যুবরাজ সিং, হার্শেল গিবসদের পেছনে ফেললেন সেদিকুল্লাহ আতাল। নামটা অপরিচিত হলেও চোখ কপালে উঠার মতো এক কীর্তি গড়েছেন আফগানিস্তানি ব্যাটার। এক ওভারে ৭ ছক্কায় ৪৮ রান নিয়েছেন তিনি। যুবরাজ, হার্শেলরা নিয়েছিলেন ছয় ছক্কায় ৩৬ রান।
যুবরাজ, হার্শেলের মতো ৩৬ রান নেওয়ার কীর্তি রয়েছে ওয়েস্ট ইন্ডিজ অলরাউন্ডার কাইরেন পোলার্ডেরও। এঁরা সবাই আন্তর্জাতিক ক্রিকেটে রেকর্ডটি গড়েছেন। তবে সেদিকুল্লাহ অবিশ্বাস্য ৪৮ রান নিয়েছে আফগানিস্তানের ঘরোয়া ক্রিকেটে।
সেদিকুল্লাহ এই তাণ্ডব চালান আমির জাজাইয়ের উপর। আফগানিস্তানের ঘরোয়া টুর্নামেন্টে গতকাল কাবুল প্রিমিয়ার লিগে শাহীন হান্টার্সের মুখোমুখি হয়েছিল আবাসিন ডিফেন্ডারস। সেই ম্যাচে নিজেদের ব্যাটিং ইনিংসের ১৯ তম ওভারে ছক্কার ঝড় তুলেন সেদিকুল্লাহ। আমির জাজাইয়ের করা প্রথম বলে ছক্কা হাঁকান তিনি। এতেই পার পাননি জাজাই, বলটি আবার হয় নো। ফ্রি-হিটের বলটি করতে এসে এবার ওয়াইড দেন তিনি। সঙ্গে উইকেটরক্ষক বল ধরতে না পারলে প্রতিপক্ষের দলীয় খাতায় ৫ রান অতিরিক্ত হিসেবে যোগ হয়। অর্থাৎ, কোনো বৈধ বল করার আগেই ১২ রান দিয়ে বসেন জাজাই।
এমন কঠিন সময়ে জাজাইয়ের পরের ৬ বলে ব্যাটিংয়ে তাণ্ডব চালান সেদিকুল্লাহ। টানা ৬ বলে ৬টি ছক্কা হাঁকান তিনি। এক ওভারের এমন বিধ্বংসী ব্যাটিংয়েই থামেননি আফগানদের হয়ে এক টি–টোয়েন্টি খেলা এই ব্যাটার। ম্যাচে সেঞ্চুরিও তুলে নিয়েছেন তিনি। পরে ৫৬ বলে ৭ চার ও ১০ ছক্কায় ১১৮ রানে অপরাজিত থাকেন তিনি। পরে তাঁর দল ৯২ রানের বিশাল জয়ও পায়।
যুবরাজ সিং, হার্শেল গিবসদের পেছনে ফেললেন সেদিকুল্লাহ আতাল। নামটা অপরিচিত হলেও চোখ কপালে উঠার মতো এক কীর্তি গড়েছেন আফগানিস্তানি ব্যাটার। এক ওভারে ৭ ছক্কায় ৪৮ রান নিয়েছেন তিনি। যুবরাজ, হার্শেলরা নিয়েছিলেন ছয় ছক্কায় ৩৬ রান।
যুবরাজ, হার্শেলের মতো ৩৬ রান নেওয়ার কীর্তি রয়েছে ওয়েস্ট ইন্ডিজ অলরাউন্ডার কাইরেন পোলার্ডেরও। এঁরা সবাই আন্তর্জাতিক ক্রিকেটে রেকর্ডটি গড়েছেন। তবে সেদিকুল্লাহ অবিশ্বাস্য ৪৮ রান নিয়েছে আফগানিস্তানের ঘরোয়া ক্রিকেটে।
