ক্রীড়া ডেস্ক
জল্পনাকল্পনার অবসান ঘটিয়ে শুবমান গিলকে নিয়েই এশিয়া কাপের দল ঘোষণা করেছে ভারত। শুধু তা-ই নয়, তাঁর কাঁধে দেওয়া হয়েছে সহ-অধিনায়কের দায়িত্ব। গিলের সঙ্গে ফেরানো হয়েছে যশপ্রীত বুমরাকেও। এর বাইরে তেমন কোনো চমক রাখেননি প্রধান নির্বাচক অজিত আগারকার। তবে দলে জায়গা হয়নি শ্রেয়াস আইয়ার, যশস্বী জয়সওয়াল ও ওয়াশিংটন সুন্দরের। বিশ্রামে মোহাম্মদ সিরাজ।
ভারতের জার্সিতে এক বছরের বেশি সময় ধরে টি-টোয়েন্টি খেলেননি গিল-বুমরা। দুজনে অবশ্য আইপিএলে ঝলক দেখিয়েছেন। তবু এশিয়া কাপে ফেরানো হবে কি না, তা নিয়ে ছিল শঙ্কা। গিলকে নিয়ে অধিনায়ক সূর্যকুমার যাদব বলেন, ‘বিশ্বকাপের পর শেষবার সে যখন টি-টোয়েন্টি খেলেছে শ্রীলঙ্কায়, তখন সহ-অধিনায়ক ছিল। সেই সিরিজ দিয়েই আমরা টি-টোয়েন্টি বিশ্বকাপের নতুন চক্রে যাত্রা করি। এরপর টেস্ট ক্রিকেট নিয়ে ব্যস্ত হয়ে পড়ি আমরা, যে কারণে সে সুযোগ পায়নি। আমরা তাকে পেয়ে খুশি।’
প্রায় ৮ মাস পর এশিয়া কাপ দিয়ে টি-টোয়েন্টি খেলতে যাচ্ছে ভারত। সবশেষ টি-টোয়েন্টি খেলেছিল জানুয়ারিতে ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে। গ্রুপ পর্বে প্রথম ম্যাচে ১০ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাতের মুখোমুখি হবে তারা। ১৪ সেপ্টেম্বর চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান ও ১৯ সেপ্টেম্বর লড়বে ওমানের বিপক্ষে। প্রথম দুটি ম্যাচ দুবাইয়ে খেললেও তৃতীয়টি খেলবে আবুধাবিতে।
এশিয়া কাপে ভারতীয় দল: সূর্যকুমার যাদব (অধিনায়ক), শুবমান গিল (সহ-অধিনায়ক), অভিষেক শর্মা, তিলক ভার্মা, হার্দিক পান্ডিয়া, শিভাম দুবে, অক্ষর প্যাটেল, জিতেশ শর্মা, যশপ্রীত বুমরা, অর্শদীপ সিং, বরুণ চক্রবর্তী, কুলদীপ যাদব, সাঞ্জু স্যামসন, হারশিত রানা, রিংকু সিং।
জল্পনাকল্পনার অবসান ঘটিয়ে শুবমান গিলকে নিয়েই এশিয়া কাপের দল ঘোষণা করেছে ভারত। শুধু তা-ই নয়, তাঁর কাঁধে দেওয়া হয়েছে সহ-অধিনায়কের দায়িত্ব। গিলের সঙ্গে ফেরানো হয়েছে যশপ্রীত বুমরাকেও। এর বাইরে তেমন কোনো চমক রাখেননি প্রধান নির্বাচক অজিত আগারকার। তবে দলে জায়গা হয়নি শ্রেয়াস আইয়ার, যশস্বী জয়সওয়াল ও ওয়াশিংটন সুন্দরের। বিশ্রামে মোহাম্মদ সিরাজ।
ভারতের জার্সিতে এক বছরের বেশি সময় ধরে টি-টোয়েন্টি খেলেননি গিল-বুমরা। দুজনে অবশ্য আইপিএলে ঝলক দেখিয়েছেন। তবু এশিয়া কাপে ফেরানো হবে কি না, তা নিয়ে ছিল শঙ্কা। গিলকে নিয়ে অধিনায়ক সূর্যকুমার যাদব বলেন, ‘বিশ্বকাপের পর শেষবার সে যখন টি-টোয়েন্টি খেলেছে শ্রীলঙ্কায়, তখন সহ-অধিনায়ক ছিল। সেই সিরিজ দিয়েই আমরা টি-টোয়েন্টি বিশ্বকাপের নতুন চক্রে যাত্রা করি। এরপর টেস্ট ক্রিকেট নিয়ে ব্যস্ত হয়ে পড়ি আমরা, যে কারণে সে সুযোগ পায়নি। আমরা তাকে পেয়ে খুশি।’
