Ajker Patrika

বাংলাদেশ দলের জিম্বাবুয়ে সফরের সূচি ঘোষণা

নিজস্ব প্রতিবেদক
আপডেট : ২৪ জুন ২০২১, ১৩: ৪৪
বাংলাদেশ দলের জিম্বাবুয়ে সফরের সূচি ঘোষণা

ঢাকা: এক সপ্তাহ আগে জিম্বাবুয়েতে কঠোর লকডাউনে সব ধরনের খেলা বন্ধ হয়ে গেলে শঙ্কা জেগেছিল বাংলাদেশ দলের সফর নিয়েও। শঙ্কার সেই কালো মেঘ কেটে গেছে আগেই। কাল বাংলাদেশ দলের চূড়ান্ত সফরসূচিও ঘোষণা করেছে জিম্বাবুয়ে ক্রিকেট।

বিশ্বকাপের সুপার লিগের অংশ হিসেবে জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে তামিম ইকবালের দল। সফরে একটি টেস্ট ও তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজেও অংশ নেবে দুই দল। সফরের সব ম্যাচই হবে হারারে স্পোর্টস ক্লাব মাঠে।

ঢাকা প্রিমিয়ার লিগ শেষে বাংলাদেশ দল ২৯ জুন রাতে জিম্বাবুয়ের উদ্দেশে রওনা দেবে। ৭ জুলাই শুরু হবে সিরিজের একমাত্র টেস্ট। এর আগে দুই দিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ দল।

টেস্ট সিরিজ শেষে ১৬ জুলাই থেকে শুরু হবে ওয়ানডে সিরিজ। এর আগে নিজেদের মধ্যে একটি এক দিনের প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ দল। সিরিজের বাকি দুই ওয়ানডে ১৮ ও ২০ জুলাই। ওয়ানডে সিরিজের পর ২৩ জুলাই তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটি। দ্বিতীয় ও তৃতীয় টি–টোয়েন্টি ২৫ ও ২৭ জুলাই।

মহামারি করোনার কারণে এই সিরিজও জৈব সুরক্ষাবলয়ে হবে। জিম্বাবুয়ে সরকারের বিশেষ অনুমতি নিয়ে আয়োজন করা এই সিরিজেও থাকবে না মাঠে দর্শক প্রবেশের অনুমতি।

তবে বিসিবির সূত্র জানিয়েছে, কোয়ারেন্টিনের মানসিক ধকল এই সিরিজে সেভাবে সহ্য করতে হবে না সাকিব–তামিমদের। জিম্বাবুয়েতে মাত্র এক দিনের কোয়ারেন্টিন শেষে ‘মুক্তি’ পাবেন ক্রিকেটাররা।

বাংলাদেশ দলের জিম্বাবুয়ে সফরসূচি: 

একমাত্র টেস্ট: ৭-১১ জুলাই, দুপুর ১.৩০টা

প্রথম ওয়ানডে: ১৬ জুলাই, দুপুর ১.৩০টা
দ্বিতীয় ওয়ানডে: ১৮ জুলাই, দুপুর ১.৩০টা
তৃতীয় ওয়ানডে: ২০ জুলাই, দুপুর ১.৩০টা

প্রথম টি-টোয়েন্টি: ২৩ জুলাই, বিকেল ৪.৩০টা
দ্বিতীয় টি-টোয়েন্টি: ২৫ জুলাই, বিকেল ৪.৩০টা
তৃতীয় টি-টোয়েন্টি: ২৭ জুলাই, বিকেল ৪.৩০টা

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘বিচারপতি খায়রুলকে হাতকড়া পরানো মানে পুরো বিচার বিভাগকে হাতকড়া পরানো’

মোবাইলে সর্বত্র ইন্টারনেট সংযোগ দেবে স্টারলিংকের ডাইরেক্ট-টু-সেল

কোথাও ঘুরতে ইচ্ছা করলে আমাকে জানাবে—ছাত্রীকে খুবি অধ্যাপক

আগামী সপ্তাহের মধ্যে ৫ ইসলামী ব্যাংক একীভূত করার প্রক্রিয়া শুরু: গভর্নর

মৌচাকে হাসপাতালের পার্কিংয়ে প্রাইভেট কার থেকে উদ্ধার দুই মরদেহের পরিচয় মিলেছে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত