গোল উৎসব সেরে বুন্দেসলিগা জয়ের আরও কাছে চলে এসেছে বায়ার্ন মিউনিখ। আজ নিজেদের মাঠ অ্যালিয়েঞ্জ অ্যারেনায় শালকে জিরো ফোরকে ৬-০ গোলে উড়িয়ে দিয়েছে টমাস টুখেলের দল। জোড়া গোল করেছেন সের্জ নাব্রি। দুটিই দ্বিতীয়ার্ধে।
এ নিয়ে টানা তিন জয়ে লিগের শীর্ষস্থান আরও মজবুত করল বায়ার্ন। ৩২ ম্যাচে তাদের পয়েন্ট ৬৮। গত ১০ বারের লিগ চ্যাম্পিয়ন তারা। তবে এবার বাভারিয়ানদের চোখ রাঙাচ্ছে তাদের চিরপ্রতিদ্বন্দ্বী বরুসিয়া ডর্টমুন্ড। আজ নিজেদের মাঠে মনশেনগ্লাডবাচের বিপক্ষে জিতলে পয়েন্ট ব্যবধানটা আবারও ১-এ নিয়ে আসবে এডিন টারজিচের দল। ডর্টমুন্ড সর্বশেষ লিগ জিতেছে ২০১১-১২ মৌসুমে। শিরোপা খরা কাটানার জন্য এবার নিজেদের বাকি ম্যাচগুলোতে তাদের জিততে তো হবেই, বায়ার্নের পরের দুই ম্যাচের অন্তত একটিতে হলও ড্র বা হার কামনা করতে হবে মার্কো রয়েসদের।
ইংলিশ প্রিমিয়ার লিগে এক ম্যাচ পর জয়ে ফিরেছে ম্যানচেস্টার ইউনাইটেড। অ্যান্থনি মার্শাল ও আলেহান্দ্রো গার্নাচোর গোলে নিজেদের মাঠ ওল্ড ট্রাফোর্ডে উলভারহ্যাম্পটনকে ২-০ গোলে হারিয়েছে রেড ডেভিলরা। এই জয়ে সেরা চারে থাকার জায়গাটা আরেকটু মজবুত করল এরিক টেন হাগের দল। ৩৫ ম্যাচে ৬৬ পয়েন্ট নিয়ে চারেই আছে ইউনাইটেড।
তবে আবারও হোঁচট খেয়েছে চেলসি। আগের ম্যাচে দাপুটে জয় পেলেও আজ নিজেদের মাঠ স্টামফোর্ড ব্রিজে নটিংহ্যাম ফরেস্টের বিপক্ষে ২-২ গোলে ড্র করেছে ব্লুজরা। ৫১ মিনিটে চেলসিকে সমতায় ফেরান রাহীম স্টার্লিং। এর ৭ মিনিট পর নিজের দ্বিতীয় গোল করে দলকে এগিয়ে দেন ইংলিশ ফরোয়ার্ড। কিন্তু ৬২ মিনিটে সমতায় ফেরে নটিংহ্যাম। ৪৩ পয়েন্ট নিয়ে ১১তম স্থানে আছে চেলসি।
দিনের আরেক ম্যাচে পয়েন্ট তালিকার তিনে থাকা নিউক্যাসল ইউনাইটেডকে নিজেদের মাঠ ২-২ গোলে রুখে দিয়েছে লিডস ইউনাইটেড। এই ড্রয়ে অবনমন ঠেকানোর আশাও বাঁচিয়ে রাখল অ্যালান্ড রোডের ক্লাবটি। তবে অবনমন এড়াতে পারেনি সাউদাম্পটন। নিজেদের মাঠে ২-০ গোলে ফুলহামের কাছে হেরেছে তলানিতে থাকা দলটি।
গোল উৎসব সেরে বুন্দেসলিগা জয়ের আরও কাছে চলে এসেছে বায়ার্ন মিউনিখ। আজ নিজেদের মাঠ অ্যালিয়েঞ্জ অ্যারেনায় শালকে জিরো ফোরকে ৬-০ গোলে উড়িয়ে দিয়েছে টমাস টুখেলের দল। জোড়া গোল করেছেন সের্জ নাব্রি। দুটিই দ্বিতীয়ার্ধে।
এ নিয়ে টানা তিন জয়ে লিগের শীর্ষস্থান আরও মজবুত করল বায়ার্ন। ৩২ ম্যাচে তাদের পয়েন্ট ৬৮। গত ১০ বারের লিগ চ্যাম্পিয়ন তারা। তবে এবার বাভারিয়ানদের চোখ রাঙাচ্ছে তাদের চিরপ্রতিদ্বন্দ্বী বরুসিয়া ডর্টমুন্ড। আজ নিজেদের মাঠে মনশেনগ্লাডবাচের বিপক্ষে জিতলে পয়েন্ট ব্যবধানটা আবারও ১-এ নিয়ে আসবে এডিন টারজিচের দল। ডর্টমুন্ড সর্বশেষ লিগ জিতেছে ২০১১-১২ মৌসুমে। শিরোপা খরা কাটানার জন্য এবার নিজেদের বাকি ম্যাচগুলোতে তাদের জিততে তো হবেই, বায়ার্নের পরের দুই ম্যাচের অন্তত একটিতে হলও ড্র বা হার কামনা করতে হবে মার্কো রয়েসদের।
ইংলিশ প্রিমিয়ার লিগে এক ম্যাচ পর জয়ে ফিরেছে ম্যানচেস্টার ইউনাইটেড। অ্যান্থনি মার্শাল ও আলেহান্দ্রো গার্নাচোর গোলে নিজেদের মাঠ ওল্ড ট্রাফোর্ডে উলভারহ্যাম্পটনকে ২-০ গোলে হারিয়েছে রেড ডেভিলরা। এই জয়ে সেরা চারে থাকার জায়গাটা আরেকটু মজবুত করল এরিক টেন হাগের দল। ৩৫ ম্যাচে ৬৬ পয়েন্ট নিয়ে চারেই আছে ইউনাইটেড।
তবে আবারও হোঁচট খেয়েছে চেলসি। আগের ম্যাচে দাপুটে জয় পেলেও আজ নিজেদের মাঠ স্টামফোর্ড ব্রিজে নটিংহ্যাম ফরেস্টের বিপক্ষে ২-২ গোলে ড্র করেছে ব্লুজরা। ৫১ মিনিটে চেলসিকে সমতায় ফেরান রাহীম স্টার্লিং। এর ৭ মিনিট পর নিজের দ্বিতীয় গোল করে দলকে এগিয়ে দেন ইংলিশ ফরোয়ার্ড। কিন্তু ৬২ মিনিটে সমতায় ফেরে নটিংহ্যাম। ৪৩ পয়েন্ট নিয়ে ১১তম স্থানে আছে চেলসি।
দিনের আরেক ম্যাচে পয়েন্ট তালিকার তিনে থাকা নিউক্যাসল ইউনাইটেডকে নিজেদের মাঠ ২-২ গোলে রুখে দিয়েছে লিডস ইউনাইটেড। এই ড্রয়ে অবনমন ঠেকানোর আশাও বাঁচিয়ে রাখল অ্যালান্ড রোডের ক্লাবটি। তবে অবনমন এড়াতে পারেনি সাউদাম্পটন। নিজেদের মাঠে ২-০ গোলে ফুলহামের কাছে হেরেছে তলানিতে থাকা দলটি।
জয়ের জন্য ১৩৬ রানের লক্ষ্যটা কি খুব বড় ছিল? মোটেও না। কিন্তু মাঝারি মানের এই লক্ষ্যতাড়ায় শুরু থেকেই বাংলাদেশের ব্যাটাররা যে অস্থিরতা দেখালেন, স্ট্যাম্পের বাইরের বল চেজ করে খেলতে গিয়ে আত্মাহুতি দিলেন নিজেদের, তাতে ম্যাচটি যাঁরা দেখেছেন তাঁদের উপলব্ধি এটাই—এই দলের শেখার এখনো অনেক বাকি!
৯ ঘণ্টা আগেরাজস্থান রয়্যালসের প্রধান কোচের ভূমিকায় এর আগেও ছিলেন কুমার সাঙ্গাকারা। আইপিএলের ফ্র্যাঞ্চাইজিটিতে পুরোনো দায়িত্বে ফিরছেন শ্রীলঙ্কার এই কিংবদন্তি ক্রিকেটার। এমনটাই জানিয়েছে ভারতের ক্রিকেটভিত্তিক সংবাদমাধ্যম ইএসপিএনক্রিকইনফো।
১০ ঘণ্টা আগেআগের দিন বাংলাদেশকে হারিয়ে ফাইনালে নাম লেখায় ভারত। তাই আজ বাংলাদেশ-পাকিস্তানের সুপার ফোরের লড়াইটি হয়ে দাঁড়ায় এশিয়া কাপের অলিখিত সেমিফাইনাল। যে দল জিতবে সে দলই নাম লেখাবে ফাইনাল।
১১ ঘণ্টা আগেমোস্তাফিজুর রহমানের বল সালমান আলী আগার ব্যাট ছুঁয়ে চলে গিয়েছিল উইকেটের পেছনে থাকা জাকের আলীর গ্লাভসে। বোলার-ফিল্ডাররা আবেদন করলেও আউট দেননি আম্পায়ার। তবে রিভিউ নিয়ে জয়ী হয়েছে বাংলাদেশ। দলের বিপর্যয়ে যখন ব্যাটিং দৃঢ়তা দেখানোর কথা, তখনই দলের বিপদ বাড়িয়ে ফিরে গেলেন অধিনায়ক সালমান।
১২ ঘণ্টা আগে