ক্রীড়া ডেস্ক
হাতের নাগালে থাকা ম্যাচ ফসকে যাওয়া, সহজ ম্যাচ কঠিন করে জেতা—বাংলাদেশের ক্রিকেটে এ আর নতুন কী! এশিয়া কাপ, আইসিসি ইভেন্ট তো বটেই, দ্বিপক্ষীয় সিরিজেও জাকের আলী অনিক-তানজিদ হাসান তামিমদের সঙ্গে এমন ঘটনা ঘটে অহরহ।
শারজায় গত রাতে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে মুখোমুখি হয়েছে বাংলাদেশ-আফগানিস্তান। ১৫২ রানের লক্ষ্যে নেমে ১১.৩ ওভারে কোনো উইকেট না হারিয়ে ১০৯ রান তুলে ফেলে বাংলাদেশ। দুই ওপেনার তানজিদ হাসান তামিম ও পারভেজ হোসেন ইমন ফিফটি করেছেন। দেখার অপেক্ষা ছিল, কত তাড়াতাড়ি জাকেরের নেতৃত্বাধীন বাংলাদেশ ম্যাচ শেষ করে আসে। কিন্তু নাটকীয়তার যে তখনো অনেক বাকি। মুহূর্তেই ১৫.৪ ওভারে ৬ উইকেটে ১১৮ রানে পরিণত হয় জাকেরের দল।
হঠাৎ ধসে বাংলাদেশের হারের শঙ্কা তৈরি হয়েছিল। কারণ, এভাবে জেতা ম্যাচ ফসকানোর অসংখ্য উদাহরণ রয়েছে দলটির। তবে সপ্তম উইকেটে নুরুল হাসান ও রিশাদ হোসেনের ১৮ বলে ৩৫ রানের অবিচ্ছেদ্য জুটিতে ৪ উইকেটের জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে জাকেরের কথায় বোঝা গেল, সম্ভাব্য এই বিপদের চিন্তা তারা কল্পনাও করেননি। বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘ড্রেসিংরুমে আরাম করে বসেছিলাম আমি। এমন কিছু আন্তর্জাতিক ক্রিকেটে হতেই পারে। সতীর্থরা যেভাবে খেলা শেষ করে এসেছে, দারুণ হয়েছে।’
সপ্তম উইকেটে সোহান-রিশাদের জুটিতে বাংলাদেশ ৮ বল হাতে রেখে জিতেছে। তাতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশ এগিয়ে গেল ১-০ ব্যবধানে। কিন্তু বোলিংয়েও যে গুবলেট পাকিয়েছে বাংলাদেশ। ১৭ ওভার শেষে আফগানিস্তানের স্কোর ছিল ৬ উইকেটে ১০৯ রান। শেষ তিন ওভারে ৩ উইকেট হারালেও যোগ করেছে ৪২ রান, যার মধ্যে তাসকিন আহমেদ ১৮তম ওভারে বোলিংয়ে এসে ২২ রান দিয়েছেন। মোহাম্মদ নবির কাছে ৩ ছক্কা ও ১ চার হজম করলেও তাসকিনই তাঁকে (নবি) ফিরিয়েছেন।
জাকেরের মতে, ব্যাটিং-বোলিংয়ে আরও উন্নতি করতে হবে বাংলাদেশের। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘আমরা শুরুটা দারুণ করেছিলাম। ক্রিকেট দারুণ খেলা। তারা (আফগানিস্তান) দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে। হারা-জেতা ম্যাচেরই অংশ। ব্যাটিং-বোলিংয়ে আমাদের উন্নতি করতে হবে।’
৪ উইকেটের জয়ে ম্যাচ-সেরা হয়েছেন পারভেজ হোসেন ইমন। ৩৭ বলে ৪ চার ও ৩ ছক্কায় ৫৪ রান করেছেন এই বাঁহাতি ওপেনার। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এটা তাঁর তৃতীয় ফিফটি। সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে আজ মুখোমুখি হবে বাংলাদেশ-আফগানিস্তান। তৃতীয় টি-টোয়েন্টি হবে পরশু। শেষ দুই টি-টোয়েন্টিও হবে শারজায়।
হাতের নাগালে থাকা ম্যাচ ফসকে যাওয়া, সহজ ম্যাচ কঠিন করে জেতা—বাংলাদেশের ক্রিকেটে এ আর নতুন কী! এশিয়া কাপ, আইসিসি ইভেন্ট তো বটেই, দ্বিপক্ষীয় সিরিজেও জাকের আলী অনিক-তানজিদ হাসান তামিমদের সঙ্গে এমন ঘটনা ঘটে অহরহ।
শারজায় গত রাতে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে মুখোমুখি হয়েছে বাংলাদেশ-আফগানিস্তান। ১৫২ রানের লক্ষ্যে নেমে ১১.৩ ওভারে কোনো উইকেট না হারিয়ে ১০৯ রান তুলে ফেলে বাংলাদেশ। দুই ওপেনার তানজিদ হাসান তামিম ও পারভেজ হোসেন ইমন ফিফটি করেছেন। দেখার অপেক্ষা ছিল, কত তাড়াতাড়ি জাকেরের নেতৃত্বাধীন বাংলাদেশ ম্যাচ শেষ করে আসে। কিন্তু নাটকীয়তার যে তখনো অনেক বাকি। মুহূর্তেই ১৫.৪ ওভারে ৬ উইকেটে ১১৮ রানে পরিণত হয় জাকেরের দল।
হঠাৎ ধসে বাংলাদেশের হারের শঙ্কা তৈরি হয়েছিল। কারণ, এভাবে জেতা ম্যাচ ফসকানোর অসংখ্য উদাহরণ রয়েছে দলটির। তবে সপ্তম উইকেটে নুরুল হাসান ও রিশাদ হোসেনের ১৮ বলে ৩৫ রানের অবিচ্ছেদ্য জুটিতে ৪ উইকেটের জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে জাকেরের কথায় বোঝা গেল, সম্ভাব্য এই বিপদের চিন্তা তারা কল্পনাও করেননি। বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘ড্রেসিংরুমে আরাম করে বসেছিলাম আমি। এমন কিছু আন্তর্জাতিক ক্রিকেটে হতেই পারে। সতীর্থরা যেভাবে খেলা শেষ করে এসেছে, দারুণ হয়েছে।’
সপ্তম উইকেটে সোহান-রিশাদের জুটিতে বাংলাদেশ ৮ বল হাতে রেখে জিতেছে। তাতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশ এগিয়ে গেল ১-০ ব্যবধানে। কিন্তু বোলিংয়েও যে গুবলেট পাকিয়েছে বাংলাদেশ। ১৭ ওভার শেষে আফগানিস্তানের স্কোর ছিল ৬ উইকেটে ১০৯ রান। শেষ তিন ওভারে ৩ উইকেট হারালেও যোগ করেছে ৪২ রান, যার মধ্যে তাসকিন আহমেদ ১৮তম ওভারে বোলিংয়ে এসে ২২ রান দিয়েছেন। মোহাম্মদ নবির কাছে ৩ ছক্কা ও ১ চার হজম করলেও তাসকিনই তাঁকে (নবি) ফিরিয়েছেন।
জাকেরের মতে, ব্যাটিং-বোলিংয়ে আরও উন্নতি করতে হবে বাংলাদেশের। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘আমরা শুরুটা দারুণ করেছিলাম। ক্রিকেট দারুণ খেলা। তারা (আফগানিস্তান) দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে। হারা-জেতা ম্যাচেরই অংশ। ব্যাটিং-বোলিংয়ে আমাদের উন্নতি করতে হবে।’
৪ উইকেটের জয়ে ম্যাচ-সেরা হয়েছেন পারভেজ হোসেন ইমন। ৩৭ বলে ৪ চার ও ৩ ছক্কায় ৫৪ রান করেছেন এই বাঁহাতি ওপেনার। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এটা তাঁর তৃতীয় ফিফটি। সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে আজ মুখোমুখি হবে বাংলাদেশ-আফগানিস্তান। তৃতীয় টি-টোয়েন্টি হবে পরশু। শেষ দুই টি-টোয়েন্টিও হবে শারজায়।
টি-টোয়েন্টিতে ১৫২ রানের লক্ষ্য আহামরি কিছু নয়। আইপিএল তো বটেই, আন্তর্জাতিক ক্রিকেটে ২৫০ ছাড়ানো স্কোর দেখা যায় অহরহ। কিন্তু বাংলাদেশ যখন খেলতে নামে, তখন ১৬০-এর নিচে স্কোরও অনেক কঠিন হয়ে যায়। শারজায় গতকাল পেন্ডুলামের মতো দুলতে থাকা প্রথম টি-টোয়েন্টিতে আফগানিস্তানকে ৪ উইকেটে হারিয়েছে বাংলাদেশ।
১৪ মিনিট আগেপ্রতিপক্ষের চোখে চোখ রেখে কীভাবে কথা বলতে হয়, সেটা ভালোই জানেন মারুফা আক্তারের। গতির সঙ্গে নিয়ন্ত্রিত লাইন-লেংথ, সুইং—ব্যাটারদের ভড়কে দিতে যা যা থাকা দরকার, সব রকম অস্ত্রই আছে মারুফার ভান্ডারে। পাকিস্তানকে গতকাল উড়িয়ে দেওয়ার পর বাংলাদেশি পেসারের প্রশংসায় পঞ্চমুখ লাসিথ মালিঙ্গা-মিতালি রাজের...
১ ঘণ্টা আগে২০২৫ নারী ওয়ানডে বিশ্বকাপে শুরুটা দারুণ করেছে বাংলাদেশ। পাকিস্তানের বিপক্ষে ১১৩ বল হাতে রেখে ৭ উইকেটে জিতেছে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন বাংলাদেশ। জ্যোতিদের দুর্দান্ত এই জয়ের ম্যাচে মারুফা আক্তারের বোলিং নজর কেড়েছে ক্রিকেট বিশেষজ্ঞদের।
১ ঘণ্টা আগেবাংলাদেশের ম্যাচে এখন রোমাঞ্চকর সমাপ্তি হয়ে গেছে নিয়মিত চিত্র। ভক্ত-সমর্থকদের যখনই মনে হয় ম্যাচটা জাকের আলী অনিক-পারভেজ হোসেন ইমনরা সহজে জিতবেন, তখনই ম্যাচের ভোল পাল্টাতে শুরু করে। শারজায় গত রাতে বাংলাদেশ-আফগানিস্তান প্রথম টি-টোয়েন্টিতে হয়েছে এমন ঘটনা।
২ ঘণ্টা আগে