নিজস্ব প্রতিবেদক, কানপুর থেকে
চলতি বাংলাদেশ বনাম ভারত সিরিজে তামিম ইকবাল আছেন ধারাভাষ্যকারের ভূমিকায়। ম্যাচ চলাকালীন কিংবা আগে—নানা মুহূর্ত নিয়ে বিশ্লেষণধর্মী আলাপ–আলোচনা করছেন এই ওপেনার।
কখনো রবি শাস্ত্রী, কখনো মুরালি কার্তিক—বাংলাদেশ ও ভারতীয় দলের হালচাল নিয়ে মাইক্রোফোন হাতে কথা বলছেন তামিম। চেন্নাই টেস্টের পর কানপুর টেস্টেও ধারাভাষ্য দিতে এসেছিলেন তিনি।
কিন্তু কানপুরে বৃষ্টিতে খেলা হলো কই! টানা বৃষ্টিতে খেলা বন্ধ প্রথম দিনের লাঞ্চের আগ থেকে। তবে থেমে নেই তামিমের ধারাভাষ্য দেওয়া। মাঠে এসে স্থানীয় টিভি স্পোর্টস এইটিনের সরাসরি আলাপচারিতায় যোগ দিচ্ছেন।
আলাপচারিতার মাঝখানে আজ কানপুর টেস্টের তৃতীয় দিনে তামিমকে দেখা গেল একটু ভিন্ন মেজাজে। উইকেটে এসে মাইক্রোফোন হাতে নিয়ে করলেন শ্যাডো ব্যাটিং। যেন মাইক্রোফোন হয়ে উঠল তামিমের ব্যাট। দারুণ এই মুহূর্তটি ক্যামেরাবন্দী করতে তোড়জোড় শুরু হয়ে যায় মাঠের ক্যামেরাম্যানদের। শ্যাডো ব্যাটিং শেষ মাঠে আবারও লাইভে যোগ দেন তামিম।
বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে কানপুর টেস্টের তৃতীয় দিনের খেলাও। হয়নি একটি বলও। তবে দিনের খেলা পরিত্যক্ত হলেও কানপুরের আকাশে এখন অনেক রোদের মেলা। রোদ উঠলেও হ্যান্ডমাইকে উপস্থিত প্রতিবেদকদের উদ্দেশে ঘোষণা করা হয় দিনের খেলা পরিত্যক্ত হওয়ার বিষয়টি। তবে কোনো কারণ অফিশিয়ালরা এত আগেভাগে এই সিদ্ধান্ত নিয়েছেন, সেটি খোলাসা করেননি।
ধারণা করা হচ্ছে, মাঠের কিছু জায়গায় ভেজা রয়েছে। পিচ্ছিল মাঠে ফিল্ডিং করার সময় খেলোয়াড়দের চোটে পড়ার ঝুঁকি রয়েছে। এর আগে ম্যাচ অফিশিয়ালদের মাঠ পরিদর্শনের আগে বাংলাদেশ দলের মুশফিকুর রহিম ও দলের ম্যানেজার নাফিস ইকবাল মাঠের অবস্থা পর্যবেক্ষণ করেন।
চলতি বাংলাদেশ বনাম ভারত সিরিজে তামিম ইকবাল আছেন ধারাভাষ্যকারের ভূমিকায়। ম্যাচ চলাকালীন কিংবা আগে—নানা মুহূর্ত নিয়ে বিশ্লেষণধর্মী আলাপ–আলোচনা করছেন এই ওপেনার।
কখনো রবি শাস্ত্রী, কখনো মুরালি কার্তিক—বাংলাদেশ ও ভারতীয় দলের হালচাল নিয়ে মাইক্রোফোন হাতে কথা বলছেন তামিম। চেন্নাই টেস্টের পর কানপুর টেস্টেও ধারাভাষ্য দিতে এসেছিলেন তিনি।
কিন্তু কানপুরে বৃষ্টিতে খেলা হলো কই! টানা বৃষ্টিতে খেলা বন্ধ প্রথম দিনের লাঞ্চের আগ থেকে। তবে থেমে নেই তামিমের ধারাভাষ্য দেওয়া। মাঠে এসে স্থানীয় টিভি স্পোর্টস এইটিনের সরাসরি আলাপচারিতায় যোগ দিচ্ছেন।
