Ajker Patrika

বাংলাদেশের ক্রিকেটের পতন দেখছেন শোয়েব

আপডেট : ২৩ নভেম্বর ২০২১, ১৫: ২০
বাংলাদেশের ক্রিকেটের পতন দেখছেন শোয়েব

বিশ্বকাপের ব্যর্থতার পর পাকিস্তানের সামনেও পাত্তা পায়নি বাংলাদেশ। ৩-০তে ধবলধোলাই হয়ে ব্যর্থতার ষোলোকলা পূরণ করেছে মাহমুদউল্লাহ রিয়াদের দল। বাংলাদেশের এমন পারফরম্যান্সে অন্য অনেকের মতো হতাশ পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার শোয়েব আখতারও। সাবেক এই গতিতারকা ক্রিকেট মঞ্চে বাংলাদেশের পতন দেখতে পাচ্ছেন বলেও মন্তব্য করেছেন। 

বিশ্বকাপে বাংলাদেশের বাজে পারফরম্যান্সের পর থেকেই সমালোচনার মুখে আছে মিরপুরের উইকেট। এমন উইকেটে খেলে বাংলাদেশ কখনোই সফল হতে পারবে না বলে মনে করেন শোয়েবও, ‘বাংলাদেশ দারুণ একটি দেশ, তাদের জনগণও দারুণ। বাংলাদেশের মানুষ আমাকে অনেক ভালোবাসে। তবে এভাবে তারা ক্রিকেটে সামনে এগোতে পারবে না। এ ধরনের উইকেটে খেলে বাংলাদেশ সামনে যেতে পারবে না। যদি বাউন্সি উইকেটে তারা খেলার অভ্যাস না করে, তবে তাদের ব্যাটিং-বোলিং দুই বিভাগকেই সংগ্রাম করতে হবে। শুধু স্পিন ব্যবহার করে কতইবা আর জেতা যায়।’ 

শুধু উইকেটেই নয়, শোয়েব পরিবর্তন চান বাংলাদেশের ক্রিকেট কাঠামোতেও। বিশ্ব ক্রিকেটে বাংলাদেশকে প্রয়োজন উল্লেখ করে ‘রাওয়ালপিন্ডি এক্সপ্রেস’ খ্যাত এই ফাস্ট বোলার বলেন, ‘বাংলাদেশকে এখন এগিয়ে এসে অবকাঠামোতে বদল আনা উচিত। উইকেট, সিস্টেম সব ক্ষেত্রেই পরিবর্তন আনতে হবে। বিশ্ব ক্রিকেটে বাংলাদেশকে খুব প্রয়োজন।’

বিশ্বকাপে সেমিফাইনালের আশা নিয়ে খেলতে গিয়ে সুপার টুয়েলভের প্রতিটি ম্যাচে হেরেছে বাংলাদেশ। বাংলাদেশের এমন পারফরম্যান্সে হতাশ শোয়েব বলেন, ‘বিশ্বকাপে বাংলাদেশের এভাবে পারফরম্যান্স করা উচিত হয়নি। আমি তাদের বিশ্বকাপের দাবিদার মনে করি। এমনকি সামনের বিশ্বকাপেও তাদের জেতার সুযোগ আছে বলে মনে করি। তারা যেভাবে বিশ্বকাপে পারফর্ম করেছে, পাকিস্তানের কাছে যেভাবে ৩-০তে হেরেছে, তাতে আমি কষ্ট পেয়েছি। নিজেদের ক্রিকেটকে উন্নত করতে হলে বাংলাদেশকে অনেক কিছু করতে হবে। আমি তাদের পতন দেখতে পাচ্ছি, এটা হওয়া উচিত হবে না।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কী লিখেছিলেন মাহফুজ আলম, ফেসবুকে পোস্ট দিয়ে ডিলিট করলেন কেন

প্রশাসনিক আদেশে জামায়াত নিষিদ্ধ ভুল, আ.লীগের কার্যক্রম বন্ধ সঠিক: বিএনপি

এবার ‘পাকিস্তানপন্থার’ বিরুদ্ধে ফেসবুকে স্ট্যাটাস দিলেন আসিফ মাহমুদ

সমাবেশে দলীয় স্লোগান ও জাতীয় সংগীত পরিবেশনে বাধা দেওয়া প্রসঙ্গে এনসিপির বিবৃতি

পাকিস্তানে হামলায় ভারত কি ‘ব্রহ্মস’ ছুড়েছিল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত