দুই দলের স্কোর সমান হওয়ার পর সুপার ওভারের মাধ্যমে জয়-পরাজয় সম্পন্ন হওয়ার ম্যাচ অনেক রয়েছে টি-টোয়েন্টিতে। কিন্তু গতকাল বেঙ্গালুরুতে যা হয়েছে তা ইতিহাস হয়ে থাকছে। ইতিহাস বললেও যেন কম বলা হয়।
আন্তর্জাতিক ক্রিকেটে এমন ঘটনা এটিই প্রথমবার! প্রথমবারের মতো কোনো টি-টোয়েন্টি ম্যাচ দুইবার সুপার ওভার দেখেছে। মূল ম্যাচ ৪২৪ রানে টাই হওয়ার পর দ্বিতীয় সুপার ওভারে ভারত ১০ রানে জয় পেয়েছে। তবে অবিশ্বাস্য ম্যাচটি নিয়ে যতটা না কথা হচ্ছে তার চেয়ে বেশি হচ্ছে দ্বিতীয় সুপার ওভারে রোহিত শর্মার ব্যাটিং নিয়ে।
ঘটনাটি প্রথম সুপার ওভারের সময়। ১৭ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে রোহিতের দুই ছক্কায় ৫ বলে ১৫ রান তোলে ভারত। তখন ভারতের জয়ের জন্য সমীকরণ দাঁড়ায় ১ বলে ২ রান। ঠিক এ সময়ই নন স্ট্রাইকিং প্রান্তে থাকা রোহিত মাঠ ছেড়ে চলে যান। তাঁর বদলি হিসেবে নামেন রিংকু সিং। যেন সুযোগ এলে দৌড়ে ২ রান নিতে পারেন যশস্বী জয়সোয়াল ও রিংকু। কেননা এর আগে ২০ ওভার ব্যাটিং করে দুর্দান্ত সেঞ্চুরি হাঁকানো ভারতীয় অধিনায়ক কিছুটা ক্লান্ত ছিলেন।
এ জন্যই মাথা খাটিয়ে স্বেচ্ছা অবসর নেন রোহিত। যার অর্থ তিনি ‘রিটায়ার আউট’। কিন্তু শেষ বলে ১ রান হলে আবারও ম্যাচ গড়ায় সুপার ওভারে। এতে করে আবারও মাঠে নামেন রোহিত। ব্যাটিংয়ে নেমে প্রথম তিন বলে দলকে ১১ রানও এনে দেন। সেই রানকে পুঁজি করেই পরে ১০ রানে ম্যাচে জয় পায় ভারত।
রোহিতের দ্বিতীয়বার সুপার ওভারে ব্যাটিং করা নিয়েই এখন আলোচনা-সমালোচনা হচ্ছে। কারণ আইসিসির নিয়ম অনুযায়ী, প্রথম সুপার ওভারে আউট হওয়া ব্যাটার পরে আর ব্যাটিংয়ে নামতে পারবেন না। একই নিয়ম বোলারদের ক্ষেত্রেও। এই নিয়ম অনুসরণ করেই প্রথম সুপার ওভারে বোলিং করা আফগানিস্তানের আজমতউল্লাহ ওমরজাই ও ভারতের মুকেশ কুমার পরে বোলিং করতে পারেননি।
তাহলে রোহিত কীভাবে পারলেন? এটা নিয়েই প্রশ্ন উঠেছে। এ বিষয়ে এখন পর্যন্ত অবশ্য আইসিসি বা ম্যাচ অফিশিয়ালদের কোনো বক্তব্য পাওয়া যায়নি। এ বিষয়ে আফগানিস্তানের কোচ জোনাথন ট্রটের কাছে জানতে চাওয়া হলে তিনি জানিয়েছেন, বিষয়টি পরিষ্কার নয় তাঁরও। আফগান কোচ বলেছেন, ‘আমার কোনো ধারণা নেই। এর আগে কখনো কি দুইবার সুপার ওভার হয়েছে? এটা একেবারেই নতুন। বলার চেষ্টা করছি, আমরা প্রতিনিয়ত নিয়মগুলোকে পরীক্ষা করছি সঙ্গে নীতিমালাকেও।’
তবে রোহিত যদি ‘রিটায়ার হার্ট’ হতেন তাহলে তাঁর ব্যাটিং করা নিয়ে প্রশ্ন উঠত না। কারণ রিটায়ার হার্টের বিষয়ে আইসিসির ২৫.৪. ২ ধারায় বলা আছে, কোনো ব্যাটার চোট বা অসুস্থ হয়ে পড়লে বা কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে রিটায়ার হার্ট হন তাহলে পরে ব্যাটিং শুরু করতে পারবেন। এর বাইরে অন্য কোনো কারণ রিটায়ার নিলে ব্যাটিংয়ে ফিরতে হলে প্রতিপক্ষের অধিনায়কের অনুমতি নিতে হবে।
তবে রোহিতের ঘটনায় এমন কিছুই হয়নি। আর ম্যাচ শেষে তাঁর চলে যাওয়াকে ভারতীয় কোচ রাহুল দ্রাবিড় রিটায়ার আউট বলেই জানিয়েছেন। ভারতীয় কোচের কথা অনুযায়ী তাই বলা যায়, রোহিতের ব্যাটিং বৈধ ছিল না। এমন ঘটনার আগে অবশ্য টি-টোয়েন্টিতে রেকর্ড সর্বোচ্চ ৫ সেঞ্চুরি করেছেন রোহিত।
দুই দলের স্কোর সমান হওয়ার পর সুপার ওভারের মাধ্যমে জয়-পরাজয় সম্পন্ন হওয়ার ম্যাচ অনেক রয়েছে টি-টোয়েন্টিতে। কিন্তু গতকাল বেঙ্গালুরুতে যা হয়েছে তা ইতিহাস হয়ে থাকছে। ইতিহাস বললেও যেন কম বলা হয়।
আন্তর্জাতিক ক্রিকেটে এমন ঘটনা এটিই প্রথমবার! প্রথমবারের মতো কোনো টি-টোয়েন্টি ম্যাচ দুইবার সুপার ওভার দেখেছে। মূল ম্যাচ ৪২৪ রানে টাই হওয়ার পর দ্বিতীয় সুপার ওভারে ভারত ১০ রানে জয় পেয়েছে। তবে অবিশ্বাস্য ম্যাচটি নিয়ে যতটা না কথা হচ্ছে তার চেয়ে বেশি হচ্ছে দ্বিতীয় সুপার ওভারে রোহিত শর্মার ব্যাটিং নিয়ে।
ঘটনাটি প্রথম সুপার ওভারের সময়। ১৭ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে রোহিতের দুই ছক্কায় ৫ বলে ১৫ রান তোলে ভারত। তখন ভারতের জয়ের জন্য সমীকরণ দাঁড়ায় ১ বলে ২ রান। ঠিক এ সময়ই নন স্ট্রাইকিং প্রান্তে থাকা রোহিত মাঠ ছেড়ে চলে যান। তাঁর বদলি হিসেবে নামেন রিংকু সিং। যেন সুযোগ এলে দৌড়ে ২ রান নিতে পারেন যশস্বী জয়সোয়াল ও রিংকু। কেননা এর আগে ২০ ওভার ব্যাটিং করে দুর্দান্ত সেঞ্চুরি হাঁকানো ভারতীয় অধিনায়ক কিছুটা ক্লান্ত ছিলেন।
এ জন্যই মাথা খাটিয়ে স্বেচ্ছা অবসর নেন রোহিত। যার অর্থ তিনি ‘রিটায়ার আউট’। কিন্তু শেষ বলে ১ রান হলে আবারও ম্যাচ গড়ায় সুপার ওভারে। এতে করে আবারও মাঠে নামেন রোহিত। ব্যাটিংয়ে নেমে প্রথম তিন বলে দলকে ১১ রানও এনে দেন। সেই রানকে পুঁজি করেই পরে ১০ রানে ম্যাচে জয় পায় ভারত।
রোহিতের দ্বিতীয়বার সুপার ওভারে ব্যাটিং করা নিয়েই এখন আলোচনা-সমালোচনা হচ্ছে। কারণ আইসিসির নিয়ম অনুযায়ী, প্রথম সুপার ওভারে আউট হওয়া ব্যাটার পরে আর ব্যাটিংয়ে নামতে পারবেন না। একই নিয়ম বোলারদের ক্ষেত্রেও। এই নিয়ম অনুসরণ করেই প্রথম সুপার ওভারে বোলিং করা আফগানিস্তানের আজমতউল্লাহ ওমরজাই ও ভারতের মুকেশ কুমার পরে বোলিং করতে পারেননি।
তাহলে রোহিত কীভাবে পারলেন? এটা নিয়েই প্রশ্ন উঠেছে। এ বিষয়ে এখন পর্যন্ত অবশ্য আইসিসি বা ম্যাচ অফিশিয়ালদের কোনো বক্তব্য পাওয়া যায়নি। এ বিষয়ে আফগানিস্তানের কোচ জোনাথন ট্রটের কাছে জানতে চাওয়া হলে তিনি জানিয়েছেন, বিষয়টি পরিষ্কার নয় তাঁরও। আফগান কোচ বলেছেন, ‘আমার কোনো ধারণা নেই। এর আগে কখনো কি দুইবার সুপার ওভার হয়েছে? এটা একেবারেই নতুন। বলার চেষ্টা করছি, আমরা প্রতিনিয়ত নিয়মগুলোকে পরীক্ষা করছি সঙ্গে নীতিমালাকেও।’
তবে রোহিত যদি ‘রিটায়ার হার্ট’ হতেন তাহলে তাঁর ব্যাটিং করা নিয়ে প্রশ্ন উঠত না। কারণ রিটায়ার হার্টের বিষয়ে আইসিসির ২৫.৪. ২ ধারায় বলা আছে, কোনো ব্যাটার চোট বা অসুস্থ হয়ে পড়লে বা কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে রিটায়ার হার্ট হন তাহলে পরে ব্যাটিং শুরু করতে পারবেন। এর বাইরে অন্য কোনো কারণ রিটায়ার নিলে ব্যাটিংয়ে ফিরতে হলে প্রতিপক্ষের অধিনায়কের অনুমতি নিতে হবে।
তবে রোহিতের ঘটনায় এমন কিছুই হয়নি। আর ম্যাচ শেষে তাঁর চলে যাওয়াকে ভারতীয় কোচ রাহুল দ্রাবিড় রিটায়ার আউট বলেই জানিয়েছেন। ভারতীয় কোচের কথা অনুযায়ী তাই বলা যায়, রোহিতের ব্যাটিং বৈধ ছিল না। এমন ঘটনার আগে অবশ্য টি-টোয়েন্টিতে রেকর্ড সর্বোচ্চ ৫ সেঞ্চুরি করেছেন রোহিত।
জিতলেই ফাইনাল—দুবাইয়ে গত রাতে সুপার ফোরের বাংলাদেশ-পাকিস্তান ম্যাচটা ছিল এমনই। অলিখিত সেমিফাইনালে প্রথম ইনিংস শেষে বাংলাদেশের ফাইনাল খেলা মনে হচ্ছিল সময়ের ব্যাপার মাত্র। কিন্তু ‘আনপ্রেডিক্টেবল’ পাকিস্তান কখন যে পাশার দান উল্টে দেবে, সেটা বোঝা মুশকিল।
১৭ মিনিট আগেদুবাইয়ে গত রাতে বাংলাদেশ-পাকিস্তান সুপার ফোরের ম্যাচে ছিল না কোনো জটিল সমীকরণের খেলা। অলিখিত সেমিফাইনালের বাধা যে টপকতে পারবে, সেই দল কাটবে ফাইনালের টিকিট। বাংলাদেশ সেখানে নিজেদের হাতে থাকা ম্যাচ ফস্কেছে বলে মনে করেন ওয়াসিম আকরাম।
১ ঘণ্টা আগেজয়ের জন্য ১৩৬ রানের লক্ষ্যটা কি খুব বড় ছিল? মোটেও না। কিন্তু মাঝারি মানের এই লক্ষ্যতাড়ায় শুরু থেকেই বাংলাদেশের ব্যাটাররা যে অস্থিরতা দেখালেন, স্ট্যাম্পের বাইরের বল চেজ করে খেলতে গিয়ে আত্মাহুতি দিলেন নিজেদের, তাতে ম্যাচটি যাঁরা দেখেছেন তাঁদের উপলব্ধি এটাই—এই দলের শেখার এখনো অনেক বাকি!
১০ ঘণ্টা আগেরাজস্থান রয়্যালসের প্রধান কোচের ভূমিকায় এর আগেও ছিলেন কুমার সাঙ্গাকারা। আইপিএলের ফ্র্যাঞ্চাইজিটিতে পুরোনো দায়িত্বে ফিরছেন শ্রীলঙ্কার এই কিংবদন্তি ক্রিকেটার। এমনটাই জানিয়েছে ভারতের ক্রিকেটভিত্তিক সংবাদমাধ্যম ইএসপিএনক্রিকইনফো।
১১ ঘণ্টা আগে