আলাপচারিতার মাঝখানে আজ কানপুর টেস্টের তৃতীয় দিনে তামিমকে দেখা গেল একটু ভিন্ন মেজাজে। উইকেটে এসে মাইক্রোফোন হাতে নিয়ে করলেন শ্যাডো ব্যাটিং। যেন মাইক্রোফোন হয়ে উঠল তামিমের ব্যাট। দারুণ এই মুহূর্তটি ক্যামেরাবন্দী করতে তোড়জোড় শুরু হয়ে যায় মাঠের ক্যামেরাম্যানদের। শ্যাডো ব্যাটিং শেষ মাঠে আবারও লাইভে যোগ দেন তামিম।
বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে কানপুর টেস্টের তৃতীয় দিনের খেলাও। হয়নি একটি বলও। তবে দিনের খেলা পরিত্যক্ত হলেও কানপুরের আকাশে এখন অনেক রোদের মেলা। রোদ উঠলেও হ্যান্ডমাইকে উপস্থিত প্রতিবেদকদের উদ্দেশে ঘোষণা করা হয় দিনের খেলা পরিত্যক্ত হওয়ার বিষয়টি। তবে কোনো কারণ অফিশিয়ালরা এত আগেভাগে এই সিদ্ধান্ত নিয়েছেন, সেটি খোলাসা করেননি।
ধারণা করা হচ্ছে, মাঠের কিছু জায়গায় ভেজা রয়েছে। পিচ্ছিল মাঠে ফিল্ডিং করার সময় খেলোয়াড়দের চোটে পড়ার ঝুঁকি রয়েছে। এর আগে ম্যাচ অফিশিয়ালদের মাঠ পরিদর্শনের আগে বাংলাদেশ দলের মুশফিকুর রহিম ও দলের ম্যানেজার নাফিস ইকবাল মাঠের অবস্থা পর্যবেক্ষণ করেন।
জয়ের জন্য ১৩৬ রানের লক্ষ্যটা কি খুব বড় ছিল? মোটেও না। কিন্তু মাঝারি মানের এই লক্ষ্যতাড়ায় শুরু থেকেই বাংলাদেশের ব্যাটাররা যে অস্থিরতা দেখালেন, স্ট্যাম্পের বাইরের বল চেজ করে খেলতে গিয়ে আত্মাহুতি দিলেন নিজেদের, তাতে ম্যাচটি যাঁরা দেখেছেন তাঁদের উপলব্ধি এটাই—এই দলের শেখার এখনো অনেক বাকি!
৫ ঘণ্টা আগেরাজস্থান রয়্যালসের প্রধান কোচের ভূমিকায় এর আগেও ছিলেন কুমার সাঙ্গাকারা। আইপিএলের ফ্র্যাঞ্চাইজিটিতে পুরোনো দায়িত্বে ফিরছেন শ্রীলঙ্কার এই কিংবদন্তি ক্রিকেটার। এমনটাই জানিয়েছে ভারতের ক্রিকেটভিত্তিক সংবাদমাধ্যম ইএসপিএনক্রিকইনফো।
৬ ঘণ্টা আগেআগের দিন বাংলাদেশকে হারিয়ে ফাইনালে নাম লেখায় ভারত। তাই আজ বাংলাদেশ-পাকিস্তানের সুপার ফোরের লড়াইটি হয়ে দাঁড়ায় এশিয়া কাপের অলিখিত সেমিফাইনাল। যে দল জিতবে সে দলই নাম লেখাবে ফাইনাল।
৭ ঘণ্টা আগেমোস্তাফিজুর রহমানের বল সালমান আলী আগার ব্যাট ছুঁয়ে চলে গিয়েছিল উইকেটের পেছনে থাকা জাকের আলীর গ্লাভসে। বোলার-ফিল্ডাররা আবেদন করলেও আউট দেননি আম্পায়ার। তবে রিভিউ নিয়ে জয়ী হয়েছে বাংলাদেশ। দলের বিপর্যয়ে যখন ব্যাটিং দৃঢ়তা দেখানোর কথা, তখনই দলের বিপদ বাড়িয়ে ফিরে গেলেন অধিনায়ক সালমান।
৮ ঘণ্টা আগে