২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা একটু সময় নিয়েই করেছে বাংলাদেশ। বিশ্বকাপ খেলতে নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন বাংলাদেশ দল এরই মধ্যে পৌঁছে গেছে যুক্তরাষ্ট্রে। বিশ্বকাপের জার্সি গত রাতে উন্মোচন করেছে বাংলাদেশ। অনুষ্ঠানে মজায় মেতে ওঠেন শান্ত-মোস্তাফিজুর রহমানরা।
আইসিসি আজ বেলা ১১টা ৩৫ মিনিটে বাংলাদেশের জার্সি উন্মোচন নিয়ে ১ মিনিট ১৩ সেকেন্ডের একটি ভিডিও পোস্ট করেছে। ভিডিওতে দেখা গেছে, জার্সি উন্মোচনের জন্য ছবি তুলতে যাচ্ছেন সাকিব আল হাসান, শরীফুল ইসলাম, জাকের আলী অনিকেরা। বিশ্বকাপের ১৫ ক্রিকেটার একসঙ্গে ছবি তুলেছেন। ঘাড়ের পেছনে ব্যাট রেখে ছবি তুলেছেন অধিনায়ক শান্ত। আইসিসির ক্যামেরায় আরও দেখা গেছে, হাসছেন তাওহীদ হৃদয়কে। নাচছেন মাহমুদউল্লাহ রিয়াদ। মোস্তাফিজ, জাকের, লিটনসহ অনেকেই বিভিন্ন ভঙ্গিমায় ছবি তুলেছেন। কাগজ, ব্যাটে স্বাক্ষর করতেও দেখা গেছে সবাইকে। তখনই তানজিদ হাসান তামিমের সঙ্গে অন্যরকম এক দুষ্টুমি করেন মোস্তাফিজ।
জার্সি উন্মোচনের ভিডিওতে সৌম্য সরকারকে দেখা গেছে থাম্বসআপ দিতে। উইকেট নেওয়ার পর একজন বোলার যেভাবে উদ্যাপন করেন, শরীফুলকে সেভাবেই উদ্যাপন করতে দেখা গেছে। বেশ মজা করেই জার্সি উন্মোচনের দিনটা কাটিয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। আইসিসি ভিডিওটা পোস্ট করার পর বেলা ২টা ১৩ মিনিট পর্যন্ত ৩৩ হাজারেরও বেশি প্রতিক্রিয়া এসেছে। মন্তব্য এসেছে প্রায় দেড় হাজার। ৪৭০ বার শেয়ার হয়েছে।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) গত রাতে জার্সি উন্মোচনের ছবি নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজে পোস্ট করে। বিশ্বকাপ দলে থাকা ১৫ ক্রিকেটার একত্রে ছবি তুলেছেন। বিসিবি লিখেছে, ‘প্রথমবারের মতো দেখুন। ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে শুরু হতে যাওয়া ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অফিশিয়াল জার্সি।’
এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ পড়েছে ‘ডি’ গ্রুপে। ডালাসে ৮ জুন শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু বাংলাদেশের বিশ্বকাপ অভিযান। ১০, ১৩ ও ১৭ জুন দক্ষিণ আফ্রিকা, নেদারল্যান্ডস ও নেপালের বিপক্ষে খেলবে বাংলাদেশ। ১০ জুন বাংলাদেশ খেলবে নিউইয়র্কে। গ্রুপ পর্বের শেষ দুই ম্যাচ বাংলাদেশ খেলবে সেন্ট ভিনসেন্টে। বিশ্বকাপ ইতিহাসে সবচেয়ে বেশি ২০ দল অংশ নিচ্ছে এবারের বিশ্বকাপে। ৫৫ ম্যাচের টুর্নামেন্ট শুরু হচ্ছে ২ জুন। ৩০ জুন শেষ হবে নবম টি-টোয়েন্টি বিশ্বকাপ।
আরও পড়ুন:
২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা একটু সময় নিয়েই করেছে বাংলাদেশ। বিশ্বকাপ খেলতে নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন বাংলাদেশ দল এরই মধ্যে পৌঁছে গেছে যুক্তরাষ্ট্রে। বিশ্বকাপের জার্সি গত রাতে উন্মোচন করেছে বাংলাদেশ। অনুষ্ঠানে মজায় মেতে ওঠেন শান্ত-মোস্তাফিজুর রহমানরা।
