পাকিস্তান ক্রিকেট বোর্ডে (পিসিবি) যেন নাটক শুরু হয়েছে। তা না হলে দায়িত্ব পাওয়ার ২৪ ঘণ্টার ব্যবধানে কেন ছাঁটাই হবেন সালমান বাট? পিসিবির প্রধান নির্বাচক ওয়াহাব রিয়াজকে সহায়তার জন্য গত পরশু পরামর্শক হিসেবে নিয়োগ পেয়েছিলেন সালমান বাট।
সাবেক বাঁহাতি ব্যাটারের সঙ্গে আরও দুজন সাবেক ক্রিকেটার কামরান আকমল ও রাও ইফতিখার আনজুম একই দায়িত্ব পেয়েছিলেন। বাকি দুজনের দায়িত্ব থাকলেও সালমান বাটকে গতকাল সরিয়ে দেওয়া হয়েছে। হঠাৎ করেই সাবেক ওপেনারকে বাদ দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন রিয়াজ।
গতকাল সংবাদ সম্মেলনে ডেকে বাটকে সরিয়ে দেওয়ার বিষয়টি নিশ্চিত করেন রিয়াজ। সাবেক বাঁহাতি পেসার বলেছেন, ‘সালমান বাট পিসিবির কোনো প্যানেলে নেই। তার নাম প্রত্যাহার করে নেওয়ার সিদ্ধান্ত এককভাবে আমার। আমার ক্ষেত্রে সে খুবই ক্রিকেট জানাশোনা একজন এবং গত দুই-তিন বছর ধরে সে ঘরোয়া ক্রিকেট কাভার করছিল। তার মতামত নেওয়ার জন্যই আমাকে পরামর্শদাতা করা হয়েছিল। কিন্তু কিছু মিডিয়া হাউস ও লোক তার অপপ্রচার শুরু করে।’
এর আগে পরামর্শক প্যানেলটি ঘোষণার পরেই পাকিস্তান ক্রিকেটে সমালোচনার ঝড় শুরু হয়। কেননা, প্রধান নির্বাচক ওয়াহাব রিয়াজের মতো পরামর্শক তিনজনও পাঞ্জাব অঞ্চলের। ফলে তাঁরা দল নির্বাচনের সময় স্বজনপ্রীতি করতে পারে বলেই সমালোচনা শুরু হয়। তা ছাড়া আগে থেকেই পাঞ্জাব অঞ্চল ক্রিকেটে খুবই প্রভাবশালী। আবার রিয়াজ পাঞ্জাবের অন্তর্বর্তীকালীন সরকারের মন্ত্রীও।
তবে সবচেয়ে বেশি সমালোচনার মুখে পড়তে হয় সালমান বাটকে। তাঁর সমালোচনা হওয়ার বড় কারণ হচ্ছে ২০১০ সালে স্পট ফিক্সিংয়ের দায়ে নিষিদ্ধ হওয়া। সমালোচনাকারীদের যুক্তি, একজন নিষিদ্ধ হওয়া ব্যক্তি কীভাবে নিরপেক্ষ থাকতে পারে? খোদ সাবেক সভাপতি রমিজ রাজা যেমন প্রকাশ্য এই প্যানেল নিয়ে সমালোচনা করেছেন এবং সালমান বাটের ফিক্সিংয়ের বিষয়টি সামনে এনেছেন। সমালোচনার মুখে তাই সাবেক ওপেনারকে বাদ দিতে বাধ্যই হলো পিসিবি।
পাকিস্তান ক্রিকেট বোর্ডে (পিসিবি) যেন নাটক শুরু হয়েছে। তা না হলে দায়িত্ব পাওয়ার ২৪ ঘণ্টার ব্যবধানে কেন ছাঁটাই হবেন সালমান বাট? পিসিবির প্রধান নির্বাচক ওয়াহাব রিয়াজকে সহায়তার জন্য গত পরশু পরামর্শক হিসেবে নিয়োগ পেয়েছিলেন সালমান বাট।
সাবেক বাঁহাতি ব্যাটারের সঙ্গে আরও দুজন সাবেক ক্রিকেটার কামরান আকমল ও রাও ইফতিখার আনজুম একই দায়িত্ব পেয়েছিলেন। বাকি দুজনের দায়িত্ব থাকলেও সালমান বাটকে গতকাল সরিয়ে দেওয়া হয়েছে। হঠাৎ করেই সাবেক ওপেনারকে বাদ দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন রিয়াজ।
গতকাল সংবাদ সম্মেলনে ডেকে বাটকে সরিয়ে দেওয়ার বিষয়টি নিশ্চিত করেন রিয়াজ। সাবেক বাঁহাতি পেসার বলেছেন, ‘সালমান বাট পিসিবির কোনো প্যানেলে নেই। তার নাম প্রত্যাহার করে নেওয়ার সিদ্ধান্ত এককভাবে আমার। আমার ক্ষেত্রে সে খুবই ক্রিকেট জানাশোনা একজন এবং গত দুই-তিন বছর ধরে সে ঘরোয়া ক্রিকেট কাভার করছিল। তার মতামত নেওয়ার জন্যই আমাকে পরামর্শদাতা করা হয়েছিল। কিন্তু কিছু মিডিয়া হাউস ও লোক তার অপপ্রচার শুরু করে।’
এর আগে পরামর্শক প্যানেলটি ঘোষণার পরেই পাকিস্তান ক্রিকেটে সমালোচনার ঝড় শুরু হয়। কেননা, প্রধান নির্বাচক ওয়াহাব রিয়াজের মতো পরামর্শক তিনজনও পাঞ্জাব অঞ্চলের। ফলে তাঁরা দল নির্বাচনের সময় স্বজনপ্রীতি করতে পারে বলেই সমালোচনা শুরু হয়। তা ছাড়া আগে থেকেই পাঞ্জাব অঞ্চল ক্রিকেটে খুবই প্রভাবশালী। আবার রিয়াজ পাঞ্জাবের অন্তর্বর্তীকালীন সরকারের মন্ত্রীও।
তবে সবচেয়ে বেশি সমালোচনার মুখে পড়তে হয় সালমান বাটকে। তাঁর সমালোচনা হওয়ার বড় কারণ হচ্ছে ২০১০ সালে স্পট ফিক্সিংয়ের দায়ে নিষিদ্ধ হওয়া। সমালোচনাকারীদের যুক্তি, একজন নিষিদ্ধ হওয়া ব্যক্তি কীভাবে নিরপেক্ষ থাকতে পারে? খোদ সাবেক সভাপতি রমিজ রাজা যেমন প্রকাশ্য এই প্যানেল নিয়ে সমালোচনা করেছেন এবং সালমান বাটের ফিক্সিংয়ের বিষয়টি সামনে এনেছেন। সমালোচনার মুখে তাই সাবেক ওপেনারকে বাদ দিতে বাধ্যই হলো পিসিবি।
৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশ দলের পাকিস্তান সফর শুরু হচ্ছে আগামী ২১ মে। তার আগে আরব আমিরাতে একটি দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। আরব আমিরাতের বিপক্ষে বাংলাদেশ সবশেষ দ্বিপক্ষীয় সিরিজ খেলেছে ২০২২ সালের সেপ্টেম্বরে।
৭ ঘণ্টা আগেআর্চারি ফেডারেশনের অ্যাডহক কমিটি নিয়ে বিতর্ক যেন কাটছেই না। এবার এই কমিটিকে স্বীকৃতি দিতে নারাজ বিশ্ব আর্চারি সংস্থা। গত ২৮ এপ্রিল অ্যাডহক কমিটির সাধারণ সম্পাদক তানভীর আহমেদকে পাঠানো চিঠিতে এমনটা জানায় তারা।
৮ ঘণ্টা আগেসকালের সূর্যোদয় দেখলেই বোঝা যায় দিনটা কেমন যাবে। স্প্যানিশ বিস্ময় বালক লামিন ইয়ামাল মাত্র ১৭ বছর বয়সেই স্পেনের হয়ে ইউরো জিতেছেন। লা লিগার এবারের মৌসুমেই নিয়মিত আলো ছড়াচ্ছেন প্রতি ম্যাচেই। তাঁর পারফরম্যান্স নজর কেড়েছে কিংবদন্তিদেরও। লিওনেল মেসি থেকে ক্রিস্টিয়ানো রোনালদো সবার মুখেই প্রশংসা
৮ ঘণ্টা আগেচট্টগ্রাম টেস্টের তৃতীয় সেশনেই ৮ উইকেট হারিয়েছে জিম্বাবুয়ে। বাংলাদেশের সম্মিলিত স্পিন আক্রমণে দিশেহারা হয়ে উঠে তাদের ব্যাটিং অর্ডার। ম্যাচশেষে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত জানিয়েছেন, খেলা আজই শেষ করতে চেয়েছেন তাঁরা। চতুর্থ দিন না গড়াতে কঠিন বল করে গেছেন বোলাররা।
৮ ঘণ্টা আগে