ক্রীড়া ডেস্ক
একের পর এক দুঃসংবাদ পেয়ে চলেছেন বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান। কদিন আগে পাকিস্তানের এশিয়া কাপের দলে জায়গা হয়নি বাবর-রিজওয়ানের। দুই তারকা ক্রিকেটারকে এবার কেন্দ্রীয় চুক্তিতেও নিচে নামিয়ে দিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
২০২৫-২৬ মৌসুমের জন্য কেন্দ্রীয় চুক্তি আজ প্রকাশ করেছে পিসিবি। চুক্তিটি করা হয়েছে ৩০ ক্রিকেটারকে নিয়ে। অবাক করার বিষয় হলো, বোর্ডের নতুন ঘোষিত চুক্তিতে রাখা হয়নি ‘এ’ ক্যাটেগরি। ‘বি’, ‘সি’, ‘ডি’-এই তিন ক্যাটেগরিতে আছেন ১০ জন করে ক্রিকেটার। ‘বি’তে বাবর-রিজওয়ানসহ আছেন ফখর জামান, সাইম আইয়ুব, আবরার আহমেদ, হাসান আলী, সালমান আলী আঘা, শাদাব খান, শাহিন শাহ আফ্রিদি ও হারিস রউফ। সালমান আলী আঘা পাকিস্তান টি-টোয়েন্টি দলের অধিনায়ক।
এবার নতুন করে পিসিবির কেন্দ্রীয় চুক্তিতে জায়গা পেয়েছেন ১২ ক্রিকেটার। তাঁরা হলেন আহমেদ দানিয়াল, হাসান আলী, হাসান নাওয়াজ, হুসেইন তালাত, খুশদিল শাহ, মোহাম্মদ আব্বাস, মোহাম্মদ হারিস, মোহাম্মদ নাওয়াজ, সাহিবজাদা ফারহান, সালমান মির্জা, সুফিয়ান মুকিম ও ফাহিম আশরাফ। যাঁদের মধ্যে তালাত, সালমান মির্জা, মুকিম, খুশদিল শাহ, মোহাম্মদ আব্বাস, আহমেদ দানিয়াল ‘সি’ ক্যাটেগরিতে। হাসান নাওয়াজ, মোহাম্মদ নাওয়াজ জায়গা পেয়েছেন ‘বি’ ক্যাটেগরিতে।
টি-টোয়েন্টিতে চারের চেয়ে ছক্কা মারতে বেশি ওস্তাদ হাসান নাওয়াজ। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১৪ ম্যাচ খেলে ১৯ চার ও ২৭ ছক্কা মেরেছেন। একটি করে ফিফটি ও সেঞ্চুরি করেছেন পাকিস্তানের জার্সিতে টি-টোয়েন্টিতে। এদিকে এ বছরের জুলাইয়ে বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছে সালমান মির্জার। তিন টি-টোয়েন্টি খেলে ৫.২১ ইকোনমিতে নিয়েছেন ৭ উইকেট।
পাকিস্তানের এশিয়া কাপের দলটাই সংযুক্ত আরব আমিরাত ও আফগানিস্তানের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজে খেলবে। শারজায় ২৯ আগস্ট পাকিস্তান-আফগানিস্তান ম্যাচ দিয়ে শুরু হবে ত্রিদেশীয় সিরিজ। এই সিরিজে কমপক্ষে চার ম্যাচ খেলার সুযোগ পাবেন সালমান আলী আগারা। ফাইনালে উঠলে পাকিস্তান খেলতে পারবে পাঁচ ম্যাচ। ৯ সেপ্টেম্বর আমিরাতে শুরু হবে আট দলের এশিয়া কাপ। দুবাইয়ে ১৪ সেপ্টেম্বর চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে খেলবে পাকিস্তান। ‘এ’ গ্রুপে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের সঙ্গে পাকিস্তান পাচ্ছে ওমান ও আমিরাতকে।
পিসিবির ২০২৫-২৬ মৌসুমের কেন্দ্রীয় চুক্তি
‘বি’ ক্যাটেগরি: বাবর আজম, ফখর জামান, হারিস রউফ, আবরার আহমেদ, মোহাম্মদ রিজওয়ান, হাসান আলী, সাইম আইয়ুব, সালমান আলী আঘা, শাদাব খান, শাহিন শাহ আফ্রিদি
‘সি’ ক্যাটেগরি: আব্দুল্লাহ শফিক, ফাহিম আশরাফ, হাসান নাওয়াজ, মোহাম্মদ হারিস, মোহাম্মদ নাওয়াজ, নাসিম শাহ, নোমান আলী, সাহিবজাদা ফারহান, সাজিদ খান, সৌদ শাকিল
‘ডি’ ক্যাটেগরি: আহমেদ দানিয়াল, হুসেইন তালাত, খুররম শেহজাদ, খুশদিল শাহ, মোহাম্মদ আব্বাস, মোহাম্মদ আব্বাস আফ্রিদি, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, সালমান মির্জা, শান মাসুদ, সুফিয়ান মুকিম
একের পর এক দুঃসংবাদ পেয়ে চলেছেন বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান। কদিন আগে পাকিস্তানের এশিয়া কাপের দলে জায়গা হয়নি বাবর-রিজওয়ানের। দুই তারকা ক্রিকেটারকে এবার কেন্দ্রীয় চুক্তিতেও নিচে নামিয়ে দিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
২০২৫-২৬ মৌসুমের জন্য কেন্দ্রীয় চুক্তি আজ প্রকাশ করেছে পিসিবি। চুক্তিটি করা হয়েছে ৩০ ক্রিকেটারকে নিয়ে। অবাক করার বিষয় হলো, বোর্ডের নতুন ঘোষিত চুক্তিতে রাখা হয়নি ‘এ’ ক্যাটেগরি। ‘বি’, ‘সি’, ‘ডি’-এই তিন ক্যাটেগরিতে আছেন ১০ জন করে ক্রিকেটার। ‘বি’তে বাবর-রিজওয়ানসহ আছেন ফখর জামান, সাইম আইয়ুব, আবরার আহমেদ, হাসান আলী, সালমান আলী আঘা, শাদাব খান, শাহিন শাহ আফ্রিদি ও হারিস রউফ। সালমান আলী আঘা পাকিস্তান টি-টোয়েন্টি দলের অধিনায়ক।
এবার নতুন করে পিসিবির কেন্দ্রীয় চুক্তিতে জায়গা পেয়েছেন ১২ ক্রিকেটার। তাঁরা হলেন আহমেদ দানিয়াল, হাসান আলী, হাসান নাওয়াজ, হুসেইন তালাত, খুশদিল শাহ, মোহাম্মদ আব্বাস, মোহাম্মদ হারিস, মোহাম্মদ নাওয়াজ, সাহিবজাদা ফারহান, সালমান মির্জা, সুফিয়ান মুকিম ও ফাহিম আশরাফ। যাঁদের মধ্যে তালাত, সালমান মির্জা, মুকিম, খুশদিল শাহ, মোহাম্মদ আব্বাস, আহমেদ দানিয়াল ‘সি’ ক্যাটেগরিতে। হাসান নাওয়াজ, মোহাম্মদ নাওয়াজ জায়গা পেয়েছেন ‘বি’ ক্যাটেগরিতে।
টি-টোয়েন্টিতে চারের চেয়ে ছক্কা মারতে বেশি ওস্তাদ হাসান নাওয়াজ। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১৪ ম্যাচ খেলে ১৯ চার ও ২৭ ছক্কা মেরেছেন। একটি করে ফিফটি ও সেঞ্চুরি করেছেন পাকিস্তানের জার্সিতে টি-টোয়েন্টিতে। এদিকে এ বছরের জুলাইয়ে বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছে সালমান মির্জার। তিন টি-টোয়েন্টি খেলে ৫.২১ ইকোনমিতে নিয়েছেন ৭ উইকেট।
পাকিস্তানের এশিয়া কাপের দলটাই সংযুক্ত আরব আমিরাত ও আফগানিস্তানের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজে খেলবে। শারজায় ২৯ আগস্ট পাকিস্তান-আফগানিস্তান ম্যাচ দিয়ে শুরু হবে ত্রিদেশীয় সিরিজ। এই সিরিজে কমপক্ষে চার ম্যাচ খেলার সুযোগ পাবেন সালমান আলী আগারা। ফাইনালে উঠলে পাকিস্তান খেলতে পারবে পাঁচ ম্যাচ। ৯ সেপ্টেম্বর আমিরাতে শুরু হবে আট দলের এশিয়া কাপ। দুবাইয়ে ১৪ সেপ্টেম্বর চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে খেলবে পাকিস্তান। ‘এ’ গ্রুপে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের সঙ্গে পাকিস্তান পাচ্ছে ওমান ও আমিরাতকে।
পিসিবির ২০২৫-২৬ মৌসুমের কেন্দ্রীয় চুক্তি
‘বি’ ক্যাটেগরি: বাবর আজম, ফখর জামান, হারিস রউফ, আবরার আহমেদ, মোহাম্মদ রিজওয়ান, হাসান আলী, সাইম আইয়ুব, সালমান আলী আঘা, শাদাব খান, শাহিন শাহ আফ্রিদি
‘সি’ ক্যাটেগরি: আব্দুল্লাহ শফিক, ফাহিম আশরাফ, হাসান নাওয়াজ, মোহাম্মদ হারিস, মোহাম্মদ নাওয়াজ, নাসিম শাহ, নোমান আলী, সাহিবজাদা ফারহান, সাজিদ খান, সৌদ শাকিল
‘ডি’ ক্যাটেগরি: আহমেদ দানিয়াল, হুসেইন তালাত, খুররম শেহজাদ, খুশদিল শাহ, মোহাম্মদ আব্বাস, মোহাম্মদ আব্বাস আফ্রিদি, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, সালমান মির্জা, শান মাসুদ, সুফিয়ান মুকিম
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের পর তামিম ইকবালের ব্যস্ততা অনেকটাই কমে গেছে। মিরপুরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পাশাপাশি দেশে-বিদেশে বিভিন্ন অনুষ্ঠানে তাঁকে দেখা যায়। অবসর নিলেও দেশের ক্রিকেটের স্বার্থে সব সময় প্রস্তুত বলে জানিয়েছেন বাংলাদেশের এই বাঁহাতি ব্যাটার।
৯ মিনিট আগেবাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি হওয়ার পর আমিনুল ইসলাম বুলবুল এবারই প্রথম বসেছে ক্রিকেটারদের সঙ্গে। রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে ক্রিকেটার, বোর্ড কর্মকর্তা, গণমাধ্যমকর্মীদের ভিড়। এই পরিস্থিতিতে তাওহিদ হৃদয়ের সঙ্গে লেগে গেল এক ক্যামেরাম্যানের।
৩ ঘণ্টা আগেটপ এন্ড টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশ ‘এ’ দল এখন পর্যন্ত খেলেছে তিন ম্যাচ। জিতেছে দুই ম্যাচ ও হেরেছে এক ম্যাচ। ১১ দলের মধ্যে পয়েন্ট তালিকায় এই মুহূর্তে ৯ নম্বরে অবস্থান করছে বাংলাদেশ।
৩ ঘণ্টা আগে২০১০-এর পর পাকিস্তান দলের দরজা দানিশ কানেরিয়ার জন্য এক রকম বন্ধ হয়ে যায়। বাদ পড়ার পর প্রায়ই তিনি পাকিস্তান ক্রিকেট নিয়ে তির্যক মন্তব্য করেন। এমনকি পাকিস্তানের কোনো ক্রিকেটার বা দল নিয়ে কেউ উল্টোপাল্টা মন্তব্য করলে খুব মজা পান কানেরিয়া।
৪ ঘণ্টা আগে