নিজস্ব প্রতিবেদক
ঢাকা: এক সপ্তাহ আগে জিম্বাবুয়েতে কঠোর লকডাউনে সব ধরনের খেলা বন্ধ হয়ে গেলে শঙ্কা জেগেছিল বাংলাদেশ দলের সফর নিয়েও। শঙ্কার সেই কালো মেঘ কেটে গেছে আগেই। কাল বাংলাদেশ দলের চূড়ান্ত সফরসূচিও ঘোষণা করেছে জিম্বাবুয়ে ক্রিকেট।
বিশ্বকাপের সুপার লিগের অংশ হিসেবে জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে তামিম ইকবালের দল। সফরে একটি টেস্ট ও তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজেও অংশ নেবে দুই দল। সফরের সব ম্যাচই হবে হারারে স্পোর্টস ক্লাব মাঠে।
ঢাকা প্রিমিয়ার লিগ শেষে বাংলাদেশ দল ২৯ জুন রাতে জিম্বাবুয়ের উদ্দেশে রওনা দেবে। ৭ জুলাই শুরু হবে সিরিজের একমাত্র টেস্ট। এর আগে দুই দিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ দল।
টেস্ট সিরিজ শেষে ১৬ জুলাই থেকে শুরু হবে ওয়ানডে সিরিজ। এর আগে নিজেদের মধ্যে একটি এক দিনের প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ দল। সিরিজের বাকি দুই ওয়ানডে ১৮ ও ২০ জুলাই। ওয়ানডে সিরিজের পর ২৩ জুলাই তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটি। দ্বিতীয় ও তৃতীয় টি–টোয়েন্টি ২৫ ও ২৭ জুলাই।
মহামারি করোনার কারণে এই সিরিজও জৈব সুরক্ষাবলয়ে হবে। জিম্বাবুয়ে সরকারের বিশেষ অনুমতি নিয়ে আয়োজন করা এই সিরিজেও থাকবে না মাঠে দর্শক প্রবেশের অনুমতি।
তবে বিসিবির সূত্র জানিয়েছে, কোয়ারেন্টিনের মানসিক ধকল এই সিরিজে সেভাবে সহ্য করতে হবে না সাকিব–তামিমদের। জিম্বাবুয়েতে মাত্র এক দিনের কোয়ারেন্টিন শেষে ‘মুক্তি’ পাবেন ক্রিকেটাররা।
বাংলাদেশ দলের জিম্বাবুয়ে সফরসূচি:
একমাত্র টেস্ট: ৭-১১ জুলাই, দুপুর ১.৩০টা
প্রথম ওয়ানডে: ১৬ জুলাই, দুপুর ১.৩০টা
দ্বিতীয় ওয়ানডে: ১৮ জুলাই, দুপুর ১.৩০টা
তৃতীয় ওয়ানডে: ২০ জুলাই, দুপুর ১.৩০টা
প্রথম টি-টোয়েন্টি: ২৩ জুলাই, বিকেল ৪.৩০টা
দ্বিতীয় টি-টোয়েন্টি: ২৫ জুলাই, বিকেল ৪.৩০টা
তৃতীয় টি-টোয়েন্টি: ২৭ জুলাই, বিকেল ৪.৩০টা
ঢাকা: এক সপ্তাহ আগে জিম্বাবুয়েতে কঠোর লকডাউনে সব ধরনের খেলা বন্ধ হয়ে গেলে শঙ্কা জেগেছিল বাংলাদেশ দলের সফর নিয়েও। শঙ্কার সেই কালো মেঘ কেটে গেছে আগেই। কাল বাংলাদেশ দলের চূড়ান্ত সফরসূচিও ঘোষণা করেছে জিম্বাবুয়ে ক্রিকেট।
বিশ্বকাপের সুপার লিগের অংশ হিসেবে জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে তামিম ইকবালের দল। সফরে একটি টেস্ট ও তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজেও অংশ নেবে দুই দল। সফরের সব ম্যাচই হবে হারারে স্পোর্টস ক্লাব মাঠে।
ঢাকা প্রিমিয়ার লিগ শেষে বাংলাদেশ দল ২৯ জুন রাতে জিম্বাবুয়ের উদ্দেশে রওনা দেবে। ৭ জুলাই শুরু হবে সিরিজের একমাত্র টেস্ট। এর আগে দুই দিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ দল।
টেস্ট সিরিজ শেষে ১৬ জুলাই থেকে শুরু হবে ওয়ানডে সিরিজ। এর আগে নিজেদের মধ্যে একটি এক দিনের প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ দল। সিরিজের বাকি দুই ওয়ানডে ১৮ ও ২০ জুলাই। ওয়ানডে সিরিজের পর ২৩ জুলাই তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটি। দ্বিতীয় ও তৃতীয় টি–টোয়েন্টি ২৫ ও ২৭ জুলাই।
মহামারি করোনার কারণে এই সিরিজও জৈব সুরক্ষাবলয়ে হবে। জিম্বাবুয়ে সরকারের বিশেষ অনুমতি নিয়ে আয়োজন করা এই সিরিজেও থাকবে না মাঠে দর্শক প্রবেশের অনুমতি।
তবে বিসিবির সূত্র জানিয়েছে, কোয়ারেন্টিনের মানসিক ধকল এই সিরিজে সেভাবে সহ্য করতে হবে না সাকিব–তামিমদের। জিম্বাবুয়েতে মাত্র এক দিনের কোয়ারেন্টিন শেষে ‘মুক্তি’ পাবেন ক্রিকেটাররা।
বাংলাদেশ দলের জিম্বাবুয়ে সফরসূচি:
একমাত্র টেস্ট: ৭-১১ জুলাই, দুপুর ১.৩০টা
প্রথম ওয়ানডে: ১৬ জুলাই, দুপুর ১.৩০টা
দ্বিতীয় ওয়ানডে: ১৮ জুলাই, দুপুর ১.৩০টা
তৃতীয় ওয়ানডে: ২০ জুলাই, দুপুর ১.৩০টা
প্রথম টি-টোয়েন্টি: ২৩ জুলাই, বিকেল ৪.৩০টা
দ্বিতীয় টি-টোয়েন্টি: ২৫ জুলাই, বিকেল ৪.৩০টা
তৃতীয় টি-টোয়েন্টি: ২৭ জুলাই, বিকেল ৪.৩০টা
নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১২ ঘণ্টা আগে২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১৪ ঘণ্টা আগেযে দুটি ফ্র্যাঞ্চাইজি সবশেষ বাংলাদেশ প্রিমিয়ার লিগকে (বিপিএল) বিতর্কিত করেছে, তার একটি চিটাগং কিংস। কিছুদিন আগে চিটাগংকে পাওনা ৪৬ কোটি টাকা চেয়ে আইনি নোটিশ পাঠিয়েছে বিসিবি। ফ্র্যাঞ্চাইজিটির স্বত্বাধিকারী সামির কাদের চৌধুরী মনে করেন, বিপিএলকে তাঁরা বিতর্কিত করেননি, করেছে খোদ বিসিবি!
১৫ ঘণ্টা আগেফিফার সবশেষ প্রকাশিত র্যাঙ্কিংয়ে বড় চমক দেখিয়েছে বাংলাদেশ নারী ফুটবল দল। ২৪ ধাপ উন্নতি করে উঠে এসেছে ১০৪ নম্বরে। আর কোনো দলই এতটা বড় লাফ দিতে পারেনি। উন্নতির এই ধারা বজায় রাখতে চান কোচ পিটার বাটলার। বাংলাদেশকে সেরা ১০০ দলের ভেতর রাখতে কাজ চালিয়ে যাবেন তিনি।
১৬ ঘণ্টা আগে