Ajker Patrika

রিজওয়ানের চোখে বাংলাদেশের সুপারস্টার লিটন

আপডেট : ২২ জানুয়ারি ২০২৩, ২০: ১১
রিজওয়ানের চোখে বাংলাদেশের সুপারস্টার লিটন

দুঃস্বপ্নের অফফর্ম কাটিয়ে দুর্দান্ত পারফর্ম করে যাচ্ছেন লিটন দাস। নান্দনিক শট খেলে মুগ্ধতা ছড়াচ্ছেন নিয়মিতই। আন্তর্জাতিক ক্রিকেট, বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) সবখানেই ছুটছে লিটনের রানের ফুলঝুরি। বিপিএল সতীর্থ  মোহাম্মদ রিজওয়ান মনে করেন, বাংলাদেশের সুপারস্টার লিটন।

এবারের বিপিএলে লিটন দাস ও মোহাম্মদ রিজওয়ান দুজনই খেলছেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে। যেখানে লিটন এখন পর্যন্ত টুর্নামেন্টে খেলেছেন ৬ ম্যাচ। ৬ ম্যাচে ২৬.৬৬ গড়ে করেছেন ১৬০ রান। ১৪৮.১৪ স্ট্রাইকরেট প্রমাণ করে যে  ব্যাট হাতে তিনি ঝোড়ো ইনিংস খেলতে পারেন। ১৬ চারের সঙ্গে হাঁকিয়েছেন ১০ ছক্কা। ব্যক্তিগত সর্বোচ্চ ৭০ রানের ইনিংস খেলেছেন সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে।

লিটনের দুর্দান্ত ব্যাটিংয়ের প্রশংসা ঝড়েছে রিজওয়ানের কণ্ঠে। মিরপুরে আজ সংবাদ সম্মেলনে পাকিস্তানের এই ব্যাটার বলেন, ‘সবাই জানে, লিটন বাংলাদেশের সুপারস্টার। বাংলাদেশের হয়ে গত কয়েক বছর ও অনেক ভালো খেলছে। এখন অনেক ভালো ফর্মে আছে। আলহামদুলিল্লাহ,আমি আর লিটন চেষ্টা করছি। সময়টা অল্প, তবে আমরা চেষ্টার ত্রুটি রাখছি না। আমরা চেষ্টা করছি দলের অন্যদের কাজ সহজ করে দেওয়ার।’

লিটন, রিজওয়ানের সঙ্গে কুমিল্লায় খেলছেন তানভীর ইসলাম। তানভীর এই বিপিএলে ৪ ম্যাচে  ৫.৭৫ ইকোনমিতে নিয়েছেন ৮ উইকেট। ওয়াহাব রিয়াজ, মাশরাফি বিন মর্তুজার পর টুর্নামেন্টের তৃতীয় সর্বোচ্চ উইকেট নিয়েছেন তানভীর। এই বাঁহাতি স্পিনারের প্রশংসা করতে গিয়ে রিজওয়ান বলেন, ‘ব্যক্তিগতভাবে বাঁহাতি স্পিনার তানভীর ইসলামের পারফরম্যান্সকে ওপরের দিকে রাখতে চাই। সে অনেক ভালো। দলের আরও অনেকে আছে। তারা শুধু আমার কাছ থেকে নয়, সবার কাছ থেকেই শিখতে চায়

 

 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

মানিকগঞ্জে রাতের আঁধারে স্থানান্তর করা বিদ্যালয় ভবন পরিদর্শনে কর্মকর্তারা

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত