Ajker Patrika

মেসি-নেইমারদের সঙ্গে দেখা করে খুশি রোনালদো

আপডেট : ২০ জানুয়ারি ২০২৩, ১১: ৫৩
মেসি-নেইমারদের সঙ্গে দেখা করে খুশি রোনালদো

মনে রাখার মতো একটি দিনই যেন গতকাল কাটালেন ক্রিস্টিয়ানো রোনালদো। কিং ফাহাদ স্টেডিয়ামে পিএসজির বিপক্ষে গোল-বন্যার ম্যাচে তিনি গোল করেছেন। একই সঙ্গে বহু দিন পর মাঠের লড়াইয়ে তাঁর দেখা হলো লিওনেল মেসি, নেইমারদের সঙ্গে। সামাজিক মাধ্যমে নিজের অনুভূতি ব্যক্ত করেন রোনালদো।

কিং ফাহাদ স্টেডিয়ামে গতকাল পিএসজি মুখোমুখি হয়েছিল সৌদি অল স্টার একাদশের বিপক্ষে। সৌদি অল স্টার দলের অধিনায়ক ছিলেন রোনালদো। ৯ গোলের ম্যাচে (পিএসজি ৫: সৌদি অলস্টার ৪) জোড়া গোল করেছেন রোনালদো। ৩৪ মিনিটে পেনাল্টি থেকে করেন নিজের প্রথম গোল। আর প্রথমার্ধের অতিরিক্ত সময়ে রোনালদো করেন নিজের দ্বিতীয় গোল। দুবারই তাঁর গোলে সমতায় ফিরেছিল সৌদি। নিজের ফেসবুক পেজে পর্তুগিজ উইঙ্গার লিখেছেন, ‘গোল করে ভীষণ খুশি। পুরোনো বন্ধুদের সঙ্গে দেখা করে ভালো লাগছে।’

২০২০ সালে সর্বশেষ মুখোমুখি হয়েছিলেন মেসি-রোনালদো। তখন মেসি ছিলেন বার্সেলোনায় আর জুভেন্টাসে ছিলেন রোনালদো। এরপর ২০২১-এর মাঝামাঝি বার্সা ছেড়ে মেসি যোগ দেন পিএসজিতে। আর রোনালদো গত বছরের শেষে আল-নাসরের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন। আর ২০১৭ সালে বার্সেলোনা ছেড়ে পিএসজিতে পাড়ি জমান নেইমার।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

রাখাইনে মানবিক করিডর কি প্রক্সি যুদ্ধের ফাঁদ হবে, ভারত-চীন কীভাবে দেখবে

পিটুনিতে নিহত সেই শামীম মোল্লাকে বহিষ্কার করল জাবি প্রশাসন, সমালোচনার ঝড়

চিন্ময় দাসের জামিন স্থগিতের আবেদন, শুনানি রোববার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত