ক্রীড়া ডেস্ক
লাহোর থেকে মাউন্ট মঙ্গানুই-গুগল ম্যাপসের হিসেবে দূরত্ব প্রায় ১৩ হাজার কিলোমিটার। মাঝে কেটে গেছে ৪৭ বছর। দীর্ঘ এই সময়ে কত রেকর্ড ভাঙা-গড়ার খেলা হয়েছে। পাকিস্তানি কিংবদন্তি মুদাসসর নজারের বহু পুরোনো এক রেকর্ড প্রায় ভেঙেই গিয়েছিল আজ।
লাল বলের ক্রিকেটে মাটি আঁকড়ে কীভাবে পড়ে থাকতে হয়, সেটা আজ নতুন করে দেখালেন জিৎ রাভাল। বে ওভালের মাউন্ট মঙ্গানুইয়ে ৫৫১ মিনিটে সেঞ্চুরি করেছেন রাভাল। নিউজিল্যান্ডের ঘরোয়া প্রথম শ্রেণির ক্রিকেট প্লাঙ্কেট শিল্ডে নর্দার্ন ডিসট্রিক্টসের হয়ে এমন ধৈর্যের পরিচয় দিয়েছেন তিনি। ম্যাচের চতুর্থ দিনে আজ সেন্ট্রাল ডিসট্রিক্টসের বিপক্ষে করেছেন কিউই এই ক্রিকেটার। সময়ের হিসেবে প্রথম শ্রেণির ক্রিকেটে মন্থরতম সেঞ্চুরির তালিকায় এটা তৃতীয়। সবার ওপরে এখনো আছে নজারের সেই রেকর্ড। ১৯৭৭ সালে লাহোরে ইংল্যান্ডের বিপক্ষে ৫৫৭ মিনিটে তিন অঙ্ক ছুঁয়েছিলেন পাকিস্তানি কিংবদন্তি।
রাভাল ৫৫১ মিনিটের ম্যারাথন ইনিংসের শুরুটা করেছিলেন ৮ ডিসেম্বর শেষ বিকেলে। সেন্ট্রাল ডিসট্রিক্টসের বিপক্ষে দ্বিতীয় ইনিংসে তিনি ৫৮৯ মিনিট ব্যাটিং করেছেন। ৩৯৬ বলে ১০৭ রান করে আউট হয়েছেন এই বাঁহাতি ব্যাটার। ১০ চার মেরেছেন তিনি। সেন্ট্রাল ডিসট্রিক্টস-নর্দান ডিসট্রিক্টস ম্যাচ শেষ পর্যন্ত ড্র হয়েছে। নর্দার্ন প্রথম ইনিংসে ২০৪ রানে অলআউট হয়েছে। এরপর সেন্ট্রাল তাদের প্রথম ইনিংসে সব উইকেট হারিয়ে করেছে ৩৯১ রান। ১৮৭ রানে পিছিয়ে থাকা নর্দার্ন দ্বিতীয় ইনিংসে ৭ উইকেটে ৩৬২ রান করতেই শেষ হয়ে যায় ম্যাচ।
আন্তর্জাতিক ক্রিকেটে রাভাল সবশেষ ম্যাচ খেলেছেন ২০২০-এর জানুয়ারিতে। সিডনিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে সেই টেস্টে ৪৩ রান করেছিলেন তিনি। নিউজিল্যান্ডের জার্সিতে কেবল তিনি ২৪ টেস্ট খেলেন। ৩০.০৭ গড়ে করেন ১১৪৩ রান। ১ সেঞ্চুরির পাশাপাশি করেন ৭ ফিফটি।
রাভাল ও নজারের মাঝে আছেন সাদাগোপান রমেশ। ৫৫৬ মিনিটে সেঞ্চুরি করে প্রথম শ্রেণির ক্রিকেটে মন্থরতম সেঞ্চুরির তালিকায় রমেশ আছেন তিনে। ২০০১ সালে চেন্নাইয়ে কেরালার বিপক্ষে সেঞ্চুরি করে এমন ধৈর্যের পরিচয় দিয়েছেন তিনি। রমেশ খেলেন তামিলনাড়ুর হয়ে।
দল | মিনিট | প্রতিপক্ষ | ভেন্যু | সাল |
---|---|---|---|---|
মুদাসসর নজার পাকিস্তান | ৫৫৭ | ইংল্যান্ড | লাহোর | ১৯৭৭ |
সাদাগোপান রমেশ তামিলনাড়ু | ৫৫৬ | কেলারা | চেন্নাই | ২০০১ |
জিৎ রাভাল নর্দার্ন ডিসট্রিক্টস | ৫৫১ | সেন্ট্রাল ডিসট্রিক্টস | মাউন্ট মঙ্গানুই | ২০২৪ |
প্রশান্ত মহাপাত্র উড়িষ্যা | ৫৫০ | বেঙ্গল | বাড়িপাড়া | ১৯৯৫ |
জ্যাকি ম্যাকগ্লু দক্ষিণ আফ্রিকা | ৫৪৫ | অস্ট্রেলিয়া | ডারবান | ১৯৫৮ |
লাহোর থেকে মাউন্ট মঙ্গানুই-গুগল ম্যাপসের হিসেবে দূরত্ব প্রায় ১৩ হাজার কিলোমিটার। মাঝে কেটে গেছে ৪৭ বছর। দীর্ঘ এই সময়ে কত রেকর্ড ভাঙা-গড়ার খেলা হয়েছে। পাকিস্তানি কিংবদন্তি মুদাসসর নজারের বহু পুরোনো এক রেকর্ড প্রায় ভেঙেই গিয়েছিল আজ।
লাল বলের ক্রিকেটে মাটি আঁকড়ে কীভাবে পড়ে থাকতে হয়, সেটা আজ নতুন করে দেখালেন জিৎ রাভাল। বে ওভালের মাউন্ট মঙ্গানুইয়ে ৫৫১ মিনিটে সেঞ্চুরি করেছেন রাভাল। নিউজিল্যান্ডের ঘরোয়া প্রথম শ্রেণির ক্রিকেট প্লাঙ্কেট শিল্ডে নর্দার্ন ডিসট্রিক্টসের হয়ে এমন ধৈর্যের পরিচয় দিয়েছেন তিনি। ম্যাচের চতুর্থ দিনে আজ সেন্ট্রাল ডিসট্রিক্টসের বিপক্ষে করেছেন কিউই এই ক্রিকেটার। সময়ের হিসেবে প্রথম শ্রেণির ক্রিকেটে মন্থরতম সেঞ্চুরির তালিকায় এটা তৃতীয়। সবার ওপরে এখনো আছে নজারের সেই রেকর্ড। ১৯৭৭ সালে লাহোরে ইংল্যান্ডের বিপক্ষে ৫৫৭ মিনিটে তিন অঙ্ক ছুঁয়েছিলেন পাকিস্তানি কিংবদন্তি।
রাভাল ৫৫১ মিনিটের ম্যারাথন ইনিংসের শুরুটা করেছিলেন ৮ ডিসেম্বর শেষ বিকেলে। সেন্ট্রাল ডিসট্রিক্টসের বিপক্ষে দ্বিতীয় ইনিংসে তিনি ৫৮৯ মিনিট ব্যাটিং করেছেন। ৩৯৬ বলে ১০৭ রান করে আউট হয়েছেন এই বাঁহাতি ব্যাটার। ১০ চার মেরেছেন তিনি। সেন্ট্রাল ডিসট্রিক্টস-নর্দান ডিসট্রিক্টস ম্যাচ শেষ পর্যন্ত ড্র হয়েছে। নর্দার্ন প্রথম ইনিংসে ২০৪ রানে অলআউট হয়েছে। এরপর সেন্ট্রাল তাদের প্রথম ইনিংসে সব উইকেট হারিয়ে করেছে ৩৯১ রান। ১৮৭ রানে পিছিয়ে থাকা নর্দার্ন দ্বিতীয় ইনিংসে ৭ উইকেটে ৩৬২ রান করতেই শেষ হয়ে যায় ম্যাচ।
আন্তর্জাতিক ক্রিকেটে রাভাল সবশেষ ম্যাচ খেলেছেন ২০২০-এর জানুয়ারিতে। সিডনিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে সেই টেস্টে ৪৩ রান করেছিলেন তিনি। নিউজিল্যান্ডের জার্সিতে কেবল তিনি ২৪ টেস্ট খেলেন। ৩০.০৭ গড়ে করেন ১১৪৩ রান। ১ সেঞ্চুরির পাশাপাশি করেন ৭ ফিফটি।
রাভাল ও নজারের মাঝে আছেন সাদাগোপান রমেশ। ৫৫৬ মিনিটে সেঞ্চুরি করে প্রথম শ্রেণির ক্রিকেটে মন্থরতম সেঞ্চুরির তালিকায় রমেশ আছেন তিনে। ২০০১ সালে চেন্নাইয়ে কেরালার বিপক্ষে সেঞ্চুরি করে এমন ধৈর্যের পরিচয় দিয়েছেন তিনি। রমেশ খেলেন তামিলনাড়ুর হয়ে।
দল | মিনিট | প্রতিপক্ষ | ভেন্যু | সাল |
---|---|---|---|---|
মুদাসসর নজার পাকিস্তান | ৫৫৭ | ইংল্যান্ড | লাহোর | ১৯৭৭ |
সাদাগোপান রমেশ তামিলনাড়ু | ৫৫৬ | কেলারা | চেন্নাই | ২০০১ |
জিৎ রাভাল নর্দার্ন ডিসট্রিক্টস | ৫৫১ | সেন্ট্রাল ডিসট্রিক্টস | মাউন্ট মঙ্গানুই | ২০২৪ |
প্রশান্ত মহাপাত্র উড়িষ্যা | ৫৫০ | বেঙ্গল | বাড়িপাড়া | ১৯৯৫ |
জ্যাকি ম্যাকগ্লু দক্ষিণ আফ্রিকা | ৫৪৫ | অস্ট্রেলিয়া | ডারবান | ১৯৫৮ |
গ্লেন ম্যাক্সওয়েলকে নিয়ে শঙ্কাটা গতকালই তৈরি হয় চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে। চেন্নাই সুপার কিংসের বিপক্ষে টসের সময় পাঞ্জাব কিংসের অধিনায়ক শ্রেয়াস আইয়ার উল্লেখ করেছিলেন ম্যাক্সওয়েলের আঙুলে চিড় ধরার কথা। শেষ পর্যন্ত সেটাই সত্যি হলো।
৯ মিনিট আগেবাংলাদেশি পাসপোর্ট এখনো হাতে পাননি প্রবাসী ফুটবলার সমিত সোম। কিন্তু এর আগেই কানাডিয়ান সকার অ্যাসোসিয়েশনের কাছ থেকে ছাড়পত্র পেয়ে গেলেন তিনি।
২০ মিনিট আগেমার্চে সৌদি আরবের ক্যাম্প শেষে প্রবাসী ফুটবলার ফাহামিদুল ইসলাম জাতীয় দল থেকে বাদ পড়াটা এক রহস্যই বটে। পর্যাপ্ত গেমটাইম না থাকায় কোচ হাভিয়ের কাবরেরা তাঁকে ভারতের বিপক্ষে ম্যাচের মূল দলে রাখেননি। তবে গুঞ্জন ওঠে গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণের সঙ্গে বাদানুবাদের কারণে দল থেকে বাদ পড়েন ফাহামিদুল।
১ ঘণ্টা আগেজিম্বাবুয়েকে ডাকুন, সব সমস্যার সমাধান হয়ে যাবে—বাংলাদেশ ক্রিকেটের বাজে সময়ে অনেকেই মজা করে এমনটা বলেন। এবারও সেটার ব্যতিক্রম হয়নি। ফেব্রুয়ারি-মার্চে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে ভরাডুবির এক মাস পর জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলেছে বাংলাদেশ। সিরিজটি গতকাল শেষ হয়েছে ১-১ সমতায়।
১ ঘণ্টা আগে