আইসিসি আজ বেলা ১১টা ৩৫ মিনিটে বাংলাদেশের জার্সি উন্মোচন নিয়ে ১ মিনিট ১৩ সেকেন্ডের একটি ভিডিও পোস্ট করেছে। ভিডিওতে দেখা গেছে, জার্সি উন্মোচনের জন্য ছবি তুলতে যাচ্ছেন সাকিব আল হাসান, শরীফুল ইসলাম, জাকের আলী অনিকেরা। বিশ্বকাপের ১৫ ক্রিকেটার একসঙ্গে ছবি তুলেছেন। ঘাড়ের পেছনে ব্যাট রেখে ছবি তুলেছেন অধিনায়ক শান্ত। আইসিসির ক্যামেরায় আরও দেখা গেছে, হাসছেন তাওহীদ হৃদয়কে। নাচছেন মাহমুদউল্লাহ রিয়াদ। মোস্তাফিজ, জাকের, লিটনসহ অনেকেই বিভিন্ন ভঙ্গিমায় ছবি তুলেছেন। কাগজ, ব্যাটে স্বাক্ষর করতেও দেখা গেছে সবাইকে। তখনই তানজিদ হাসান তামিমের সঙ্গে অন্যরকম এক দুষ্টুমি করেন মোস্তাফিজ।
জার্সি উন্মোচনের ভিডিওতে সৌম্য সরকারকে দেখা গেছে থাম্বসআপ দিতে। উইকেট নেওয়ার পর একজন বোলার যেভাবে উদ্যাপন করেন, শরীফুলকে সেভাবেই উদ্যাপন করতে দেখা গেছে। বেশ মজা করেই জার্সি উন্মোচনের দিনটা কাটিয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। আইসিসি ভিডিওটা পোস্ট করার পর বেলা ২টা ১৩ মিনিট পর্যন্ত ৩৩ হাজারেরও বেশি প্রতিক্রিয়া এসেছে। মন্তব্য এসেছে প্রায় দেড় হাজার। ৪৭০ বার শেয়ার হয়েছে।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) গত রাতে জার্সি উন্মোচনের ছবি নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজে পোস্ট করে। বিশ্বকাপ দলে থাকা ১৫ ক্রিকেটার একত্রে ছবি তুলেছেন। বিসিবি লিখেছে, ‘প্রথমবারের মতো দেখুন। ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে শুরু হতে যাওয়া ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অফিশিয়াল জার্সি।’
এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ পড়েছে ‘ডি’ গ্রুপে। ডালাসে ৮ জুন শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু বাংলাদেশের বিশ্বকাপ অভিযান। ১০, ১৩ ও ১৭ জুন দক্ষিণ আফ্রিকা, নেদারল্যান্ডস ও নেপালের বিপক্ষে খেলবে বাংলাদেশ। ১০ জুন বাংলাদেশ খেলবে নিউইয়র্কে। গ্রুপ পর্বের শেষ দুই ম্যাচ বাংলাদেশ খেলবে সেন্ট ভিনসেন্টে। বিশ্বকাপ ইতিহাসে সবচেয়ে বেশি ২০ দল অংশ নিচ্ছে এবারের বিশ্বকাপে। ৫৫ ম্যাচের টুর্নামেন্ট শুরু হচ্ছে ২ জুন। ৩০ জুন শেষ হবে নবম টি-টোয়েন্টি বিশ্বকাপ।
আরও পড়ুন:
জল্পনাকল্পনার অবসান ঘটিয়ে শুবমান গিলকে নিয়েই এশিয়া কাপের দল ঘোষণা করেছে ভারত। শুধু তা-ই নয়, তাঁর কাঁধে দেওয়া হয়েছে সহ-অধিনায়কের দায়িত্ব। গিলের সঙ্গে ফেরানো হয়েছে যশপ্রীত বুমরাকেও। এর বাইরে তেমন কোনো চমক রাখেননি প্রধান নির্বাচক অজিত আগারকার।
১ মিনিট আগেআন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের পর তামিম ইকবালের ব্যস্ততা অনেকটাই কমে গেছে। মিরপুরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পাশাপাশি দেশে-বিদেশে বিভিন্ন অনুষ্ঠানে তাঁকে দেখা যায়। অবসর নিলেও দেশের ক্রিকেটের স্বার্থে সব সময় প্রস্তুত বলে জানিয়েছেন বাংলাদেশের এই বাঁহাতি ব্যাটার।
১০ মিনিট আগেএকের পর এক দুঃসংবাদ পেয়ে চলেছেন বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান। কদিন আগে পাকিস্তানের এশিয়া কাপের দলে জায়গা হয়নি বাবর-রিজওয়ানের। দুই তারকা ক্রিকেটারকে এবার কেন্দ্রীয় চুক্তিতেও নিচে নামিয়ে দিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
২ ঘণ্টা আগেবাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি হওয়ার পর আমিনুল ইসলাম বুলবুল এবারই প্রথম বসেছে ক্রিকেটারদের সঙ্গে। রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে ক্রিকেটার, বোর্ড কর্মকর্তা, গণমাধ্যমকর্মীদের ভিড়। এই পরিস্থিতিতে তাওহিদ হৃদয়ের সঙ্গে লেগে গেল এক ক্যামেরাম্যানের।
৩ ঘণ্টা আগে