ফরচুন বরিশালের সত্ত্বাধিকারী মিজানুর রহমান আগেই বেলস পার্কে অনুষ্ঠানের কথা জানিয়ে দিয়েছিলেন। সেই কথা অনুযায়ী গতকাল বেলস পার্কে হয়েছে বিপিএল শিরোপা জয়ের উৎসব। লোকে লোকারণ্য এই অনুষ্ঠান দেখে তাওহিদ হৃদয় যেন ভাষা হারিয়ে ফেলেছেন।
লঞ্চে যাওয়ার কথা থাকলেও তামিম ইকবালের নেতৃত্বাধীন ফরচুন বরিশাল শিরোপাসহ বিমানে করে গিয়েছে বরিশালে। সত্ত্বাধিকারী মিজানুর, অধিনায়ক তামিম, ইবাদত হোসেন চৌধুরী, হৃদয়সহ অনেকেই ‘২০২৫ বিপিএল চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল’ লেখা জার্সি পরেছেন। নিজের অফিশিয়াল ফেসবুক পেজে গত রাতে হৃদয় ২ মিনিট ১৩ সেকেন্ডের একটি ভিডিও পোস্ট করেছেন। সেখানে ইবাদতকে বলতে শোনা গেছে, ‘আমরা বরিশাল এসেছি। আবার হবে।’ বিমানের মধ্যেই যেন উৎসব শুরু হয়ে যায় তাঁদের। হৃদয় ক্যাপশন দিয়েছেন, ‘ভালোবাসার অত্যাচার কি সেটা সম্ভবত আজ টের পেলাম। বরিশালবাসীর সঙ্গে অনেকটা সময় কাটাতে না পারার কষ্ট পুষে রাখব নাকি এত বেশি ভালোবাসা, আগ্রহ আর পাগলামি মনে রাখব বুঝতে পারছি না।’
তামিমরা সেখানে উপস্থিত হওয়ার আগেই ভক্ত-সমর্থকে টইটম্বুর হয়ে ওঠে বেলস পার্ক। অপেক্ষার প্রহর কাটিয়ে গতকাল বিকেল ৪টার দিকে ট্রফি হাতে ফরচুন বরিশাল পৌঁছেছে মাঠে। তাদের হয়তো আশা ছিল, সেখানে তামিমরা বেশ কিছু সময় থাকবেন, দর্শকদের উদ্দেশে কিছু বলবেন। কিন্তু সবাইকে হতাশ করে তিন-চার মিনিট পরই বেলস পার্ক থেকে চলে যান তাঁরা। তাতে দর্শকদের হতাশা রূপ নেয় ক্ষোভে। হৃদয় বলেন, ‘প্রিয় বরিশালবাসী, আপনাদের ক্রিকেটের প্রতি আগ্রহ, পাগলামি আর ভালোবাসাতে মুগ্ধ আমি। হয়তো উচ্ছ্বাস কম দেখালে আরও কিছুটা সময় বেশি থাকতে পারতাম আপনাদের সঙ্গে। তবে এই অতিরিক্ত ভালোবাসা মনে থাকবে আমৃত্যু।’
বেলস পার্কের এমন জনসমুদ্র দেখে হতবাক ফরচুন বরিশালের অধিনায়ক তামিম। ফ্র্যাঞ্চাইজিটির অফিশিয়াল ফেসবুক পেজে তিনি বলেন, ‘আমাদের অনেক পরিকল্পনা ছিল। আমাদের দেখা হবে। প্রত্যেক খেলোয়াড় কথা বলবে। সবার সঙ্গে সময় কাটাবে। দুর্ভাগ্য, মঞ্চে খুব কম সময় থাকতে পেরেছি। আমার জীবনে একসঙ্গে এত মানুষ দেখিনি। আমাদের দেখার জন্য আপনারা দেড়-দুই লাখ মানুষ ছিলেন ওখানে। একটা সময় এমন অবস্থা হয়ে গিয়েছিল, আমাদের নিরাপত্তা দল এ পরিস্থিতি আর নিরাপদ মনে করেনি।’
আরও পড়ুন:
ফরচুন বরিশালের সত্ত্বাধিকারী মিজানুর রহমান আগেই বেলস পার্কে অনুষ্ঠানের কথা জানিয়ে দিয়েছিলেন। সেই কথা অনুযায়ী গতকাল বেলস পার্কে হয়েছে বিপিএল শিরোপা জয়ের উৎসব। লোকে লোকারণ্য এই অনুষ্ঠান দেখে তাওহিদ হৃদয় যেন ভাষা হারিয়ে ফেলেছেন।
লঞ্চে যাওয়ার কথা থাকলেও তামিম ইকবালের নেতৃত্বাধীন ফরচুন বরিশাল শিরোপাসহ বিমানে করে গিয়েছে বরিশালে। সত্ত্বাধিকারী মিজানুর, অধিনায়ক তামিম, ইবাদত হোসেন চৌধুরী, হৃদয়সহ অনেকেই ‘২০২৫ বিপিএল চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল’ লেখা জার্সি পরেছেন। নিজের অফিশিয়াল ফেসবুক পেজে গত রাতে হৃদয় ২ মিনিট ১৩ সেকেন্ডের একটি ভিডিও পোস্ট করেছেন। সেখানে ইবাদতকে বলতে শোনা গেছে, ‘আমরা বরিশাল এসেছি। আবার হবে।’ বিমানের মধ্যেই যেন উৎসব শুরু হয়ে যায় তাঁদের। হৃদয় ক্যাপশন দিয়েছেন, ‘ভালোবাসার অত্যাচার কি সেটা সম্ভবত আজ টের পেলাম। বরিশালবাসীর সঙ্গে অনেকটা সময় কাটাতে না পারার কষ্ট পুষে রাখব নাকি এত বেশি ভালোবাসা, আগ্রহ আর পাগলামি মনে রাখব বুঝতে পারছি না।’
তামিমরা সেখানে উপস্থিত হওয়ার আগেই ভক্ত-সমর্থকে টইটম্বুর হয়ে ওঠে বেলস পার্ক। অপেক্ষার প্রহর কাটিয়ে গতকাল বিকেল ৪টার দিকে ট্রফি হাতে ফরচুন বরিশাল পৌঁছেছে মাঠে। তাদের হয়তো আশা ছিল, সেখানে তামিমরা বেশ কিছু সময় থাকবেন, দর্শকদের উদ্দেশে কিছু বলবেন। কিন্তু সবাইকে হতাশ করে তিন-চার মিনিট পরই বেলস পার্ক থেকে চলে যান তাঁরা। তাতে দর্শকদের হতাশা রূপ নেয় ক্ষোভে। হৃদয় বলেন, ‘প্রিয় বরিশালবাসী, আপনাদের ক্রিকেটের প্রতি আগ্রহ, পাগলামি আর ভালোবাসাতে মুগ্ধ আমি। হয়তো উচ্ছ্বাস কম দেখালে আরও কিছুটা সময় বেশি থাকতে পারতাম আপনাদের সঙ্গে। তবে এই অতিরিক্ত ভালোবাসা মনে থাকবে আমৃত্যু।’
বেলস পার্কের এমন জনসমুদ্র দেখে হতবাক ফরচুন বরিশালের অধিনায়ক তামিম। ফ্র্যাঞ্চাইজিটির অফিশিয়াল ফেসবুক পেজে তিনি বলেন, ‘আমাদের অনেক পরিকল্পনা ছিল। আমাদের দেখা হবে। প্রত্যেক খেলোয়াড় কথা বলবে। সবার সঙ্গে সময় কাটাবে। দুর্ভাগ্য, মঞ্চে খুব কম সময় থাকতে পেরেছি। আমার জীবনে একসঙ্গে এত মানুষ দেখিনি। আমাদের দেখার জন্য আপনারা দেড়-দুই লাখ মানুষ ছিলেন ওখানে। একটা সময় এমন অবস্থা হয়ে গিয়েছিল, আমাদের নিরাপত্তা দল এ পরিস্থিতি আর নিরাপদ মনে করেনি।’
আরও পড়ুন:
ফিফার সবশেষ প্রকাশিত র্যাঙ্কিংয়ে বড় চমক দেখিয়েছে বাংলাদেশ নারী ফুটবল দল। ২৪ ধাপ উন্নতি করে উঠে এসেছে ১০৪ নম্বরে। আর কোনো দলই এতটা বড় লাফ দিতে পারেনি। উন্নতির এই ধারা বজায় রাখতে চান কোচ পিটার বাটলার। বাংলাদেশকে সেরা ১০০ দলের ভেতর রাখত কাজ চালিয়ে যাবেন তিনি।
১৬ মিনিট আগেবাফুফে ভবনের চার তলায় থাকেন নারী ফুটবলাররা। ক্যাম্পের খাবার নিয়ে প্রায়ই সমালোচনা করতে দেখা যায় কোচ পিটার বাটলার। ফুটবলারদের মধ্যে সঠিক পুষ্টির অভাবও দেখতে পান তিনি। বাটলার কথার সঙ্গে খুব একটা একমত নন বাফুফের নারী উইংয়ের প্রধান মাহফুজা আক্তার কিরণ।
১ ঘণ্টা আগেখেলোয়াড়দের শখের গাড়ি নিয়ে সামাজিকমাধ্যমে কত কিছুই তো দেখা যায়। কেউ এক গাড়ি কিনে দীর্ঘদিন চালানোর পর নতুন মডেলের গাড়ি কেনেন। ক্রিস্টিয়ানো রোনালদোর গ্যারেজে আছে বিশ্বের নামীদামী অনেক ব্র্যান্ডের গাড়ি। রোনালদোর মতো রোহিত শর্মারও গাড়ির গাড়িপ্রেমী এক ক্রিকেটার।
২ ঘণ্টা আগেলাওসে গতকাল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী ফুটবল দলের জন্য দিনটা ছিল অম্লমধুর। কারণ, বিকেলে এশিয়ান কাপ বাছাইয়ের শেষ ম্যাচে দক্ষিণ কোরিয়ার কাছে ৬-১ গোলে হজমের পর মূল পর্বের টিকিট পাওয়াটাই শঙ্কার মুখে পড়ে গিয়েছিল। পরে জানা যায়, বাংলাদেশ নারী দল অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপের মূল পর্বে উঠেছে।
৩ ঘণ্টা আগে