Ajker Patrika

দায়িত্ব পাওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই বাদ সালমান বাট

আপডেট : ০৩ ডিসেম্বর ২০২৩, ১১: ৩৭
দায়িত্ব পাওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই বাদ সালমান বাট

পাকিস্তান ক্রিকেট বোর্ডে (পিসিবি) যেন নাটক শুরু হয়েছে। তা না হলে দায়িত্ব পাওয়ার ২৪ ঘণ্টার ব্যবধানে কেন ছাঁটাই হবেন সালমান বাট? পিসিবির প্রধান নির্বাচক ওয়াহাব রিয়াজকে সহায়তার জন্য গত পরশু পরামর্শক হিসেবে নিয়োগ পেয়েছিলেন সালমান বাট। 

সাবেক বাঁহাতি ব্যাটারের সঙ্গে আরও দুজন সাবেক ক্রিকেটার কামরান আকমল ও রাও ইফতিখার আনজুম একই দায়িত্ব পেয়েছিলেন। বাকি দুজনের দায়িত্ব থাকলেও সালমান বাটকে গতকাল সরিয়ে দেওয়া হয়েছে। হঠাৎ করেই সাবেক ওপেনারকে বাদ দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন রিয়াজ। 

গতকাল সংবাদ সম্মেলনে ডেকে বাটকে সরিয়ে দেওয়ার বিষয়টি নিশ্চিত করেন রিয়াজ। সাবেক বাঁহাতি পেসার বলেছেন, ‘সালমান বাট পিসিবির কোনো প্যানেলে নেই। তার নাম প্রত্যাহার করে নেওয়ার সিদ্ধান্ত এককভাবে আমার। আমার ক্ষেত্রে সে খুবই ক্রিকেট জানাশোনা একজন এবং গত দুই-তিন বছর ধরে সে ঘরোয়া ক্রিকেট কাভার করছিল। তার মতামত নেওয়ার জন্যই আমাকে পরামর্শদাতা করা হয়েছিল। কিন্তু কিছু মিডিয়া হাউস ও লোক তার অপপ্রচার শুরু করে।’ 

এর আগে পরামর্শক প্যানেলটি ঘোষণার পরেই পাকিস্তান ক্রিকেটে সমালোচনার ঝড় শুরু হয়। কেননা, প্রধান নির্বাচক ওয়াহাব রিয়াজের মতো পরামর্শক তিনজনও পাঞ্জাব অঞ্চলের। ফলে তাঁরা দল নির্বাচনের সময় স্বজনপ্রীতি করতে পারে বলেই সমালোচনা শুরু হয়। তা ছাড়া আগে থেকেই পাঞ্জাব অঞ্চল ক্রিকেটে খুবই প্রভাবশালী। আবার রিয়াজ পাঞ্জাবের অন্তর্বর্তীকালীন সরকারের মন্ত্রীও। 

তবে সবচেয়ে বেশি সমালোচনার মুখে পড়তে হয় সালমান বাটকে। তাঁর সমালোচনা হওয়ার বড় কারণ হচ্ছে ২০১০ সালে স্পট ফিক্সিংয়ের দায়ে নিষিদ্ধ হওয়া। সমালোচনাকারীদের যুক্তি, একজন নিষিদ্ধ হওয়া ব্যক্তি কীভাবে নিরপেক্ষ থাকতে পারে? খোদ সাবেক সভাপতি রমিজ রাজা যেমন প্রকাশ্য এই প্যানেল নিয়ে সমালোচনা করেছেন এবং সালমান বাটের ফিক্সিংয়ের বিষয়টি সামনে এনেছেন। সমালোচনার মুখে তাই সাবেক ওপেনারকে বাদ দিতে বাধ্যই হলো পিসিবি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত