Ajker Patrika

মোস্তাফিজকে ছাড়া প্রথমবার মাঠে নামছে চেন্নাই

আপডেট : ০৬ এপ্রিল ২০২৪, ১৯: ১৯
মোস্তাফিজকে ছাড়া প্রথমবার মাঠে নামছে চেন্নাই

আইপিএলে দুর্দান্ত ছন্দে আছেন মোস্তাফিজুর রহমান। এতটাই ছন্দে আছেন যে ৭ উইকেট নিয়ে যৌথভাবে মোহিত শর্মার সঙ্গে আইপিএলে উইকেটশিকারির তালিকায় শীর্ষে আছেন বাংলাদেশি পেসার। 

দুর্দান্ত ছন্দটা অবশ্য আজ দেখাতে পারছেন না মোস্তাফিজ। টি-টোয়েন্টি বিশ্বকাপের সহ আয়োজক যুক্তরাষ্ট্রের ভিসা প্রক্রিয়ার জন্য বাংলাদেশে ফিরতে হয়েছে তাঁকে। বাঁহাতি পেসারকে ছাড়াই তাই এবারের আইপিএলে প্রথম ম্যাচ খেলতে নামতে হচ্ছে চেন্নাই সুপার কিংসকে। 

সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে একাদশে মোস্তাফিজের না থাকাটা তাই অনুমিতই ছিল। ভিসার কাজে বাংলাদেশি পেসারকে না পাওয়ার ম্যাচে মাতিশা পাতিরানাকেও পায়নি চেন্নাই। চোটের কারণে শ্রীলঙ্কান পেসার একাদশে নেই। দুজনের বদলে আজ একাদশে সুযোগ পেয়েছেন মঈন আলি এবং মহিশ তিকশানা। গত কয়েক মৌসুম ধরেই চেন্নাইয়ের একাদশের নিয়মিত মুখ ইংলিশ অলরাউন্ডার এবারের আইপিএলে প্রথমবার সুযোগ পেয়েছেন। আর দ্বিতীয় ম্যাচ খেলতে নেমছেন শ্রীলঙ্কান স্পিনার তিকশানা। টস জিতে হায়দরাবাদের অধিনায়ক প্যাট কামিন্স ফিল্ডিং নেওয়ায় শুরুতে ব্যাটিংয়ে নামবেন মহেন্দ্র সিং ধোনিরা।

দেশে আসায় নিজের উইকেট সংখ্যা বাড়ানোর সুযোগটা হাতছাড়া হয়েছে মোস্তাফিজের। আগামী ৮ এপ্রিল পরের ম্যাচ চেন্নাইয়ের। প্রতিপক্ষ কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে ম্যাচের আগে দলের সঙ্গে যোগ দিতে পারেন কিনা সেটাই এখন দেখার বিষয়। গত ২ এপ্রিল দেশে এসে জাতীয় দলের সতীর্থদের সঙ্গে গতকাল যুক্তরাষ্ট্রের দূতাবাসে পাসপোর্ট জমা দিয়েছেন তিনি। পাসপোর্ট হাতে পেলেই চেন্নাইয়ের উদ্দেশে উড়াল দেবেন মোস্তাফিজ। তত দিন টেলিভিশনেই ফ্র্যাঞ্চাইজি সতীর্থদের খেলা উপভোগ করতে হবে বাংলাদেশি পেসারকে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত