Ajker Patrika

বাঁচা-মরার ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে পাকিস্তান 

আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২২, ২০: ০৬
বাঁচা-মরার ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে পাকিস্তান 

গ্রুপ পর্বের প্রথম ম্যাচে ভারতের কাছে হেরে এশিয়া কাপ শুরু করে পাকিস্তান। সুপার ফোরে যেতে আজ হংকংয়ের বিপক্ষে জয়ের বিকল্প নেই বাবর আজমের দলের। হংকংও নিজেদের প্রথম ম্যাচে ভারতের কাছে হারে। দুই দলের বাঁচা-মরার ম্যাচে টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠিয়েছে হংকং। 

টস জিতে আগে ফিল্ডিং নেওয়ার পেছনে রান তাড়ায় ‘নিজেদের ভালো দল’ বলেছেন হংকং অধিনায়ক নিজাকাত খান। তবে টস জিতলে ব্যাটিংই করতে চেয়েছিলেন পাকিস্তান অধিনায়ক বাবর। সে ক্ষেত্রে টস হেরেও প্রথমে ব্যাটিং করতে পারাকে বেশ ভালোভাবেই নিয়েছেন তিনি। স্বাস্থ্যবান স্কোরবোর্ডে প্রতিপক্ষের ওপর চাপ তৈরি করতে চান বাবর। ভারতের বিপক্ষে ম্যাচের একই একাদশ নিয়ে মাঠে নামছে পাকিস্তান। 

পাকিস্তান একাদশ: 

বাবর (অধিনায়ক), রিজওয়ান, ফখর, ইফতিখার, আসিফ, খুশদিল, শাদাব, নাসিম, হারিস, নাওয়াজ ও দাহানি। 

হংকং একাদশ: 

নিজাকাত (অধিনায়ক), ইয়াসিম, হায়াত, কিঞ্চিত, আইজাজ, জিশান, ম্যাককেচনি, হারুন, এহসান, আয়ুশ ও গাজানফার

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত