ক্রীড়া ডেস্ক
চ্যাম্পিয়নস ট্রফির আগে নিজেদের ঝালিয়ে নেওয়ার শেষ সুযোগ তো পেয়েছিল বাংলাদেশ। তবে পাকিস্তান শাহিনসের বিপক্ষে গতকাল দুবাইয়ের আইসিসি একাডেমি মাঠে মুখ থুবড়ে পড়েছে নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন বাংলাদেশ। প্রস্তুতি ম্যাচে বাজেভাবে হারের পর শান্ত জানিয়েছেন, চ্যাম্পিয়নস ট্রফিতে তাঁরা কাঁপিয়ে দেবেন।
নিজের অফিশিয়াল ফেসবুক পেজে শান্ত গত রাতে একটি ছবি পোস্ট করেছেন। ছবিতে দেখা গেছে, চ্যাম্পিয়নস ট্রফির জার্সি পরার পর ব্যাট হাতে দাঁড়িয়ে আছেন তিনি। ক্যাপশনের শুরুতে বাঘ আর ক্রিকেটের ইমোজি দিয়েছেন। ইমোজি দেওয়ার পর বাংলাদেশ অধিনায়ক লিখেছেন, ‘বাংলাদেশের বাঘেরা গর্জন করতে প্রস্তুত এবং ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফিতে কাঁপিয়ে দেব। তৈরি হও বিশ্ব। একটা ঝড় আসছে।’ যেভাবে ব্যাট তাক করে আছেন, তাতে মনে হচ্ছে চ্যাম্পিয়নস ট্রফিতে সব সমালোচনার জবাব দেবেন শান্ত।
আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি) গত রাতে বাংলাদেশ দলকে নিয়ে আবারও পোস্ট করেছে। শান্ত, জাকের আলী অনিক, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ—বাংলাদেশের এই চার ক্রিকেটার বিভিন্ন ভঙ্গিতে ছবি তুলেছেন। আইসিসি ক্যাপশন দিয়েছে, ‘বাংলাদেশ চ্যাম্পিয়নস ট্রফিতে গর্জন করতে প্রস্তুত।’ এটা লেখার পর ছবিতে থাকা চার ক্রিকেটারের নাম উল্লেখ করেছে ক্রিকেটের অভিভাবক সংস্থা। বাংলাদেশকে নিয়ে দেওয়া এই পোস্টে রিঅ্যাকশন এসেছে ৮৭ হাজার। আইসিসির পোস্ট করা ছবিতে শান্তর মতো ব্যাট উঁচিয়ে থাকতে দেখা গেছে জাকেরকে। নিজের ফেসবুক পেজে শান্ত এই ছবিটাই পোস্ট করেছেন।
পাকিস্তান শাহিনসের বিপক্ষে গতকাল টস জিতে প্রথমে ব্যাটিং নিয়ে শুরুটা ভালো করেছিল বাংলাদেশ। দুবাইয়ের আইসিসি একাডেমিতে বাংলাদেশ প্রথম ১০ ওভারে ২ উইকেটে ৬০ রান করেছিল। তবে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকা শান্তর দল ৩৮.২ ওভারে ২০২ রানে অলআউট হয়েছে। রান তাড়া করতে নেমে ৩৪.৫ ওভারে ৩ উইকেটে ২০৬ রান করে পাকিস্তান শাহিনস।
দুবাইয়ে উড়াল দেওয়ার আগে নাজমুল হোসেন শান্ত সংবাদ সম্মেলনে জানিয়েছিলেন, এবার বাংলাদেশ চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়ে খেলতে যাচ্ছে। ২০ ফেব্রুয়ারি দুবাইয়ে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হচ্ছে বাংলাদেশের চ্যাম্পিয়নস ট্রফি অভিযান। ২৪ ও ২৭ ফেব্রুয়ারি নিউজিল্যান্ড ও পাকিস্তানের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ দুই ম্যাচ খেলবেন নাজমুল হোসেন শান্ত-মেহেদী হাসান মিরাজরা। রাওয়ালপিন্ডিতে হবে বাংলাদেশ-নিউজিল্যান্ড, বাংলাদেশ-পাকিস্তান এই দুটি ম্যাচ। শান্তর কথা সত্যি হবে কি না, সেটার উত্তর সময়ই দেবে।
চ্যাম্পিয়নস ট্রফির আগে নিজেদের ঝালিয়ে নেওয়ার শেষ সুযোগ তো পেয়েছিল বাংলাদেশ। তবে পাকিস্তান শাহিনসের বিপক্ষে গতকাল দুবাইয়ের আইসিসি একাডেমি মাঠে মুখ থুবড়ে পড়েছে নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন বাংলাদেশ। প্রস্তুতি ম্যাচে বাজেভাবে হারের পর শান্ত জানিয়েছেন, চ্যাম্পিয়নস ট্রফিতে তাঁরা কাঁপিয়ে দেবেন।
নিজের অফিশিয়াল ফেসবুক পেজে শান্ত গত রাতে একটি ছবি পোস্ট করেছেন। ছবিতে দেখা গেছে, চ্যাম্পিয়নস ট্রফির জার্সি পরার পর ব্যাট হাতে দাঁড়িয়ে আছেন তিনি। ক্যাপশনের শুরুতে বাঘ আর ক্রিকেটের ইমোজি দিয়েছেন। ইমোজি দেওয়ার পর বাংলাদেশ অধিনায়ক লিখেছেন, ‘বাংলাদেশের বাঘেরা গর্জন করতে প্রস্তুত এবং ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফিতে কাঁপিয়ে দেব। তৈরি হও বিশ্ব। একটা ঝড় আসছে।’ যেভাবে ব্যাট তাক করে আছেন, তাতে মনে হচ্ছে চ্যাম্পিয়নস ট্রফিতে সব সমালোচনার জবাব দেবেন শান্ত।
আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি) গত রাতে বাংলাদেশ দলকে নিয়ে আবারও পোস্ট করেছে। শান্ত, জাকের আলী অনিক, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ—বাংলাদেশের এই চার ক্রিকেটার বিভিন্ন ভঙ্গিতে ছবি তুলেছেন। আইসিসি ক্যাপশন দিয়েছে, ‘বাংলাদেশ চ্যাম্পিয়নস ট্রফিতে গর্জন করতে প্রস্তুত।’ এটা লেখার পর ছবিতে থাকা চার ক্রিকেটারের নাম উল্লেখ করেছে ক্রিকেটের অভিভাবক সংস্থা। বাংলাদেশকে নিয়ে দেওয়া এই পোস্টে রিঅ্যাকশন এসেছে ৮৭ হাজার। আইসিসির পোস্ট করা ছবিতে শান্তর মতো ব্যাট উঁচিয়ে থাকতে দেখা গেছে জাকেরকে। নিজের ফেসবুক পেজে শান্ত এই ছবিটাই পোস্ট করেছেন।
পাকিস্তান শাহিনসের বিপক্ষে গতকাল টস জিতে প্রথমে ব্যাটিং নিয়ে শুরুটা ভালো করেছিল বাংলাদেশ। দুবাইয়ের আইসিসি একাডেমিতে বাংলাদেশ প্রথম ১০ ওভারে ২ উইকেটে ৬০ রান করেছিল। তবে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকা শান্তর দল ৩৮.২ ওভারে ২০২ রানে অলআউট হয়েছে। রান তাড়া করতে নেমে ৩৪.৫ ওভারে ৩ উইকেটে ২০৬ রান করে পাকিস্তান শাহিনস।
দুবাইয়ে উড়াল দেওয়ার আগে নাজমুল হোসেন শান্ত সংবাদ সম্মেলনে জানিয়েছিলেন, এবার বাংলাদেশ চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়ে খেলতে যাচ্ছে। ২০ ফেব্রুয়ারি দুবাইয়ে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হচ্ছে বাংলাদেশের চ্যাম্পিয়নস ট্রফি অভিযান। ২৪ ও ২৭ ফেব্রুয়ারি নিউজিল্যান্ড ও পাকিস্তানের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ দুই ম্যাচ খেলবেন নাজমুল হোসেন শান্ত-মেহেদী হাসান মিরাজরা। রাওয়ালপিন্ডিতে হবে বাংলাদেশ-নিউজিল্যান্ড, বাংলাদেশ-পাকিস্তান এই দুটি ম্যাচ। শান্তর কথা সত্যি হবে কি না, সেটার উত্তর সময়ই দেবে।
কাশ্মীরের পেহেলগামে নৃশংস হামলায় ২৬ পর্যটক নিহত হয়েছেন। ভারত দাবি করেছে, এর পেছনে পাকিস্তানের সম্পৃক্ততা রয়েছে। এ ইস্যুতে দুই দলের মধ্যে বিরাজ করছে উত্তেজনা। ভারত সরকার তাদের দেশে পাকিস্তানের বিভিন্ন নিউজ সাইট, ইউটিউব চ্যানেল ব্লক কেরে দিয়েছে। ক্রিকেটাররাও জড়িয়ে গেছেন বাগ্যুদ্ধে। শোয়েব আখতারের ইউটি
৪ ঘণ্টা আগেসাত বছর চলছে সাদমান ইসলামের আন্তর্জাতিক ক্যারিয়ারের। চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিন দেখা পেয়েছেন নিজের দ্বিতীয় টেস্ট সেঞ্চুরি, সঙ্গে পূর্ণ করলেন ১০০০ রান। বাংলাদেশের ১৮ তম ক্রিকেটার হিসেবে ১ হাজার রান সাদমানের।
৫ ঘণ্টা আগে৩ উইকেটে ২০৪ রান নিয়ে চা বিরতিতে যায় বাংলাদেশ দল। তৃতীয় সেশনেও ব্যাটিংটা ভালোই করছিলেন স্বাগতিক ব্যাটাররা। দলীয় ২৫৯ রান পর্যন্ত ছিল সেই তিন উইকেটই। কিন্তু শেষ বিকেলে ভিনসেন্ট মাসেকেসার ঘূর্ণি জাদুতে বেশ এলোমেলো হয়ে যায় ব্যাটিং। শেষ ৩০ রানে ৪ উইকেট হারিয়েছে তারা। তবু ৬৪ রানের লিড নিয়ে তৃতীয় দিন শেষ
৬ ঘণ্টা আগে