সময় যত গড়াচ্ছিল, খুলনা টাইগার্স-কুমিল্লা ভিক্টোরিয়ানস ম্যাচ পেন্ডুলামের মতো দুলছিল। ম্যাচের ফলাফল জানতে অপেক্ষা করতে হয়েছে শেষ বল পর্যন্ত। শ্বাসরুদ্ধকর এই ম্যাচে শেষ হাসি হাসে কুমিল্লা। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আজ খুলনাকে ৪ রানে হারিয়েছে কুমিল্লা। তাতে এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) টানা পাঁচ জয় পেল ইমরুল কায়েসের দল।
১৬৬ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে ১৪ রানেই খুলনার উদ্বোধনী জুটি ভেঙে যায়। তৃতীয় ওভারের তৃতীয় বলে তামিম ইকবালকে এলবিডব্লু করেন নাসিম শাহ। তামিমের বিদায়ের পর উইকেটে আসেন শাই হোপ। দ্বিতীয় উইকেট জুটিতে অ্যান্ড্রু বালবির্নির সঙ্গে ৪০ বলে ৪৯ রানের জুটি গড়েন হোপ। ৩৮ রান করা বালবির্নি রান আউটে কাটা পড়লে ভেঙে যায় এই জুটি।
তামিম, বালবির্নি ফিরে গেলে খুলনার স্কোর দাঁড়ায় ৯.২ ওভারে ২ উইকেটে ৬৩ রান। চার নম্বরে ব্যাটিংয়ে নামা মাহমুদুল হাসান জয় এসেই ঝোড়ো ব্যাটিং করতে থাকেন। তবে জয় উইকেটে বেশিক্ষণ স্থায়ী হতে পারেননি। ১৩ বলে দুটি করে চার ও ছক্কায় ২৬ রান করেন বাংলাদেশের এই ব্যাটার। জয়কে ফিরিয়ে তৃতীয় উইকেটে হোপ ও জয়ের ২১ বলে ৪৩ রানের জুটি ভাঙেন মোসাদ্দেক হোসেন সৈকত।
জয়ের পর আজম খান, মোহাম্মদ সাইফুদ্দিন—এই দুই ব্যাটার দ্রুত ড্রেসিংরুমে ফিরে যান। আজম করেন ১ রান ও সাইফুদ্দিন করেন ৮ রান। দ্রুত তিন ব্যাটার আউট হলে খুলনার স্কোর দাঁড়ায় ৫ উইকেটে ১১৭ রান। সতীর্থদের আশা-যাওয়ার মিছিলে এক প্রান্ত আগলে খেলেন হোপ। ৩৩ রান করা হোপকে ফিরিয়ে খুলনার জয় কঠিন করে তোলেন নাসিম। শেষ ১১ বলে ২৫ রানের সমীকরণ ইয়াসির প্রায় মিলিয়েই ফেলেছিলেন। শেষ পর্যন্ত ২০ ওভারে ৬ উইকেটে ১৬১ রানে থামে খুলনার ইনিংস। ১৯ বলে ৩০ রান করে অপরাজিত থাকেন খুলনার অধিনায়ক।
ম্যাচসেরা হয়েছেন মোহাম্মদ রিজওয়ান। ৪৭ বলে ৫৪ রান করে অপরাজিত থাকেন পাকিস্তানের এই ব্যাটার।
এর আগে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন খুলনার অধিনায়ক ইয়াসির আলি চৌধুরী। লিটন দাস ও রিজওয়ানের জোড়া ফিফটিতে নির্ধারিত ২০ ওভারে ২ উইকেটে ১৬৫ রান করে কুমিল্লা। রিজওয়ানের ৫৪ রানের পাশাপাশি লিটন ৪২ বলে ৫০ রান করেন। খুলনার বোলারদের মধ্যে একটি করে উইকেট নিয়েছেন ওয়াহাব রিয়াজ ও নাহিদুল ইসলাম।
সময় যত গড়াচ্ছিল, খুলনা টাইগার্স-কুমিল্লা ভিক্টোরিয়ানস ম্যাচ পেন্ডুলামের মতো দুলছিল। ম্যাচের ফলাফল জানতে অপেক্ষা করতে হয়েছে শেষ বল পর্যন্ত। শ্বাসরুদ্ধকর এই ম্যাচে শেষ হাসি হাসে কুমিল্লা। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আজ খুলনাকে ৪ রানে হারিয়েছে কুমিল্লা। তাতে এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) টানা পাঁচ জয় পেল ইমরুল কায়েসের দল।
১৬৬ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে ১৪ রানেই খুলনার উদ্বোধনী জুটি ভেঙে যায়। তৃতীয় ওভারের তৃতীয় বলে তামিম ইকবালকে এলবিডব্লু করেন নাসিম শাহ। তামিমের বিদায়ের পর উইকেটে আসেন শাই হোপ। দ্বিতীয় উইকেট জুটিতে অ্যান্ড্রু বালবির্নির সঙ্গে ৪০ বলে ৪৯ রানের জুটি গড়েন হোপ। ৩৮ রান করা বালবির্নি রান আউটে কাটা পড়লে ভেঙে যায় এই জুটি।
তামিম, বালবির্নি ফিরে গেলে খুলনার স্কোর দাঁড়ায় ৯.২ ওভারে ২ উইকেটে ৬৩ রান। চার নম্বরে ব্যাটিংয়ে নামা মাহমুদুল হাসান জয় এসেই ঝোড়ো ব্যাটিং করতে থাকেন। তবে জয় উইকেটে বেশিক্ষণ স্থায়ী হতে পারেননি। ১৩ বলে দুটি করে চার ও ছক্কায় ২৬ রান করেন বাংলাদেশের এই ব্যাটার। জয়কে ফিরিয়ে তৃতীয় উইকেটে হোপ ও জয়ের ২১ বলে ৪৩ রানের জুটি ভাঙেন মোসাদ্দেক হোসেন সৈকত।
জয়ের পর আজম খান, মোহাম্মদ সাইফুদ্দিন—এই দুই ব্যাটার দ্রুত ড্রেসিংরুমে ফিরে যান। আজম করেন ১ রান ও সাইফুদ্দিন করেন ৮ রান। দ্রুত তিন ব্যাটার আউট হলে খুলনার স্কোর দাঁড়ায় ৫ উইকেটে ১১৭ রান। সতীর্থদের আশা-যাওয়ার মিছিলে এক প্রান্ত আগলে খেলেন হোপ। ৩৩ রান করা হোপকে ফিরিয়ে খুলনার জয় কঠিন করে তোলেন নাসিম। শেষ ১১ বলে ২৫ রানের সমীকরণ ইয়াসির প্রায় মিলিয়েই ফেলেছিলেন। শেষ পর্যন্ত ২০ ওভারে ৬ উইকেটে ১৬১ রানে থামে খুলনার ইনিংস। ১৯ বলে ৩০ রান করে অপরাজিত থাকেন খুলনার অধিনায়ক।
ম্যাচসেরা হয়েছেন মোহাম্মদ রিজওয়ান। ৪৭ বলে ৫৪ রান করে অপরাজিত থাকেন পাকিস্তানের এই ব্যাটার।
এর আগে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন খুলনার অধিনায়ক ইয়াসির আলি চৌধুরী। লিটন দাস ও রিজওয়ানের জোড়া ফিফটিতে নির্ধারিত ২০ ওভারে ২ উইকেটে ১৬৫ রান করে কুমিল্লা। রিজওয়ানের ৫৪ রানের পাশাপাশি লিটন ৪২ বলে ৫০ রান করেন। খুলনার বোলারদের মধ্যে একটি করে উইকেট নিয়েছেন ওয়াহাব রিয়াজ ও নাহিদুল ইসলাম।
নতুন কোচ নিয়োগ নিয়ে ঝক্কির মধ্যে আছে ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ)। এর মধ্যে যোগ হলো নতুন বিতর্ক। ২০২৬ ফুটবল বিশ্বকাপের জন্য ব্রাজিল জাতীয় দলের সম্ভাব্য নতুন অ্যাওয়ে জার্সির একটি ছবি ফাঁস হওয়ার পর দেশটিতে শুরু হয়েছে তীব্র বিতর্ক। এ বিতর্ক শুধু তাদের ক্রীড়াঙ্গনে নয়, ছড়িয়ে পড়েছে ব্রাজিলের রাজনৈতিক
৩ মিনিট আগেসিলেট টেস্টে বাংলাদেশের বিপক্ষে ৩ উইকেটের ঐতিহাসিক জয় পেয়েছে জিম্বাবুয়ে। এই জয়ে জিম্বাবুয়ের পেসার ব্লেসিং মুজারাবানি অসাধারণ অবদান রাখেন। বাংলাদেশকে কাঁপিয়ে দেওয়ার পুরস্কার আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) থেকে পেয়েছেন মুজারাবানি।
১ ঘণ্টা আগেচট্টগ্রাম টেস্টে ২১৭ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করতে নেমেছে জিম্বাবুয়ে। কিন্তু ব্যাটিংয়ে নেমেই তাইজুল ইসলাম-নাঈম হাসানদের ঘূর্ণি জাদুতে কাঁপাকাঁপি অবস্থা তাদের। ২২ রানেই হারিয়েছে ৩ উইকেট। প্রথম ইনিংসে ৬ উইকেট নেওয়া তাইজুল এরই মধ্যে শিকার করেছেন ২ উইকেট। নাঈম নিয়েছেন একটি।
১ ঘণ্টা আগেচট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে দুপুরের সূর্যটা তখন মাথার ওপরে। কিছুক্ষণ আগে আকাশে যে মেঘ ছিল, সেটাও সরে গেছে। ক্যারিয়ারের দ্বিতীয় টেস্ট সেঞ্চুরি করতে যে ২৪ রান বাকি ছিল, সেটা মেহেদী হাসান মিরাজ পূর্ণ করেছেন লাঞ্চের পরে।
২ ঘণ্টা আগে