যুবরাজ সিং, হার্শেল গিবসদের পেছনে ফেললেন সেদিকুল্লাহ আতাল। নামটা অপরিচিত হলেও চোখ কপালে উঠার মতো এক কীর্তি গড়েছেন আফগানিস্তানি ব্যাটার। এক ওভারে ৭ ছক্কায় ৪৮ রান নিয়েছেন তিনি। যুবরাজ, হার্শেলরা নিয়েছিলেন ছয় ছক্কায় ৩৬ রান।
যুবরাজ, হার্শেলের মতো ৩৬ রান নেওয়ার কীর্তি রয়েছে ওয়েস্ট ইন্ডিজ অলরাউন্ডার কাইরেন পোলার্ডেরও। এঁরা সবাই আন্তর্জাতিক ক্রিকেটে রেকর্ডটি গড়েছেন। তবে সেদিকুল্লাহ অবিশ্বাস্য ৪৮ রান নিয়েছে আফগানিস্তানের ঘরোয়া ক্রিকেটে।
সেদিকুল্লাহ এই তাণ্ডব চালান আমির জাজাইয়ের উপর। আফগানিস্তানের ঘরোয়া টুর্নামেন্টে গতকাল কাবুল প্রিমিয়ার লিগে শাহীন হান্টার্সের মুখোমুখি হয়েছিল আবাসিন ডিফেন্ডারস। সেই ম্যাচে নিজেদের ব্যাটিং ইনিংসের ১৯ তম ওভারে ছক্কার ঝড় তুলেন সেদিকুল্লাহ। আমির জাজাইয়ের করা প্রথম বলে ছক্কা হাঁকান তিনি। এতেই পার পাননি জাজাই, বলটি আবার হয় নো। ফ্রি-হিটের বলটি করতে এসে এবার ওয়াইড দেন তিনি। সঙ্গে উইকেটরক্ষক বল ধরতে না পারলে প্রতিপক্ষের দলীয় খাতায় ৫ রান অতিরিক্ত হিসেবে যোগ হয়। অর্থাৎ, কোনো বৈধ বল করার আগেই ১২ রান দিয়ে বসেন জাজাই।
এমন কঠিন সময়ে জাজাইয়ের পরের ৬ বলে ব্যাটিংয়ে তাণ্ডব চালান সেদিকুল্লাহ। টানা ৬ বলে ৬টি ছক্কা হাঁকান তিনি। এক ওভারের এমন বিধ্বংসী ব্যাটিংয়েই থামেননি আফগানদের হয়ে এক টি–টোয়েন্টি খেলা এই ব্যাটার। ম্যাচে সেঞ্চুরিও তুলে নিয়েছেন তিনি। পরে ৫৬ বলে ৭ চার ও ১০ ছক্কায় ১১৮ রানে অপরাজিত থাকেন তিনি। পরে তাঁর দল ৯২ রানের বিশাল জয়ও পায়।
যুবরাজ সিং, হার্শেল গিবসদের পেছনে ফেললেন সেদিকুল্লাহ আতাল। নামটা অপরিচিত হলেও চোখ কপালে উঠার মতো এক কীর্তি গড়েছেন আফগানিস্তানি ব্যাটার। এক ওভারে ৭ ছক্কায় ৪৮ রান নিয়েছেন তিনি। যুবরাজ, হার্শেলরা নিয়েছিলেন ছয় ছক্কায় ৩৬ রান।
যুবরাজ, হার্শেলের মতো ৩৬ রান নেওয়ার কীর্তি রয়েছে ওয়েস্ট ইন্ডিজ অলরাউন্ডার কাইরেন পোলার্ডেরও। এঁরা সবাই আন্তর্জাতিক ক্রিকেটে রেকর্ডটি গড়েছেন। তবে সেদিকুল্লাহ অবিশ্বাস্য ৪৮ রান নিয়েছে আফগানিস্তানের ঘরোয়া ক্রিকেটে।
সেদিকুল্লাহ এই তাণ্ডব চালান আমির জাজাইয়ের উপর। আফগানিস্তানের ঘরোয়া টুর্নামেন্টে গতকাল কাবুল প্রিমিয়ার লিগে শাহীন হান্টার্সের মুখোমুখি হয়েছিল আবাসিন ডিফেন্ডারস। সেই ম্যাচে নিজেদের ব্যাটিং ইনিংসের ১৯ তম ওভারে ছক্কার ঝড় তুলেন সেদিকুল্লাহ। আমির জাজাইয়ের করা প্রথম বলে ছক্কা হাঁকান তিনি। এতেই পার পাননি জাজাই, বলটি আবার হয় নো। ফ্রি-হিটের বলটি করতে এসে এবার ওয়াইড দেন তিনি। সঙ্গে উইকেটরক্ষক বল ধরতে না পারলে প্রতিপক্ষের দলীয় খাতায় ৫ রান অতিরিক্ত হিসেবে যোগ হয়। অর্থাৎ, কোনো বৈধ বল করার আগেই ১২ রান দিয়ে বসেন জাজাই।
এমন কঠিন সময়ে জাজাইয়ের পরের ৬ বলে ব্যাটিংয়ে তাণ্ডব চালান সেদিকুল্লাহ। টানা ৬ বলে ৬টি ছক্কা হাঁকান তিনি। এক ওভারের এমন বিধ্বংসী ব্যাটিংয়েই থামেননি আফগানদের হয়ে এক টি–টোয়েন্টি খেলা এই ব্যাটার। ম্যাচে সেঞ্চুরিও তুলে নিয়েছেন তিনি। পরে ৫৬ বলে ৭ চার ও ১০ ছক্কায় ১১৮ রানে অপরাজিত থাকেন তিনি। পরে তাঁর দল ৯২ রানের বিশাল জয়ও পায়।
দুই দিনের ব্যবধানে আবাহনী-বসুন্ধরা কিংস আবারও মুখোমুখি হলো। আবাহনীর সামনে সুযোগ ছিল দারুণ কিছু করে ফেডারেশন কাপের ফাইনালে হারের দুঃখ কিছুটা মোচন করার। সেটি তো সম্ভব হলোই না, উল্টো বসুন্ধরার কাছে ২-০ গোলে হেরে বাংলাদেশ প্রিমিয়ার লিগের শিরোপাদৌড়ে কিছুটা পিছিয়েই পড়ল তারা। দুই অর্ধের শুরুতে দুটি গোলই
১০ ঘণ্টা আগেকাশ্মীরের পেহেলগাম হত্যাকাণ্ডে ভারত-পাকিস্তানের মধ্যে চলছে তুমুল উত্তেজনা। এর মধ্যেই ভারত সরকার পাকিস্তানের গুরুত্বপূর্ণ ব্যক্তি, সংবাদমাধ্যম, ইউটিউব চ্যানেল ব্লক করে দিয়েছে তাদের দেশে। রেহায় পায়নি ক্রীড়াঙ্গনের ব্যক্তিরাও। শোয়েব আখতারের ইউটিউব চ্যানেল ব্লক করেছে তারা। এবার ভারতীয় সংবাদমাধ্যমের প্রতি
১১ ঘণ্টা আগেসাম্প্রতিক রাজনৈতিক টানাপোড়েনের মধ্যেও বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানিয়েছে, আগস্টে নির্ধারিত ভারতীয় ক্রিকেট দলের বাংলাদেশ সফর নিয়ে কোনো ধরনের অনিশ্চয়তা নেই। বিসিবি আশাবাদী যে পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী তিন ম্যাচের ওয়ানডে ও তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ যথাসময়েই হবে।
১২ ঘণ্টা আগেতিনটি ওয়ানডে ও দুটি চার দিনের ম্যাচ খেলতে নিউজিল্যান্ড ‘এ’ দল এখন বাংলাদেশে। প্রথম দুই ওয়ানডের দলে প্রথমে মোস্তাফিজুর রহমানকে রাখা হলেও আজ তাঁকে সরিয়ে নিয়েছে বিসিবির নির্বাচক প্যানেল। তাঁর বদলি হিসেবে ‘এ’ দলের ওয়ানডে দলে নেওয়া হয়েছে আরেক পেসার খালেদ আহমেদকে। প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু জান
১৩ ঘণ্টা আগে