Ajker Patrika

একটু ভয়ই পেয়েছিলেন ইয়াসির

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০২ ডিসেম্বর ২০২১, ২০: ২২
একটু ভয়ই পেয়েছিলেন ইয়াসির

২০১৯ সাল থেকে জাতীয় দলের সঙ্গে থাকার পর অবশেষে চট্টগ্রাম টেস্টে অভিষেক হয় ইয়াসির আলী রাব্বির। পাকিস্তানের বিপক্ষে প্রথম ইনিংসে ৪ রান করে ফিরলেও দ্বিতীয় ইনিংসে দারুণ কিছুর আভাস দিচ্ছিলেন রাব্বি। তবে ব্যক্তিগত ৩৬ রানে মাথায় বল লাগলে ম্যাচ থেকে ছিটকে যান তিনি।

ঢাকা টেস্টের আগে সেই অভিজ্ঞতা জানাতে গিয়ে রাব্বি বললেন, মাথায় বল লাগায় কিছুটা ভয়ই পেয়েছিলেন তিনি। 

চট্টগ্রাম টেস্টের চতুর্থ দিনের কথা। ৪৩ রানে ৫ উইকেট হারিয়ে ধুঁকছিল বাংলাদেশ। এরপর ষষ্ঠ উইকেট জুটিতে ভালো কিছুর ইঙ্গিত দিচ্ছিলেন লিটন-ইয়াসির। দুজন মিলে বাংলাদেশের লিড বাড়িয়ে নিচ্ছিলেন। এই জুটি ৪৭ রান যোগ করার পর ব্যক্তিগত ৩৬ রানে শাহিন আফ্রিদির বাউন্সার ইয়াসিরের মাথায় লাগে। 

প্রাথমিকভাবে নিজেকে সামলে নিয়ে আবারও উইকেটে দাঁড়ালেও এক ওভার পরেই মাঠ ছাড়তে বাধ্য হন তিনি। নিজের প্রথম টেস্টেই মাথায় বল লাগার অনুভূতি বলতে গিয়ে ইয়াসির বললেন, ‘আসলে একটু ভয় পেয়েছিলাম। কারণ, বলটা মাথায় লেগেছিল। আবার একটু কষ্টও পাচ্ছিলাম। আমার অভিষেক ম্যাচ, দলকে ভালো একটা অবস্থানে নিয়ে যাচ্ছিলাম। কিন্তু শেষ করতে পারিনি। এটা একটা মিশ্র অনুভূতি। ভয় ও কষ্টের অনুভূতি।’ 

ঘরের মাঠ চট্টগ্রামে ভালো শুরুর পর মাথায় বলের আঘাত লাগায় ইনিংস লম্বা করতে পারেননি ইয়াসির। প্রথম টেস্ট খেলতে নেমে কনকাশনে যাওয়ায় তাই তাঁর কণ্ঠে ঝরল হতাশাও, ‘আর কিছুক্ষণ ব্যাটিং করতে পারলে দলের ভালো হতো, ‘এটা অনেক হতাশাজনক ছিল। আমি যেভাবে ব্যাটিং করছিলাম, সেভাবে আরও কিছুক্ষণ করতে পারলে তাহলে হয়তো দল আরেকটু ভালো পজিশনে থাকত।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত