Ajker Patrika

ভারতীয় অধিনায়কের কথার ধরন নিয়ে প্রশ্ন বাংলাদেশি অধিনায়কের

আপডেট : ২২ জুলাই ২০২৩, ২২: ০২
ভারতীয় অধিনায়কের কথার ধরন নিয়ে প্রশ্ন বাংলাদেশি অধিনায়কের

ম্যাচ শেষেও উত্তেজনা থামল না। শ্বাসরুদ্ধকর টাইয়ের পর উত্তেজনার মাত্রা আরও বাড়িয়ে দেন হারমানপ্রীত কৌর। জেতা ম্যাচ হাত ফসকে যাওয়ায় আম্পায়ারের ওপর ক্ষোভ ঝেড়েছেন ভারতীয় অধিনায়ক। হারমানপ্রীত জানিয়েছেন, এমন আম্পায়ারিংয়ে তিনি বিস্মিত। 

হারমানপ্রীতের এমন ক্ষুব্ধ আচরণ নিয়ে জানতে চাওয়া হয়েছিল বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির কাছে। ভারতীয় অধিনায়কের কথার ধরন নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। জ্যোতি জানিয়েছেন, হারমানপ্রীত কথাটা আরেকটু ভালোভাবে বলতে পারতেন। ম্যাচ শেষে তিনি বলেন, ‘আমি এটা পুরোপুরি বলব, ও (হারমানপ্রীত) যেটা বলেছে সেটা ওরই। সেটা আমাদের কোনো কিছু না। আমার মনে হয়, ক্রিকেটার হিসেবে ও আরেকটু ভালোভাবে বলতে পারত। যেটা আমার কাছে মনে হয়, ও যা করেছে সেটা ওর ব্যাপার। এটা নিয়ে আমার কথা বলা উচিত হবে না।’ 

আম্পায়ার নিয়ে ম্যাচ শেষে হারমানপ্রীত বলেছেন, ‘আমি মনে করি, অনেক কিছু শেখার ছিল এই ম্যাচ থেকে, ক্রিকেট ছাড়াও। যে মানের আম্পায়ারিং হয়েছে তাতে আমরা খুবই বিস্মিত। কিন্তু...আমরা সামনে যখন বাংলাদেশে আসব, নিশ্চিত করে আসতে হবে—এই ধরনের আম্পায়ারিংয়ের মুখোমুখি হতে হবে। ঠিক সেভাবেই আমাদের খেলতে হবে।’ 

ম্যাচের শুরু থেকে শেষ পর্যন্ত বাঁক বদলের গল্প ছিল। স্মৃতি মান্ধানার ক্যাচ মিসের পর ম্যাচ ভারতের অনুকূলে ছিল। কিন্তু ৪০ ওভারের পরে ভারতের দ্রুত কয়েকটি উইকেট তুলে নিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় বাংলাদেশ। দশম উইকেটে ভারতের যখন জয়ের জন্য ৯ রান দরকার, ১১ নম্বরে নামা মেঘনা সিং ৪ মেরে ম্যাচটিকে আরও রোমাঞ্চকর করে তোলেন। কিন্তু ৪৯ ওভারের দ্বিতীয় বলে জেমিমা রদ্রিগেজ ১ রান নিয়ে ম্যাচ ড্র করলেও তৃতীয় বলে মেঘনাকে ফিরিয়ে ম্যাচ টাই করে জ্যোতিরা। এতে করে সিরিজ ড্র হয় ১-১ ব্যবধানে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

মানিকগঞ্জে রাতের আঁধারে স্থানান্তর করা বিদ্যালয় ভবন পরিদর্শনে কর্মকর্তারা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত