অনলাইন ডেস্ক
ইসলামাবাদে ২২-২৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাংলাদেশ দলের কাছে আহামরি কোনো ‘ঠান্ডা’ মনে হওয়ার কথা নয়। বরং রৌদ্রকরোজ্জ্বল আবহাওয়ায় এমন ঠান্ডা কন্ডিশন বরং উপভোগ্য মনে হচ্ছে তাদের। কাল ইসলামাবাদ ক্লাবে অনুশীলনের ফাঁকে বিসিবির নির্বাচক আবদুর রাজ্জাক কাল জানালেন, এমন কন্ডিশন তাদের কাছে মোটেও অচেনা নয়।
যে রাওয়ালপিন্ডিতে আগামীকাল বাংলাদেশ খেলতে নামছে, সেটি তাদের কাছে যথেষ্ট পয়া ভেন্যু। গত আগস্টে এখানেই পাকিস্তানকে টেস্টে ধবলধোলাই করেছিল বাংলাদেশ। সেই সাফল্য থেকে বাংলাদেশ যতই অনুপ্রেরণা খুঁজুক, দুর্দান্ত ছন্দে থাকা প্রতিপক্ষ নিউজিল্যান্ড কঠিন চ্যালেঞ্জ ছুড়ে দিতে তৈরি। কিউই-চ্যালেঞ্জ নেওয়ার আগে বাংলাদেশকে ব্যাটিংয়ের ভুল আগে ঠিক করতে হবে। দুবাইয়ে চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে নিমেষে অদৃশ্য হয়ে গেছে বাংলাদেশের টপ অর্ডার। ৩৫ রানে ৫ উইকেট হারানো বাংলাদেশের পরে মান বাঁচিয়েছে তাওহীদ হৃদয় আর জাকের আলীর অনবদ্য ব্যাটিং। তাতেও বড় স্কোর গড়া যায়নি। বাংলাদেশও ম্যাচটা জিততে পারেনি। কাল ইসলামাবাদে দলের সঙ্গে থাকা বিসিবির নির্বাচক রাজ্জাক বলেছেন, ভারতের বিপক্ষে ব্যাটিংধস ছিল নিছকই একটা ‘দুর্ঘটনা’।
টপ অর্ডারের ব্যর্থতায় সবার আগে কাঠগড়ায় উঠবেন স্বয়ং অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ভালো করেননি সৌম্য সরকার, তানজিদ তামিমও। রাজ্জাকের আশা, এমন ব্যাটিংধস সামনের ম্যাচে হবে না। তিনি সাংবাদিকদের বলেছেন, ‘একটা ম্যাচ হয়ে গেছে, ৫ উইকেট পড়ে গেছে। এটা টেনে না বেড়ানোই ভালো। এটা একটা দুর্ঘটনা। আমরা যে রকম দল, ওরকম নই (দ্রুত ধসে পড়া)। ওটা দুর্ঘটনাবশত ঘটে গেছে। ওয়ানডেতে ওই অবস্থায় নেই আমাদের টপ অর্ডার। গত ম্যাচে যা একটু খারাপ হয়েছে। আশা করি, পরের ম্যাচে এটা হবে না।’
প্রশ্ন উঠেছে মুশফিকুর রহিমের ফর্ম নিয়েও, যিনি ভারতের বিপক্ষে ফিরেছেন শূন্য রানে। রাজ্জাক অবশ্য মুশফিককে নিয়ে চিন্তিত নন, ‘কেন চিন্তার বিষয় হবে? একটা ম্যাচ খারাপ করেছে, এটা যে কারও হতে পারে। এটা মুশফিক, তাওহীদ হৃদয়, শান্ত, জাকের আলী—যে কারও হতে পারে। একজনের পারফরম্যান্স নিয়ে মনে হয় না চিন্তার বিষয় হবে আমাদের কাছে।’
মুশফিককে নিয়ে চিন্তা না করলেও প্রতিপক্ষ নিউজিল্যান্ডকে নিয়ে নিশ্চয়ই যথেষ্ট ভাবতে হবে। কিউইরা আছে আবার উড়ন্ত ফর্মে। কদিন আগে পাকিস্তানকে হারিয়ে ত্রিদেশীয় সিরিজ জিতেছে। চ্যাম্পিয়নস ট্রফিতে পাকিস্তানকে হারিয়ে উড়ন্ত শুরু হয়েছে তাদের। প্রতিপক্ষের ফর্ম জেনে ঘুম হারামের পক্ষে নন রাজ্জাক, ‘নিউজিল্যান্ড কীভাবে শুরু করেছে, কীভাবে শেষ করেছে, জানি না। আমরা খুব একটা খারাপ অবস্থায় নেই। যদিও টুর্নামেন্টের প্রথম ম্যাচ হেরে শুরু করেছি। একটু তো হতাশা থাকেই। তবে নিশ্চিত খেলোয়াড়েরা সেটা কাটিয়ে উঠবে। সব সংস্করণেই নিউজিল্যান্ড বেশ ভালো খেলছে। এখানে এসে আবার সিরিজ জিতেছে। তবে এটা আলাদা টুর্নামেন্ট, ওটার সঙ্গে (ত্রিদেশীয় সিরিজ) মেলাতে চাই না।’
ইসলামাবাদে ২২-২৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাংলাদেশ দলের কাছে আহামরি কোনো ‘ঠান্ডা’ মনে হওয়ার কথা নয়। বরং রৌদ্রকরোজ্জ্বল আবহাওয়ায় এমন ঠান্ডা কন্ডিশন বরং উপভোগ্য মনে হচ্ছে তাদের। কাল ইসলামাবাদ ক্লাবে অনুশীলনের ফাঁকে বিসিবির নির্বাচক আবদুর রাজ্জাক কাল জানালেন, এমন কন্ডিশন তাদের কাছে মোটেও অচেনা নয়।
যে রাওয়ালপিন্ডিতে আগামীকাল বাংলাদেশ খেলতে নামছে, সেটি তাদের কাছে যথেষ্ট পয়া ভেন্যু। গত আগস্টে এখানেই পাকিস্তানকে টেস্টে ধবলধোলাই করেছিল বাংলাদেশ। সেই সাফল্য থেকে বাংলাদেশ যতই অনুপ্রেরণা খুঁজুক, দুর্দান্ত ছন্দে থাকা প্রতিপক্ষ নিউজিল্যান্ড কঠিন চ্যালেঞ্জ ছুড়ে দিতে তৈরি। কিউই-চ্যালেঞ্জ নেওয়ার আগে বাংলাদেশকে ব্যাটিংয়ের ভুল আগে ঠিক করতে হবে। দুবাইয়ে চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে নিমেষে অদৃশ্য হয়ে গেছে বাংলাদেশের টপ অর্ডার। ৩৫ রানে ৫ উইকেট হারানো বাংলাদেশের পরে মান বাঁচিয়েছে তাওহীদ হৃদয় আর জাকের আলীর অনবদ্য ব্যাটিং। তাতেও বড় স্কোর গড়া যায়নি। বাংলাদেশও ম্যাচটা জিততে পারেনি। কাল ইসলামাবাদে দলের সঙ্গে থাকা বিসিবির নির্বাচক রাজ্জাক বলেছেন, ভারতের বিপক্ষে ব্যাটিংধস ছিল নিছকই একটা ‘দুর্ঘটনা’।
টপ অর্ডারের ব্যর্থতায় সবার আগে কাঠগড়ায় উঠবেন স্বয়ং অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ভালো করেননি সৌম্য সরকার, তানজিদ তামিমও। রাজ্জাকের আশা, এমন ব্যাটিংধস সামনের ম্যাচে হবে না। তিনি সাংবাদিকদের বলেছেন, ‘একটা ম্যাচ হয়ে গেছে, ৫ উইকেট পড়ে গেছে। এটা টেনে না বেড়ানোই ভালো। এটা একটা দুর্ঘটনা। আমরা যে রকম দল, ওরকম নই (দ্রুত ধসে পড়া)। ওটা দুর্ঘটনাবশত ঘটে গেছে। ওয়ানডেতে ওই অবস্থায় নেই আমাদের টপ অর্ডার। গত ম্যাচে যা একটু খারাপ হয়েছে। আশা করি, পরের ম্যাচে এটা হবে না।’
প্রশ্ন উঠেছে মুশফিকুর রহিমের ফর্ম নিয়েও, যিনি ভারতের বিপক্ষে ফিরেছেন শূন্য রানে। রাজ্জাক অবশ্য মুশফিককে নিয়ে চিন্তিত নন, ‘কেন চিন্তার বিষয় হবে? একটা ম্যাচ খারাপ করেছে, এটা যে কারও হতে পারে। এটা মুশফিক, তাওহীদ হৃদয়, শান্ত, জাকের আলী—যে কারও হতে পারে। একজনের পারফরম্যান্স নিয়ে মনে হয় না চিন্তার বিষয় হবে আমাদের কাছে।’
মুশফিককে নিয়ে চিন্তা না করলেও প্রতিপক্ষ নিউজিল্যান্ডকে নিয়ে নিশ্চয়ই যথেষ্ট ভাবতে হবে। কিউইরা আছে আবার উড়ন্ত ফর্মে। কদিন আগে পাকিস্তানকে হারিয়ে ত্রিদেশীয় সিরিজ জিতেছে। চ্যাম্পিয়নস ট্রফিতে পাকিস্তানকে হারিয়ে উড়ন্ত শুরু হয়েছে তাদের। প্রতিপক্ষের ফর্ম জেনে ঘুম হারামের পক্ষে নন রাজ্জাক, ‘নিউজিল্যান্ড কীভাবে শুরু করেছে, কীভাবে শেষ করেছে, জানি না। আমরা খুব একটা খারাপ অবস্থায় নেই। যদিও টুর্নামেন্টের প্রথম ম্যাচ হেরে শুরু করেছি। একটু তো হতাশা থাকেই। তবে নিশ্চিত খেলোয়াড়েরা সেটা কাটিয়ে উঠবে। সব সংস্করণেই নিউজিল্যান্ড বেশ ভালো খেলছে। এখানে এসে আবার সিরিজ জিতেছে। তবে এটা আলাদা টুর্নামেন্ট, ওটার সঙ্গে (ত্রিদেশীয় সিরিজ) মেলাতে চাই না।’
জিয়ানলুইজি দোন্নারুম্মার ওপর গত রাতে কী ভর করেছিল, সেটা তিনিই ভালো জানেন। পিএসজির রক্ষণদুর্গে বারবার হানা দেওয়া আর্সেনালকে গোলই করতে দেননি। যত ভাবেই গোলের চেষ্টা করুক না কেন, দোন্নারুম্মার বীরত্বের কাছে বারবার হার মানতে হয়েছে আর্সেনালকে।
৩০ মিনিট আগেচট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে গতকাল দ্বিতীয় দিনের শেষ বিকেলে এলোমেলো হয়ে পড়েছিল বাংলাদেশ। নাজমুল হোসেন শান্ত-মুশফিকুর রহিমরা করেছিলেন ‘আত্মহত্যা’। আজ তৃতীয় দিনের সকালে জিম্বাবুয়ের বিপক্ষে সাবলীলভাবে খেলছে বাংলাদেশ।
১ ঘণ্টা আগে২০০৮-এর ১১ এপ্রিল ফয়সালাবাদের ইকবাল স্টেডিয়ামে ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল বাংলাদেশ-পাকিস্তান। এই মাঠে এখন পর্যন্ত এটাই সবশেষ কোনো আন্তর্জাতিক ম্যাচ। অবশেষে বাংলাদেশ-পাকিস্তান সিরিজ দিয়েই ইকবাল স্টেডিয়ামে আন্তর্জাতিক ক্রিকেট আয়োজনের অপেক্ষা ফুরোচ্ছে।
১ ঘণ্টা আগেসকাল থেকেই চট্টগ্রামের আকাশে ছিল মেঘের আনাগোনা। চারপাশে গুমোট আবহাওয়া। আবহাওয়ার পূর্বাভাসে যেমনটা বলা হয়েছিল, তেমনটিই দেখা যায় চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে বাংলাদেশ-জিম্বাবুয়ে টেস্টের তৃতীয় দিনের সকালে।
৩ ঘণ্টা আগে