নিজস্ব প্রতিবেদক, ঢাকা
চন্ডিকা হাথুরুসিংহে দ্বিতীয় মেয়াদে বাংলাদেশের কোচ হয়ে আসেন ২০২৩ সালের জানুয়ারি। ঠিক তার পরপরই মার্চে ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে মাহমুদউল্লাহ রিয়াদ আশানুরূপ পারফরম্যান্স করতে না পারায় বাদ পড়েন বিশ্রামের মোড়কে। মাহমুদউল্লাহ এরপর যখনই ফিরেছেন, তখন থেকেই তাঁর ব্যাটে ছুটছে রানের ফোয়ারা। মাহমুদউল্লাহর অন্তর্ভুক্তি করা-না করা নিয়ে বেশির ভাগ সময় তোপের মুখে পড়া হাথুরুই আজ সিলেটে মুগ্ধতা প্রকাশ করেছেন তাঁকে নিয়ে।
এই মাহমুদউল্লাহরই যেন গত বছর আন্তর্জাতিক ক্রিকেটে যতিচিহ্ন পড়ার মতো অবস্থা হয়ে যায়। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তো ব্রাত্য ছিলেনই, জায়গা পাননি গত বছর ওয়ানডে সংস্করণে হওয়া এশিয়া কাপের দলে। তাঁর জায়গায় আফিফ হোসেন, শামীম পাটোয়ারীর মতো তরুণদের লোয়ার মিডল অর্ডারে পরখ করে দেখা হলেও আস্থার প্রতিদান দিতে পারেননি কেউই। শ্রীলঙ্কা-পাকিস্তানে অনুষ্ঠিত এশিয়া কাপে ফাইনালের আগেই বাদ পড়ে বাংলাদেশ। এরপর ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ দিয়ে ছয় মাস পর ফেরেন মাহমুদউল্লাহ। ফেরার পরই জায়গা করেন ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ দলে।
ব্যাটারদের ব্যর্থতায় ভরপুর বিশ্বকাপে তিনিই করেন বাংলাদেশের সর্বোচ্চ রান। সেই ধারাবাহিকতা ধরে রেখেছেন ২০২৪ বিপিএলে। বিপিএলে ফরচুন বরিশালের হয়ে শিরোপার পর শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ দিয়ে মাঠে নেমে পড়েন মাহমুদউল্লাহ। সিলেটে ৪ মার্চ সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচ খেলেই আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ফেরেন দেড় বছর পর। ফেরার ম্যাচে ৩১ বলে করেন ৫৪ রান। সিরিজের তৃতীয় টি-টোয়েন্টির আগে মাহমুদউল্লাহকে নিয়ে সংবাদ সম্মেলনে আজ হাথুরু বলেন, ‘অনেক অভিজ্ঞতা নিয়েই সে খেলছে এখানে। যেভাবে সে বিপিএল খেলেছে, আমি মনে করি সবাইকে দেখিয়েছে সে কতটা পরিণত। সে যথেষ্ট স্বাধীনতা নিয়ে খেলছে। যখন আমি বিশ্বকাপে দেখলাম, সে খুব স্বাচ্ছন্দ্যেই খেলে।’
মাহমুদউল্লাহর আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ফেরার ম্যাচে বাংলাদেশ হেরে যায় কাছাকাছি গিয়ে। প্রথম টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কা আগে ব্যাটিং করে ৩ উইকেটে ২০৬ রান করে। রান তাড়া করতে নেমে বাংলাদেশ থেমে যায় ২০৩ রানে। ৩ রানে হেরে যাওয়ার পর দ্বিতীয় টি-টোয়েন্টিতে বাংলাদেশ হেসেখেলে ৮ উইকেটে ম্যাচ জিতে যায়। এভাবে বাংলাদেশের ঘুরে দাঁড়ানোয় ইতিবাচক দিক খুঁজে পেয়েছেন হাথুরু। বাংলাদেশের প্রধান কোচ বলেন, ‘শেষ ম্যাচে আমরা দারুণ খেলেছি। ম্যাচের পরিকল্পনা অনুযায়ী ব্যাটিং-বোলিংয়ে কার্যকর করতে পেরেছি। প্রথম ম্যাচ থেকে যেভাবে দ্রুত আমরা শিখেছি, সেটাই খুশির ব্যাপার।’
চন্ডিকা হাথুরুসিংহে দ্বিতীয় মেয়াদে বাংলাদেশের কোচ হয়ে আসেন ২০২৩ সালের জানুয়ারি। ঠিক তার পরপরই মার্চে ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে মাহমুদউল্লাহ রিয়াদ আশানুরূপ পারফরম্যান্স করতে না পারায় বাদ পড়েন বিশ্রামের মোড়কে। মাহমুদউল্লাহ এরপর যখনই ফিরেছেন, তখন থেকেই তাঁর ব্যাটে ছুটছে রানের ফোয়ারা। মাহমুদউল্লাহর অন্তর্ভুক্তি করা-না করা নিয়ে বেশির ভাগ সময় তোপের মুখে পড়া হাথুরুই আজ সিলেটে মুগ্ধতা প্রকাশ করেছেন তাঁকে নিয়ে।
এই মাহমুদউল্লাহরই যেন গত বছর আন্তর্জাতিক ক্রিকেটে যতিচিহ্ন পড়ার মতো অবস্থা হয়ে যায়। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তো ব্রাত্য ছিলেনই, জায়গা পাননি গত বছর ওয়ানডে সংস্করণে হওয়া এশিয়া কাপের দলে। তাঁর জায়গায় আফিফ হোসেন, শামীম পাটোয়ারীর মতো তরুণদের লোয়ার মিডল অর্ডারে পরখ করে দেখা হলেও আস্থার প্রতিদান দিতে পারেননি কেউই। শ্রীলঙ্কা-পাকিস্তানে অনুষ্ঠিত এশিয়া কাপে ফাইনালের আগেই বাদ পড়ে বাংলাদেশ। এরপর ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ দিয়ে ছয় মাস পর ফেরেন মাহমুদউল্লাহ। ফেরার পরই জায়গা করেন ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ দলে।
ব্যাটারদের ব্যর্থতায় ভরপুর বিশ্বকাপে তিনিই করেন বাংলাদেশের সর্বোচ্চ রান। সেই ধারাবাহিকতা ধরে রেখেছেন ২০২৪ বিপিএলে। বিপিএলে ফরচুন বরিশালের হয়ে শিরোপার পর শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ দিয়ে মাঠে নেমে পড়েন মাহমুদউল্লাহ। সিলেটে ৪ মার্চ সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচ খেলেই আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ফেরেন দেড় বছর পর। ফেরার ম্যাচে ৩১ বলে করেন ৫৪ রান। সিরিজের তৃতীয় টি-টোয়েন্টির আগে মাহমুদউল্লাহকে নিয়ে সংবাদ সম্মেলনে আজ হাথুরু বলেন, ‘অনেক অভিজ্ঞতা নিয়েই সে খেলছে এখানে। যেভাবে সে বিপিএল খেলেছে, আমি মনে করি সবাইকে দেখিয়েছে সে কতটা পরিণত। সে যথেষ্ট স্বাধীনতা নিয়ে খেলছে। যখন আমি বিশ্বকাপে দেখলাম, সে খুব স্বাচ্ছন্দ্যেই খেলে।’
মাহমুদউল্লাহর আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ফেরার ম্যাচে বাংলাদেশ হেরে যায় কাছাকাছি গিয়ে। প্রথম টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কা আগে ব্যাটিং করে ৩ উইকেটে ২০৬ রান করে। রান তাড়া করতে নেমে বাংলাদেশ থেমে যায় ২০৩ রানে। ৩ রানে হেরে যাওয়ার পর দ্বিতীয় টি-টোয়েন্টিতে বাংলাদেশ হেসেখেলে ৮ উইকেটে ম্যাচ জিতে যায়। এভাবে বাংলাদেশের ঘুরে দাঁড়ানোয় ইতিবাচক দিক খুঁজে পেয়েছেন হাথুরু। বাংলাদেশের প্রধান কোচ বলেন, ‘শেষ ম্যাচে আমরা দারুণ খেলেছি। ম্যাচের পরিকল্পনা অনুযায়ী ব্যাটিং-বোলিংয়ে কার্যকর করতে পেরেছি। প্রথম ম্যাচ থেকে যেভাবে দ্রুত আমরা শিখেছি, সেটাই খুশির ব্যাপার।’
২০২২ বিশ্বকাপের পর থেকেই ব্রাজিল ফুটবল দলের লেজেগোবরে অবস্থা। এই সময়ে ৩ জন কোচ পরিবর্তন হলেও পরিবর্তন আসেনি পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন দলটির পারফরম্যান্সে। এবার তাই দলের জন্য হাইপ্রোফাইল কোচ নিয়োগের জন্য উঠে পড়ে লেগেছে ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ)। ভিনিসিয়ুস জুনিয়র, রাফিনিয়াদের কোচ হিসেবে রিয়া
১০ মিনিট আগেব্যাট হাতে দুর্দান্ত এক সেঞ্চুরিতে দলের প্রয়োজন মিটিয়েছেন। সেঞ্চুরির পর বোলিংয়েও মেহেদী হাসান মিরাজের ভেলকি। ৫ উইকেট নিয়ে তৃতীয় সেশনে একাই যেন ধসিয়ে দিলেন জিম্বাবুয়েকে। তাইজুল-মিরাজের সৌজন্যে তিন দিনেই জিম্বাবুয়েকে গুঁড়িয়ে সিরিজ বাঁচাল বাংলাদেশ। দ্বিতীয় টেস্টে সফরকারীদের ইনিংস ও ১০৬ রানের বড়
২৮ মিনিট আগেনতুন কোচ নিয়োগ নিয়ে ঝক্কির মধ্যে আছে ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ)। এর মধ্যে যোগ হলো নতুন বিতর্ক। ২০২৬ ফুটবল বিশ্বকাপের জন্য ব্রাজিল জাতীয় দলের সম্ভাব্য নতুন অ্যাওয়ে জার্সির একটি ছবি ফাঁস হওয়ার পর দেশটিতে শুরু হয়েছে তীব্র বিতর্ক। এ বিতর্ক শুধু তাদের ক্রীড়াঙ্গনে নয়, ছড়িয়ে পড়েছে ব্রাজিলের রাজনৈতিক
১ ঘণ্টা আগেসিলেট টেস্টে বাংলাদেশের বিপক্ষে ৩ উইকেটের ঐতিহাসিক জয় পেয়েছে জিম্বাবুয়ে। এই জয়ে জিম্বাবুয়ের পেসার ব্লেসিং মুজারাবানি অসাধারণ অবদান রাখেন। বাংলাদেশকে কাঁপিয়ে দেওয়ার পুরস্কার আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) থেকে পেয়েছেন মুজারাবানি।
২ ঘণ্টা আগে