ঠিক যেন ‘মৃত্যুর দুয়ার’ থেকে ফিরে এলেন ঋষভ পন্ত। গতকাল উত্তরাখন্ডে দুর্ঘটনার শিকার পন্তের গাড়িতে আগুন পর্যন্ত ধরে গিয়েছিল। আর ভারতীয় এই উইকেটরক্ষক ব্যাটারকে বাঁচালেন সুশীল কুমার নামের এক বাসচালক।
উত্তরাখন্ডের রুরকিতে গতকাল ভোরে দুর্ঘটনার শিকার হয়েছিলেন পন্ত। একই পথে গতকাল বাস চালাচ্ছিলেন সুশীল। আর সুশীলের চোখের সামনেই দুর্ঘটনা ঘটেছে। হিন্দুস্তান টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে এই বাসচালক বলেন, ‘আমি হরিয়ানা রোডের বাসচালক। ভোররাত ৪টা ২৫ মিনিটে আমাদের বাস হরিদ্বার ছেড়ে চলে যায়। বাস চালানোর সময় হঠাৎ খেয়াল করলাম, দ্রুতগতির একটা গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারের সঙ্গে ধাক্কা খায় এবং গাড়িটা দিল্লি যাচ্ছিল। দেখামাত্রই আমি সঙ্গে সঙ্গে ব্রেক কষে দিই। গাড়িতে অল্প অল্প করে আগুন জ্বলা শুরু করছিল। পুরোপুরি আগুন ধরার আগে আমি এবং আমার সহকারী গাড়ি থেকে তাঁকে বের করে আনলাম। তারপর আরও তিনজন লোক এলেন এবং তাঁকে আমরা নিরাপদ স্থানে নিয়ে এলাম।’
ক্রিকেট ম্যাচ সুশীল তেমন একটা দেখেন না বিধায় পন্তকে প্রথমে চিনতে পারেননি। পন্তকে চিনতে সহায়তা করেছিলেন সহকারী পরমজিত। পুলিশ ও অ্যাম্বুলেন্স ডাকা এবং পন্তকে পানি খাইয়েছিলেন সুশীল ও পরমজিত। হরিয়ানা রোডের এই বাসচালক বলেন, ‘পুলিশকে আমি কল দিয়েছিলাম এবং সহকারী অ্যাম্বুলেন্স ডেকেছিল। তাঁকে আমরা পানি খাওয়ালাম। এরপর তিনি বললেন যে তাঁর নাম ঋষভ পন্ত। আমি ক্রিকেট অতটা দেখি না, তাই পন্তকে আমি চিনতে পারিনি। তখন পরমজিত (সহকারী) আমাকে বলল, তিনি (পন্ত) ভারতীয় ক্রিকেটার।’
পন্তকে প্রাণে বাঁচানোয় সুশীলের প্রতি কৃতজ্ঞ ভি ভি এস লক্ষ্মণ। ভারতের সাবেক এই ব্যাটার টুইট করেছেন, ‘হরিয়ানা রোডের চালক সুশীল কুমারের প্রতি কৃতজ্ঞ, যিনি ঋষভ পন্তকে চাদরে মুড়িয়ে জ্বলন্ত গাড়ি থেকে উদ্ধার করেছেন এবং অ্যাম্বুলেন্স ডেকেছেন। নিঃস্বার্থ সেবার জন্য আমরা আপনার কাছে ঋণী সুশীল জি।’
ঠিক যেন ‘মৃত্যুর দুয়ার’ থেকে ফিরে এলেন ঋষভ পন্ত। গতকাল উত্তরাখন্ডে দুর্ঘটনার শিকার পন্তের গাড়িতে আগুন পর্যন্ত ধরে গিয়েছিল। আর ভারতীয় এই উইকেটরক্ষক ব্যাটারকে বাঁচালেন সুশীল কুমার নামের এক বাসচালক।
উত্তরাখন্ডের রুরকিতে গতকাল ভোরে দুর্ঘটনার শিকার হয়েছিলেন পন্ত। একই পথে গতকাল বাস চালাচ্ছিলেন সুশীল। আর সুশীলের চোখের সামনেই দুর্ঘটনা ঘটেছে। হিন্দুস্তান টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে এই বাসচালক বলেন, ‘আমি হরিয়ানা রোডের বাসচালক। ভোররাত ৪টা ২৫ মিনিটে আমাদের বাস হরিদ্বার ছেড়ে চলে যায়। বাস চালানোর সময় হঠাৎ খেয়াল করলাম, দ্রুতগতির একটা গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারের সঙ্গে ধাক্কা খায় এবং গাড়িটা দিল্লি যাচ্ছিল। দেখামাত্রই আমি সঙ্গে সঙ্গে ব্রেক কষে দিই। গাড়িতে অল্প অল্প করে আগুন জ্বলা শুরু করছিল। পুরোপুরি আগুন ধরার আগে আমি এবং আমার সহকারী গাড়ি থেকে তাঁকে বের করে আনলাম। তারপর আরও তিনজন লোক এলেন এবং তাঁকে আমরা নিরাপদ স্থানে নিয়ে এলাম।’
ক্রিকেট ম্যাচ সুশীল তেমন একটা দেখেন না বিধায় পন্তকে প্রথমে চিনতে পারেননি। পন্তকে চিনতে সহায়তা করেছিলেন সহকারী পরমজিত। পুলিশ ও অ্যাম্বুলেন্স ডাকা এবং পন্তকে পানি খাইয়েছিলেন সুশীল ও পরমজিত। হরিয়ানা রোডের এই বাসচালক বলেন, ‘পুলিশকে আমি কল দিয়েছিলাম এবং সহকারী অ্যাম্বুলেন্স ডেকেছিল। তাঁকে আমরা পানি খাওয়ালাম। এরপর তিনি বললেন যে তাঁর নাম ঋষভ পন্ত। আমি ক্রিকেট অতটা দেখি না, তাই পন্তকে আমি চিনতে পারিনি। তখন পরমজিত (সহকারী) আমাকে বলল, তিনি (পন্ত) ভারতীয় ক্রিকেটার।’
পন্তকে প্রাণে বাঁচানোয় সুশীলের প্রতি কৃতজ্ঞ ভি ভি এস লক্ষ্মণ। ভারতের সাবেক এই ব্যাটার টুইট করেছেন, ‘হরিয়ানা রোডের চালক সুশীল কুমারের প্রতি কৃতজ্ঞ, যিনি ঋষভ পন্তকে চাদরে মুড়িয়ে জ্বলন্ত গাড়ি থেকে উদ্ধার করেছেন এবং অ্যাম্বুলেন্স ডেকেছেন। নিঃস্বার্থ সেবার জন্য আমরা আপনার কাছে ঋণী সুশীল জি।’
ইংল্যান্ডের ‘দ্য হান্ড্রেড’ টুর্নামেন্টে আজ পুরুষ, নারী দুই দলেরই খেলা রয়েছে। দুই ম্যাচেই মুখোমুখি হবে লন্ডন স্পিরিট-ম্যানচেস্টার অরিজিনালস। এক নজরে দেখে নিন টিভিতে কী কী খেলা রয়েছে।
৯ মিনিট আগেপুরো টুর্নামেন্টে ৭ ম্যাচের কেবল ১ ম্যাচে হার। বলা হচ্ছে এখানে আজিজুল হাকিম তামিমের নেতৃত্বাধীন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের কথা। জিম্বাবুয়ে-দক্ষিণ আফ্রিকা-বাংলাদেশকে নিয়ে অনূর্ধ্ব-১৯ ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শেষ হয়েছে গতকাল। হারারের ফাইনালে প্রোটিয়াদের হারিয়ে ত্রিদেশীয় সিরিজে শিরোপা উঁচিয়ে ধরল...
৩১ মিনিট আগেওয়েম্বলিতে গত রাতে ফাইনাল হয়েছে ফাইনালের মতোই। কমিউনিটি শিল্ড ফাইনালে প্রাণপণে লড়েছে ক্রিস্টাল প্যালেস-লিভারপুল। এমনকি পেনাল্টি শুটআউটেও কেউ কাউকে ছেড়ে কথা বলেনি। রুদ্ধশ্বাস লড়াইয়ে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয়েছে প্যালেস।
১ ঘণ্টা আগেঘরোয়া ফুটবল শুরু হতে দেরি আরও এক মাস। আবাহনী লিমিটেডকে প্রস্তুতিতে নামতে হয়েছে অনেকটা আগে। কাল জাতীয় স্টেডিয়ামে এএফসি চ্যালেঞ্জ লিগের প্লে-অফ ম্যাচে কিরগিজস্তানের ক্লাব মুরাস ইউনাইটেডের মুখোমুখি হবে তারা।
২ ঘণ্টা আগে