নিউজিল্যান্ডের যে কয়েকজন ক্রিকেটার সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সক্রিয় জিমি নিশাম তাদের একজন। সূক্ষ্ম রসবোধের কারণে ভক্তদের কাছে কিউই অলরাউন্ডার বেশ জনপ্রিয়। এমন প্রাণ চাঞ্চল্যে ভরা একজন মানুষ যখন দলের উল্লাসের সময় নীরব হয়ে চুপ করে বসে থাকেন তখন স্বাভাবিকভাবে কৌতূহল তো জাগেই!
ঘটনা গতকালকের। ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে ক্রিস ওকসের দুই বলে দুই ছক্কায় ইংল্যান্ডের দিকে হেলে থাকা ম্যাচকে নিজেদের দিকে টেনে নেন কিউই ব্যাটার ডেরিল মিচেল। জয় আসছে জেনে আনন্দে ভাসেন ডাগআউটে থাকা নিউজিল্যান্ডের ক্রিকেটারেরা। এমনকি হাসি ছিল সব সময় নির্লিপ্ত থাকা কিউই কেন উইলিয়ামসনের মুখেও! শুধু ব্যতিক্রম জিমি নিশাম।
দলকে প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে তোলার পেছনে বড় ভূমিকা আছে নিশামেরও। জয়ের জন্য যখন দরকার পাঁচ ওভারে ৬০রান তখন ১১ বলে তিন ছক্কায় নিশামের ২৭ রানের ইনিংসের কারণেই হারতে থাকা ম্যাচে ঘুরে দাঁড়ায় নিউজিল্যান্ড। পরে দলকে জেতানোর কাজটা শেষ করেছেন ডেরিল মিচেল। কিন্তু দলের উদ্যাপনের সময় পার্শ্বনায়কের এমন নির্লিপ্ত অভিব্যক্তি জন্ম দিয়েছে অনেক প্রশ্নের।
প্রশ্নের উত্তর পরে নিজেই দিয়েছেন নিশাম। সেই উত্তর জানার আগে দুই বছর আগে নিশামের এক টুইট সম্পর্কেও জানানো জরুরি। এই ইংল্যান্ডের কাছেই সুপার ওভারে ২০১৯ ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে হেরেছিল নিউজিল্যান্ড। ম্যাচের পর হৃদয় ভাঙা এক এক টুইট করেছিলেন নিশাম। নিউজিল্যান্ডের শিশুদের উদ্দেশ্য করে লিখেছিলেন, ‘বাচ্চারা, দয়া করে খেলাকে পেশা হিসেবে নিও না। প্রয়োজনে রান্না কিংবা অন্য কিছু করো। ৬০ বছর বয়সে সুখের সঙ্গে মরতে পারবে।’
দুই বছর আগে সেই ফাইনালের হারটা যে এখনো ভুলতে পারেননি সেটাই গতকালকের ম্যাচের পর মনে করিয়ে দিয়েছেন নিশাম। দলের উদ্যাপনের ছবি সংযুক্ত করে প্রশ্ন করেছেন, ‘আমাদের কাজ কী তবে শেষ? আমার তা মনে হয় না।’ এক টুইটেই বুঝিয়ে দিলেন তার উদ্যাপনের সময় এখনো আসেনি। ১৪ তারিখের ফাইনাল জিতিয়েই হয়তো বুনো উল্লাসে মাতবেন ভক্তদের প্রিয় ‘জিমি’।
নিউজিল্যান্ডের যে কয়েকজন ক্রিকেটার সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সক্রিয় জিমি নিশাম তাদের একজন। সূক্ষ্ম রসবোধের কারণে ভক্তদের কাছে কিউই অলরাউন্ডার বেশ জনপ্রিয়। এমন প্রাণ চাঞ্চল্যে ভরা একজন মানুষ যখন দলের উল্লাসের সময় নীরব হয়ে চুপ করে বসে থাকেন তখন স্বাভাবিকভাবে কৌতূহল তো জাগেই!
ঘটনা গতকালকের। ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে ক্রিস ওকসের দুই বলে দুই ছক্কায় ইংল্যান্ডের দিকে হেলে থাকা ম্যাচকে নিজেদের দিকে টেনে নেন কিউই ব্যাটার ডেরিল মিচেল। জয় আসছে জেনে আনন্দে ভাসেন ডাগআউটে থাকা নিউজিল্যান্ডের ক্রিকেটারেরা। এমনকি হাসি ছিল সব সময় নির্লিপ্ত থাকা কিউই কেন উইলিয়ামসনের মুখেও! শুধু ব্যতিক্রম জিমি নিশাম।
দলকে প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে তোলার পেছনে বড় ভূমিকা আছে নিশামেরও। জয়ের জন্য যখন দরকার পাঁচ ওভারে ৬০রান তখন ১১ বলে তিন ছক্কায় নিশামের ২৭ রানের ইনিংসের কারণেই হারতে থাকা ম্যাচে ঘুরে দাঁড়ায় নিউজিল্যান্ড। পরে দলকে জেতানোর কাজটা শেষ করেছেন ডেরিল মিচেল। কিন্তু দলের উদ্যাপনের সময় পার্শ্বনায়কের এমন নির্লিপ্ত অভিব্যক্তি জন্ম দিয়েছে অনেক প্রশ্নের।
প্রশ্নের উত্তর পরে নিজেই দিয়েছেন নিশাম। সেই উত্তর জানার আগে দুই বছর আগে নিশামের এক টুইট সম্পর্কেও জানানো জরুরি। এই ইংল্যান্ডের কাছেই সুপার ওভারে ২০১৯ ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে হেরেছিল নিউজিল্যান্ড। ম্যাচের পর হৃদয় ভাঙা এক এক টুইট করেছিলেন নিশাম। নিউজিল্যান্ডের শিশুদের উদ্দেশ্য করে লিখেছিলেন, ‘বাচ্চারা, দয়া করে খেলাকে পেশা হিসেবে নিও না। প্রয়োজনে রান্না কিংবা অন্য কিছু করো। ৬০ বছর বয়সে সুখের সঙ্গে মরতে পারবে।’
দুই বছর আগে সেই ফাইনালের হারটা যে এখনো ভুলতে পারেননি সেটাই গতকালকের ম্যাচের পর মনে করিয়ে দিয়েছেন নিশাম। দলের উদ্যাপনের ছবি সংযুক্ত করে প্রশ্ন করেছেন, ‘আমাদের কাজ কী তবে শেষ? আমার তা মনে হয় না।’ এক টুইটেই বুঝিয়ে দিলেন তার উদ্যাপনের সময় এখনো আসেনি। ১৪ তারিখের ফাইনাল জিতিয়েই হয়তো বুনো উল্লাসে মাতবেন ভক্তদের প্রিয় ‘জিমি’।
চট্টগ্রাম টেস্টে তিন দিনেই জিম্বাবুয়েকে গুঁড়িয়ে দিয়েছে বাংলাদেশ। আলাদা করে মেহেদী হাসান মিরাজই কেড়ে নিয়েছেন ম্যাচের আলো। লেজের ব্যাটারদের নিয়ে বাংলাদেশের প্রথম ইনিংস নিয়ে গেছেন ৪৪৪ রানে। দল পায় ২১৭ রানের লিড। ৭ উইকেটে ২৯১ রান নিয়ে তৃতীয় দিন ব্যাটিং নামে আজ স্বাগতিকেরা। টেলএন্ডার ব্যাটারদের নিয়ে মিরা
১ ঘণ্টা আগেবৃষ্টির কারণে ম্যাচের পরিধি কমিয়ে নির্ধারণ হয় ২৮ ওভারে। শেষে ওভার পুরোপুরি খেলা হয়নি আলোকস্বল্পতার কারণে। কিন্তু যত ওভার হয়েছে, তাতে বাংলাদেশের জয় আটকানো গেল না। কলম্বোয় সিরিজের তৃতীয় ওয়ানডেতে শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দলকে ডিএল মেথডে ৩৯ রানে হারিয়ে সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে গেল বাংলাদেশ যুবারা।
২ ঘণ্টা আগে২০২২ বিশ্বকাপের পর থেকেই ব্রাজিল ফুটবল দলের লেজেগোবরে অবস্থা। এই সময়ে ৩ জন কোচ পরিবর্তন হলেও পরিবর্তন আসেনি পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন দলটির পারফরম্যান্সে। এবার তাই দলের জন্য হাইপ্রোফাইল কোচ নিয়োগের জন্য উঠে পড়ে লেগেছে ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ)। ভিনিসিয়ুস জুনিয়র, রাফিনিয়াদের কোচ হিসেবে রিয়া
৩ ঘণ্টা আগেব্যাট হাতে দুর্দান্ত এক সেঞ্চুরিতে দলের প্রয়োজন মিটিয়েছেন। সেঞ্চুরির পর বোলিংয়েও মেহেদী হাসান মিরাজের ভেলকি। ৫ উইকেট নিয়ে তৃতীয় সেশনে একাই যেন ধসিয়ে দিলেন জিম্বাবুয়েকে। তাইজুল-মিরাজের সৌজন্যে তিন দিনেই জিম্বাবুয়েকে গুঁড়িয়ে সিরিজ বাঁচাল বাংলাদেশ। দ্বিতীয় টেস্টে সফরকারীদের ইনিংস ও ১০৬ রানের বড়
৩ ঘণ্টা আগে