Ajker Patrika

আইসিসির মার্চের সেরা সাকিব

আইসিসির মার্চের সেরা সাকিব

আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) মার্চ মাসের সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন সাকিব আল হাসান। কেইন উইলিয়ামসন ও আসিফ খানকে টপকে গত মাসের সেরা হয়েছেন বাংলাদেশের এই অলরাউন্ডার।  

মাসসেরা হওয়া সাকিবের কাছে সবচেয়ে স্মরণীয় হচ্ছে ইংল্যান্ডকে টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ করা। বাংলাদেশের এই অলরাউন্ডার বলেন,‘যদি গত মাস থেকে উল্লেখযোগ্য কিছু খুঁজে বের করতে হয়, সেটা হচ্ছে ইংল্যান্ডকে টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ করা। দল সব ডিপার্টমেন্টে দারুণ খেলায় আমি নিজের ওপর মনোযোগ দিতে পেরেছি।’  

মার্চ মাসের সেরা ক্রিকেটার হওয়া সাকিবের প্রাপ্য বলে মনে করেন ফারভিজ মাহরুফ। বাংলাদেশের এই অলরাউন্ডার প্রসঙ্গে মাহরুফ বলেন,  ‘গত মাসে বাংলাদেশের সফলতায় দুর্দান্ত অবদান রাখায় সাকিব আমার ভোট পেয়েছে। বিশেষ করে ইংল্যান্ডের মতো সেরা দলকে হারানো। তিন প্রতিদ্বন্দ্বী দুর্দান্ত খেলেছে গত মাসে। আমার কাছে সে দুর্দান্ত খেলোয়াড় এবং মার্চের সেরা ক্রিকেটার হওয়া তার প্রাপ্য।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফেল করায় বকা খেয়ে বাড়ি ছাড়ে বাংলাদেশি কিশোরী, ভারতে ৩ মাসে ২০০ লোকের ধর্ষণ

‘বিচারপতি খায়রুলকে হাতকড়া পরানো মানে পুরো বিচার বিভাগকে হাতকড়া পরানো’

রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

কোথাও ঘুরতে ইচ্ছা করলে আমাকে জানাবে—ছাত্রীকে খুবি অধ্যাপক

আগামী সপ্তাহের মধ্যে ৫ ইসলামী ব্যাংক একীভূত করার প্রক্রিয়া শুরু: গভর্নর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত