Ajker Patrika

কিশোরদের কাছে ফের বিধ্বস্ত জ্যোতিরা, এবার নারীরা অলআউট ৪৯ রানে

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ২৪ আগস্ট ২০২৫, ১৭: ৩০
জ্যোতিদের আজও হেসেখেলে হারিয়েছে ছেলেদের অনূর্ধ্ব-১৫ দল। ছবি: বিসিবি
জ্যোতিদের আজও হেসেখেলে হারিয়েছে ছেলেদের অনূর্ধ্ব-১৫ দল। ছবি: বিসিবি

২০ আগস্ট বাংলাদেশ নারী দলকে ৮৭ রানে হারিয়েছিল ছেলেদের অনূর্ধ্ব-১৫ দল। সেই ম্যাচে ১৮২ রানের লক্ষ্য পেলেও নারী ক্রিকেট দল গুটিয়ে গিয়েছিল ১০০-এর আগেই। এক সপ্তাহ না যেতে কিশোরদের কাছে ফের বাজেভাবে হেরেছেন নিগার সুলতানা জ্যোতি-নাহিদা আক্তাররা।

বিকেএসপির তিন নম্বর মাঠে আজ ফিরতি ম্যাচে মুখোমুখি হয়েছে নারী ক্রিকেট দল ও ছেলেদের অনূর্ধ্ব-১৫ দল। উইমেন্স চ্যালেঞ্জ কাপ নামের সিরিজের এ ম্যাচে প্রথম ইনিংসেই ম্যাচের গল্প নির্ধারিত হয়ে যায়। ৪৯ রানে নারী ক্রিকেট দল গুটিয়ে গেলে অনূর্ধ্ব-১৫ দলের জয় হয়ে যায় সময়ের ব্যাপারমাত্র। কিশোরদের এ ম্যাচ জিততে লেগেছে কেবল ৭১ বল। ২২৯ বল হাতে রেখে তারা জিতেছে ৮ উইকেটে।

৫০ রানের লক্ষ্যে নেমে উদ্বোধনী জুটিতেই ৪৪ রান যোগ করেন ছেলেদের অনূর্ধ্ব-১৫ দলের আব্দুর রহমান ইরফান ও খেয়াল রায় ওম। দশম ওভারের তৃতীয় বলে ওমকে (১৬) ফেরান ফুয়ারা বেগম। তিন নম্বরে নামা মোহাম্মদ ফাইয়াজ খান ফাহিম আউট হয়েছেন শূন্য রানে। ৪৫ রানে ২ উইকেট হারানোর পরও ম্যাচ জিততে কোনো সমস্যা হয়নি ছেলেদের। ১১.৫ ওভারে ২ উইকেটে ৫১ রান করে ছেলেদের অনূর্ধ্ব-১৫ দল। ৩৫ বলে ৫ চারে ২৯ রান করে অপরাজিত থাকেন ওপেনার ইরফান। মেয়েদের ফুয়ারা, ফাহিমা খাতুন নিয়েছেন একটি করে উইকেট।

এর আগে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বিসিবি নারী লাল দলের অধিনায়ক জ্যোতি। প্রথম ওভারেই ৪ রানে আউট হন ইশমা তানজিম। দ্বিতীয় উইকেটে শারমিন সুলতানা ও সুমাইয়া আক্তার গড়েন ২৭ রানের জুটি। অষ্টম ওভারের তৃতীয় বলে শারমিনকে বোল্ড করেন অমিত কুমার। এরপরই তাসের ঘরের মতো ভেঙে পড়ে নারী দলের ইনিংস। ১৮ রানে শেষ ৯ উইকেট হারিয়ে ২০.৪ ওভারে ৪৯ রানে গুটিয়ে গেছে দলটি। ইনিংস সর্বোচ্চ ১৮ রান করেন শারমিন। ছেলেদের সুলাইমান ইসলাম, আলিমুল ইসলাম আদিব নিয়েছেন তিনটি করে উইকেট।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিএসএফের হাতে আটক বাংলাদেশি পুলিশ কর্মকর্তার পরিচয় মিলেছে

মালয়েশিয়ায় স্থায়ী বসবাসের সুযোগ, আবেদন ফি মাত্র ১৪ হাজার টাকা

বাংলাদেশি বংশোদ্ভূত কাইরান কাজীর বিষয়ে ইলন মাস্কের মন্তব্যে বিস্ময়

অমীমাংসিত বিষয় সমাধানে পাকিস্তানের দাবি নাকচ করল সরকার

যুক্তরাষ্ট্রের কৌশল বোঝার ভুলের খেসারত দিচ্ছে ভারত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত