Ajker Patrika

আরও লম্বা হচ্ছে টাইবুর বিকেএসপি-অধ্যায়

ক্রীড়া প্রতিবেদক, সাভার
আরও লম্বা হচ্ছে টাইবুর বিকেএসপি-অধ্যায়

দুই বিদেশি কোচ টাটেন্ডা টাইবু ও অ্যান্ডি কোটামের চুক্তি নবায়ন করতে যাচ্ছে বাংলাদেশ ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠান (বিকেএসপি)। এ দুই কোচের কাজে সন্তুষ্ট বিকেএসপির নীতিনির্ধারকেরা। পাশাপাশি বয়সভিত্তিক ক্রিকেট উন্নয়নের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে আরও বিদেশি কোচ চেয়েছে প্রতিষ্ঠানটি। 

গতকাল বিকেএসপির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম মাজহারুল হক বিষয়গুলো নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, ‘তারা (টাইবু) আমাদের এখানে যে পারফরম্যান্স দেখিয়েছে, আমরা খুশি। পরবর্তী আরেকটা মেয়াদের জন্য চুক্তিটা নবায়ন করতে চাচ্ছি। তারা ভালো করছে।’ 

গত বছরের মার্চে তাঁরা দুজন কোচ হিসেবে যোগ দেন এক বছরের চুক্তিতে। টাইবু আছেন অনূর্ধ্ব ১৪ দলের বয়সভিত্তিক কোচ হিসেবে আর কোটাম ক্রিকেট কোচ হিসেবে। 

তাঁদের ছাড়াও প্রতিষ্ঠানটি ক্রিকেট বোর্ডের কাছে আলাদাভাবে ব্যাটিং-বোলিং কোচও চেয়েছে। এ জন্য খসড়াও তৈরি করেছেন বলে জানিয়েছেন বিকেএসপির মহাপরিচালক, ‘আমরা বিসিবির কাছে বিদেশি কোচ চেয়েছি। ইতিপূর্বে বিসিবির সঙ্গে আমাদের এমওই (মেমোরান্ডাম অব আন্ডারর্স্ট্যান্ডিং) ছিল, যে তারা আমাদের বিদেশি কোচ দিয়ে সহায়তা করবে। সেটির মেয়াদ শেষ। আমরা নতুন করে এমওই করব। ইতিমধ্যে খসড়া তৈরি করে ফেলেছি।’

কোন ধরনের কোচ চাওয়া হয়েছে প্রশ্ন করলে বিকেএসপি মহাপরিচালক বলেন, ‘ডিপার্টমেন্ট ভিত্তিক কোচ চেয়েছি। বিশেষ করে বোলিং কোচ, ব্যাটিং কোচ। আর তাইবু বয়সভিত্তিক দলের দায়িত্বে থাকবে। এটার জন্য সে ফিট। অনূর্ধ্ব ১৪ এর দায়িত্ব আমরা তাকে দিয়েছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত