ক্রীড়া ডেস্ক
চ্যাম্পিয়নস ট্রফির সূচি এ বছরের জুলাইয়ে ফাঁস করেছিল ব্রিটিশ সংবাদমাধ্যম ‘দ্য টেলিগ্রাফ’। আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) পক্ষ থেকে আনুষ্ঠানিক ঘোষণা আসাটাই ছিল বাকি। সেই জানা সূচিটা আজ আনুষ্ঠানিক এক বিজ্ঞপ্তিতে প্রকাশ করল ক্রিকেটের অভিভাবক সংস্থা।
২০২৫ চ্যাম্পিয়নস ট্রফিতে ‘এ’ গ্রুপে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তানের গ্রুপে পড়েছে বাংলাদেশ। ২০ ফেব্রুয়ারি দুবাইয়ে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে অভিযান শুরু করবে বাংলাদেশ। সিরিজের দ্বিতীয় ম্যাচ খেলতে মেহেদী হাসান মিরাজ, নাজমুল হোসেন শান্ত, লিটন দাসদের চলে যেতে হবে রাওয়ালপিন্ডিতে।গ্রুপের অপর দল নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ খেলবে ২৪ ফেব্রুয়ারি। রাওয়ালপিন্ডিতেই গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলবে বাংলাদেশ। ২৭ ফেব্রুয়ারি মুখোমুখি হবে বাংলাদেশ-পাকিস্তান।
আট দল নিয়ে হবে এবারের চ্যাম্পিয়নস ট্রফি। গ্রুপ ‘বি’তে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার গ্রুপে থাকছে এশিয়ার আরেক পরাশক্তি আফগানিস্তান। ১৯ ফেব্রুয়ারি করাচিতে পাকিস্তান-নিউজিল্যান্ড ম্যাচ দিয়ে শুরু হবে আইসিসির ইভেন্টটি। ৪ ও ৫ মার্চ হবে দুই সেমিফাইনাল। ভারত সেমিফাইনালে উঠলে দুবাইয়ে খেলবে ৪ মার্চ। তারা ফাইনালে উঠলে ৯ মার্চের শিরোপানির্ধারণী ম্যাচটিও দুবাইয়ে হবে। আর ভারত ফাইনালে না উঠতে পারলে এটা হবে পাকিস্তানে। এমনকি ভারত গ্রুপ পর্বে বাদ পড়লেও প্রথম সেমিফাইনাল দুবাইতেই হচ্ছে। দুই সেমিফাইনাল ও ফাইনালের জন্য থাকছে রিজার্ভ ডে।
আইসিসির আনুষ্ঠানিক ঘোষণা আসতে পাঁচ মাস দেরি হওয়ার কারণ ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) দ্বন্দ্ব। ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফি খেলতে পাকিস্তানে যেতে ভারতীয় ক্রিকেট দল রাজি নয়। পাকিস্তানও চেয়েছিল নিজেদের জেদ ধরে রাখার চেষ্টা করছিল। শেষ পর্যন্ত আইসিসি হাইব্রিড মডেলের সমাধান দিয়েছে। ভারত তাদের ম্যাচগুলো খেলবে সংযুক্ত আরব আমিরাতে। এর আগে ২০২৩ এশিয়া কাপ নিয়েও এমন জলঘোলা হয়েছিল। ওয়ানডে সংস্করণের এশিয়া কাপ পাকিস্তানে পুরোপুরি আয়োজনের কথা ছিল। তবে হাইব্রিড মডেলে পাকিস্তান ও শ্রীলঙ্কায় হয়েছিল মহাদেশীয় শ্রেষ্ঠত্বের টুর্নামেন্ট।
সবশেষ চ্যাম্পিয়নস ট্রফি আয়োজন করা হয়েছে ২০১৭ সালে ইংল্যান্ডে। লন্ডনের ওভালে সেই ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতকে ১৮০ রানে হারিয়ে শিরোপা উঁচিয়ে ধরে পাকিস্তান। চ্যাম্পিয়নস ট্রফির ইতিহাসে এটাই পাকিস্তানের প্রথম শিরোপা।
চ্যাম্পিয়নস ট্রফিতে বাংলাদেশের ম্যাচ
প্রতিপক্ষ তারিখ ভেন্যু
ভারত ২০ ফেব্রুয়ারি দুবাই
নিউজিল্যান্ড ২৪ ফেব্রুয়ারি রাওয়ালপিন্ডি
পাকিস্তান ২৭ ফেব্রুয়ারি রাওয়ালপিন্ডি
চ্যাম্পিয়নস ট্রফির সূচি এ বছরের জুলাইয়ে ফাঁস করেছিল ব্রিটিশ সংবাদমাধ্যম ‘দ্য টেলিগ্রাফ’। আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) পক্ষ থেকে আনুষ্ঠানিক ঘোষণা আসাটাই ছিল বাকি। সেই জানা সূচিটা আজ আনুষ্ঠানিক এক বিজ্ঞপ্তিতে প্রকাশ করল ক্রিকেটের অভিভাবক সংস্থা।
২০২৫ চ্যাম্পিয়নস ট্রফিতে ‘এ’ গ্রুপে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তানের গ্রুপে পড়েছে বাংলাদেশ। ২০ ফেব্রুয়ারি দুবাইয়ে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে অভিযান শুরু করবে বাংলাদেশ। সিরিজের দ্বিতীয় ম্যাচ খেলতে মেহেদী হাসান মিরাজ, নাজমুল হোসেন শান্ত, লিটন দাসদের চলে যেতে হবে রাওয়ালপিন্ডিতে।গ্রুপের অপর দল নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ খেলবে ২৪ ফেব্রুয়ারি। রাওয়ালপিন্ডিতেই গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলবে বাংলাদেশ। ২৭ ফেব্রুয়ারি মুখোমুখি হবে বাংলাদেশ-পাকিস্তান।
আট দল নিয়ে হবে এবারের চ্যাম্পিয়নস ট্রফি। গ্রুপ ‘বি’তে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার গ্রুপে থাকছে এশিয়ার আরেক পরাশক্তি আফগানিস্তান। ১৯ ফেব্রুয়ারি করাচিতে পাকিস্তান-নিউজিল্যান্ড ম্যাচ দিয়ে শুরু হবে আইসিসির ইভেন্টটি। ৪ ও ৫ মার্চ হবে দুই সেমিফাইনাল। ভারত সেমিফাইনালে উঠলে দুবাইয়ে খেলবে ৪ মার্চ। তারা ফাইনালে উঠলে ৯ মার্চের শিরোপানির্ধারণী ম্যাচটিও দুবাইয়ে হবে। আর ভারত ফাইনালে না উঠতে পারলে এটা হবে পাকিস্তানে। এমনকি ভারত গ্রুপ পর্বে বাদ পড়লেও প্রথম সেমিফাইনাল দুবাইতেই হচ্ছে। দুই সেমিফাইনাল ও ফাইনালের জন্য থাকছে রিজার্ভ ডে।
আইসিসির আনুষ্ঠানিক ঘোষণা আসতে পাঁচ মাস দেরি হওয়ার কারণ ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) দ্বন্দ্ব। ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফি খেলতে পাকিস্তানে যেতে ভারতীয় ক্রিকেট দল রাজি নয়। পাকিস্তানও চেয়েছিল নিজেদের জেদ ধরে রাখার চেষ্টা করছিল। শেষ পর্যন্ত আইসিসি হাইব্রিড মডেলের সমাধান দিয়েছে। ভারত তাদের ম্যাচগুলো খেলবে সংযুক্ত আরব আমিরাতে। এর আগে ২০২৩ এশিয়া কাপ নিয়েও এমন জলঘোলা হয়েছিল। ওয়ানডে সংস্করণের এশিয়া কাপ পাকিস্তানে পুরোপুরি আয়োজনের কথা ছিল। তবে হাইব্রিড মডেলে পাকিস্তান ও শ্রীলঙ্কায় হয়েছিল মহাদেশীয় শ্রেষ্ঠত্বের টুর্নামেন্ট।
সবশেষ চ্যাম্পিয়নস ট্রফি আয়োজন করা হয়েছে ২০১৭ সালে ইংল্যান্ডে। লন্ডনের ওভালে সেই ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতকে ১৮০ রানে হারিয়ে শিরোপা উঁচিয়ে ধরে পাকিস্তান। চ্যাম্পিয়নস ট্রফির ইতিহাসে এটাই পাকিস্তানের প্রথম শিরোপা।
চ্যাম্পিয়নস ট্রফিতে বাংলাদেশের ম্যাচ
প্রতিপক্ষ তারিখ ভেন্যু
ভারত ২০ ফেব্রুয়ারি দুবাই
নিউজিল্যান্ড ২৪ ফেব্রুয়ারি রাওয়ালপিন্ডি
পাকিস্তান ২৭ ফেব্রুয়ারি রাওয়ালপিন্ডি
কারও খেলা যদি ভালো লেগে যায় রিয়াল সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজের, আর তাঁর দলে সেই খেলোয়াড়ের ভালো সম্ভাবনা থাকে, তাহলে টাকা কোনো ব্যাপার নয়। তাঁকে কিনেই ছাড়বে রিয়াল। ২০১৪ ব্রাজিল বিশ্বকাপে দারুণ খেলা হামেস রদ্রিগেজকে বিশ্বকাপ শেষে দলে ভিড়িয়েছিল রিয়াল।
১১ ঘণ্টা আগেরাজনৈতিক পরিস্থিতির কারণে বাংলাদেশ আসতে পারছেন না সাকিব আল হাসান। বিদেশের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে খেলে সময় কাটছে তাঁর। যুক্তরাষ্ট্রে যাওয়ার পর নিউইয়র্কের স্থানীয় কিছু ম্যাচে তাঁকে দেখা গেছে অপেশাদার ক্রিকেটারদের সঙ্গে খেলতে। আন্তর্জাতিক অঙ্গনে তিনি এখনো পুরোদস্তুর পেশাদার ক্রিকেটার।
১১ ঘণ্টা আগেনেপাল সফরের জন্য গত পরশু শুরু হয়েছে জাতীয় দলের ক্যাম্প। সে জন্য ২৪ জনের দলও সাজিয়েছেন কোচ হাভিয়ের কাবরেরা। কিন্তু মাঠের অনুশীলন এখনো পুরোদমে শুরু হয়নি। এর মধ্যে নতুন খবর, ক্যাম্পের জন্য আপাতত নিজেদের খেলোয়াড়দের ছাড়ছে না বসুন্ধরা কিংস। আজ এক চিঠির মাধ্যমে বিষয়টি বাফুফেকে জানিয়েছে তারা।
১৬ ঘণ্টা আগেলিওনেল মেসির সঙ্গে ধারেকাছে কেউ এলেই হতো। দেহরক্ষী ইয়াসিন চেউকো দ্রুত তাঁকে ধরে ফেলেন। বিমানের চেয়ে যেন ক্ষিপ্রগতিতে ছুটতে পারেন চেউকো। তাঁর কারণে তাই ভক্ত-সমর্থকেরা সেলফি তোলা তো দূরে থাক, অটোগ্রাফ পর্যন্ত নিতে পারেন না।
১৬ ঘণ্টা আগে