Ajker Patrika

বদলে গেল জহুর আহমেদ ও ফতুল্লার নামও

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৪ মার্চ ২০২৫, ০০: ৪৮
বাংলাদেশের অনেকগুলো ক্রীড়া প্রতিষ্ঠানের নাম গত সাত মাসে বদলেছে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের জাতীয় ক্রীড়া পরিষদ সারাদেশে ৫০টি ক্রীড়া স্থাপনার নাম পরিবর্তন করেছে। এরই ধারাবাহিকতায়, এবার আরও ২০টি ক্রীড়া স্থাপনার নাম পরিবর্তন করা হয়েছে। গতকাল জাতীয় ক্রীড়া পরিষদের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব নাম পরিবর্তনের বিষয়টি নিশ্চিত করা হয়।
বাংলাদেশের অনেকগুলো ক্রীড়া প্রতিষ্ঠানের নাম গত সাত মাসে বদলেছে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের জাতীয় ক্রীড়া পরিষদ সারাদেশে ৫০টি ক্রীড়া স্থাপনার নাম পরিবর্তন করেছে। এরই ধারাবাহিকতায়, এবার আরও ২০টি ক্রীড়া স্থাপনার নাম পরিবর্তন করা হয়েছে। গতকাল জাতীয় ক্রীড়া পরিষদের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব নাম পরিবর্তনের বিষয়টি নিশ্চিত করা হয়।

বাংলাদেশের অনেকগুলো ক্রীড়া প্রতিষ্ঠানের নাম গত সাত মাসে বদলেছে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের জাতীয় ক্রীড়া পরিষদ সারা দেশে ৫০টি ক্রীড়া স্থাপনার নাম পরিবর্তন করেছে। এরই ধারাবাহিকতায়, এবার আরও ২০টি ক্রীড়া স্থাপনার নাম পরিবর্তন করা হয়েছে। গতকাল জাতীয় ক্রীড়া পরিষদের এক বিজ্ঞপ্তিতে এসব নাম পরিবর্তনের বিষয়টি নিশ্চিত করা হয়।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের নাম বদলে রাখা হয়েছে বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়াম। রাজশাহীর কামারুজ্জামান স্টেডিয়ামের নাম পরিবর্তন করে রাখা হয়েছে রাজশাহী বিভাগীয় স্টেডিয়াম। নারায়ণগঞ্জের ফতুল্লা স্টেডিয়ামের নামকরণ করা হয়েছে জুলাই আন্দোলনে শহীদ রিয়া গোপের নামে।

বাকি ক্রীড়া স্থাপনাগুলোর নাম পরিবর্তন করে তাদের নিজ নিজ বিভাগ, জেলা ও উপজেলার নামে রাখা হয়েছে। আজ এক বিজ্ঞপ্তিতে এসব জানানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সবচেয়ে সুখী দেশ ফিনল্যান্ডে স্থায়ী বসবাসের আবেদন করবেন যেভাবে

‘ম্যামের মুখটা দেখলাম, মনে হলো—শুয়ে আছেন, কিছুই হয়নি তাঁর’

তিন ভোটে দায়িত্ব পালনকারীদের ‘যথাসম্ভব’ দূরে রাখতে হবে

নির্বাচনের তফসিল ঘোষণার আগেই দুই উপদেষ্টার পদত্যাগ চাইলেন ফখরুল

নেপালে সরকার পতনের পর ভাইরাল মনীষা কৈরালার পুরোনো ভিডিও

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত