ক্রীড়া ডেস্ক
পাকিস্তান ক্রিকেট দল এক বাজে সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। চ্যাম্পিয়নস ট্রফির গ্রুপ পর্ব থেকে বাদ পড়ায় দলটিকে নিয়ে লাগাতার সমালোচনা চলছে। আর চিরপ্রতিদ্বন্দ্বীদের দুসময়ে মজা করার অভ্যাস তো হরভজন সিংয়ের এখনো যায়নি। ভারতের তারকা স্পিনার এবার পাকিস্তানের কাটা ঘায়ে দিয়েছেন নুনের ছিটা।
২০২৫ চ্যাম্পিয়নস ট্রফির সূচি প্রকাশের সময় ফাইনালের ভেন্যু হিসেবে লাহোরের পাশাপাশি দুবাইয়ের নামও উল্লেখ করেছিল আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। ভারতীয় ক্রিকেট দল পাকিস্তানে যেতে চাচ্ছে না দেখেই এভাবে সূচিটা করা হয়েছিল। অবশেষে গতকাল দুবাইয়ে প্রথম সেমিফাইনালে অস্ট্রেলিয়াকে ৪ উইকেটে হারিয়ে ভারত দূর করেছে অনিশ্চয়তা। টুর্নামেন্টের আয়োজক তাই পাকিস্তান হলেও ফাইনাল তাদের দেশে আয়োজন করা হচ্ছে না। ভারত ফাইনালের টিকিট কাটার পর নিজের অফিশিয়াল এক্স হ্যান্ডলে হরভজন হিন্দি ভাষায় একটি পোস্ট করেন। ভারতীয় স্পিনারের সেই লেখার অর্থ, ‘প্রথমে পাকিস্তান টুর্নামেন্ট থেকেই ছিটকে গেছে। এখন পাকিস্তান তো ফাইনালই আয়োজন করতে পারছে না।’
पहले
— Harbhajan Turbanator (@harbhajan_singh) March 4, 2025
पाकिस्तान टूर्नामेंट से बाहर।
और अब
फाइनल पाकिस्तान से बाहर
আয়োজক পাকিস্তান হলেও চ্যাম্পিয়নস ট্রফি হচ্ছে হাইব্রিড মডেলে পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাতে। গ্রুপ পর্বের তিন ম্যাচ, সেমিফাইনাল, ফাইনাল—ভারত তাদের পাঁচ ম্যাচের পাঁচটিই খেলছে দুবাইয়ে। টুর্নামেন্টের পাকিস্তান পর্ব তাই শেষ হচ্ছে আজ। লাহোরে এখন টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালে লড়ছে নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১৯ ওভারে ১ উইকেটে ১১১ রান করেছে কিউইরা। রাচীন রবীন্দ্র ৫৫ বলে ৯ চারে ৬০ রান করে অপরাজিত। উইলিয়ামসন ২৭ রানে ব্যাটিং করছেন। আজকের ম্যাচের জয়ী দল ফাইনালে খেলবে ভারতের বিপক্ষে। রোববার দুবাইয়ে হবে ফাইনাল।
এক ভেন্যুতে সব ম্যাচ খেলায় ভারত বাড়তি সুবিধা পাচ্ছে দেখে সমালোচনার ঝড় উঠেছে। নাসের হুসেইন, মাইকেল আথারটনের মতো ধারাভাষ্যকারের পাশাপাশি দক্ষিণ আফ্রিকার রাসি ফন ডার ডাসেন ভারতকে নিয়ে করেছেন সমালোচনা। অস্ট্রেলিয়ার নিয়মিত অধিনায়ক প্যাট কামিন্সও এর সঙ্গে সুর মিলিয়েছিলেন। যদিও পরে সে কথা ফিরেয়ে নেন। গতকাল একই বিষয় এল ভারত-অস্ট্রেলিয়ার সেমিফাইনাল ম্যাচের পরও। টুর্নামেন্টে অস্ট্রেলিয়ার অধিনায়ক স্মিথ অবশ্য কৌশলে উত্তর দিয়েছেন। তাঁর মতে ভারত যোগ্য দল হিসেবেই ফাইনালে উঠেছে। আর ভারতের কাছে সেমিফাইনালে হারের ২৪ ঘণ্টা না পেরোতেই ওয়ানডে থেকে অবসর নিয়েছেন স্মিথ।
পাকিস্তান ক্রিকেট দল এক বাজে সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। চ্যাম্পিয়নস ট্রফির গ্রুপ পর্ব থেকে বাদ পড়ায় দলটিকে নিয়ে লাগাতার সমালোচনা চলছে। আর চিরপ্রতিদ্বন্দ্বীদের দুসময়ে মজা করার অভ্যাস তো হরভজন সিংয়ের এখনো যায়নি। ভারতের তারকা স্পিনার এবার পাকিস্তানের কাটা ঘায়ে দিয়েছেন নুনের ছিটা।
২০২৫ চ্যাম্পিয়নস ট্রফির সূচি প্রকাশের সময় ফাইনালের ভেন্যু হিসেবে লাহোরের পাশাপাশি দুবাইয়ের নামও উল্লেখ করেছিল আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। ভারতীয় ক্রিকেট দল পাকিস্তানে যেতে চাচ্ছে না দেখেই এভাবে সূচিটা করা হয়েছিল। অবশেষে গতকাল দুবাইয়ে প্রথম সেমিফাইনালে অস্ট্রেলিয়াকে ৪ উইকেটে হারিয়ে ভারত দূর করেছে অনিশ্চয়তা। টুর্নামেন্টের আয়োজক তাই পাকিস্তান হলেও ফাইনাল তাদের দেশে আয়োজন করা হচ্ছে না। ভারত ফাইনালের টিকিট কাটার পর নিজের অফিশিয়াল এক্স হ্যান্ডলে হরভজন হিন্দি ভাষায় একটি পোস্ট করেন। ভারতীয় স্পিনারের সেই লেখার অর্থ, ‘প্রথমে পাকিস্তান টুর্নামেন্ট থেকেই ছিটকে গেছে। এখন পাকিস্তান তো ফাইনালই আয়োজন করতে পারছে না।’
पहले
— Harbhajan Turbanator (@harbhajan_singh) March 4, 2025
पाकिस्तान टूर्नामेंट से बाहर।
और अब
फाइनल पाकिस्तान से बाहर
আয়োজক পাকিস্তান হলেও চ্যাম্পিয়নস ট্রফি হচ্ছে হাইব্রিড মডেলে পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাতে। গ্রুপ পর্বের তিন ম্যাচ, সেমিফাইনাল, ফাইনাল—ভারত তাদের পাঁচ ম্যাচের পাঁচটিই খেলছে দুবাইয়ে। টুর্নামেন্টের পাকিস্তান পর্ব তাই শেষ হচ্ছে আজ। লাহোরে এখন টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালে লড়ছে নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১৯ ওভারে ১ উইকেটে ১১১ রান করেছে কিউইরা। রাচীন রবীন্দ্র ৫৫ বলে ৯ চারে ৬০ রান করে অপরাজিত। উইলিয়ামসন ২৭ রানে ব্যাটিং করছেন। আজকের ম্যাচের জয়ী দল ফাইনালে খেলবে ভারতের বিপক্ষে। রোববার দুবাইয়ে হবে ফাইনাল।
এক ভেন্যুতে সব ম্যাচ খেলায় ভারত বাড়তি সুবিধা পাচ্ছে দেখে সমালোচনার ঝড় উঠেছে। নাসের হুসেইন, মাইকেল আথারটনের মতো ধারাভাষ্যকারের পাশাপাশি দক্ষিণ আফ্রিকার রাসি ফন ডার ডাসেন ভারতকে নিয়ে করেছেন সমালোচনা। অস্ট্রেলিয়ার নিয়মিত অধিনায়ক প্যাট কামিন্সও এর সঙ্গে সুর মিলিয়েছিলেন। যদিও পরে সে কথা ফিরেয়ে নেন। গতকাল একই বিষয় এল ভারত-অস্ট্রেলিয়ার সেমিফাইনাল ম্যাচের পরও। টুর্নামেন্টে অস্ট্রেলিয়ার অধিনায়ক স্মিথ অবশ্য কৌশলে উত্তর দিয়েছেন। তাঁর মতে ভারত যোগ্য দল হিসেবেই ফাইনালে উঠেছে। আর ভারতের কাছে সেমিফাইনালে হারের ২৪ ঘণ্টা না পেরোতেই ওয়ানডে থেকে অবসর নিয়েছেন স্মিথ।
নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
৯ ঘণ্টা আগে২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ ঘণ্টা আগেযে দুটি ফ্র্যাঞ্চাইজি সবশেষ বাংলাদেশ প্রিমিয়ার লিগকে (বিপিএল) বিতর্কিত করেছে, তার একটি চিটাগং কিংস। কিছুদিন আগে চিটাগংকে পাওনা ৪৬ কোটি টাকা চেয়ে আইনি নোটিশ পাঠিয়েছে বিসিবি। ফ্র্যাঞ্চাইজিটির স্বত্বাধিকারী সামির কাদের চৌধুরী মনে করেন, বিপিএলকে তাঁরা বিতর্কিত করেননি, করেছে খোদ বিসিবি!
১২ ঘণ্টা আগেফিফার সবশেষ প্রকাশিত র্যাঙ্কিংয়ে বড় চমক দেখিয়েছে বাংলাদেশ নারী ফুটবল দল। ২৪ ধাপ উন্নতি করে উঠে এসেছে ১০৪ নম্বরে। আর কোনো দলই এতটা বড় লাফ দিতে পারেনি। উন্নতির এই ধারা বজায় রাখতে চান কোচ পিটার বাটলার। বাংলাদেশকে সেরা ১০০ দলের ভেতর রাখতে কাজ চালিয়ে যাবেন তিনি।
১৩ ঘণ্টা আগে