ক্রীড়া ডেস্ক
আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) বার্ষিক সাধারণ সম্মেলন কবে হবে, তা অবশেষে জানা গেল। ক্রিকবাজের প্রতিবেদন অনুযায়ী ১৭ থেকে ২০ জুলাই সিঙ্গাপুরে হতে যাচ্ছে আইসিসির বার্ষিক সাধারণ সম্মেলন। এই সভায় আলোচনা হতে পারে ভারত-পাকিস্তান ইস্যু নিয়ে।
আইসিসির বার্ষিক সাধারণ সম্মেলন নিয়ে ক্রিকবাজ গত রাতে একটি প্রতিবেদন প্রকাশ করেছে। ভারত-পাকিস্তান দ্বন্দ্বের প্রেক্ষিতে এই সম্মেলনের অনেক গুরুত্ব রয়েছে। বিশ্ব ক্রিকেট প্রশাসকেরা ধারণা করছেন ভারত-পাকিস্তান সাম্প্রতিক ইস্যু বার্ষিক সম্মেলনে অনেক গুরুত্ব দিয়ে দেখা হতে পারে। জুলাইয়ে সিঙ্গাপুরে হতে যাওয়া বার্ষিক সম্মেলন আইসিসির নতুন চেয়ারম্যান জয় শাহর কাছে প্রথম। জয় এর আগে আফগানিস্তানের নারী ক্রিকেটারদের জন্য ডেডিকেটেড টাস্ক ফোর্স গঠনের কথা বলেছিলেন। তিনি গত বছরের আগস্টে আইসিসির চেয়ারম্যান নিযুক্ত হয়েছিলেন। ডিসেম্বর থেকে আনুষ্ঠানিকভাবে ক্রিকেটের অভিভাবক সংস্থার প্রধান হিসেবে দায়িত্ব শুরু করেন।
আইসিসির সহযোগী দলের প্রধান নির্বাহী কমিটির (সিইসি) নির্বাচনও হতে পারে সিঙ্গাপুরের সভায়। সহযোগী দলগুলো থেকে তিন প্রতিনিধি সিইসিতে নির্বাচিত হবেন। ক্রিকেট কানাডার রাশপাল বাজওয়া, ডেনিশ ক্রিকেট অ্যাসোসিয়েশনের উমাইর বাট ও বতসোয়ানা ক্রিকেট অ্যাসোসিয়েশনের সুমোদ দামোদর বর্তমানে সিইসিতে আছেন। ৪৫ সহযোগী দেশের ইলেকটোরাল কোলাজের মাধ্যমে তিন সদস্য নির্বাচিত হবেন। নির্বাচিত প্রতিনিধিরা দুই বছর থাকবেন সিইসিতে।
ক্রিকবাজ এর আগে এক প্রতিবেদন প্রকাশ করেছিল, অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ টি-টোয়েন্টি সংস্করণে হতে পারে। এমনকি ওয়ানডেতে দুই নতুন বল ব্যবহারের প্রস্তাবও দেওয়া হয়েছিল। জুলাইয়ে সিঙ্গাপুরে হতে যাওয়া আইসিসির বার্ষিক সভায় এই দুই ব্যাপারে সুপারিশ করা হতে পারে বলে আশা করছেন অনেকে।
২২ এপ্রিল কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার পরই ভারত-পাকিস্তানের সম্পর্ক বেশ খারাপ। ক্রিকেটও এর প্রভাবমুক্ত নয়। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস গতকাল একটি প্রতিবেদন প্রকাশ করেছে। সেই প্রতিবেদন থেকে জানা যায়, এশিয়া কাপ থেকে ভারত নিজেদের গুটিয়ে নিতে পারে। নারী ইমার্জিং টিমস এশিয়া কাপ, ছেলেদের এশিয়া কাপ—দুটি টুর্নামেন্টই রয়েছে সেই তালিকায়। কারণ, এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) প্রধান মহসিন নাকভি। তিনি একই সঙ্গে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সভাপতি। তবে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) এশিয়া কাপ থেকে নিজেদের গুটিয়ে নেওয়ার প্রতিবেদন অস্বীকার করেছে।
আরও পড়ুন:
ক্রিকেটে পাকিস্তানকে বেকায়দায় ফেলতেই কি ভারতের এমন সিদ্ধান্ত
আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) বার্ষিক সাধারণ সম্মেলন কবে হবে, তা অবশেষে জানা গেল। ক্রিকবাজের প্রতিবেদন অনুযায়ী ১৭ থেকে ২০ জুলাই সিঙ্গাপুরে হতে যাচ্ছে আইসিসির বার্ষিক সাধারণ সম্মেলন। এই সভায় আলোচনা হতে পারে ভারত-পাকিস্তান ইস্যু নিয়ে।
আইসিসির বার্ষিক সাধারণ সম্মেলন নিয়ে ক্রিকবাজ গত রাতে একটি প্রতিবেদন প্রকাশ করেছে। ভারত-পাকিস্তান দ্বন্দ্বের প্রেক্ষিতে এই সম্মেলনের অনেক গুরুত্ব রয়েছে। বিশ্ব ক্রিকেট প্রশাসকেরা ধারণা করছেন ভারত-পাকিস্তান সাম্প্রতিক ইস্যু বার্ষিক সম্মেলনে অনেক গুরুত্ব দিয়ে দেখা হতে পারে। জুলাইয়ে সিঙ্গাপুরে হতে যাওয়া বার্ষিক সম্মেলন আইসিসির নতুন চেয়ারম্যান জয় শাহর কাছে প্রথম। জয় এর আগে আফগানিস্তানের নারী ক্রিকেটারদের জন্য ডেডিকেটেড টাস্ক ফোর্স গঠনের কথা বলেছিলেন। তিনি গত বছরের আগস্টে আইসিসির চেয়ারম্যান নিযুক্ত হয়েছিলেন। ডিসেম্বর থেকে আনুষ্ঠানিকভাবে ক্রিকেটের অভিভাবক সংস্থার প্রধান হিসেবে দায়িত্ব শুরু করেন।
আইসিসির সহযোগী দলের প্রধান নির্বাহী কমিটির (সিইসি) নির্বাচনও হতে পারে সিঙ্গাপুরের সভায়। সহযোগী দলগুলো থেকে তিন প্রতিনিধি সিইসিতে নির্বাচিত হবেন। ক্রিকেট কানাডার রাশপাল বাজওয়া, ডেনিশ ক্রিকেট অ্যাসোসিয়েশনের উমাইর বাট ও বতসোয়ানা ক্রিকেট অ্যাসোসিয়েশনের সুমোদ দামোদর বর্তমানে সিইসিতে আছেন। ৪৫ সহযোগী দেশের ইলেকটোরাল কোলাজের মাধ্যমে তিন সদস্য নির্বাচিত হবেন। নির্বাচিত প্রতিনিধিরা দুই বছর থাকবেন সিইসিতে।
ক্রিকবাজ এর আগে এক প্রতিবেদন প্রকাশ করেছিল, অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ টি-টোয়েন্টি সংস্করণে হতে পারে। এমনকি ওয়ানডেতে দুই নতুন বল ব্যবহারের প্রস্তাবও দেওয়া হয়েছিল। জুলাইয়ে সিঙ্গাপুরে হতে যাওয়া আইসিসির বার্ষিক সভায় এই দুই ব্যাপারে সুপারিশ করা হতে পারে বলে আশা করছেন অনেকে।
২২ এপ্রিল কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার পরই ভারত-পাকিস্তানের সম্পর্ক বেশ খারাপ। ক্রিকেটও এর প্রভাবমুক্ত নয়। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস গতকাল একটি প্রতিবেদন প্রকাশ করেছে। সেই প্রতিবেদন থেকে জানা যায়, এশিয়া কাপ থেকে ভারত নিজেদের গুটিয়ে নিতে পারে। নারী ইমার্জিং টিমস এশিয়া কাপ, ছেলেদের এশিয়া কাপ—দুটি টুর্নামেন্টই রয়েছে সেই তালিকায়। কারণ, এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) প্রধান মহসিন নাকভি। তিনি একই সঙ্গে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সভাপতি। তবে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) এশিয়া কাপ থেকে নিজেদের গুটিয়ে নেওয়ার প্রতিবেদন অস্বীকার করেছে।
আরও পড়ুন:
ক্রিকেটে পাকিস্তানকে বেকায়দায় ফেলতেই কি ভারতের এমন সিদ্ধান্ত
খেলোয়াড়দের শখের গাড়ি নিয়ে সামাজিকমাধ্যমে কত কিছুই তো দেখা যায়। কেউ এক গাড়ি কিনে দীর্ঘদিন চালানোর পর নতুন মডেলের গাড়ি কেনেন। ক্রিস্টিয়ানো রোনালদোর গ্যারেজে আছে বিশ্বের নামীদামী অনেক ব্র্যান্ডের গাড়ি। রোনালদোর মতো রোহিত শর্মারও গাড়ির গাড়িপ্রেমী এক ক্রিকেটার।
৯ মিনিট আগেলাওসে গতকাল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী ফুটবল দলের জন্য দিনটা ছিল অম্লমধুর। কারণ, বিকেলে এশিয়ান কাপ বাছাইয়ের শেষ ম্যাচে দক্ষিণ কোরিয়ার কাছে ৬-১ গোলে হজমের পর মূল পর্বের টিকিট পাওয়াটাই শঙ্কার মুখে পড়ে গিয়েছিল। পরে জানা যায়, বাংলাদেশ নারী দল অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপের মূল পর্বে উঠেছে।
১ ঘণ্টা আগেপাকিস্তানের বিপক্ষে ওয়ানডেতে যেন জিততেই ভুলে গিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। ২০১৯ ওয়ানডে বিশ্বকাপের পর এই সংস্করণে দুই দলের চারবারের দেখাতে চারবারই জিতেছিল পাকিস্তান। অবশেষে গত রাতে ওয়েস্ট ইন্ডিজের ফুরোয় ৬ বছরের অপেক্ষা। তাতে করে বাংলাদেশ, পাকিস্তান দুই দলই পেয়েছে দুঃসংবাদ।
২ ঘণ্টা আগেবয়স ৪০ পেরোনোর পরও ক্রিস্টিয়ানো রোনালদোর যে ক্ষুধা কমেনি, সেটা তাঁর পারফরম্যান্সেই বোঝা যাচ্ছে। মাঠে নামলেই গোল করার নেশা তাঁকে ভীষণভাবে পেয়ে বসে। ক্লাব প্রীতি ম্যাচেও দেখিয়ে যাচ্ছেন তাঁর দাপট।
৪ ঘণ্টা আগে