প্রায় ৮ মাস পর এশিয়া কাপ দিয়ে টি-টোয়েন্টি খেলতে যাচ্ছে ভারত। সবশেষ টি-টোয়েন্টি খেলেছিল জানুয়ারিতে ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে। গ্রুপ পর্বে প্রথম ম্যাচে ১০ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাতের মুখোমুখি হবে তারা। ১৪ সেপ্টেম্বর চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান ও ১৯ সেপ্টেম্বর লড়বে ওমানের বিপক্ষে। প্রথম দুটি ম্যাচ দুবাইয়ে খেললেও তৃতীয়টি খেলবে আবুধাবিতে।
এশিয়া কাপে ভারতীয় দল: সূর্যকুমার যাদব (অধিনায়ক), শুবমান গিল (সহ-অধিনায়ক), অভিষেক শর্মা, তিলক ভার্মা, হার্দিক পান্ডিয়া, শিভাম দুবে, অক্ষর প্যাটেল, জিতেশ শর্মা, যশপ্রীত বুমরা, অর্শদীপ সিং, বরুণ চক্রবর্তী, কুলদীপ যাদব, সাঞ্জু স্যামসন, হারশিত রানা, রিংকু সিং।
২৯৭ রানের লক্ষ্য তাড়ায় শুরুটা খুব খারাপ ছিল না। ট্রাভিস হেডকে নিয়ে অধিনায়ক মিচেল মার্শ ৭ ওভারেই তুলে ফেলেছিলেন ৬০ রান। কিন্তু এরপরই ‘মিনি’ মোড়ক অস্ট্রেলিয়ার ইনিংসে। ৬০ থেকে ৬৯—এই ২৯ রানের মধ্যেই অস্ট্রেলিয়া হারিয়ে ফেলে ৬ উইকেট! যার ৫টিই নেন কেশব মহারাজ।
৩০ মিনিট আগেএ বছরের মে মাসে বাংলাদেশি ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি হওয়ার পরই আমিনুল ইসলাম বুলবুল ব্যস্ত সময় কাটাচ্ছেন। তৃণমূল পর্যায়ে ক্রিকেটের উন্নতিতে দেশের বিভিন্ন জেলায় যেতে হচ্ছে। শত ব্যস্ততার মধ্যে আজ বিসিবি সভাপতি বসেছেন ক্রিকেটারদের সঙ্গে।
১ ঘণ্টা আগেপাকিস্তান নাম প্রত্যাহার করে নেওয়ায় গতকালই হকি এশিয়া কাপ খেলার নিশ্চয়তা পেয়েছে বাংলাদেশ। আজ পেল টুর্নামেন্টের সূচিও। দুটি গ্রুপে ভাগ করা হয়েছে আটটি দলকে। বাংলাদেশের গ্রুপে রয়েছে বর্তমান চ্যাম্পিয়ন দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়া ও চাইনিজ তাইপে। অপর গ্রুপে রয়েছে স্বাগতিক ভারত, জাপান, চীন ও কাজাখস্তান।
২ ঘণ্টা আগেপেশাদার সার্কিটে ইয়ানিক সিনার আর কার্লোস আলকারাস মানেই দারুণ এক লড়াই। নতুন প্রজন্মের এই দুই টেনিস তারকার সাম্প্রতিক সময়ের সব ম্যাচই ছিল উত্তেজনায় ভরা। সে হিসেবে সিনসিনাটি ওপেনের পুরুষ বিভাগের ফাইনালেও কাব্যিক এক লড়াইয়ের আশা করা হয়েছিল। কিন্তু সে আশায় গুঁড়েবালি!
২ ঘণ্টা আগে