর্বোচ্চ অপরাজিত ২৪১ রানের ইনিংসটি ২০০৪ সালে এসসিজিতেই খেলেছেন আজ জীবনের ফিফটি পূর্ণ করা ব্যাটার।
লারা-শচীনের নামে যে প্রথমবার গেট উন্মোচন করলেন এসসিজি এমনটা নয়। এই দুই সুপারস্টারের আগে আরও অনেক কিংবদন্তি ক্রিকেটারের নামে গেট চালু করেছে এসসিজি কর্তৃপক্ষ। স্যার ডন ব্র্যাডম্যান, অ্যালান ডেভিডসন এবং আর্থুর মরিসরা এর আগে এই সম্মানে ভূষিত হয়েছেন। এবার তাঁদের সঙ্গী হয়েছেন ভ্রাতৃপ্রতিম বন্ধু লারা-শচীন।
জয়ের জন্য ১৩৬ রানের লক্ষ্যটা কি খুব বড় ছিল? মোটেও না। কিন্তু মাঝারি মানের এই লক্ষ্যতাড়ায় শুরু থেকেই বাংলাদেশের ব্যাটাররা যে অস্থিরতা দেখালেন, স্ট্যাম্পের বাইরের বল চেজ করে খেলতে গিয়ে আত্মাহুতি দিলেন নিজেদের, তাতে ম্যাচটি যাঁরা দেখেছেন তাঁদের উপলব্ধি এটাই—এই দলের শেখার এখনো অনেক বাকি!
২ ঘণ্টা আগেরাজস্থান রয়্যালসের প্রধান কোচের ভূমিকায় এর আগেও ছিলেন কুমার সাঙ্গাকারা। আইপিএলের ফ্র্যাঞ্চাইজিটিতে পুরোনো দায়িত্বে ফিরছেন শ্রীলঙ্কার এই কিংবদন্তি ক্রিকেটার। এমনটাই জানিয়েছে ভারতের ক্রিকেটভিত্তিক সংবাদমাধ্যম ইএসপিএনক্রিকইনফো।
৩ ঘণ্টা আগেআগের দিন বাংলাদেশকে হারিয়ে ফাইনালে নাম লেখায় ভারত। তাই আজ বাংলাদেশ-পাকিস্তানের সুপার ফোরের লড়াইটি হয়ে দাঁড়ায় এশিয়া কাপের অলিখিত সেমিফাইনাল। যে দল জিতবে সে দলই নাম লেখাবে ফাইনাল।
৪ ঘণ্টা আগেমোস্তাফিজুর রহমানের বল সালমান আলী আগার ব্যাট ছুঁয়ে চলে গিয়েছিল উইকেটের পেছনে থাকা জাকের আলীর গ্লাভসে। বোলার-ফিল্ডাররা আবেদন করলেও আউট দেননি আম্পায়ার। তবে রিভিউ নিয়ে জয়ী হয়েছে বাংলাদেশ। দলের বিপর্যয়ে যখন ব্যাটিং দৃঢ়তা দেখানোর কথা, তখনই দলের বিপদ বাড়িয়ে ফিরে গেলেন অধিনায়ক সালমান।
৫ ঘণ্টা আগে