Ajker Patrika

এক ওভারে ৭ ছক্কায় ৪৮ রান

এক ওভারে ৭ ছক্কায় ৪৮ রান

যুবরাজ সিং, হার্শেল গিবসদের পেছনে ফেললেন সেদিকুল্লাহ আতাল। নামটা অপরিচিত হলেও চোখ কপালে উঠার মতো এক কীর্তি গড়েছেন আফগানিস্তানি ব্যাটার। এক ওভারে ৭ ছক্কায় ৪৮ রান নিয়েছেন তিনি। যুবরাজ, হার্শেলরা নিয়েছিলেন ছয় ছক্কায় ৩৬ রান।

যুবরাজ, হার্শেলের মতো ৩৬ রান নেওয়ার কীর্তি রয়েছে ওয়েস্ট ইন্ডিজ অলরাউন্ডার কাইরেন পোলার্ডেরও। এঁরা সবাই আন্তর্জাতিক ক্রিকেটে রেকর্ডটি গড়েছেন। তবে সেদিকুল্লাহ অবিশ্বাস্য ৪৮ রান নিয়েছে আফগানিস্তানের ঘরোয়া ক্রিকেটে। 

সেদিকুল্লাহ এই তাণ্ডব চালান আমির জাজাইয়ের উপর। আফগানিস্তানের ঘরোয়া টুর্নামেন্টে গতকাল কাবুল প্রিমিয়ার লিগে শাহীন হান্টার্সের মুখোমুখি হয়েছিল আবাসিন ডিফেন্ডারস। সেই ম্যাচে নিজেদের ব্যাটিং ইনিংসের ১৯ তম ওভারে ছক্কার ঝড় তুলেন সেদিকুল্লাহ। আমির জাজাইয়ের করা প্রথম বলে ছক্কা হাঁকান তিনি। এতেই পার পাননি জাজাই, বলটি আবার হয় নো। ফ্রি-হিটের বলটি করতে এসে এবার ওয়াইড দেন তিনি। সঙ্গে উইকেটরক্ষক বল ধরতে না পারলে প্রতিপক্ষের দলীয় খাতায় ৫ রান অতিরিক্ত হিসেবে যোগ হয়। অর্থাৎ, কোনো বৈধ বল করার আগেই ১২ রান দিয়ে বসেন জাজাই। 

এমন কঠিন সময়ে জাজাইয়ের পরের ৬ বলে ব্যাটিংয়ে তাণ্ডব চালান সেদিকুল্লাহ। টানা ৬ বলে ৬টি ছক্কা হাঁকান তিনি। এক ওভারের এমন বিধ্বংসী ব্যাটিংয়েই থামেননি আফগানদের হয়ে এক টি–টোয়েন্টি খেলা এই ব্যাটার। ম্যাচে সেঞ্চুরিও তুলে নিয়েছেন তিনি। পরে ৫৬ বলে ৭ চার ও ১০ ছক্কায় ১১৮ রানে অপরাজিত থাকেন তিনি। পরে তাঁর দল ৯২ রানের বিশাল জয়ও পায়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নিজের প্রস্রাব পান করে ‘আশিকি’ অভিনেত্রী অনু আগারওয়াল বললেন, ‘আহা অমৃত’

মে. জে. ফজলুরের সেভেন সিস্টার্স দখলের মন্তব্য সমর্থন করে না সরকার: পররাষ্ট্র মন্ত্রণালয়

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

নির্দেশনা মানেননি পাইলট, মদিনা-ঢাকা ফ্লাইটকে নামতে হলো সিলেটে

গায়ে কেরোসিন ঢেলে কলেজছাত্রীর আত্মহনন, পলাতক ইমাম গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত