Ajker Patrika

ভারতের এশিয়া কাপের দলে কে আছেন, কে নেই

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ১৯ আগস্ট ২০২৫, ১৬: ০৮
এক বছর পর টি-টোয়েন্টি দলে ফিরেছেন বুমরা-গিল। ছবি: এক্স
এক বছর পর টি-টোয়েন্টি দলে ফিরেছেন বুমরা-গিল। ছবি: এক্স

জল্পনাকল্পনার অবসান ঘটিয়ে শুবমান গিলকে নিয়েই এশিয়া কাপের দল ঘোষণা করেছে ভারত। শুধু তা-ই নয়, তাঁর কাঁধে দেওয়া হয়েছে সহ-অধিনায়কের দায়িত্ব। গিলের সঙ্গে ফেরানো হয়েছে যশপ্রীত বুমরাকেও। এর বাইরে তেমন কোনো চমক রাখেননি প্রধান নির্বাচক অজিত আগারকার। তবে দলে জায়গা হয়নি শ্রেয়াস আইয়ার, যশস্বী জয়সওয়াল ও ওয়াশিংটন সুন্দরের। বিশ্রামে মোহাম্মদ সিরাজ।

ভারতের জার্সিতে এক বছরের বেশি সময় ধরে টি-টোয়েন্টি খেলেননি গিল-বুমরা। দুজনে অবশ্য আইপিএলে ঝলক দেখিয়েছেন। তবু এশিয়া কাপে ফেরানো হবে কি না, তা নিয়ে ছিল শঙ্কা। গিলকে নিয়ে অধিনায়ক সূর্যকুমার যাদব বলেন, ‘বিশ্বকাপের পর শেষবার সে যখন টি-টোয়েন্টি খেলেছে শ্রীলঙ্কায়, তখন সহ-অধিনায়ক ছিল। সেই সিরিজ দিয়েই আমরা টি-টোয়েন্টি বিশ্বকাপের নতুন চক্রে যাত্রা করি। এরপর টেস্ট ক্রিকেট নিয়ে ব্যস্ত হয়ে পড়ি আমরা, যে কারণে সে সুযোগ পায়নি। আমরা তাকে পেয়ে খুশি।’

প্রায় ৮ মাস পর এশিয়া কাপ দিয়ে টি-টোয়েন্টি খেলতে যাচ্ছে ভারত। সবশেষ টি-টোয়েন্টি খেলেছিল জানুয়ারিতে ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে। গ্রুপ পর্বে প্রথম ম্যাচে ১০ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাতের মুখোমুখি হবে তারা। ১৪ সেপ্টেম্বর চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান ও ১৯ সেপ্টেম্বর লড়বে ওমানের বিপক্ষে। প্রথম দুটি ম্যাচ দুবাইয়ে খেললেও তৃতীয়টি খেলবে আবুধাবিতে।

এশিয়া কাপে ভারতীয় দল: সূর্যকুমার যাদব (অধিনায়ক), শুবমান গিল (সহ-অধিনায়ক), অভিষেক শর্মা, তিলক ভার্মা, হার্দিক পান্ডিয়া, শিভাম দুবে, অক্ষর প্যাটেল, জিতেশ শর্মা, যশপ্রীত বুমরা, অর্শদীপ সিং, বরুণ চক্রবর্তী, কুলদীপ যাদব, সাঞ্জু স্যামসন, হারশিত রানা, রিংকু সিং।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত