Ajker Patrika

দেশে ফিরেই মাগুরায় সাকিব, কাল কি খেলবেন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
দেশে ফিরেই মাগুরায় সাকিব, কাল কি খেলবেন

লম্বা ছুটি কাটিয়ে যুক্তরাষ্ট্র থেকে সাকিব আল ফিরেছেন ফিরেছেন কাল রাতে। দেশে ফিরেই তারকা অলরাউন্ডার গিয়েছিলেন নিজ এলাকা মাগুরায়। সেখান থেকে আজ রাতেই ঢাকায় ফেরার কথা। কিন্তু কাল ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) শেখ জামাল ধানমন্ডির হয়ে সুপার লিগ খেলবেন কি না, সেটি এখনো নিশ্চিত নয়। 

এরই মধ্যে জানা গেছে, ডিপিএলের দুটি ম্যাচ খেলবেন বলে জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের চট্টগ্রাম পর্বে তিনি খেলবেন না। নির্বাচকেরাও জানিয়েছেন, সাকিব নিজ থেকেই প্রিমিয়ার লিগের দুটি ম্যাচ খেলার কথা জানিয়েছেন। যুক্তরাষ্ট্রে থাকতেই তিনি বলেছেন,  ‘আলোচনার মাধ্যমেই (চূড়ান্ত) হয়, আমার ইচ্ছেমতো হয় না। যেহেতু ঢাকা প্রিমিয়ার লিগে দুটি ম্যাচ থাকবে জিম্বাবুয়ের বিপক্ষে শেষ তিন ম্যাচ খেলার আগে। দুটি ম্যাচ খেলার সুযোগ থাকছে। প্রস্তুতিটাও ভালো হবে। সে কারণে আসলে এই দুটি ম্যাচ খেলা। এখানে এর বেশি কিছু নেই।’ 

আজকের পত্রিকার মাগুরা প্রতিনিধি জানিয়েছেন, সকালে মাগুরা আসার পর সংসদ সদস্য সাকিব যান জেলা প্রশাসক কার্যালয়ে। দুপুরে তাঁর বাড়ির কাছে কেশব মোড়ের অফিসে কিছুক্ষণ বসেন। সন্ধ্যায় তাঁর ঢাকায় ফেরার কথা। তাঁর দল শেখ জামাল ধানমন্ডি ক্লাব আগামীকাল বিকেএসপিতে ডিপিএল সুপার লিগে খেলবে আবাহনীর বিপক্ষে। তবে মাঠে নামতে পারছেন কি না, সেটি এখনো নিশ্চিত নয়। শেখ জামালের সুপার লিগের বাকি দুই ম্যাচ গাজী গ্রুপ ক্রিকেটার্স ও প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের বিপক্ষে।  কাল না খেললে ৩ ও ৬ মে খেলবেন সাকিব।  

গত বছরের ওয়ানডে বিশ্বকাপের পর আন্তর্জাতিক ক্রিকেটে সাকিব খেলেছেন মাত্র এক ম্যাচ। চট্টগ্রামে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্টে অবশ্য আশানুরূপ পারফরম্যান্স করতে পারেননি। করেছেন ৫১ রান, বোলিংয়ে ১৪৯ রান দিয়ে নিয়েছেন ৪ উইকেট। 

আরও পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আন্দালিব রহমান পার্থর স্ত্রীকে বিদেশ যেতে বাধা

‘মেয়েরা যেন আমার মরা মুখ না দেখে’, চিরকুট লিখে ঠিকাদারের ‘আত্মহত্যা’

ফরিদপুরে পালিয়ে যাওয়া আ.লীগ নেতা গ্রেপ্তার, থানার ওসিকে বদলি

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করায় ভারতের উদ্বেগ

সৌদি আরবের সঙ্গে ১৪২ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির চুক্তি করে নিজের রেকর্ড ভাঙল যুক্তরাষ্ট্র

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত