ক্রীড়া ডেস্ক
বিশ্ব ক্রিকেটে ভারতের গত এক দশকে আধিপত্য বেড়েছে। মাঝেমধ্যে বৈশ্বিক ইভেন্টে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) থেকেও ভারতের সুবিধামত ভেন্যু, সূচি ঠিক করে দেওয়া হয়। তবে ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফিতে ম্যাচ কর্মকর্তাদের তালিকায় নেই ভারতের কেউ। যদিও ভারতের এক আম্পায়ারকে টুর্নামেন্টে চেয়েছিল ক্রিকেটের অভিভাবক সংস্থা।
আইসিসি গতকাল এক বিজ্ঞপ্তিতে চ্যাম্পিয়নস ট্রফির ১৫ সদস্যের ম্যাচ কর্মকর্তাদের তালিকা প্রকাশ করেছে। যাদের মধ্যে রয়েছেন ১২ আম্পায়ার ও ৩ ম্যাচ রেফারি। শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত, কুমার ধর্মসেনা, রিচার্ড কেটেলবোরো, অ্যান্ডি পাইক্রফট, ডেভিড বুনরা থাকলেও ১৫ জনের তালিকায় ভারতের কারও জায়গা হয়নি। আইসিসির এলিট প্যানেলে থাকা ভারতীয় আম্পায়ার নিতিন মেনন টুর্নামেন্টে থাকতে পারছেন না ব্যক্তিগত কারণে। সংবাদ সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়াকে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) এক সূত্র বলেন, ‘আইসিসি তাকে (মেনন) চেয়েছিল চ্যাম্পিয়নস ট্রফিতে। তবে তিনি পাকিস্তানে যেতে চাননি ব্যক্তিগত কারণে।’
হাইব্রিড মডেলে পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাতে হচ্ছে ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফিতে। ভারতীয় ক্রিকেট দল টুর্নামেন্টে তাদের ম্যাচগুলো খেলবে দুবাইয়ে। আইসিসির নিরপেক্ষ আম্পায়ার নীতি অনুসরণ করে বলে দুবাইয়ে ম্যাচ পরিচালনার সুযোগ নেই। আইসিসির এলিট প্যানেলের আম্পায়ারে মেননই একমাত্র ভারতীয়।
মেনন যেমন চ্যাম্পিয়নস ট্রফির আম্পায়ারিংয়ে নেই, জাভাগল শ্রীনাথের অভিজ্ঞর নামও নেই ম্যাচ রেফারির তালিকায়। শ্রীনাথের না থাকার ব্যাপারে টাইমস অব ইন্ডিয়া আজ একটি প্রতিবেদন প্রকাশ করেছে। নাগপুর থেকে ভারতীয় সংবাদমাধ্যমকে তিনি বলেন, ‘হ্যাঁ, আমি ছুটি চেয়েছিলাম। যেহেতু গত বছরের নভেম্বর, ডিসেম্বর থেকে শুরু করে এ বছরের জানুয়ারি পর্যন্ত বাড়ির বাইরে ছিলাম।’
বাংলাদেশ সময় আজ বেলা ২টায় নাগপুরে শুরু হচ্ছে ভারত-ইংল্যান্ড সিরিজের প্রথম ওয়ানডে। এই ম্যাচ হতে যাচ্ছে ম্যাচ রেফারি হিসেবে শ্রীনাথের ২৭২ ওয়ানডে। আইসিসির এলিট প্যানেল ম্যাচ রেফারিতে তিনিই একমাত্র ভারতীয়।
১৯ ফেব্রুয়ারি করাচিতে পাকিস্তান-নিউজিল্যান্ড ম্যাচ দিয়ে শুরু হচ্ছে চ্যাম্পিয়নস ট্রফি। ৮ দলের টুর্নামেন্টের ফাইনাল হবে ৯ মার্চ। সবশেষ ২০১৭ সালে আয়োজিত চ্যাম্পিয়নস ট্রফিতে শিরোপা জিতেছিল পাকিস্তান। ৮ বছর আগে লন্ডনের ওভালে অনুষ্ঠিত ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতকে ১৮০ রানে হারিয়েছিল পাকিস্তান।
বিশ্ব ক্রিকেটে ভারতের গত এক দশকে আধিপত্য বেড়েছে। মাঝেমধ্যে বৈশ্বিক ইভেন্টে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) থেকেও ভারতের সুবিধামত ভেন্যু, সূচি ঠিক করে দেওয়া হয়। তবে ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফিতে ম্যাচ কর্মকর্তাদের তালিকায় নেই ভারতের কেউ। যদিও ভারতের এক আম্পায়ারকে টুর্নামেন্টে চেয়েছিল ক্রিকেটের অভিভাবক সংস্থা।
আইসিসি গতকাল এক বিজ্ঞপ্তিতে চ্যাম্পিয়নস ট্রফির ১৫ সদস্যের ম্যাচ কর্মকর্তাদের তালিকা প্রকাশ করেছে। যাদের মধ্যে রয়েছেন ১২ আম্পায়ার ও ৩ ম্যাচ রেফারি। শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত, কুমার ধর্মসেনা, রিচার্ড কেটেলবোরো, অ্যান্ডি পাইক্রফট, ডেভিড বুনরা থাকলেও ১৫ জনের তালিকায় ভারতের কারও জায়গা হয়নি। আইসিসির এলিট প্যানেলে থাকা ভারতীয় আম্পায়ার নিতিন মেনন টুর্নামেন্টে থাকতে পারছেন না ব্যক্তিগত কারণে। সংবাদ সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়াকে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) এক সূত্র বলেন, ‘আইসিসি তাকে (মেনন) চেয়েছিল চ্যাম্পিয়নস ট্রফিতে। তবে তিনি পাকিস্তানে যেতে চাননি ব্যক্তিগত কারণে।’
হাইব্রিড মডেলে পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাতে হচ্ছে ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফিতে। ভারতীয় ক্রিকেট দল টুর্নামেন্টে তাদের ম্যাচগুলো খেলবে দুবাইয়ে। আইসিসির নিরপেক্ষ আম্পায়ার নীতি অনুসরণ করে বলে দুবাইয়ে ম্যাচ পরিচালনার সুযোগ নেই। আইসিসির এলিট প্যানেলের আম্পায়ারে মেননই একমাত্র ভারতীয়।
মেনন যেমন চ্যাম্পিয়নস ট্রফির আম্পায়ারিংয়ে নেই, জাভাগল শ্রীনাথের অভিজ্ঞর নামও নেই ম্যাচ রেফারির তালিকায়। শ্রীনাথের না থাকার ব্যাপারে টাইমস অব ইন্ডিয়া আজ একটি প্রতিবেদন প্রকাশ করেছে। নাগপুর থেকে ভারতীয় সংবাদমাধ্যমকে তিনি বলেন, ‘হ্যাঁ, আমি ছুটি চেয়েছিলাম। যেহেতু গত বছরের নভেম্বর, ডিসেম্বর থেকে শুরু করে এ বছরের জানুয়ারি পর্যন্ত বাড়ির বাইরে ছিলাম।’
বাংলাদেশ সময় আজ বেলা ২টায় নাগপুরে শুরু হচ্ছে ভারত-ইংল্যান্ড সিরিজের প্রথম ওয়ানডে। এই ম্যাচ হতে যাচ্ছে ম্যাচ রেফারি হিসেবে শ্রীনাথের ২৭২ ওয়ানডে। আইসিসির এলিট প্যানেল ম্যাচ রেফারিতে তিনিই একমাত্র ভারতীয়।
১৯ ফেব্রুয়ারি করাচিতে পাকিস্তান-নিউজিল্যান্ড ম্যাচ দিয়ে শুরু হচ্ছে চ্যাম্পিয়নস ট্রফি। ৮ দলের টুর্নামেন্টের ফাইনাল হবে ৯ মার্চ। সবশেষ ২০১৭ সালে আয়োজিত চ্যাম্পিয়নস ট্রফিতে শিরোপা জিতেছিল পাকিস্তান। ৮ বছর আগে লন্ডনের ওভালে অনুষ্ঠিত ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতকে ১৮০ রানে হারিয়েছিল পাকিস্তান।
ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) সাকিব আল হাসান ফিরলেন তিন বছর পর। কিন্তু দীর্ঘদিন পর ওয়েস্ট ইন্ডিজের এই ফ্র্যাঞ্চাইজি লিগে ফিরেও রাঙাতে পারলেন না তিনি। ব্যাটিং-বোলিং কোথাও তিনি পারফরম্যান্সের ছাপ রাখতে পারেননি। এমনকি বাংলাদেশের অলরাউন্ডার মেজাজও হারিয়েছেন তাঁর সিপিএলে ফেরার দিনে।
২৯ মিনিট আগেশেষ হতে চলেছে চলতি বছরে বিসিবির হাইপারফরম্যান্স (এইচপি) দলের ক্যাম্প। ক্যাম্প ঠিকঠাক আয়োজনে যথেষ্ট ব্যয় ও সুযোগ-সুবিধা দেওয়ার ক্ষেত্রে বিসিবির কৃপণতা নেই। কিন্তু দীর্ঘ ক্যাম্প শেষে লক্ষ্য কতটা পূরণ হলো এইচপির, সে প্রশ্ন এসে যাচ্ছে।
১ ঘণ্টা আগেঅনূর্ধ্ব-১৭ মেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বাংলাদেশ। তাই আরও একটি অনূর্ধ্ব-১৭ মেয়েদের সাফ খেলতে যাওয়ার আগে শিরোপা ধরে রাখার কথাই বললেন বাংলাদেশ দলের অধিনায়ক অর্পিতা বিশ্বাস। ঢাকায় আজ সংবাদ সম্মেলনে অর্পিতা বললেন, ‘আপনাদের আমরা একটি ভালো টুর্নামেন্ট উপহার দিতে চাই।
১২ ঘণ্টা আগেবাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও বিপিএলের ফ্র্যাঞ্চাইজি চিটাগং কিংসের মধ্যে দীর্ঘদিনের টানাপোড়েন এখন চরমে। সমঝোতার সব দরজা বন্ধ হয়ে যাওয়ায় বিসিবি ফ্র্যাঞ্চাইজিটির সঙ্গে চুক্তি বাতিল করেছে। চিটাগং কিংসের স্বত্বাধিকারী প্রতিষ্ঠান এস. কিউ. স্পোর্টস এন্টারপ্রাইজ লিমিটেডের কাছে বিসিবির পাওনা ৩৭ লাখ ৮২
১৪ ঘণ্টা আগে