অনলাইন ডেস্ক
সামনে থেকে নেতৃত্ব দেওয়া বলতে যা বোঝায়, সেটাই আজ করলেন নাজমুল হোসেন শান্ত। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে বিস্ফোরক ব্যাটিংয়ের পর বোলিংটাও করেছেন দুর্দান্ত। তাঁর নেতৃত্বে রাজশাহী হেসেখেলে হারিয়েছে সিলেটকে।
জাতীয় লিগ ক্রিকেটের (এনসিএল) টি-টোয়েন্টি সংস্করণের প্রথম মৌসুমে রাজশাহীর প্লে অফ খেলার সম্ভাবনা আগেই শেষ। কাগজে-কলমে শেষ চারে যাওয়ার সম্ভাবনা ছিল সিলেটের। অলরাউন্ড পারফরম্যান্সে সিলেটের ন্যুনতম আশাটুকুও শেষ করে দিলেন শান্ত। সিলেটকে ২৬ রানে হারিয়ে সান্ত্বনার জয় পেল রাজশাহী।
সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে ১৮২ রানের লক্ষ্যে নেমে প্রথম ওভারেই উইকেট হারায় সিলেট। ইনিংসের পঞ্চম বলে বিস্ফোরক ওপেনার তৌফিক হাসান তুষারকে ফিরিয়েছেন ফরহাদ রেজা। মিড অফে ক্যাচ ধরেন শান্ত। সিলেটের স্কোর তাতে হয়ে যায় ০.৫ ওভারে ১ উইকেটে ১০ রান। পাওয়ার প্লের মধ্যে আরও এক উইকেট হারিয়েছে সিলেট। পঞ্চম ওভারের পঞ্চম বলে মুহিব আহমেদ দিশানকে ফেরান আসাদুজ্জামান পায়েল।তিন নম্বরে নেমে ৮ বলে ৯ রান করেন দিশান।
টপ অর্ডারের দুই ব্যাটারকে হারালে সিলেটের স্কোর হয়ে যায় ৪.৫ ওভারে ২ উইকেটে ৪৩ রান। এরপর তৃতীয় উইকেটে ওপেনার জিসান আলমকে নিয়ে ৪৮ রানের জুটি গড়তে অবদান রাখেন পিনাক ঘোষ। ঝোড়ো ব্যাটিং করা জিসানকে ফিরিয়েছেন মোহাম্মদ গোলাম কিবরিয়া। ৩২ বলে ২ চার ও ৫ ছক্কায় ৬০ রান করেন জিসান।
বিস্ফোরক ওপেনার জিসান ফেরার পরই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে সিলেট। রাজশাহীর পিচ্ছিল হাতের সুযোগও সিলেট কাজে লাগাতে পারেনি।যেখানে ১৪তম ওভারের শেষ বলে পিনাককে স্টাম্পিংয়ের ফাঁদে ফেলেন শান্ত। সবচেয়ে বড় ধস সিলেটের নামে একেবারে শেষ অংশে। ৪ উইকেটে ১৪০ রান থেকে মুহূর্তেই ৮ উইকেটে ১৪২ রানে পরিণত হয় সিলেট। যার মধ্যে ১৮তম ওভারে ৩ উইকেট নিয়েছেন পায়েল। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৫৫ রানে থেমে যায় সিলেট। জিসানের ৬০ রান তাদের ইনিংস সর্বোচ্চ।
রাজশাহীর পায়েল নিয়েছেন ৪ উইকেট। ৪ ওভারে খরচ করেন ২৪ রান। অলরাউন্ড পারফরম্যান্সে ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন শান্ত। ৪৮ বলে করেন ৭৮ রান। ৬ চার ও ৫ ছক্কা মেরেছেন তিনি। বোলিংয়ে ৪ ওভারে ১৮ রানে ১ উইকেট নিয়েছেন রাজশাহী অধিনায়ক।
এর আগে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন সিলেট অধিনায়ক মাহফুজুর রহমান রাব্বি। প্রথমে ব্যাটিং পেয়ে ২০ ওভারে ৮ উইকেটে ১৮১ রান করে রাজশাহী। শান্তর ৭৮ রানই তাদের ইনিংস সর্বোচ্চ। সিলেটের সৈয়দ খালেদ আহমেদ নিয়েছেন ৩ উইকেট।৪ ওভারে দিয়েছেন ২৪ রান।
সামনে থেকে নেতৃত্ব দেওয়া বলতে যা বোঝায়, সেটাই আজ করলেন নাজমুল হোসেন শান্ত। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে বিস্ফোরক ব্যাটিংয়ের পর বোলিংটাও করেছেন দুর্দান্ত। তাঁর নেতৃত্বে রাজশাহী হেসেখেলে হারিয়েছে সিলেটকে।
জাতীয় লিগ ক্রিকেটের (এনসিএল) টি-টোয়েন্টি সংস্করণের প্রথম মৌসুমে রাজশাহীর প্লে অফ খেলার সম্ভাবনা আগেই শেষ। কাগজে-কলমে শেষ চারে যাওয়ার সম্ভাবনা ছিল সিলেটের। অলরাউন্ড পারফরম্যান্সে সিলেটের ন্যুনতম আশাটুকুও শেষ করে দিলেন শান্ত। সিলেটকে ২৬ রানে হারিয়ে সান্ত্বনার জয় পেল রাজশাহী।
সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে ১৮২ রানের লক্ষ্যে নেমে প্রথম ওভারেই উইকেট হারায় সিলেট। ইনিংসের পঞ্চম বলে বিস্ফোরক ওপেনার তৌফিক হাসান তুষারকে ফিরিয়েছেন ফরহাদ রেজা। মিড অফে ক্যাচ ধরেন শান্ত। সিলেটের স্কোর তাতে হয়ে যায় ০.৫ ওভারে ১ উইকেটে ১০ রান। পাওয়ার প্লের মধ্যে আরও এক উইকেট হারিয়েছে সিলেট। পঞ্চম ওভারের পঞ্চম বলে মুহিব আহমেদ দিশানকে ফেরান আসাদুজ্জামান পায়েল।তিন নম্বরে নেমে ৮ বলে ৯ রান করেন দিশান।
টপ অর্ডারের দুই ব্যাটারকে হারালে সিলেটের স্কোর হয়ে যায় ৪.৫ ওভারে ২ উইকেটে ৪৩ রান। এরপর তৃতীয় উইকেটে ওপেনার জিসান আলমকে নিয়ে ৪৮ রানের জুটি গড়তে অবদান রাখেন পিনাক ঘোষ। ঝোড়ো ব্যাটিং করা জিসানকে ফিরিয়েছেন মোহাম্মদ গোলাম কিবরিয়া। ৩২ বলে ২ চার ও ৫ ছক্কায় ৬০ রান করেন জিসান।
বিস্ফোরক ওপেনার জিসান ফেরার পরই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে সিলেট। রাজশাহীর পিচ্ছিল হাতের সুযোগও সিলেট কাজে লাগাতে পারেনি।যেখানে ১৪তম ওভারের শেষ বলে পিনাককে স্টাম্পিংয়ের ফাঁদে ফেলেন শান্ত। সবচেয়ে বড় ধস সিলেটের নামে একেবারে শেষ অংশে। ৪ উইকেটে ১৪০ রান থেকে মুহূর্তেই ৮ উইকেটে ১৪২ রানে পরিণত হয় সিলেট। যার মধ্যে ১৮তম ওভারে ৩ উইকেট নিয়েছেন পায়েল। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৫৫ রানে থেমে যায় সিলেট। জিসানের ৬০ রান তাদের ইনিংস সর্বোচ্চ।
রাজশাহীর পায়েল নিয়েছেন ৪ উইকেট। ৪ ওভারে খরচ করেন ২৪ রান। অলরাউন্ড পারফরম্যান্সে ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন শান্ত। ৪৮ বলে করেন ৭৮ রান। ৬ চার ও ৫ ছক্কা মেরেছেন তিনি। বোলিংয়ে ৪ ওভারে ১৮ রানে ১ উইকেট নিয়েছেন রাজশাহী অধিনায়ক।
এর আগে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন সিলেট অধিনায়ক মাহফুজুর রহমান রাব্বি। প্রথমে ব্যাটিং পেয়ে ২০ ওভারে ৮ উইকেটে ১৮১ রান করে রাজশাহী। শান্তর ৭৮ রানই তাদের ইনিংস সর্বোচ্চ। সিলেটের সৈয়দ খালেদ আহমেদ নিয়েছেন ৩ উইকেট।৪ ওভারে দিয়েছেন ২৪ রান।
২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদন প্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহীরা আজ শুরু করে দিতে পারেন আবেদন প্রক্রিয়া।
৪৩ মিনিট আগেযে দুটি ফ্র্যাঞ্চাইজি সবশেষ বাংলাদেশ প্রিমিয়ার লিগকে (বিপিএল) বিতর্কিত করেছে, তার একটি চিটাগং কিংস। কিছুদিন আগে চিটাগংকে পাওনা ৪৬ কোটি টাকা চেয়ে আইনি নোটিশ পাঠিয়েছে বিসিবি। ফ্র্যাঞ্চাইজিটির স্বত্বাধিকারী সামির কাদের চৌধুরী মনে করেন, বিপিএলকে তাঁরা বিতর্কিত করেনি, করেছে খোদ বিসিবি!
১ ঘণ্টা আগেফিফার সবশেষ প্রকাশিত র্যাঙ্কিংয়ে বড় চমক দেখিয়েছে বাংলাদেশ নারী ফুটবল দল। ২৪ ধাপ উন্নতি করে উঠে এসেছে ১০৪ নম্বরে। আর কোনো দলই এতটা বড় লাফ দিতে পারেনি। উন্নতির এই ধারা বজায় রাখতে চান কোচ পিটার বাটলার। বাংলাদেশকে সেরা ১০০ দলের ভেতর রাখতে কাজ চালিয়ে যাবেন তিনি।
৩ ঘণ্টা আগেবাফুফে ভবনের চার তলায় থাকেন নারী ফুটবলাররা। ক্যাম্পের খাবার নিয়ে প্রায়ই সমালোচনা করতে দেখা যায় কোচ পিটার বাটলার। ফুটবলারদের মধ্যে সঠিক পুষ্টির অভাবও দেখতে পান তিনি। বাটলার কথার সঙ্গে খুব একটা একমত নন বাফুফের নারী উইংয়ের প্রধান মাহফুজা আক্তার কিরণ।
৩ ঘণ্টা আগে