ক্রীড়া ডেস্ক
মিড অফে ডাইভ দিয়ে অসাধারণ এক ক্যাচ ধরে শূন্যে ছুড়ে মারলেন অ্যাঞ্জেলো ম্যাথুস। তাঁর এই উদযাপনে বোঝা গেছে, একটা উইকেটের জন্য কী পরিমাণ বেগ পেতে হয়েছে লঙ্কানদের। ম্যাথুসের দুর্দান্ত ক্যাচের শিকার হয়ে নাজমুল হোসেন শান্ত ফিরেছেন ড্রেসিংরুমে।
প্রথম ইনিংসে ৩ উইকেটে ২৯২ রানে আজ বাংলাদেশ দ্বিতীয় দিনের খেলা শুরু করে। সফরকারীদের নামের পাশে তখন ৯০ ওভার। দ্বিতীয় দিনের খেলা শুরুর সপ্তম ওভারেই বাংলাদেশ হারায় শান্তর উইকেট। ইনিংসের ৯৭তম ওভারের প্রথম বলে আসিথা ফার্নান্দোর হঠাৎ লাফিয়ে ওঠা বলে হতচকিত হয়ে যান শান্ত। এজ হওয়া বল ম্যাথুস মিড অফে ধরলে ১৪৮ রানে থেমে যায় শান্তর ইনিংস। টেস্টে এটা তাঁর দ্বিতীয় সর্বোচ্চ ইনিংস। ক্রিকেটের রাজকীয় সংস্করণে সর্বোচ্চ ইনিংস তিনি খেলেছেন শ্রীলঙ্কার বিপক্ষেই। ২০২১ সালে পাল্লেকেলেতে লঙ্কানদের বিপক্ষে ১৬৩ রান করেন এই বাঁহাতি ব্যাটার।
শান্ত আজ দ্বিতীয় দিনের খেলা শুরুর পর দ্রুতই আউট হয়ে পারতেন। ইনিংসের ৯৫তম ওভারের তৃতীয় বলে শান্তর বিপক্ষে আসিথা এলবিডব্লিউর আবেদন করলে আম্পায়ার আউট ঘোষণা করেন। শান্ত সঙ্গে সঙ্গেই রিভিউ নিয়েছেন। রিভিউতে দেখা যায়, বল লেগ সাইডের বাইরে পিচ করেছে। ১৪৩ রানে বেঁচে যাওয়া শান্ত এরপর আউট হয়েছেন ১৪৮ রান করে। তাঁর বিদায়ে ভেঙেছে বাংলাদেশের ২৬৪ রানের ম্যারাথন জুটি। ৪৫ রানে ৩ উইকেট পড়ার পর শান্ত-মুশফিক গতকালই হাল ধরেছেন বিপর্যস্ত বাংলাদেশ। সফরকারীরা চতুর্থ উইকেট হারিয়েছে ৩০৯ রানে। ম্যারাথন জুটি গড়তে শান্ত-মুশফিককে খেলতে হয়েছে ৪৮০ বল।
গলে শান্ত-মুশফিকের ২৬৪ রানের জুটি বিদেশের মাঠে বাংলাদেশ ক্রিকেট দলের যেকোনো উইকেট জুটিতে তৃতীয় সর্বোচ্চ। সর্বোচ্চ ৩৫৯ রানের জুটি মুশফিক-সাকিব আল হাসান গড়েছিলেন ২০১৭ সালে ওয়েলিংটনে। নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের সেই জুটিটা ছিল পঞ্চম উইকেটে। বিদেশের মাঠে বাংলাদেশের সর্বোচ্চ তিন জুটিতেই জড়িয়ে মুশফিক। ২০১৩ সালে গলে মোহাম্মদ আশরাফুলের সঙ্গে ২৬৭ রানের জুটি গড়তে অবদান রেখেছিলেন মুশফিক। সেই জুটি হয়েছিল গলে শ্রীলঙ্কার বিপক্ষে পঞ্চম উইকেটে। টেস্টে বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে প্রথম ডাবল সেঞ্চুরির কীর্তি মুশফিক গড়েছিলেন গলে সেই ২০১৩ সালে।
বাংলাদেশের পক্ষে টেস্টে সর্বোচ্চ ম্যাচ, সর্বোচ্চ রান দুটি রেকর্ডই মুশফিকের দখলে। ৯৭ টেস্টের ক্যারিয়ারে এখন পর্যন্ত করেছেন ৬১৭৩ রান। টেস্টে বাংলাদেশের সর্বোচ্চ তিন ডাবল সেঞ্চুরির রেকর্ডও তিনি করেছেন। গলে শ্রীলঙ্কার বিপক্ষে এখন যেভাবে খেলছেন তিনি, তাতে টেস্টে চতুর্থ ডাবল সেঞ্চুরিও পেয়ে যেতে পারেন। মুশফিক এরই মধ্যে ২২৩ বলে করেছেন ১১৮ রান। তাঁর সঙ্গী লিটন দাস করেছেন ৭ রান। এই প্রতিবেদন লেখা পর্যন্ত গলে সিরিজের প্রথম টেস্টে বাংলাদেশ ১০২ ওভারে ৪ উইকেটে ৩২৪ রান।
নাজমুল হোসেন শান্তর টেস্টে সর্বোচ্চ ৩ ইনিংস
রান প্রতিপক্ষ ভেন্যু সাল
১৬৩ শ্রীলঙ্কা পাল্লেকেলে ২০২১
১৪৮ শ্রীলঙ্কা গল ২০২৫
১৪৬ আফগানিস্তান মিরপুর ২০২৩
মিড অফে ডাইভ দিয়ে অসাধারণ এক ক্যাচ ধরে শূন্যে ছুড়ে মারলেন অ্যাঞ্জেলো ম্যাথুস। তাঁর এই উদযাপনে বোঝা গেছে, একটা উইকেটের জন্য কী পরিমাণ বেগ পেতে হয়েছে লঙ্কানদের। ম্যাথুসের দুর্দান্ত ক্যাচের শিকার হয়ে নাজমুল হোসেন শান্ত ফিরেছেন ড্রেসিংরুমে।
প্রথম ইনিংসে ৩ উইকেটে ২৯২ রানে আজ বাংলাদেশ দ্বিতীয় দিনের খেলা শুরু করে। সফরকারীদের নামের পাশে তখন ৯০ ওভার। দ্বিতীয় দিনের খেলা শুরুর সপ্তম ওভারেই বাংলাদেশ হারায় শান্তর উইকেট। ইনিংসের ৯৭তম ওভারের প্রথম বলে আসিথা ফার্নান্দোর হঠাৎ লাফিয়ে ওঠা বলে হতচকিত হয়ে যান শান্ত। এজ হওয়া বল ম্যাথুস মিড অফে ধরলে ১৪৮ রানে থেমে যায় শান্তর ইনিংস। টেস্টে এটা তাঁর দ্বিতীয় সর্বোচ্চ ইনিংস। ক্রিকেটের রাজকীয় সংস্করণে সর্বোচ্চ ইনিংস তিনি খেলেছেন শ্রীলঙ্কার বিপক্ষেই। ২০২১ সালে পাল্লেকেলেতে লঙ্কানদের বিপক্ষে ১৬৩ রান করেন এই বাঁহাতি ব্যাটার।
শান্ত আজ দ্বিতীয় দিনের খেলা শুরুর পর দ্রুতই আউট হয়ে পারতেন। ইনিংসের ৯৫তম ওভারের তৃতীয় বলে শান্তর বিপক্ষে আসিথা এলবিডব্লিউর আবেদন করলে আম্পায়ার আউট ঘোষণা করেন। শান্ত সঙ্গে সঙ্গেই রিভিউ নিয়েছেন। রিভিউতে দেখা যায়, বল লেগ সাইডের বাইরে পিচ করেছে। ১৪৩ রানে বেঁচে যাওয়া শান্ত এরপর আউট হয়েছেন ১৪৮ রান করে। তাঁর বিদায়ে ভেঙেছে বাংলাদেশের ২৬৪ রানের ম্যারাথন জুটি। ৪৫ রানে ৩ উইকেট পড়ার পর শান্ত-মুশফিক গতকালই হাল ধরেছেন বিপর্যস্ত বাংলাদেশ। সফরকারীরা চতুর্থ উইকেট হারিয়েছে ৩০৯ রানে। ম্যারাথন জুটি গড়তে শান্ত-মুশফিককে খেলতে হয়েছে ৪৮০ বল।
গলে শান্ত-মুশফিকের ২৬৪ রানের জুটি বিদেশের মাঠে বাংলাদেশ ক্রিকেট দলের যেকোনো উইকেট জুটিতে তৃতীয় সর্বোচ্চ। সর্বোচ্চ ৩৫৯ রানের জুটি মুশফিক-সাকিব আল হাসান গড়েছিলেন ২০১৭ সালে ওয়েলিংটনে। নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের সেই জুটিটা ছিল পঞ্চম উইকেটে। বিদেশের মাঠে বাংলাদেশের সর্বোচ্চ তিন জুটিতেই জড়িয়ে মুশফিক। ২০১৩ সালে গলে মোহাম্মদ আশরাফুলের সঙ্গে ২৬৭ রানের জুটি গড়তে অবদান রেখেছিলেন মুশফিক। সেই জুটি হয়েছিল গলে শ্রীলঙ্কার বিপক্ষে পঞ্চম উইকেটে। টেস্টে বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে প্রথম ডাবল সেঞ্চুরির কীর্তি মুশফিক গড়েছিলেন গলে সেই ২০১৩ সালে।
বাংলাদেশের পক্ষে টেস্টে সর্বোচ্চ ম্যাচ, সর্বোচ্চ রান দুটি রেকর্ডই মুশফিকের দখলে। ৯৭ টেস্টের ক্যারিয়ারে এখন পর্যন্ত করেছেন ৬১৭৩ রান। টেস্টে বাংলাদেশের সর্বোচ্চ তিন ডাবল সেঞ্চুরির রেকর্ডও তিনি করেছেন। গলে শ্রীলঙ্কার বিপক্ষে এখন যেভাবে খেলছেন তিনি, তাতে টেস্টে চতুর্থ ডাবল সেঞ্চুরিও পেয়ে যেতে পারেন। মুশফিক এরই মধ্যে ২২৩ বলে করেছেন ১১৮ রান। তাঁর সঙ্গী লিটন দাস করেছেন ৭ রান। এই প্রতিবেদন লেখা পর্যন্ত গলে সিরিজের প্রথম টেস্টে বাংলাদেশ ১০২ ওভারে ৪ উইকেটে ৩২৪ রান।
নাজমুল হোসেন শান্তর টেস্টে সর্বোচ্চ ৩ ইনিংস
রান প্রতিপক্ষ ভেন্যু সাল
১৬৩ শ্রীলঙ্কা পাল্লেকেলে ২০২১
১৪৮ শ্রীলঙ্কা গল ২০২৫
১৪৬ আফগানিস্তান মিরপুর ২০২৩
জয়ের জন্য ১৩৬ রানের লক্ষ্যটা কি খুব বড় ছিল? মোটেও না। কিন্তু মাঝারি মানের এই লক্ষ্যতাড়ায় শুরু থেকেই বাংলাদেশের ব্যাটাররা যে অস্থিরতা দেখালেন, স্ট্যাম্পের বাইরের বল চেজ করে খেলতে গিয়ে আত্মাহুতি দিলেন নিজেদের, তাতে ম্যাচটি যাঁরা দেখেছেন তাঁদের উপলব্ধি এটাই—এই দলের শেখার এখনো অনেক বাকি!
২৮ মিনিট আগেরাজস্থান রয়্যালসের প্রধান কোচের ভূমিকায় এর আগেও ছিলেন কুমার সাঙ্গাকারা। আইপিএলের ফ্র্যাঞ্চাইজিটিতে পুরোনো দায়িত্বে ফিরছেন শ্রীলঙ্কার এই কিংবদন্তি ক্রিকেটার। এমনটাই জানিয়েছে ভারতের ক্রিকেটভিত্তিক সংবাদমাধ্যম ইএসপিএনক্রিকইনফো।
১ ঘণ্টা আগেআগের দিন বাংলাদেশকে হারিয়ে ফাইনালে নাম লেখায় ভারত। তাই আজ বাংলাদেশ-পাকিস্তানের সুপার ফোরের লড়াইটি হয়ে দাঁড়ায় এশিয়া কাপের অলিখিত সেমিফাইনাল। যে দল জিতবে সে দলই নাম লেখাবে ফাইনাল।
৩ ঘণ্টা আগেমোস্তাফিজুর রহমানের বল সালমান আলী আগার ব্যাট ছুঁয়ে চলে গিয়েছিল উইকেটের পেছনে থাকা জাকের আলীর গ্লাভসে। বোলার-ফিল্ডাররা আবেদন করলেও আউট দেননি আম্পায়ার। তবে রিভিউ নিয়ে জয়ী হয়েছে বাংলাদেশ। দলের বিপর্যয়ে যখন ব্যাটিং দৃঢ়তা দেখানোর কথা, তখনই দলের বিপদ বাড়িয়ে ফিরে গেলেন অধিনায়ক সালমান।
৩ ঘণ্টা আগে