Ajker Patrika

নিউইয়র্ক স্টেডিয়াম দেখে বিশ্বাসই হচ্ছে না শান্তর

আপডেট : ৩১ মে ২০২৪, ১১: ৪৬
নিউইয়র্ক স্টেডিয়াম দেখে বিশ্বাসই হচ্ছে না শান্তর

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে আর একটিমাত্র ম্যাচ বাংলাদেশ পাচ্ছে নিজেদের ঝালিয়ে নিতে। নিউইয়র্কের নাসাউ কাউন্টি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আগামীকাল প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ-ভারত। ম্যাচের ভেন্যু দেখে যেন তা বর্ণনা করার ভাষা হারিয়ে ফেলেছেন নাজমুল হোসেন শান্ত। 

৩৪ হাজার ধারণক্ষমতার নাসাউ কাউন্টি স্টেডিয়ামের আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হচ্ছে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ দিয়ে। বিশ্বকাপে যুক্তরাষ্ট্রে যে ১৬ ম্যাচ হবে, তার ৮টিই হবে এই মাঠে। যদিও স্টেডিয়ামের নির্মাণকাজ শুরু হয় তিন মাস আগে। একদম শূন্য থেকে শুরু করে স্বল্প সময়ের মধ্যে এটাকে আন্তর্জাতিক স্টেডিয়ামে রূপ দেওয়া সম্ভব হয়েছে। বিশ্বকাপের আবহ ফুটিয়ে তোলা হয়েছে দারুণভাবে। ভারতের বিপক্ষে আগামীকাল প্রস্তুতি ম্যাচে মুখোমুখি হওয়ার আগে শান্ত যে মাঠ ঘুরে দেখেছেন, তা আইসিসির ফেসবুক পেজে প্রচারিত হয়েছে। বাংলাদেশ অধিনায়ক মাঠের বর্ণনা দিতে গিয়ে বলেন, ‘এটা অবিশ্বাস্য। অদ্ভুত লাগছে। বোঝাতে চাইছি যে ইন্টারনেটে সবাই যখন দেখেছি, তখন কিছুই ছিল না (তিন মাস আগে)। এখন এটাকে সত্যিকারের স্টেডিয়াম মনে হচ্ছে।’ 

নাসাউ কাউন্টি স্টেডিয়ামটি আন্তর্জাতিক ক্রিকেটের প্রথম কোনো মডিউলার স্টেডিয়াম। এই স্টেডিয়াম এমনভাবে ডিজাইন করা, যাতে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া যায়। এখানে যে ড্রপ ইন পিচ ব্যবহার করা হচ্ছে, তা এসেছে সুদূর অ্যাডিলেড থেকে সাড়ে ২২ হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে। নিউইয়র্কের স্টেডিয়াম দেখে এখনই রোমাঞ্চিত অনুভব করছেন শান্ত। বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘সত্যি বলতে, আমি এমন কিছু আশা করিনি। তবে আমরা সামাজিক মাধ্যমে সবই দেখেছি যে উইকেট কেমন আচরণ করে, মাঠ কেমন হতে পারে। কী হতে যাচ্ছে, তা ভেবে আমরা খুবই রোমাঞ্চিত। ইস্টার্ন গ্র্যান্ডস্ট্যান্ড এমন হবে আশা করিনি। মাঠটা দেখতেই অনেক সুন্দর লাগছে।’ 
 
ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচের পর গ্রুপ পর্বেরও একটি ম্যাচ নিউইয়র্কে পাচ্ছে বাংলাদেশ। ১০ জুন ‘ডি’ গ্রুপের ম্যাচে নাসাউ কাউন্টিতে মুখোমুখি হবে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা। ভারতের গ্রুপ পর্বের চার ম্যাচের তিনটিই এই স্টেডিয়ামে। ৯ জুন নিউইয়র্কে মুখোমুখি হবে উপমহাদেশের দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান। 

আরও পড়ুন: 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নতুন মেট্রো নয়, রুট বাড়ানোর চিন্তা

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত