Ajker Patrika

পাকিস্তানকে আগে ব্যাটিংয়ে পাঠাল ভারত

আপডেট : ২৮ আগস্ট ২০২২, ২০: ০১
পাকিস্তানকে আগে ব্যাটিংয়ে পাঠাল ভারত

প্রায় এক বছর পর ভারতের বিপক্ষে মাঠে নামছে পাকিস্তান। সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে রোহিত শর্মাদের মুখোমুখি হয়েছিলেন বাবর আজমরা। এবারের এশিয়া কাপে পাকিস্তানের বিপক্ষে টসে জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছে ভারত। টিম ইন্ডিয়ার প্রথম ম্যাচের একাদশে নেই কিপার-ব্যাটার ঋষভ পান্ত।

আজ দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ৮টায় ম্যাচটি শুরু হবে। এই ম্যাচ দিয়ে প্রথমবারের মতো পাকিস্তানের হয়ে টি-টোয়েন্টিতে অভিষেক হচ্ছে ১৯ বছর বয়সী পেসার নাসিম শাহর।

এশিয়া কাপের মতো গুরুত্বপূর্ণ আসরে নিজেদের সেরা দুই পেসারকে পাচ্ছে না ভারত-পাকিস্তান উভয় দল। টুর্নামেন্ট শুরুর আগেই চোটে দলে জায়গা হয়নি জসপ্রীত বুমরার। অন্যদিকে টুর্নামেন্টের দলে থাকলেও কদিন আগে চোটে ছিটকে গেছেন পাকিস্তান পেসার শাহীন শাহ আফ্রিদি।

ভারত একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), লোকেশ রাহুল, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, দিনেশ কার্তিক, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, ভুবনেশ্বর কুমার, আবেশ খান,অর্শদীপ সিং ও যুজবেন্দ্র চাহাল।

পাকিস্তান একাদশ: বাবর আজম (অধিনায়ক), শাদাব খান (সহ-অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান (কিপার-ব্যাটার), ফখর জামান, ইফতিখার আহমেদ, খুশদিল শাহ, আসিফ আলী, শাদাব খান, মোহাম্মদ নওয়াজ, নাসিম শাহ, হারিস রউফ ও শাহনেওয়াজ দাহানি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত