ঠিক যেন ‘মৃত্যুর দুয়ার’ থেকে ফিরে এলেন ঋষভ পন্ত। গতকাল উত্তরাখন্ডে দুর্ঘটনার শিকার পন্তের গাড়িতে আগুন পর্যন্ত ধরে গিয়েছিল। আর ভারতীয় এই উইকেটরক্ষক ব্যাটারকে বাঁচালেন সুশীল কুমার নামের এক বাসচালক।
উত্তরাখন্ডের রুরকিতে গতকাল ভোরে দুর্ঘটনার শিকার হয়েছিলেন পন্ত। একই পথে গতকাল বাস চালাচ্ছিলেন সুশীল। আর সুশীলের চোখের সামনেই দুর্ঘটনা ঘটেছে। হিন্দুস্তান টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে এই বাসচালক বলেন, ‘আমি হরিয়ানা রোডের বাসচালক। ভোররাত ৪টা ২৫ মিনিটে আমাদের বাস হরিদ্বার ছেড়ে চলে যায়। বাস চালানোর সময় হঠাৎ খেয়াল করলাম, দ্রুতগতির একটা গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারের সঙ্গে ধাক্কা খায় এবং গাড়িটা দিল্লি যাচ্ছিল। দেখামাত্রই আমি সঙ্গে সঙ্গে ব্রেক কষে দিই। গাড়িতে অল্প অল্প করে আগুন জ্বলা শুরু করছিল। পুরোপুরি আগুন ধরার আগে আমি এবং আমার সহকারী গাড়ি থেকে তাঁকে বের করে আনলাম। তারপর আরও তিনজন লোক এলেন এবং তাঁকে আমরা নিরাপদ স্থানে নিয়ে এলাম।’
ক্রিকেট ম্যাচ সুশীল তেমন একটা দেখেন না বিধায় পন্তকে প্রথমে চিনতে পারেননি। পন্তকে চিনতে সহায়তা করেছিলেন সহকারী পরমজিত। পুলিশ ও অ্যাম্বুলেন্স ডাকা এবং পন্তকে পানি খাইয়েছিলেন সুশীল ও পরমজিত। হরিয়ানা রোডের এই বাসচালক বলেন, ‘পুলিশকে আমি কল দিয়েছিলাম এবং সহকারী অ্যাম্বুলেন্স ডেকেছিল। তাঁকে আমরা পানি খাওয়ালাম। এরপর তিনি বললেন যে তাঁর নাম ঋষভ পন্ত। আমি ক্রিকেট অতটা দেখি না, তাই পন্তকে আমি চিনতে পারিনি। তখন পরমজিত (সহকারী) আমাকে বলল, তিনি (পন্ত) ভারতীয় ক্রিকেটার।’
পন্তকে প্রাণে বাঁচানোয় সুশীলের প্রতি কৃতজ্ঞ ভি ভি এস লক্ষ্মণ। ভারতের সাবেক এই ব্যাটার টুইট করেছেন, ‘হরিয়ানা রোডের চালক সুশীল কুমারের প্রতি কৃতজ্ঞ, যিনি ঋষভ পন্তকে চাদরে মুড়িয়ে জ্বলন্ত গাড়ি থেকে উদ্ধার করেছেন এবং অ্যাম্বুলেন্স ডেকেছেন। নিঃস্বার্থ সেবার জন্য আমরা আপনার কাছে ঋণী সুশীল জি।’
ঠিক যেন ‘মৃত্যুর দুয়ার’ থেকে ফিরে এলেন ঋষভ পন্ত। গতকাল উত্তরাখন্ডে দুর্ঘটনার শিকার পন্তের গাড়িতে আগুন পর্যন্ত ধরে গিয়েছিল। আর ভারতীয় এই উইকেটরক্ষক ব্যাটারকে বাঁচালেন সুশীল কুমার নামের এক বাসচালক।
উত্তরাখন্ডের রুরকিতে গতকাল ভোরে দুর্ঘটনার শিকার হয়েছিলেন পন্ত। একই পথে গতকাল বাস চালাচ্ছিলেন সুশীল। আর সুশীলের চোখের সামনেই দুর্ঘটনা ঘটেছে। হিন্দুস্তান টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে এই বাসচালক বলেন, ‘আমি হরিয়ানা রোডের বাসচালক। ভোররাত ৪টা ২৫ মিনিটে আমাদের বাস হরিদ্বার ছেড়ে চলে যায়। বাস চালানোর সময় হঠাৎ খেয়াল করলাম, দ্রুতগতির একটা গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারের সঙ্গে ধাক্কা খায় এবং গাড়িটা দিল্লি যাচ্ছিল। দেখামাত্রই আমি সঙ্গে সঙ্গে ব্রেক কষে দিই। গাড়িতে অল্প অল্প করে আগুন জ্বলা শুরু করছিল। পুরোপুরি আগুন ধরার আগে আমি এবং আমার সহকারী গাড়ি থেকে তাঁকে বের করে আনলাম। তারপর আরও তিনজন লোক এলেন এবং তাঁকে আমরা নিরাপদ স্থানে নিয়ে এলাম।’
ক্রিকেট ম্যাচ সুশীল তেমন একটা দেখেন না বিধায় পন্তকে প্রথমে চিনতে পারেননি। পন্তকে চিনতে সহায়তা করেছিলেন সহকারী পরমজিত। পুলিশ ও অ্যাম্বুলেন্স ডাকা এবং পন্তকে পানি খাইয়েছিলেন সুশীল ও পরমজিত। হরিয়ানা রোডের এই বাসচালক বলেন, ‘পুলিশকে আমি কল দিয়েছিলাম এবং সহকারী অ্যাম্বুলেন্স ডেকেছিল। তাঁকে আমরা পানি খাওয়ালাম। এরপর তিনি বললেন যে তাঁর নাম ঋষভ পন্ত। আমি ক্রিকেট অতটা দেখি না, তাই পন্তকে আমি চিনতে পারিনি। তখন পরমজিত (সহকারী) আমাকে বলল, তিনি (পন্ত) ভারতীয় ক্রিকেটার।’
পন্তকে প্রাণে বাঁচানোয় সুশীলের প্রতি কৃতজ্ঞ ভি ভি এস লক্ষ্মণ। ভারতের সাবেক এই ব্যাটার টুইট করেছেন, ‘হরিয়ানা রোডের চালক সুশীল কুমারের প্রতি কৃতজ্ঞ, যিনি ঋষভ পন্তকে চাদরে মুড়িয়ে জ্বলন্ত গাড়ি থেকে উদ্ধার করেছেন এবং অ্যাম্বুলেন্স ডেকেছেন। নিঃস্বার্থ সেবার জন্য আমরা আপনার কাছে ঋণী সুশীল জি।’
২০২২ বিশ্বকাপের পর থেকেই ব্রাজিল ফুটবল দলের লেজেগোবরে অবস্থা। এই সময়ে ৩ জন কোচ পরিবর্তন হলেও পরিবর্তন আসেনি পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন দলটির পারফরম্যান্সে। এবার তাই দলের জন্য হাইপ্রোফাইল কোচ নিয়োগের জন্য উঠে পড়ে লেগেছে ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ)। ভিনিসিয়ুস জুনিয়র, রাফিনিয়াদের কোচ হিসেবে রিয়া
১২ মিনিট আগেব্যাট হাতে দুর্দান্ত এক সেঞ্চুরিতে দলের প্রয়োজন মিটিয়েছেন। সেঞ্চুরির পর বোলিংয়েও মেহেদী হাসান মিরাজের ভেলকি। ৫ উইকেট নিয়ে তৃতীয় সেশনে একাই যেন ধসিয়ে দিলেন জিম্বাবুয়েকে। তাইজুল-মিরাজের সৌজন্যে তিন দিনেই জিম্বাবুয়েকে গুঁড়িয়ে সিরিজ বাঁচাল বাংলাদেশ। দ্বিতীয় টেস্টে সফরকারীদের ইনিংস ও ১০৬ রানের বড়
২৯ মিনিট আগেনতুন কোচ নিয়োগ নিয়ে ঝক্কির মধ্যে আছে ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ)। এর মধ্যে যোগ হলো নতুন বিতর্ক। ২০২৬ ফুটবল বিশ্বকাপের জন্য ব্রাজিল জাতীয় দলের সম্ভাব্য নতুন অ্যাওয়ে জার্সির একটি ছবি ফাঁস হওয়ার পর দেশটিতে শুরু হয়েছে তীব্র বিতর্ক। এ বিতর্ক শুধু তাদের ক্রীড়াঙ্গনে নয়, ছড়িয়ে পড়েছে ব্রাজিলের রাজনৈতিক
২ ঘণ্টা আগেসিলেট টেস্টে বাংলাদেশের বিপক্ষে ৩ উইকেটের ঐতিহাসিক জয় পেয়েছে জিম্বাবুয়ে। এই জয়ে জিম্বাবুয়ের পেসার ব্লেসিং মুজারাবানি অসাধারণ অবদান রাখেন। বাংলাদেশকে কাঁপিয়ে দেওয়ার পুরস্কার আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) থেকে পেয়েছেন মুজারাবানি।
২ ঘণ্টা আগে