সেদিকুল্লাহ এই তাণ্ডব চালান আমির জাজাইয়ের উপর। আফগানিস্তানের ঘরোয়া টুর্নামেন্টে গতকাল কাবুল প্রিমিয়ার লিগে শাহীন হান্টার্সের মুখোমুখি হয়েছিল আবাসিন ডিফেন্ডারস। সেই ম্যাচে নিজেদের ব্যাটিং ইনিংসের ১৯ তম ওভারে ছক্কার ঝড় তুলেন সেদিকুল্লাহ। আমির জাজাইয়ের করা প্রথম বলে ছক্কা হাঁকান তিনি। এতেই পার পাননি জাজাই, বলটি আবার হয় নো। ফ্রি-হিটের বলটি করতে এসে এবার ওয়াইড দেন তিনি। সঙ্গে উইকেটরক্ষক বল ধরতে না পারলে প্রতিপক্ষের দলীয় খাতায় ৫ রান অতিরিক্ত হিসেবে যোগ হয়। অর্থাৎ, কোনো বৈধ বল করার আগেই ১২ রান দিয়ে বসেন জাজাই।
এমন কঠিন সময়ে জাজাইয়ের পরের ৬ বলে ব্যাটিংয়ে তাণ্ডব চালান সেদিকুল্লাহ। টানা ৬ বলে ৬টি ছক্কা হাঁকান তিনি। এক ওভারের এমন বিধ্বংসী ব্যাটিংয়েই থামেননি আফগানদের হয়ে এক টি–টোয়েন্টি খেলা এই ব্যাটার। ম্যাচে সেঞ্চুরিও তুলে নিয়েছেন তিনি। পরে ৫৬ বলে ৭ চার ও ১০ ছক্কায় ১১৮ রানে অপরাজিত থাকেন তিনি। পরে তাঁর দল ৯২ রানের বিশাল জয়ও পায়।
ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) সাকিব আল হাসান ফিরলেন তিন বছর পর। কিন্তু দীর্ঘদিন পর ওয়েস্ট ইন্ডিজের এই ফ্র্যাঞ্চাইজি লিগে ফিরেও রাঙাতে পারলেন না তিনি। ব্যাটিং-বোলিং কোথাও তিনি পারফরম্যান্সের ছাপ রাখতে পারেননি। এমনকি বাংলাদেশের অলরাউন্ডার মেজাজও হারিয়েছেন তাঁর সিপিএলে ফেরার দিনে।
৩৪ মিনিট আগেশেষ হতে চলেছে চলতি বছরে বিসিবির হাইপারফরম্যান্স (এইচপি) দলের ক্যাম্প। ক্যাম্প ঠিকঠাক আয়োজনে যথেষ্ট ব্যয় ও সুযোগ-সুবিধা দেওয়ার ক্ষেত্রে বিসিবির কৃপণতা নেই। কিন্তু দীর্ঘ ক্যাম্প শেষে লক্ষ্য কতটা পূরণ হলো এইচপির, সে প্রশ্ন এসে যাচ্ছে।
১ ঘণ্টা আগেঅনূর্ধ্ব-১৭ মেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বাংলাদেশ। তাই আরও একটি অনূর্ধ্ব-১৭ মেয়েদের সাফ খেলতে যাওয়ার আগে শিরোপা ধরে রাখার কথাই বললেন বাংলাদেশ দলের অধিনায়ক অর্পিতা বিশ্বাস। ঢাকায় আজ সংবাদ সম্মেলনে অর্পিতা বললেন, ‘আপনাদের আমরা একটি ভালো টুর্নামেন্ট উপহার দিতে চাই।
১৩ ঘণ্টা আগেবাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও বিপিএলের ফ্র্যাঞ্চাইজি চিটাগং কিংসের মধ্যে দীর্ঘদিনের টানাপোড়েন এখন চরমে। সমঝোতার সব দরজা বন্ধ হয়ে যাওয়ায় বিসিবি ফ্র্যাঞ্চাইজিটির সঙ্গে চুক্তি বাতিল করেছে। চিটাগং কিংসের স্বত্বাধিকারী প্রতিষ্ঠান এস. কিউ. স্পোর্টস এন্টারপ্রাইজ লিমিটেডের কাছে বিসিবির পাওনা ৩৭ লাখ ৮২
১৫ ঘণ্টা আগে