Ajker Patrika

‘আত্মবিশ্বাসহীন’ বাংলাদেশের বিপক্ষে আক্রমণাত্মক পাকিস্তানের প্রশংসায় পাঠান 

‘আত্মবিশ্বাসহীন’ বাংলাদেশের বিপক্ষে আক্রমণাত্মক পাকিস্তানের প্রশংসায় পাঠান 

প্রথম ম্যাচ জয়ের পর সাধারণত যেকোনো দলেরই আত্মবিশ্বাস বেড়ে যায়। সেই আত্মবিশ্বাসকে পুঁজি করে যেকোনো টুর্নামেন্টে সেই দলের ধারাবাহিক পারফরম্যান্স করাই স্বাভাবিক। তবে ২০২৩ বিশ্বকাপে বাংলাদেশের ক্ষেত্রে ঘটেছে উল্টো ঘটনা। আফগানিস্তানকে হারিয়ে টুর্নামেন্ট শুরুর পর ধারাবাহিকভাবে হেরেই চলেছে সাকিব আল হাসানের বাংলাদেশ। প্রতিপক্ষ দলের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতাই করতে পারছে না বাংলাদেশ। 

অন্যদিকে নেদারল্যান্ডস ও শ্রীলঙ্কার বিপক্ষে টানা দুই জয়ে টুর্নামেন্ট শুরু করেছিল পাকিস্তান। এরপর বাংলাদেশের মতো পাকিস্তানও খেই হারাতে থাকে। একের পর এক পরাজয়ে সেমিফাইনাল খেলার সম্ভাবনা কঠিন থেকে কঠিনতর হতে থাকে বাবর আজমের পাকিস্তানের জন্য। যার মধ্যে রয়েছে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১ উইকেটের পরাজয়। নিজেদের টানা চার ম্যাচ হারা পাকিস্তান কলকাতার ইডেন গার্ডেনসে গতকাল মুখোমুখি হয়েছিল পাকিস্তানের। যেখানে বাংলাদেশের একটা পর্যায়ে স্কোর ছিল ৩৯.২ ওভারে ৬ উইকেটে ১৮৫ রান। ২৪০-৫০ রান করার সম্ভাবনা ভালোই ছিল বাংলাদেশের জন্য। উইকেটে তখনো ছিলেন মেহেদী হাসান মিরাজ ও সাকিব আল হাসান। সাকিব ফিরতেই বাংলাদেশের ইনিংস তাসের ঘরের মতো ধসে পড়ে। ৪৫.১ ওভারে ২০৪ রানে অলআউট হয়ে যায় বাংলাদেশ। 

ব্যাটিংয়ে পাকিস্তান ছিল আরও দুর্দান্ত। ২০৫ রান তাড়া করতে নেমে উদ্বোধনী জুটিতেই আব্দুল্লাহ শফিক-মোহাম্মদ রিজওয়ান ১২৭ বলে ১২৮ রানের জুটি গড়েন। মেহেদী হাসান মিরাজের ঘূর্ণিতে ১২৮ থেকে ১৬৯-৪১ রানে ৩ উইকেট হারালেও পাকিস্তানের জিততে কোনোরকম সমস্যা হয়নি। ৩২.৩ ওভারে ৩ উইকেটে ২০৫ রান করে ফেলে বাবরের দল। ৭৪ বলে ৩ চার ও ৭ ছক্কায় ৮১ রানের ইনিংস খেলে ম্যাচসেরা হয়েছেন ফখর জামান। যেখানে ইরফান পাঠানের দৃষ্টিতে ম্যাচসেরা শাহিন শাহ আফ্রিদি। ৯ ওভার বোলিং করে শাহিন নিয়েছেন তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত ও মাহমুদউল্লাহ রিয়াদ এই তিনটি গুরুত্বপূর্ণ উইকেট। পাঠান টুইট করেন, ‘বাংলাদেশ যাদের আত্মবিশ্বাস তলানিতে, তাদের বিপক্ষে পাকিস্তানের আগ্রাসী খেলা উচিত ছিল। তারা (পাকিস্তান) সেটা ভালোভাবেই করেছে। শাহিন ম্যাচসেরা হওয়া উচিত ছিল।’ 

বাংলাদেশের বিপক্ষে সহজ জয়ে পাকিস্তান পয়েন্ট তালিকার ৭ নম্বর থেকে ৫ নম্বরে উঠেছে। ৬ পয়েন্ট নিয়ে পাকিস্তানের নেট রানরেট এখন-০.০২৪। অন্যদিকে প্রথম চারে থাকা ভারত, দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড চারটা দলেরই নেট রানরেট প্লাস।  যেখানে ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে ভারত। দুইয়ে থাকা দক্ষিণ আফ্রিকার পয়েন্ট ১০। সমান ৮ পয়েন্ট নিয়ে তিন ও চারে রয়েছে নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া। যেখানে কিউইদের নেট রানরেট ১.২৩২ ও অজিদের নেট রানরেট ০.৯৭০।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফোন-ইন্টারনেট ভাতা পাচ্ছেন মাঠ প্রশাসনের সব কর্মচারী

ভাড়া বাড়িতে চলা ১৬ বিশ্ববিদ্যালয়ে ভর্তিসহ সব শিক্ষা কার্যক্রম বন্ধের নির্দেশ

জোবাইদার নিরাপত্তার নামে প্রতিবেশীদের বিরক্ত না করার নির্দেশ তারেক রহমানের

মানিকগঞ্জে সালিসে বিএনপি নেতার নির্দেশে পাঁচ ভাইকে জুতাপেটা

হেফাজতসহ ধর্ম ব্যবসায়ীরা নারীবিদ্বেষী প্রচারণা চালাচ্ছে: ৬৮ মানবাধিকার সংগঠন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত