প্রথম ম্যাচ জয়ের পর সাধারণত যেকোনো দলেরই আত্মবিশ্বাস বেড়ে যায়। সেই আত্মবিশ্বাসকে পুঁজি করে যেকোনো টুর্নামেন্টে সেই দলের ধারাবাহিক পারফরম্যান্স করাই স্বাভাবিক। তবে ২০২৩ বিশ্বকাপে বাংলাদেশের ক্ষেত্রে ঘটেছে উল্টো ঘটনা। আফগানিস্তানকে হারিয়ে টুর্নামেন্ট শুরুর পর ধারাবাহিকভাবে হেরেই চলেছে সাকিব আল হাসানের বাংলাদেশ। প্রতিপক্ষ দলের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতাই করতে পারছে না বাংলাদেশ।
অন্যদিকে নেদারল্যান্ডস ও শ্রীলঙ্কার বিপক্ষে টানা দুই জয়ে টুর্নামেন্ট শুরু করেছিল পাকিস্তান। এরপর বাংলাদেশের মতো পাকিস্তানও খেই হারাতে থাকে। একের পর এক পরাজয়ে সেমিফাইনাল খেলার সম্ভাবনা কঠিন থেকে কঠিনতর হতে থাকে বাবর আজমের পাকিস্তানের জন্য। যার মধ্যে রয়েছে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১ উইকেটের পরাজয়। নিজেদের টানা চার ম্যাচ হারা পাকিস্তান কলকাতার ইডেন গার্ডেনসে গতকাল মুখোমুখি হয়েছিল পাকিস্তানের। যেখানে বাংলাদেশের একটা পর্যায়ে স্কোর ছিল ৩৯.২ ওভারে ৬ উইকেটে ১৮৫ রান। ২৪০-৫০ রান করার সম্ভাবনা ভালোই ছিল বাংলাদেশের জন্য। উইকেটে তখনো ছিলেন মেহেদী হাসান মিরাজ ও সাকিব আল হাসান। সাকিব ফিরতেই বাংলাদেশের ইনিংস তাসের ঘরের মতো ধসে পড়ে। ৪৫.১ ওভারে ২০৪ রানে অলআউট হয়ে যায় বাংলাদেশ।
ব্যাটিংয়ে পাকিস্তান ছিল আরও দুর্দান্ত। ২০৫ রান তাড়া করতে নেমে উদ্বোধনী জুটিতেই আব্দুল্লাহ শফিক-মোহাম্মদ রিজওয়ান ১২৭ বলে ১২৮ রানের জুটি গড়েন। মেহেদী হাসান মিরাজের ঘূর্ণিতে ১২৮ থেকে ১৬৯-৪১ রানে ৩ উইকেট হারালেও পাকিস্তানের জিততে কোনোরকম সমস্যা হয়নি। ৩২.৩ ওভারে ৩ উইকেটে ২০৫ রান করে ফেলে বাবরের দল। ৭৪ বলে ৩ চার ও ৭ ছক্কায় ৮১ রানের ইনিংস খেলে ম্যাচসেরা হয়েছেন ফখর জামান। যেখানে ইরফান পাঠানের দৃষ্টিতে ম্যাচসেরা শাহিন শাহ আফ্রিদি। ৯ ওভার বোলিং করে শাহিন নিয়েছেন তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত ও মাহমুদউল্লাহ রিয়াদ এই তিনটি গুরুত্বপূর্ণ উইকেট। পাঠান টুইট করেন, ‘বাংলাদেশ যাদের আত্মবিশ্বাস তলানিতে, তাদের বিপক্ষে পাকিস্তানের আগ্রাসী খেলা উচিত ছিল। তারা (পাকিস্তান) সেটা ভালোভাবেই করেছে। শাহিন ম্যাচসেরা হওয়া উচিত ছিল।’
বাংলাদেশের বিপক্ষে সহজ জয়ে পাকিস্তান পয়েন্ট তালিকার ৭ নম্বর থেকে ৫ নম্বরে উঠেছে। ৬ পয়েন্ট নিয়ে পাকিস্তানের নেট রানরেট এখন-০.০২৪। অন্যদিকে প্রথম চারে থাকা ভারত, দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড চারটা দলেরই নেট রানরেট প্লাস। যেখানে ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে ভারত। দুইয়ে থাকা দক্ষিণ আফ্রিকার পয়েন্ট ১০। সমান ৮ পয়েন্ট নিয়ে তিন ও চারে রয়েছে নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া। যেখানে কিউইদের নেট রানরেট ১.২৩২ ও অজিদের নেট রানরেট ০.৯৭০।
প্রথম ম্যাচ জয়ের পর সাধারণত যেকোনো দলেরই আত্মবিশ্বাস বেড়ে যায়। সেই আত্মবিশ্বাসকে পুঁজি করে যেকোনো টুর্নামেন্টে সেই দলের ধারাবাহিক পারফরম্যান্স করাই স্বাভাবিক। তবে ২০২৩ বিশ্বকাপে বাংলাদেশের ক্ষেত্রে ঘটেছে উল্টো ঘটনা। আফগানিস্তানকে হারিয়ে টুর্নামেন্ট শুরুর পর ধারাবাহিকভাবে হেরেই চলেছে সাকিব আল হাসানের বাংলাদেশ। প্রতিপক্ষ দলের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতাই করতে পারছে না বাংলাদেশ।
অন্যদিকে নেদারল্যান্ডস ও শ্রীলঙ্কার বিপক্ষে টানা দুই জয়ে টুর্নামেন্ট শুরু করেছিল পাকিস্তান। এরপর বাংলাদেশের মতো পাকিস্তানও খেই হারাতে থাকে। একের পর এক পরাজয়ে সেমিফাইনাল খেলার সম্ভাবনা কঠিন থেকে কঠিনতর হতে থাকে বাবর আজমের পাকিস্তানের জন্য। যার মধ্যে রয়েছে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১ উইকেটের পরাজয়। নিজেদের টানা চার ম্যাচ হারা পাকিস্তান কলকাতার ইডেন গার্ডেনসে গতকাল মুখোমুখি হয়েছিল পাকিস্তানের। যেখানে বাংলাদেশের একটা পর্যায়ে স্কোর ছিল ৩৯.২ ওভারে ৬ উইকেটে ১৮৫ রান। ২৪০-৫০ রান করার সম্ভাবনা ভালোই ছিল বাংলাদেশের জন্য। উইকেটে তখনো ছিলেন মেহেদী হাসান মিরাজ ও সাকিব আল হাসান। সাকিব ফিরতেই বাংলাদেশের ইনিংস তাসের ঘরের মতো ধসে পড়ে। ৪৫.১ ওভারে ২০৪ রানে অলআউট হয়ে যায় বাংলাদেশ।
ব্যাটিংয়ে পাকিস্তান ছিল আরও দুর্দান্ত। ২০৫ রান তাড়া করতে নেমে উদ্বোধনী জুটিতেই আব্দুল্লাহ শফিক-মোহাম্মদ রিজওয়ান ১২৭ বলে ১২৮ রানের জুটি গড়েন। মেহেদী হাসান মিরাজের ঘূর্ণিতে ১২৮ থেকে ১৬৯-৪১ রানে ৩ উইকেট হারালেও পাকিস্তানের জিততে কোনোরকম সমস্যা হয়নি। ৩২.৩ ওভারে ৩ উইকেটে ২০৫ রান করে ফেলে বাবরের দল। ৭৪ বলে ৩ চার ও ৭ ছক্কায় ৮১ রানের ইনিংস খেলে ম্যাচসেরা হয়েছেন ফখর জামান। যেখানে ইরফান পাঠানের দৃষ্টিতে ম্যাচসেরা শাহিন শাহ আফ্রিদি। ৯ ওভার বোলিং করে শাহিন নিয়েছেন তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত ও মাহমুদউল্লাহ রিয়াদ এই তিনটি গুরুত্বপূর্ণ উইকেট। পাঠান টুইট করেন, ‘বাংলাদেশ যাদের আত্মবিশ্বাস তলানিতে, তাদের বিপক্ষে পাকিস্তানের আগ্রাসী খেলা উচিত ছিল। তারা (পাকিস্তান) সেটা ভালোভাবেই করেছে। শাহিন ম্যাচসেরা হওয়া উচিত ছিল।’
বাংলাদেশের বিপক্ষে সহজ জয়ে পাকিস্তান পয়েন্ট তালিকার ৭ নম্বর থেকে ৫ নম্বরে উঠেছে। ৬ পয়েন্ট নিয়ে পাকিস্তানের নেট রানরেট এখন-০.০২৪। অন্যদিকে প্রথম চারে থাকা ভারত, দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড চারটা দলেরই নেট রানরেট প্লাস। যেখানে ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে ভারত। দুইয়ে থাকা দক্ষিণ আফ্রিকার পয়েন্ট ১০। সমান ৮ পয়েন্ট নিয়ে তিন ও চারে রয়েছে নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া। যেখানে কিউইদের নেট রানরেট ১.২৩২ ও অজিদের নেট রানরেট ০.৯৭০।
২০২৭ সালের মার্চে অস্ট্রেলিয়ায় দুই টেস্টের সিরিজ খেলবে বাংলাদেশ। সে সফর এখনো বেশ দেরি হলেও অস্ট্রেলিয়ার উইকেট-কন্ডিশন নিয়ে একটা ধারণা মিলতে পারে শেফিল্ড শিল্ডের বর্তমান চ্যাম্পিয়ন দক্ষিণ অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন চার দিনের ম্যাচ। বাংলাদেশ ‘এ’ দলে ১৪ সদস্যের অভিজ্ঞ স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি।
৩ ঘণ্টা আগেঅস্ট্রেলিয়ার ডারউইনে টপ এন্ড টি-টোয়েন্টিতে বাংলাদেশ ‘এ’ দল এক ম্যাচ জিতছে তো আরেক ম্যাচ হারছে। নিজেদের প্রথম ম্যাচ হারের পর গতকাল ৩২ রানে নেপালকে হারিয়েছিল বাংলাদেশ ‘এ’। আজ আবার হারের স্বাদ পেয়েছে নুরুল হাসান সোহানের দল। টিআইও স্টেডিয়ামে বিগ ব্যাশর দল পার্থ স্করচার্সের একাডেমির কাছে তারা হেরেছে ৫
৪ ঘণ্টা আগেনিরাপত্তাজনিত কারণ দেখিয়ে হকি এশিয়া কাপ থেকে নাম প্রত্যাহার করেছে পাকিস্তান। আজ এক বিবৃতিতে নিশ্চিত করেছে তারা। পাকিস্তানের জায়গায় এশিয়া কাপে খেলার অপেক্ষায় রয়েছে বাংলাদেশ।
৫ ঘণ্টা আগেইংল্যান্ডের ‘দ্য হান্ড্রেডে’ চলছে রেকর্ডের বন্যা। বোলারদের চেয়েও ব্যাটাররা রেকর্ড গড়ছেন মুড়ি-মুড়কির মতো। এবার ইংল্যান্ডের এই ১০০ বলের টুর্নামেন্টে ভেঙে গেল তিন বছরের পুরোনো রেকর্ড। এই ম্যাচে হয়েছে ছক্কার বন্যা।
৬ ঘণ্টা আগে