নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি হওয়ার পর আমিনুল ইসলাম বুলবুল এবারই প্রথম বসেছে ক্রিকেটারদের সঙ্গে। রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে ক্রিকেটার, বোর্ড কর্মকর্তা, গণমাধ্যমকর্মীদের ভিড়। এই পরিস্থিতিতে তাওহিদ হৃদয়ের সঙ্গে লেগে গেল এক ক্যামেরাম্যানের।
সোনারগাঁও হোটেলের কনফারেন্স রুমে আজ ক্রিকেটারদের সঙ্গে বসেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। বোর্ড পরিচালক আকরাম খান, প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন চৌধুরী সুজন, স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদসহ এসেছেন তারকা ক্রিকেটাররা। গণমাধ্যমকর্মীদরাও ভিড় জমিয়েছেন সোনারগাঁও হোটেলে। হৃদয় সেখানে পৌঁছানোর পর এক ঝাঁক ক্যামেরা ঘিরে ধরে। তখন ক্যামেরাম্যানের সঙ্গে ধাক্কা খাওয়ার পর ক্ষোভ ঝাড়লেন ২৪ বছর বয়সী এই ক্রিকেটার। হৃদয় বলেছেন, ‘ভাই গায়ের ওপর উঠছেন কেন?’
অস্ট্রেলিয়ায় পরিবারের সঙ্গে সময় কাটিয়ে বুলবুল পরশু রাতে ঢাকায় ফিরেছেন। দেশে ফিরেই জাতীয় দলের ক্রিকেটারদের পূর্বঘোষিত একটি সেশন করানোর কথা বলেছিলেন তিনি। বিসিবি সভাপতির দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো আজ ক্রিকেটারদের সঙ্গে বসেছেন বিসিবি সভাপতি। বুলবুলের এই সভায় এসেছেন মুশফিকুর রহিম, হৃদয়, মোহাম্মদ সাইফউদ্দিন, নাসুম আহমেদ, মেহেদী হাসান মিরাজ, শামীম হোসেন পাটোয়ারীরা।
এ বছরের ৩০ মে বিসিবির ১৬তম সভাপতি হয়েছেন বুলবুল। ফারুক আহমেদের পর দ্বিতীয় ক্রিকেটার হিসেবে বিসিবি প্রধান হয়েছেন বুলবুল। কদিন আগে আজকের পত্রিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে অনেক বিষয় নিয়ে কথা বলেছিলেন বুলবুল। সেখানে জাতীয় দলের ক্রিকেটার ও কোচিং স্টাফদের নিয়ে চালানো জরিপ নিয়ে বিসিবি সভাপতি বলেছিলেন, ‘৮টি প্রশ্ন রেখেছিলাম। ক্রিকেটাররা মন খুলে অনেক কিছু লিখে আমাকে জানিয়েছে । একটা প্রশ্নে বর্ণনামূলক উত্তর জানতে চাওয়া হয়েছিল— এগোনোর উপায় কী । বাকিগুলো ১ থেকে ৫ নম্বর দেওয়ার বিষয় ছিল। বিসিবির সাপোর্ট , আমাদের কাছে তারা কী আশা করে- খাবার , লজিস্টিক , উইকেট , সুযোগ - সুবিধা ইত্যাদি নিয়ে জানতে চাওয়া হয়েছিল । খেলোয়াড় ও বোর্ড দুই— পক্ষের কাছে আসার একটা দারুণ পদ্ধতি এটা।’
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি হওয়ার পর আমিনুল ইসলাম বুলবুল এবারই প্রথম বসেছে ক্রিকেটারদের সঙ্গে। রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে ক্রিকেটার, বোর্ড কর্মকর্তা, গণমাধ্যমকর্মীদের ভিড়। এই পরিস্থিতিতে তাওহিদ হৃদয়ের সঙ্গে লেগে গেল এক ক্যামেরাম্যানের।
সোনারগাঁও হোটেলের কনফারেন্স রুমে আজ ক্রিকেটারদের সঙ্গে বসেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। বোর্ড পরিচালক আকরাম খান, প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন চৌধুরী সুজন, স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদসহ এসেছেন তারকা ক্রিকেটাররা। গণমাধ্যমকর্মীদরাও ভিড় জমিয়েছেন সোনারগাঁও হোটেলে। হৃদয় সেখানে পৌঁছানোর পর এক ঝাঁক ক্যামেরা ঘিরে ধরে। তখন ক্যামেরাম্যানের সঙ্গে ধাক্কা খাওয়ার পর ক্ষোভ ঝাড়লেন ২৪ বছর বয়সী এই ক্রিকেটার। হৃদয় বলেছেন, ‘ভাই গায়ের ওপর উঠছেন কেন?’
অস্ট্রেলিয়ায় পরিবারের সঙ্গে সময় কাটিয়ে বুলবুল পরশু রাতে ঢাকায় ফিরেছেন। দেশে ফিরেই জাতীয় দলের ক্রিকেটারদের পূর্বঘোষিত একটি সেশন করানোর কথা বলেছিলেন তিনি। বিসিবি সভাপতির দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো আজ ক্রিকেটারদের সঙ্গে বসেছেন বিসিবি সভাপতি। বুলবুলের এই সভায় এসেছেন মুশফিকুর রহিম, হৃদয়, মোহাম্মদ সাইফউদ্দিন, নাসুম আহমেদ, মেহেদী হাসান মিরাজ, শামীম হোসেন পাটোয়ারীরা।
এ বছরের ৩০ মে বিসিবির ১৬তম সভাপতি হয়েছেন বুলবুল। ফারুক আহমেদের পর দ্বিতীয় ক্রিকেটার হিসেবে বিসিবি প্রধান হয়েছেন বুলবুল। কদিন আগে আজকের পত্রিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে অনেক বিষয় নিয়ে কথা বলেছিলেন বুলবুল। সেখানে জাতীয় দলের ক্রিকেটার ও কোচিং স্টাফদের নিয়ে চালানো জরিপ নিয়ে বিসিবি সভাপতি বলেছিলেন, ‘৮টি প্রশ্ন রেখেছিলাম। ক্রিকেটাররা মন খুলে অনেক কিছু লিখে আমাকে জানিয়েছে । একটা প্রশ্নে বর্ণনামূলক উত্তর জানতে চাওয়া হয়েছিল— এগোনোর উপায় কী । বাকিগুলো ১ থেকে ৫ নম্বর দেওয়ার বিষয় ছিল। বিসিবির সাপোর্ট , আমাদের কাছে তারা কী আশা করে- খাবার , লজিস্টিক , উইকেট , সুযোগ - সুবিধা ইত্যাদি নিয়ে জানতে চাওয়া হয়েছিল । খেলোয়াড় ও বোর্ড দুই— পক্ষের কাছে আসার একটা দারুণ পদ্ধতি এটা।’
একের পর এক দুঃসংবাদ পেয়ে চলেছেন বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান। কদিন আগে পাকিস্তানের এশিয়া কাপের দলে জায়গা হয়নি বাবর-রিজওয়ানের। দুই তারকা ক্রিকেটারকে এবার কেন্দ্রীয় চুক্তিতেও নিচে নামিয়ে দিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
২ ঘণ্টা আগেটপ এন্ড টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশ ‘এ’ দল এখন পর্যন্ত খেলেছে তিন ম্যাচ। জিতেছে দুই ম্যাচ ও হেরেছে এক ম্যাচ। ১১ দলের মধ্যে পয়েন্ট তালিকায় এই মুহূর্তে ৯ নম্বরে অবস্থান করছে বাংলাদেশ।
৩ ঘণ্টা আগে২০১০-এর পর পাকিস্তান দলের দরজা দানিশ কানেরিয়ার জন্য এক রকম বন্ধ হয়ে যায়। বাদ পড়ার পর প্রায়ই তিনি পাকিস্তান ক্রিকেট নিয়ে তির্যক মন্তব্য করেন। এমনকি পাকিস্তানের কোনো ক্রিকেটার বা দল নিয়ে কেউ উল্টোপাল্টা মন্তব্য করলে খুব মজা পান কানেরিয়া।
৩ ঘণ্টা আগেঅনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপ বাছাইয়ের জন্য নিজেদের ঝালিয়ে নিতে বাহরাইনে ক্যাম্প করছে বাংলাদেশ ফুটবল দল। বাহরাইন অনূর্ধ্ব-২৩ দলের বিপক্ষে গতকাল একটি প্রীতি ম্যাচও খেলেছে বাংলাদেশ। স্বাগতিক বাহরাইনের কাছে ১-০ গোলে হেরেছে বাংলাদেশ।
৪ ঘণ্টা আগে