আজই পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যানের দায়িত্ব নিয়েছেন দেশটির সাবেক অধিনায়ক রমিজ রাজা। নতুন চেয়ারম্যান ঘোষণার দিন নতুন কোচও নিয়োগ দিয়েছে পিসিবি। টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে প্রধান কোচ ও বোলিং কোচের নাম ঘোষণা করেন রমিজ নিজেই।
প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন সাবেক অস্ট্রেলিয়ান ওপেনার ম্যাথু হেইডেন। কদিন আগে কোচের পথ থেকে সরে দাঁড়ানো মিসবাহ-উল হকের স্থলাভিষিক্ত হলেন হেইডেন। একই সঙ্গে বোলিং কোচের নামও ঘোষণা করা হয়েছে। ওয়াকার ইউনুসের স্থলাভিষিক্ত হয়ে এ দায়িত্ব পেয়েছেন সাবেক দক্ষিণ আফ্রিকান পেসার ভারনন ফিল্যান্ডার। নতুন চেয়ারম্যান রমিজ রাজা এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন।
২০১৯ সালের সেপ্টেম্বরে মিসবাহ ও ওয়াকারকে কোচ হিসেবে নিয়োগ দিয়েছিল পিসিবি। চুক্তি অনুসারে আরও এক বছর মেয়াদ বাকি ছিল দুজনের। তার আগেই অবশ্য পদত্যাগ করেন তাঁরা। চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণের পর লাহোরে আয়োজিত প্রথম সংবাদ সম্মেলনে রমিজ বলেছেন, ‘শুধুমাত্র পাকিস্তান জাতীয় দলই নয়, পাকিস্তান ক্রিকেটের অভ্যন্তরীণ অনেক কাজ করতে হবে আমাকে। পাকিস্তান ক্রিকেট এখন অনেক নিচের দিকে। এ অবস্থায় দায়িত্ব নিতে আমি মোটেও লজ্জাবোধ করছি না। ক্রিকেট নিয়ে কথা বলতে পারাটাই সবকিছুর চেয়ে ভালো।’
সংবাদ সম্মেলনে রমিজ আরও বলেন, ‘পাকিস্তান ক্রিকেটে বেশ কিছু ইতিবাচক পরিবর্তনের জন্যই আমি চেয়ারম্যান দায়িত্ব নিয়েছি। আমাদের ভালোমানের কোচিং একাডেমি, কোচ, মাঠ এবং উইকেট প্রয়োজন। তবে এগুলো সঠিক জায়গায় নিয়ে আসাই হচ্ছে বড় চ্যালেঞ্জ।’
আজই পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যানের দায়িত্ব নিয়েছেন দেশটির সাবেক অধিনায়ক রমিজ রাজা। নতুন চেয়ারম্যান ঘোষণার দিন নতুন কোচও নিয়োগ দিয়েছে পিসিবি। টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে প্রধান কোচ ও বোলিং কোচের নাম ঘোষণা করেন রমিজ নিজেই।
প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন সাবেক অস্ট্রেলিয়ান ওপেনার ম্যাথু হেইডেন। কদিন আগে কোচের পথ থেকে সরে দাঁড়ানো মিসবাহ-উল হকের স্থলাভিষিক্ত হলেন হেইডেন। একই সঙ্গে বোলিং কোচের নামও ঘোষণা করা হয়েছে। ওয়াকার ইউনুসের স্থলাভিষিক্ত হয়ে এ দায়িত্ব পেয়েছেন সাবেক দক্ষিণ আফ্রিকান পেসার ভারনন ফিল্যান্ডার। নতুন চেয়ারম্যান রমিজ রাজা এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন।
২০১৯ সালের সেপ্টেম্বরে মিসবাহ ও ওয়াকারকে কোচ হিসেবে নিয়োগ দিয়েছিল পিসিবি। চুক্তি অনুসারে আরও এক বছর মেয়াদ বাকি ছিল দুজনের। তার আগেই অবশ্য পদত্যাগ করেন তাঁরা। চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণের পর লাহোরে আয়োজিত প্রথম সংবাদ সম্মেলনে রমিজ বলেছেন, ‘শুধুমাত্র পাকিস্তান জাতীয় দলই নয়, পাকিস্তান ক্রিকেটের অভ্যন্তরীণ অনেক কাজ করতে হবে আমাকে। পাকিস্তান ক্রিকেট এখন অনেক নিচের দিকে। এ অবস্থায় দায়িত্ব নিতে আমি মোটেও লজ্জাবোধ করছি না। ক্রিকেট নিয়ে কথা বলতে পারাটাই সবকিছুর চেয়ে ভালো।’
সংবাদ সম্মেলনে রমিজ আরও বলেন, ‘পাকিস্তান ক্রিকেটে বেশ কিছু ইতিবাচক পরিবর্তনের জন্যই আমি চেয়ারম্যান দায়িত্ব নিয়েছি। আমাদের ভালোমানের কোচিং একাডেমি, কোচ, মাঠ এবং উইকেট প্রয়োজন। তবে এগুলো সঠিক জায়গায় নিয়ে আসাই হচ্ছে বড় চ্যালেঞ্জ।’
শ্রেয়াস আইয়ারের মতো ক্রিকেটার এশিয়া কাপের দলে সুযোগ না পাওয়ায় হয়েছিল অনেক সমালোচনা। অজিত আগারকারও উত্তর দিতে গিয়ে এক রকম নিরুপায় হয়ে পড়েছিলেন। অফফর্ম থাকলে তো জায়গা মেলেই না। এমনকি ফর্মে থাকা ক্রিকেটারও ভারতের একাদশে সুযোগ পান না।
২ ঘণ্টা আগেলিটন দাস এত ধারাবাহিক কবে ছিলেন, সেই প্রশ্নের উত্তর হয়তো তিনি নিজেও খুঁজে পাবেন না। ‘হ্যালির ধূমকেতু’র মতো অনেক দিন পরপর জ্বলে ওঠা লিটন রানের বন্যা বইয়ে দিচ্ছেন। বাংলাদেশের অধিনায়কের দুর্দান্ত ব্যাটিং দেখে প্রশংসায় পঞ্চমুখ ওয়াসিম জাফর-মুরালি কার্তিকরা।
৩ ঘণ্টা আগেনানা মুনির নানা মত—এশিয়া কাপ, আইসিসি ইভেন্ট এলে বহুল প্রচলিত এই কথাটার বাস্তব প্রমাণ দেখা যায়। টুর্নামেন্টে কে হবে চ্যাম্পিয়ন, কার দৌড় কত দূর—এসব নিয়ে চলে বিভিন্ন আলাপ-আলোচনা। তবে বাংলাদেশের তরুণ পেসার তানজিম হাসান সাকিব এগুলো নিয়ে তেমন একটা ভাবেন না।
৪ ঘণ্টা আগে২০২৬ ফুটবল বিশ্বকাপ শুরু হতে এখনো বাকি ৯ মাস সময়। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে আগামী বছরের জুন-জুলাইয়ে হবে ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’। কিন্তু ভক্ত-সমর্থকদের যে ফুটবলের এই উৎসব দেখতে তর সইছে না। প্রথম দফায় টিকিট ছাড়তেই ফিফার সাইটে ভক্ত-সমর্থকেরা হুমড়ি খেয়ে পড়েছেন।
৫ ঘণ্টা আগে